২৬ মার্চ পর্দা উঠছে আইপিএল এর

খেলাধুলা প্রতিবেদক:

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ২৬ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসরের।
উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স আপ দল কলকাতা নাইট রাইডার্স।

সবমিলিয়ে ১০ দলের অংশগ্রহণে ৭৪ ম্যাচের এই টুর্নামেন্ট চলবে ৬৫ দিন ধরে। সবগুলো ম্যাচ হবে মুম্বাই ও পুনের চারটি স্টেডিয়ামে। মুম্বাইয়ের তিন স্টেডিয়াম ওয়াংখেড়ে, ডিওয়াই পাতিল ও ব্রাবোর্নে হবে প্রথম রাউন্ডের ৭০ ম্যাচ। পুনের এমসিএ মাঠে হবে ১৫টি।

এবারের আসরে একইদিনে দুই ম্যাচ দেখা যাবে ১২ দিন। যেখানে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়, পরেরটি মাঠে গড়াবে রাত ৮টা থেকে। আসরের বাকি ৫৩ দিন দিনের একমাত্র ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

প্রথম রাউন্ডে প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে খেলবে চারটি করে ম্যাচ। এছাড়া ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে খেলবে তিনটি করে ম্যাচ। দশ দলের এই আসর চলবে ২০১১ সালের নিয়মে, যেবার প্রথম খেলেছিল দশটি দল।

অন্য দলগুলির মতো কলকাতাও গ্রুপ পর্বে মোট ১৪টি ম্যাচ খেলবে। কলকাতার গ্রুপে রয়েছে দিল্লি, লখনউ, মুম্বই, রাজস্থান। এই চারটি দলের সঙ্গে কলকাতা দু’বার করে খেলবে। অন্য গ্রুপের হায়দরাবাদের সঙ্গে দু’টি এবং চেন্নাই, পঞ্জাব, বেঙ্গালুরু, গুজারাতের সঙ্গে একটি ম্যাচ খেলবে।

কলকাতার মোট ১৪টি ম্যাচের মধ্যে চারটি করে ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। তিনটি করে ম্যাচ হবে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং পুণের এমসিএ স্টেডিয়ামে।

নাইটদের ১৪টি ম্যাচের মধ্যে দু’টি ম্যাচ বিকেল সাড়ে ৩টি থেকে। বাকি সব ম্যাচ সন্ধে সাড়ে ৭টা থেকে।

আইপিএলের আগে আছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। তবে এ সফরের টেস্ট সিরিজের দলে নেই মোস্তাফিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ, শেষ হবে ২৩ মার্চ। ফলে প্রথম ম্যাচ থেকেই দিল্লির হয়ে খেলতে পারবেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

এবারের আইপিএলে এসেছে নতুন দুটি দল। ১০টি দলের গ্রুপ পর্বে হবে ৭০টি ম্যাচ। মুম্বাই ও পুনের ৪টি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০টি ম্যাচ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামের সঙ্গে খেলা হবে পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আছে ২০টি করে ম্যাচ, অন্য দুই মাঠে ১৫টি করে।

আইপিএল এবার হচ্ছে ভিন্ন ফরম্যাটে। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বে দিল্লি দুটি করে ম্যাচ খেলবে মুম্বাই, লক্ষ্ণৌ, কলকাতা, পাঞ্জাব ও রাজস্থানের বিপক্ষে। একটি করে খেলবে গুজরাট, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইয়ের বিপক্ষে।

অবশ্য গ্রুপ পর্বের বিস্তারিত সূচি জানানো হলেও প্লে-অফের সূচি এখনো ঘোষণা করা হয়নি। এর আগে বলা হয়েছিল, আগামী ২৯ মে হবে এবারের আইপিএলের ফাইনাল।

আইপিএলে মোস্তাফিজদের দিল্লির ম্যাচ
২৭ মার্চ, প্রতিপক্ষ মুম্বাই, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা
০২ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাট, পুনে, রাত ৮টা
০৭ এপ্রিল, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা
১০ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা
১৬ এপ্রিল, প্রতিপক্ষ বেঙ্গালুরু, ওয়াংখেড়ে, রাত ৮টা
২০ এপ্রিল, প্রতিপক্ষ পাঞ্জাব, পুনে, রাত ৮টা
২২ এপ্রিল, প্রতিপক্ষ রাজস্থান, পুনে, রাত ৮টা
২৮ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ওয়াংখেড়ে, রাত ৮টা
০১ মে, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ওয়াংখেড়ে, বিকেল ৪টা
৫ মে, প্রতিপক্ষ হায়দরাবাদ, ব্র্যাবোর্ন, রাত ৮টা
৮ মে, প্রতিপক্ষ চেন্নাই, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা
১১ মে, প্রতিপক্ষ রাজস্থান, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা
১৬ মে, প্রতিপক্ষ পাঞ্জাব, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা
২১ মে, প্রতিপক্ষ মুম্বাই, ওয়াংখেড়ে, রাত ৮টা

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

খেলাধুলা প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার থাইল্যান্ডের একটি পর্যটন কেন্দ্রে অস্ট্রেলিয়ার সাবেক এ লেগ স্পিনার হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত করেছে ফক্স ক্রিকেট।

ফক্স ক্রিকেট জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তার হার্ট অ্যাটাক হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া গেছে। মেডিক্যাল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। ‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।

১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে।

ক্রিকেটীয় জীবনে একাধিক রেকর্ডের অধিকারী ওয়ার্ন। টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে তিনি সর্বোচ্চ উইকেট শিকারের নজির গড়েছেন (৯৬)। সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যেও তিনি সবার শীর্ষে। ক্যারিয়ার জুড়ে জাতীয় দলের হয়ে ৪ হাজার ১৭২ রান করেছেন তিনি। টেস্টেও সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ওয়ার্নের নাম সবার শীর্ষে। অভিজাত ক্রিকেটে তিনি করেছেন ৩ হাজার ১৫৪ রান।

নাসুম নৈপুন্যে টাইগারদের জয়

নাসুমের স্পিন জাদুতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।

টাইগারদের দেয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৪ রানেই গুটিয়ে গেছে আফগানরা। মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা নাসুম আহমেদ।

মিরপুর হোম অফ ক্রিকেটে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অভিষিক্ত মুনিম শাহরিয়ার মারমুখি, বিপরীতে ২ রানেই সাজঘরে নাঈম শেখ। চাপটা সামলাতে পারেননি বিপিএলে দুর্দান্ত ব্যাট করা মুনিম। ১৭ রানে প্যাভেলিয়নের পথ ধরেন তিনি। মুজিব, রশিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ ৩৭।

দুই তরুনের দেখানো পথে অভিজ্ঞ সাকিবও। মাত্র ৫ রানেই প্যাভেলিয়নে তিনি। ১০ রানে একই পথের পথিক দলের কাপ্তানও। উইকেটের একপ্রান্তে ইনিংস মেরামতের কাজটা সারেন লিটন। তাকে কিছুটা সঙ্গ দেন আফিফ।

৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া লিটন ৪টি চার ও দুই ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস। এরপর আফিফ ২৫ রানে ফিরলে, নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৫ রান জমা করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে, নাসুমের স্পিন ভেলকিতে ছন্নছাড়া আফগানিস্তানের টপ অর্ডার। বাঁহাতি এই স্পিনার নিজের প্রথম তিন ওভারে একাই ফেরান গুরবাজ, জাজাই, রাসুলি ও কারিম জানাতকে। তার স্পিন জাদুতে মাত্র ২০ রানে ৪ উইকেট হারিয়ে কোনঠাসা আফগানিস্তান।

নাসুমকে সামলাতে না সামলাতেই বল হাতে সাকিব ম্যাজিক। ম্যাচের হাল ধরায় চেষ্টায় থাকা নবি ও নাজিবুল্লাহ কুপোকাত তার স্পিন জাদুতে। আর নবিকে ফিরিয়েই সাকিব স্পর্শ করেন রঙ্গিন পোশাকের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক।

বাকি কাজটা সারেন শরিফুল আর মুস্তাফিজ। শরিফুল নেন ৩ উইকেট। বাকি একটা মুস্তফিজের। ফলে, ১৪ বল বাকি থাকতেই ৯৪ রানে অল আউট আফগানিস্তান। ৬১ রানের জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ!

খেলাধুলা প্রতিবেদক:

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে লড়াই শেষ। এবার টি টোয়েন্টি যুদ্ধের পালা। কিন্তু পরিসংখ্যান বলছে, আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এই ফরম্যাটে আফগানদের ভরসা রশিদ খান, মোহাম্মদ নবী কিংবা ফজলদের মতো পারফরমাররা। অন্যদিকে, ব্যক্তিগত পারফরমারদের বিচারে অনেক পিছিয়ে বাংলাদেশ।
যেই আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগে শীর্ষস্থান পোক্ত করার সুযোগ ছিলো বাংলাদেশের। সেখানে শেষ ওয়ানডেতে হেরে আক্ষেপ বাড়িয়েছে তামিম বাহিনী। এখন অপেক্ষা ঢাকায় দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের। যেখানে শুধু মানসিকভাবে নয় পরিসংখ্যানের দিক দিয়েও টাইগারদের থেকে এগিয়ে আফগান বাহিনী।

ক্রিকেটের এই ছোট সংস্করণে ২০০৬ সালে পথ চলা শুরু হয় টাইগারদের। অথচ, তারও চার বছর পর অভিষেক হওয়া আফগানরা ছাড়িয়ে গেছে বাংলাদেশকে। মোট ছয় হেড টু হেডে ৪-২ ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান।

টি টোয়েন্টি রেঙ্কিংয়েও বাংলাদেশ থেকে এগিয়ে আফগানরা। ৩৭ ম্যাচে ২৩১ রেটিং নিয়ে রেঙ্কিংয়ের ৯ এ আছে বাংলাদেশ। ২০ ম্যাচ কম খেলেও এক ধাপ ওপরে আছে রশিদ, মুজিবরা।

এই পারফর্মেন্সের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। এবারের আইপিএলে যখন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ, তখন এই টুর্নামেন্টে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন চার ক্রিকেটার।

বাংলাদেশ-আফগানিস্তান, দুই দলের মধ্যকার দেখায় সর্বোচ্চ ৩টি দলীয় স্কোর আফগানদের দখলে। ২০১৮ তে বাংলাদেশের বিপক্ষে আফগানরা করেছিলো সবোর্চ্চ ১৬৭ রান। আবার সর্বনিম্ন, ৭২ রানটাও আফগানদের দখলেও।

২০১৯ সালে মিরপুরে মোহাম্মদ নবীর ৮৪ রান, দুই দলের ৬ দেখায় ইনিংস সর্বোচ্চ। ২০১৯ এ এক ইনিংসে ৭টি ছক্কা হাকিয়ে সবোর্চ্চ ৯ ছক্কার মালিকও এই আফগান অলরাউন্ডার। বল হাতেও আধিপত্য ধরে রেখেছে আফগানিস্তান। ৫ ম্যাচে ১২ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন রশিদ খান। দেহরাদুনে ১২ রানে ৪ টাইগার ব্যাটসম্যানকে ফিরিয়ে, এই লেগ স্পিনার শীর্ষে আছেন সেরা বোলিং ফিগার নিয়েও।

অবশ্য সবোর্চ্চ রানের তালিকার শীর্ষ স্থান দখলে রেখেছেন মাহমুদউল্লাহ। ১১৮ রান রয়েছে তার দখলে।

ডিসমিসালের দিক দিয়ে এগিয়ে বাংলাদেশের উইকেট রক্ষক মুশফিকুর রহিম। দুই দলের ৫ দেখায় সর্বোচ্চ ৩ টি ডিসমিসাল এই বাংলাদেশ উইকেট রক্ষকের।

আর ৩ ক্যাচ নিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড মুস্তাফিজের। লক্ষ্য যখন দুরত্ব ঘোচানোর, তখন বাংলাদেশের সামনে সুযোগ ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ জিতে আফগানদের সাথে হেড টু হেডে সমতা ফেরানোর।

শেষ ম্যাচে আফগানদের জয়

খেলাধুলা প্রতিবেদক:

গুরবাজের সেঞ্চুরিতে চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ৭ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এতে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো আফগানরা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৯২ রানে। জবাবে গুরবাজের অপরাজিত ১০৬ রানের ইনিংসে ৫৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় আফগানিস্তান। ম্যাচ সেরা হয়েছে গুরবাজে এবং সিরিজ সেরা হয়েছে লিটন দাস।

