গনপূর্তের টেন্ডার সন্ত্রাস জি কে শামিমের বরিশাল প্রতিনিধি কাশি মিজান এখনো ধরা ছোঁয়ায় বাহিরে

নিউজ ডেস্ক:

ধরা ছোঁয়ায় বাহিরে বরিশাল গনপূর্ত অধিদপ্তরে বিগত দশ বছরে হাজার কোটি টাকার উপরে কাজ বাগিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হালের আলোচিত টেন্ডার সন্ত্রাসী সাবেক যুবদল ক্যাডার র‍্যাবের হাতে আটক জি কে শামিমের বরিশালের টেন্ডার প্রতিনিধি প্রতিনিধি কাশি মিজান। বরিশালে বিভিন্ন সময় দায়িত্বরত বিভিন্ন নির্বাহী প্রকৌশলীদেরকে জি কে শামিমকে ফোনে ধরিয়ে দিয়ে কিংবা প্রধান নির্বাহী প্রকৌশলীকে ঘুষ দিয়ে ম্যানেজ করে কাজগুলো বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বরিশাল মহানগর যুবদলের ৩০ নং ওয়ার্ডর সাবেক সভাপতি মিজান খান ওরফ কাশি মিজানের বাবা বরিশাল নথুল্লাবাদ বাস মালিক সমিতির লোকাল গাড়ীর ড্রাইভার ছিলো,আর সে এখন চলাফেরা করে সোয়া কোটি টাকার পাজেরো গাড়িতে।

ঝালকাঠির সাবেক সংসদ সদস্য আজিজ গাজীর ভগ্নিপতি খান বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির খানের লাইসেন্সের সাথে জে কে বিল্ডার্সের জেভি করে এবং শুধু খান বিল্ডার্সের নামে হাজার কোটি টকার উপর কাজ বাগিয়ে নেয় বিসিসি’র ৩০নং ওয়ার্ডের সাবেক যুবদলের সভাপতি মিজান খাঁন ওরফে (কাশি মিজান)। তিনি কাজ পেতে একেক সময় টাকা দিয়ে আওয়ামীলীগ,যুবলীগ কিংবা ছাত্রলীগ এর প্রভাবশালী নেতাদের ব্যবহার করে থাকেন। এমনকি প্রধান নির্বাহীর রুমে ক্যাডার নিয়ে ঢুকে সাধারন ঠিকাদারের উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এই কাশি মিজান বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মজিবর রহমান সরোয়ারের প্রধান অর্থদাতা হিসেবে বরিশালে পরিচিত। বিএনপির আমলে ২৭,২৯ ও ৩০ নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিভিন্ন পরিবারের উপর হামলার অভিযোগও রয়েছে। সুত্র বলছে,খান বিল্ডার্স ও পলি ইন্জিনিয়ারিং এ জেভি করে শুধু বরিশাল নয় পটুয়াখালী,ভোলা,বরগুনা,ঝালকাঠী ও পিরোজপুরের প্রায় ৯০% কাজ বাগিয়ে নেন কাশি মিজান ও সুমন নামে আরেক ঠিকাদার। অভিযোগ রয়েছে পলি ইনজিনিয়ারিং এর সমস্ত অফিসিয়াল কাজ সম্পাদন করে সুমন নামের ঐ ব্যাক্তি।

পলি ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আকবর হোসেন জামাতের বরিশাল মহানগর আমির মুয়াযযাম হোসেন হেলালের বেয়াই। পি পি আর অনুযায়ী সর্বনিম্ন তিন কোটি টাকার কাজ এল টি এম করার কথা থাকলেও অফিসের যোগসাজশে ও টি এম পদ্ধতির মাধ্যমে তাদের নিজস্ব দুটি লাইসেন্স এর মাধ্যমে বরিশাল বিভাগের সমস্ত বড় কাজ বাগিয়ে নিয়ে পরবর্তীতে তারা সেগুলো ১৫/২০% কমিশনে বিক্রি করে দেন। তাদের বাগিয়ে নেয়া কাজগুলোর মধ্যে অন্যতম হলো বরিশাল জেলা দায়রা জজ আদালত,আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,মেরিন একাডেমী ভবন,নতুন কয়েকটি ভূমি অফিস,আর আর এফ,পুলিশ কমিশনারের কার্যালয় এবং প্রায় সবগুলো কাজই নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে। বর্তমানে পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১২৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে এই প্রতিষ্ঠানের। আবির নামে এক ঠিকাদার জানায় যদি দুর্নীতি দমন কমিশন (দুদক),বরিশালের কাজগুলো নিয়ে সঠিক তদন্ত করে তাহলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। এদিকে গনপূর্তের টেন্ডার জগতের সম্রাট হিসেবে খ্যাত জি কে শামীম গ্রেফতার হওয়ার পর তার সহযোগী কাশি মিজান সহ অনেকেই গা ঢাকা দিয়াছেন।

বরিশালে নানা আয়োজনে ডিবিসি নিউজের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শাহাজাদা হীরা:
গতকাল ২২ সেপ্টেম্বর রাত ৮ টায় ডিবিসি নিউজের আয়োজনে, অশ্বিনী কুমার হলে প্রাঙ্গনে। ডিবিসি নিউজের ৪র্থ বর্ষে পদার্পণ ও ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, উপ-মহা পুলিশ পরিদর্শক, বরিশাল রেঞ্জ, মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, র‌্যাব-৮ এর অধিনায়কের (সিইও) আতিকা ইসলাম, বরিশালের প্রবীণ সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা এবং ডিবিসি নিউজের বরিশাল প্রতিনিধি, অপূর্ব রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অতিথি বৃন্দরা এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে কেক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আগত অতিথিরা ডিবিসি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভকামনা করে বক্তব্য রেখে, কেক কেটে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

দ্বিতীয়বারের মত বরিশালে ডিইসিবির দিনব্যাপী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মত বরিশালে ডিইসিবির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা।

গতকাল ২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় বরিশাল নগরীর আসমত আলী খান (এ.কে) বিদ্যালয় এর হল রুমে দিনব্যাপী দ্বিতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বরিশালে এমন বিতর্ক প্রতিযোগীতা আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন তিনি।

ডিইসিবি সভাপতি শেখ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আসমত আলী খান (এ.কে) বিদ্যালয়, প্রধান শিক্ষক এইচএম জসিম উদ্দিন, সরকারি  সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ, একে স্কুল সভাপতি  সৈয়দ গোলাম মাসুদ বাবুল, ফারইস্ট ইসলামী ব্যাংক বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমরান, এনডিএফবিডি প্রোগ্রাম সেক্রেটারি শাবেদুল ইসলাম সোহেল, বিডিএস সভাপতি শামীম মাহমুদ, ডিইসিবি বিতর্ক চ্যাম্পিয়নশীপ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান শেখসহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আসা বিতার্কিকরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা কার্যক্রম শুরু করা হয়। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঢাকা অবজারভার, বাংলার বাণী এবং বরিশাল অবজারভার।

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরে নিউইয়র্ক যাওয়ার পথে আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে আবুধাবী পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন।

সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৮ সেপ্টেম্বর (শনিবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিট) আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বরিশালসহ দেশের ২৭ এমপি কালো তালিকায়

অনলাইন ডেস্ক ॥ শুধু ছাত্রলীগ, যুবলীগ নয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি মন্ত্রী, এমপিদেরও অপকর্মের তদন্ত করা হচ্ছে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে যে, প্রধানমন্ত্রীর নির্দেশে একাধিক গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রীর একটি নিজস্ব টীম এই কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন অপরাধ এবং অনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত ২৭জন এমপিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এরা দলের জন্য ক্ষতিকর। এমপি হয়ে এরা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির সঙ্গে জড়িত বলে একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব টীম দিয়ে এই অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখছেন। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী ফিরে আসার পর এমপিদের বিরুদ্ধেও এই ক্রাশ প্রোগ্রাম অব্যাহত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, এই ২৭জন এমপির মধ্যে ঢাকার এমপি অন্তত তিনজন। এদের একজনের বিরুদ্ধে অবৈধভাবে শ্মশানঘাটের জমি দখল করার অভিযোগ রয়েছে। আরেক এমপির বিরুদ্ধে রয়েছে টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীদের লালন পালনের অভিযোগ। বিভিন্ন সূত্র বলছে, মতিঝিল এলাকায় যেমন যুবলীগের ক্যাসিনোর বিষয়ে সাংসদ রাশেদ খান মেননের সম্মতি ছিল ঠিক তেমনি ঢাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে এমপিদের যোগসাজশ রয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী এমপি যার সঙ্গে সাম্প্রতিক সময়ে পুলিশের প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয় তাঁকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর, রাজশাহীসহ অন্তত ১৭টি জেলার ২৭ এমপির বিরুদ্ধে এধরণের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী এসব অভিযোগের ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছেন। তিনি একাধিক শীর্ষ নেতাকে বলেছেন, শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ নয় যারাই অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এটাও বলেছেন যে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, এমপিদের বিরুদ্ধে নানারকম অবৈধ তৎপরতার অভিযোগ রয়েছে। তাঁদেরকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সতর্ক করে দিয়েছেন। শেষ সতর্কবার্তা যদি তারা গ্রহণ না করেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংগঠনের নামে কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করলে বা সন্ত্রাসীকে লালন করলে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউন্সিলের আগে দলের একটি ক্লিন ইমেজ আওয়ামী লীগ সভাপতি তৈরি করতে চান। এই ক্লিন ইমেজের অংশ হিসেবেই তিনি এই অভিযানের নির্দেশ দিয়েছেন বলে দলের শীর্ষস্থানীয় একাধিক নেতা নিশ্চিত করেছেন।

যুবলীগের ৪ নেতার গনভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাসী কার্যকলাপ, চাদাঁবাজী ও ক্যাসিনোতে জুয়া, মাদক বিক্রি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ঢাকা দুই মহানগরের ৪ প্রভাবশালী নেতার গনভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের পাশ প্রত্যাহার করা হয়েছে। এই চার নেতা হলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মইনুল ইসলাম খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। এর আগে ছাত্রলীগের বিদায়ী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশ প্রত্যাহার করা হয়।

বাকেরগঞ্জে স্বর্ণের দোকানে লুটপাট: ডাকাতের হামলায় এএসআই আহত

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগজ্ঞের কলসকাঠী বন্দরে স্বর্ণের দোকানে সিরিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় পুলিশের এক এএসআই আহত হয়েছেন ৬জন । আহত পুলিশের সহকারী উপ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাত দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে একদল ডাকাত স্পিডবোটে করে পৌঁছায়। তারা ডিবি পরিচয় দিয়ে বাজারের লোকজনের হাত বেঁধে একটি ওষুধের দোকানে আটকে রাখে। পুলিশের একটি টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই জসিমের পেছন থেকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তারা। এরপর বাজারের ৬টি স্বর্ণের দোকান লুটপাট করে। এতে আনুমানিক অর্ধশতাধিক ভরি স্বর্ণ, শতভরি রুপা ও নগদ কয়েক লাখ টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভোলায় অর্ধশতাধিক বছরের পুরনো কবরে অক্ষত লাশ!

ভোলার মনপুরায় নদী ভাঙনের কবলে পড়া কবর থেকে উত্তোলন করা হয়েছে অর্ধশতাধিক বছরের পুরনো অক্ষত লাশ।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরজ্ঞান গ্রামে অবস্থিত সাবেক চেয়ারম্যান আ. লতিফ ভূইয়ার বাড়ি জামে মসজিদ সংলগ্ন গোরস্থানের নদী ভাঙনের জায়গা থেকে এ অক্ষত লাশটি উদ্ধার করা হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, মসজিদ সংলগ্ন গোরস্থানটি বেশিরভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদটিও অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। বুধবার ফজরের নামাজের পর মুসল্লিরা অক্ষত লাশটি দেখতে পান। পরে কবর খুঁড়ে লাশটি উপরে তুলে আনেন স্থানীয়রা।

লাশটি দেখে সবাই হতবাক হয়ে যান। লাশের পরনের কাপড়টি ধবধবে সাদা। বাঁধনসহ পুরো কাপড়টি এখন্ও শক্ত, মনে হয় যেন একদম নতুন।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাউদ্দিন বলেন, আমি কবর খুঁড়ে লাশটি উপরে তোলায় সাহায্য করেছি। আল্লাহতায়ালার কী রহমত, কবরের ভেতর গাছ-গাছালির অসংখ্য শিকড় থাকলেও লাশের গায়ে কোনো আঘাত বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি।

এদিকে অক্ষত লাশ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ওই মসজিদ প্রাঙ্গনে এসে ভিড় করেন।

স্থানীয়দের ধারণা, এ লাশ ৫০ বছরের অধিক সময়ের পুরনো হবে। পরে উত্তোলন করা এই লাশটিকে স্থানীয় উত্তর চর যতিন জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে পুনরায় দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শী অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিব্যক্তি ব্যক্ত করে স্ট্যাটাস দিয়েছেন।

মাওলানা মো. ইউনুস তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, মনপুরা উপজেলাধীন হাজীরহাট ইউনিয়নের অধীনে চরজ্ঞান মসজিদের কাছে একটি লাশ দেখা যায়। ধারণা করা হচ্ছে, ৭০ বছরের পুরনো কবর। কাপড় যে রকম ছিল, অবিকল সেরকম ছিল। গায়ে কোনো দাগ নেই, এটা ঈমানের আলামত।

মো. আইয়ুব আলী লিখেছেন, আল্লাহর গোলাম কবরে গেলেও ঘুমায়, কোনো জিনিস স্পর্শ করতে পারে না। আল্লাহ যেন তাদের মাঝে আমাদেরও কবুল করে নেন, আমিন।

ভূইয়ার বাড়ি মসজিদের ইমাম মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, নেক্কার বান্দাদের আল্লাহ যে হেফাজত করেন এটা তার জ্বলন্ত উদাহরণ।

এ কে এম জাহাঙ্গীর এর মা’কে দেখতে হাসপাতালে বিসিসি মেয়র

স্টাফ রিপোর্টার:

