পর্যটনকেন্দ্র খুলে দেয়ার দাবিতে কুয়াকাটায় টোয়াকের মানববন্ধন

এস এম আলমাস, কুয়াকাটা:
পর্যটন শিল্প ও পর্যটন বিনিয়োগকারীদের বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন চালু রাখার দাবিতে কুয়াকাটায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর আয়োজনে আজ বিকেল ৪ টায় মানববন্ধন এর আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনের  সভাপতিত্ব করেন টোয়াক’এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাসির উদ্দীন বিপ্লব সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব, কাজী সাঈদ সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাব, আনোয়ার হোসেন আনু সেক্রেটারি জেনারেল টোয়াক, টোয়াকের অন্যতম সদস্য জহিরুল ইসলাম মিরন সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ব্যাবসা প্রতিষ্ঠান, শিল্প কল কারখানা চালু থাকলেও পর্যটন শিল্প বন্ধ থাকায় চরম সংকটে ব্যবসায়ীরা। তাই অনতিবিলম্বে আমাদের পর্যটন শিল্পকে খুলে দিতে হবে এবং পাশাপাশি সরকারের কাছে আবেদন পর্যটন ব্যবসায়ীদেরকে সহজ পদ্ধতিতে প্রণোদনা দিতে হবে।
করোনার দ্বিতীয় ডেউ যখন বাংলাদেশ আঘাতহানে তখনই গত ১ এপ্রিল ২০২১ কুয়াকাটায় পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যাবসা প্রতিষ্ঠান সরকারের নির্দেশনায় বন্ধ ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরো অংশগ্রহণ করেন ট্যুর গাইড, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, ট্যুরিস্ট বোট এসোসিয়েশন, স্পিড বোট, শুঁটকি মার্কেট সমবায় সমিতি, মটর গাইড, বিচ ম্যানেজমেন্ট ফিস ফ্রাই, ঝিনুক ব্যাবসায়ীসহ সকল ব্যাবসায়ীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *