দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
দুমকিতে মামার বাসায় বেড়াতে এসে ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার হেফজ বিভাগগের ছাত্রী উম্মে হাবিব ( ১০) নামক এক বালিকার মৃত্যু হয়েছে। শনিবার ১২টায় এ বিদ্যুৎপৃষ্ঠের ঘটনা ঘটলে মেয়েটিকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে সেখান থেকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করলে রবিবার রাতে মেয়েটির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী জানায়,দুমকি থানা ব্রীজের পূর্ব পাশে খন্দকার বাড়ির সামনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী আব্দুস সত্তার খান পল্লী বিদ্যুৎ লাইনের নিচে ভবন তৈরি করে। সেই ভবনের ভারাটিয়া মোঃ সাইদুর রহয়ানের বাসায় মা ও মেয়ে বেড়াতে আসে শনিবার দুপুরে মেয়েটি ছাদে উঠলে এ বিদ্যুৎপৃষ্ঠ এর ঘটনা ঘটে। উম্মে হাবিবা বরিশাল একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ২৫ পারা কোরআন শরীফের হাফেজ। দুমকি পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন বিশ্বাস বলেন, আমরা পল্লী বিদ্যুৎ থেকে লাইনটি সরিয়ে নেয়ার জন্য বারবার বলেছি কিন্তু তারা জায়গা দেন নাই, এবং সত্তার সাহেবের টিনের ঘরটি ভেঙ্গে দিতে বলেছিলাম বিদ্যুতের খুটি বসানোর জন্য তাও তিনি ভেঙ্গে দেন নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *