দুবাই প্রবাসী ঝালকাঠির সাইফুল মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সন্তান দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল । তারা প্রবাসী মো. সাইফুল মোল্লার ছবি ব্যবহার করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া এবং ব্যারিষ্টার শাহজাহান ওমরের ছবি দিয়ে কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে একটি পোষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড ও এলাকায় পোষ্টার ঠাগিয়ে বিভ্রান্তি ছরাচ্ছে। মুলত এ ব্যাপারে দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লা কিছুই জানেন না। দুবাই প্রবাসী মো. সাইফুল মোল্লার দাবি তিনি ১০ বছর ধরে বিদেশে ব্যবসা করছেন। তিনি কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না। কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুর্খাজীর সাথে প্রবাসী মো. সাইফুল মোল্লার ভাল সর্ম্পক রয়েছে । আর এই শংকর মুখার্জী কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর পক্ষে সাইফুল মোল্লার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় প্রচার করেছেন। তবে শেষ পর্যন্ত শংকর মুখার্জী দলীয় মনোনয়নের জন্য চুড়ান্ত হননি। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা আব্দুস শুক্কুর মোল্লার নাম একক প্রার্থী হিসেবে জেলা থেকে কেন্দ্রে পাঠানোর পর পরই প্রবাসী সাইফুল মোল্লার বিরুদ্ধে এই অপ প্রচার চালানো হচ্ছে। প্রবাসী সাইফুল মোল্লা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

রাজাপুরে ইজিবাইক চুরি, মালিকের দায়িত্বে খুজে পেলে উদ্ধার করবেন পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে একই সাথে দুটি ইজিবাইক চুরি হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার ইজিবাইক মালিকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকালে ইজিবাইক দুটির মালিক উপজেলার বামনকাঠি গ্রামের মৃত. আ: জব্বার ফরাজীর ছেলে ফোরকান ফরাজী রাজাপুর থানায় স্বজনদের সাথে নিয়ে লিখিত অভিযোগ দিতে আসলে থানা পুলিশ অভিযোগ নেয়নি বলে জানান তিনি।
চড়া সুদের ঋনের টাকায় ক্রয়কৃত চুরি যাওয়া ইজিবাইক দুইটির আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। মালিক ফোরকান ফরাজী আরও জানান, স্বজনদের নিয়ে সকালে রাজাপুর থানায় গিয়ে ডিউটি অফিসারের নিকট বিষয়টি খুলে বললে তিনি রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলামের সাথে আলাপ করতে পাঠিয়ে দেন। ওসি শহিদুল ইসলামের সাথে অভিযোগকারী ও তার স্বজনদের সাথে দীর্ঘ আলোচনার পর চুরির ব্যাপারে লিখিত অভিযোগ নিতে অস্বিকৃতি জানিয়ে তিনি বলেন, চারদিকে লোকজন দিয়ে খোজ লাগান সন্ধান পেলে জানাবেন আমি পুলিশ পাঠিয়ে উদ্ধার করে দিবো। চুরি যাওয়া ইজিবাইক মালিক আরও বলেন, পুলিশ কর্মকর্তার কথা শুনে আমরা বোকা বনে গেছি এবং নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসি।
অপরদিকে একই রাতে পাশ্ববর্তী এলাকায় রাজাপুর থানার এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশ গভীর রাতে সন্দেহ ভাজন সংঘবদ্ধ উপজেলার সাংগড় গ্রামের মহিউদ্দিন সোহাগ ও ঝালকাঠির সদর উপজেলার গুয়াটন এলাকার আল আমিন নামের দুই ব্যক্তিকে মটরসাইকেল সহ আটক করে থানায় নিয়ে আসে। চুরি যাওয়া ইজিবাইক মালিকের অভিযোগের তীর আটককৃত দুই জনের দিকে থাকলেও রবিবার দুপুরে শুক্তাগড় ইউনিয়ন পরিষদের স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় তাদের পুলিশ ছেড়ে দেয়।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এ নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সহকর্মীরা আহজারি করতে থাকেন। এদিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।