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গীর এর মা অসুস্থ থাকায় তাকে হাসপাতালে দেখতে যান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিকা আবদুল্লাহ।

আজ ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাকে দেখতে যাই।

এসময় তার সার্বিক খোজ খবর নেন।

সক্ষমতা বাড়ছে বরিশাল বিমান বন্দরের

রানওয়ের দৈর্ঘ্য-প্রস্থ বাড়ানোর সঙ্গে রাত্রীকালীন ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বাতির সংযোজন ঘটানো হচ্ছে বরিশাল বিমানবন্দরের। ফলে বোয়িং-৭৩৭ এর মতো বিশালাকৃতির উড়োজাহাজ নিরাপদে অবতরণ ও উড্ডয়ন সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আর এতে করে এ বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা যেমন বাড়বে, তেমনি আকাশপথে যাত্রীদের সংখ্যাও বাড়বে। পাশাপাশি বাড়বে বরিশাল বিমানবন্দরের আয়।

বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৩৪ বছর আগে নির্মিত এই বিমানবন্দরে বর্তমানে বাংলাদেশ বিমান, বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা মিলিয়ে সপ্তাহে ১৫টি ফ্লাইটে যাত্রী পরিবহন করা হচ্ছে। আর এর সবগুলোই বরিশাল-ঢাকা রুটে। যার মধ্যে বিমান বাংলাদেশ সপ্তাহে ৫টি, নভোএয়ার ৭টি ও ইউএস-বাংলা ৩টি ফ্লাইট পরিচালনা করছে। যেখানে বছরখানিক আগেও সপ্তাহে ৪/৫ দিন মাত্র ৭/৮টি ফ্লাইট পরিচালিত হতো।

আবার হিসেবে অনুযায়ী দিনে দিনে এ এয়ারপোর্টে যাত্রী সংখ্যা বাড়ছে। শুধু আগস্ট মাসের হিসেব অনুযায়ী বরিশাল বিমানবন্দর থেকে ৪ হাজার ২০৮ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। বছর দুই আগেও এর সংখ্যা অর্ধেকের মতো ছিলো।

সূত্রে জানা গেছে, বর্তমানে ১৬০ দশমিক ৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত বরিশাল বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ফুট এবং প্রস্থ ১০০ ফুট। যেখানে এটিআর ৭২-৫০০, ড্যাশ-৮-কিউ-৪০০ মডেলের মতো উড়োজাহাজ চলাচল করছে। যেগুলো ৬৫-৭২ জন যাত্রী বহনে সক্ষম।

বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল বিমানবন্দরের রানওয়ের বর্তমানে যে দৈর্ঘ্য রয়েছে সেটি মূলত ‘সি’ গ্রেডের। আর সেখান থেকে রানওয়েকে ‘বি’ গ্রেড অর্থাৎ ৮ হাজার ফুট দৈর্ঘ্য ও দেড়শ ফুট প্রস্থ করা হবে। যার দাপ্তরিক কাজ প্রায় শেষের পথে। আর এ কাজের সঙ্গেই রানওয়েতে প্রতি ৬০ ফুট পরপর বাতি লাগানো হবে। যার সহায়তায় বিমানবন্দরটিতে রাত্রীকালীন ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, রানওয়ে বৃদ্ধিতে যে জায়গার প্রয়োজন হবে, তা এখন রয়েছে। তবে ‘এ’ গ্রেডে অর্থাৎ ১০ হাজার ফুটে উন্নীত করতে গেলে সেক্ষেত্রে নতুন করে জায়গা অধিগ্রহণ করতে হতে পারে।

এদিকে বরিশালবাসীর দীর্ঘদিনের দাবি বিমানবন্দরে রাত্রীকালীন ফ্লাইট চালু করা। এ বিষয়ে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ বলেন, পায়রা বন্দর, পর্যটন নগরী কুয়াকাটা, বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বরিশালে দিনে দিনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে। ফলে গুরুত্বপূর্ণ এ অঞ্চলের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ছে। আর সময় স্বল্পতার কারণে মানুষ আকাশপথকেই বেছে নেবেন।

তিনি বলেন, বরিশাল-ঢাকা রুটে এখন যেমন এয়ারলাইন্সগুলো নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে, তেমনি যাত্রী সংখ্যাও বাড়ছে। তাই বরিশাল অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এ বিমান বন্দরটিতে রাত্রীকালীন ফ্লাইটসহ আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন-অবতরণের ব্যবস্থা চালুর দাবি বরিশালবাসীর দীর্ঘদিনের। রাত্রীকালীন ফ্লাইটের ব্যবস্থা চালু হলে বরিশালের গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরটিতে আরো যাত্রী সমাগম ঘটবে। যাতে উন্মোচন হবে নতুন নতুন ব্যবসার দ্বার। প্রসার ঘটবে পর্যটনের।