আগের দুই ম্যাচে শতভাগ সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে তৃতীয় ওয়ানডেতে নেমেছিলো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে সেই সাফল্য থেকে অনুপ্রেরণা নিতে পারেন নি তামিম ইকবাল। ব্যক্তিগত ১১ রানের ফজল হক ফারুকির বলে সাজঘরে ফেরেন তিনি। এই নিয়ে টানা তিন ম্যাচে এই ফজল হক ফারুকির কাছেই ধরাশায়ী হলেন অধিনায়ক।

অবিচল ছিলেন আগের ম্যাচের নায়ক লিটন দাস। সাকিব আল হাসানের সাথে দ্বিতীয় উইকেটে গড়েন ৬৯ রান। পাঁচটি চারে ওয়ানডেতে নিজের চতুর্থ অর্ধশতক তুলে নেয়ার আগে আর্ন্তজাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

কিন্তু দলীয় সংগ্রহ বড় করতে যাদের দিকে তাকিয়ে ছিলেন লিটন তারা সাপোর্ট দিলেন কোথায়? প্রথম ওয়ানডেতে ১০, দ্বিতীয় ওয়ানডেতে ২০ রান করা সাকিব তৃতীয়টিতে ৩০ রান করে ওমারজাইয়ের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন।

আগের ম্যাচে ইতিহাস গড়ার সঙ্গী মুশফিকও ফিরলেন ৭ রান নিয়ে। আর ১ রান তুলে ইয়াসির রাব্বি বিদায় নেন রশিদ খানের দেড়শো তম উইকেট হয়ে।

অপরপ্রান্তে আসা যাওয়ার মিছিল দেখা লিটনের মনোযোগেও পড়লো তার প্রভাব, ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটসম্যান গুলবাদিনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ৮৬ রানে।

এরপর মাহমুদুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ঠিকই। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারদের ব্যর্থতায় ৩৯ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস। এই ম্যাচ খেলা নিয়ে যার সংশয় ছিলো সেই রশিদ খান তুলে নেন ৩৭ রানের ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সাবধান ছিলো আফগান ওপেনাররা। রহমতুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান প্রথম উইকেটে তোলেন ৭৯ রান। রিয়াজ ৩৫ রানে সাকিবের বলে বিদায় নিলেও ৫৩ বলে অর্ধশতক তুলে নেন রহমতুল্লাহ গুরবাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আফগানিস্তানকে।

অর্ধশতককে নিজের তৃতীয় ওয়ানডে শতকে রূপ দিয়ে দলের হোয়াইটওয়াশ এড়ান গুরবাজ।

আর এদিকে ২-১ এর সিরিজ জয় নিয়েই খুশি থাকতে হলো বাংলাদেশকে।

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

খেলাধুলা প্রতিবেদক:

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৮০ রানে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। দুরন্ত এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করল টাইগাররা। সিরিজ নিশ্চিতের সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচসেরা লিটন দাস ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া পার্টনার শিপে আফগানদের সামনে রানের পাহাড় ছোঁয়ার চ্যালেঞ্জটা আগেই ছুঁড়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। চ্যালেঞ্জটা স্পর্শ করার সাহসও দেখিয়ে গেছে সফরকারীরা। ওপেনার রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরানের ফিফটিতে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতায় ফেরার স্বপ্নও বনে ছিল অতিথিরা। কিন্তু বাংলাদেশের সম্মিলিত বোলিং দাপটে আফগানদের স্বপ্নটা আলোর মুখ দেখতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় তাদের সেই জয়ের আশা মিলিয়ে গেছে দূর দিগন্তে।

অবশ্য আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো ছিল না। দলীয় ৩৪ রানে হারিয়ে ফেলে তারা ৩ উইকেট। চতুর্থ উইকেটে নাজিবুল্লাহ জাদরান ও রহমত শাহর পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় তারা। ৯০ বলে ৮৯ রানের দুরন্ত জুটি গড়ে দলকে স্বপ্ন দেখিয়ে ছিলেন বটে। কিন্তু ফিফটি গড়ে নিজেদের ব্যক্তিগত স্কোর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি দুজনে। যেকারণে স্বপ্নটা আরও সত্যি হয়নি।

রহমত শাহ ৭১ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ৫২ রানের দারুণ এক ক্রিকেটীয় ইনিংস। ৬১ বলে ৭ বাউন্ডারিতে নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাদের সঙ্গে মোহাম্মদ নবী ৩২ ও রশিদ খান ২৯ রান যোগ করেন দলীয় স্কোরে। তাতেই ৪৫.১ ওভারে আফগানিস্তানের ইনিংস থামে ২১৮ রানে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। একটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানদের দিনটি ছিল বড়ই অপয়া। তবে দ্বিতীয় ম্যাচেই কেটে যায় সেই দুর্ভাগ্যটা। দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন দাস। তার ব্যাটিং পার্টনার মুশফিকুর রহিম পেয়েছেন ফিফটির দেখা। দুজনের ব্যাটিং তাণ্ডবের ওপর ভর করে আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের বিশাল পুঁজি গড়েছে তামিম ইকবালের দল।

ব্যাট হাতে মাঠে নেমে টাইগারদের শুরুটা ছিল দারুণ। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে লিটন ব্যাট করে গেলেও তামিম ইকবাল ফেরেন একটু আগে ভাগেই। দেশসেরা এ ওপেনারের ব্যাট থেকে আসে মাত্র ১২ রান।

তামিম বিদায় নিলেও লিটনকে সঙ্গ দিতে থাকেন সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডার নিজের হাতের ব‍্যাটটা হাসাতে পারেননি ঠিক মনমতো। দারুণ শুরুর আভাস দিয়েও ২০ রানেই থামতে হয় এ ক্রিকেট সুপারস্টারকে।

তামিম-সাকিব সাজঘরের পথ ধরলেও উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ব্যাটিং ঝলক দেখিয়ে যান। পরে ব্যাটিং জাদু নিয়ে হাজির হন মুশফিকুর রহিম। ১২৬ বলে লিটন খেলেন ১৩৬ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। তার এ দুর্বার ব্যাটিং অভিযানে ছিল ১৬ চার ও ২ ওভার বাউন্ডারির মার।

অন্য দিকে সেঞ্চুরির আভাস দিয়েও মুশফিকুর রহিম পাননি জাদুকরী তিন অঙ্কের দেখা। তারকা এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে সন্তুষ্ট থাকতে হয় ৮৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংসে। ৯৩ বলের এই দুর্দান্ত ইনিংস সাজান তিনি মন ভোলানো ৯ বাউন্ডারিতে। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৮৬ বলে গড়েন ২০২ রানের অনন্য এক পার্টনারশিপ।

পরপর দুই বলে লিটন-মুশফিক দুজনকে ফিরিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের রানের গতিটা কমিয়ে দেন ফরিদ আহমেদ। নিলে দলীয় স্কোরটা আরও বড় হতে পারতো। মাহমুদউল্লাহ রিয়াদ (৬*) ও আফিফ হোসেন (১৩*) অপরাজিত থেকে যান। শেষের ৩.৩ ওভারে আসে মাত্র ২১ রান।

আফগানিস্তানের হয়ে দুটি উইকেট শিকার করেন ফরিদ আহমেদ। আর একটি করে উইকেট পান ফজলহক ফারুকী ও রশিদ খান।

আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস ভাগ্যটা কথা বলেছে লাল-সবুজের প্রতিনিধিদের পক্ষে। তাইতো টস জিতেই ব্যাটিং নেয় বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ওয়ানডের উইনিং কম্বিনেশন অটুট রেখেছে টাইগাররা। প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়েই আজ মাঠে নামে স্বাগতিকরা।

আফগানিস্তানের একাদশে তিনটি বদল আসে। দল থেকে ছিটকে যান ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে দলে জায়গা করে নেন ফরিদ আহমেদ, রিয়াজ হাসান ও আজমাতুল্লাহ ওমরজাই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকী।

শুরুতেই জয় টাইগারদের

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। আফিফ ও মিরাজের ব্যাটে চড়ে প্রথম ওয়ানডেতে দারুন এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

বাংলাদেশের হয়ে সপ্তম উইকেটে আফিফ ও মিরাজের ম্যাচজয়ী অবিচ্ছিন্ন ১৭৪ রানের রেকর্ড পার্টনারশিপে দারুন জয় পায় তামিম বাহিনী। আফগানদের শক্ত বোলিং ইউনিট শত চেষ্টা করেও চিড় ধরাতে পারেনি আফিফ-মিরাজের সংকল্পে। সাত বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে। এই ম্যাচ উইনিং ইনিংসের জন্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে। আর মিরাজের ব্যাট থেকে আসে অপরাজিত ৮১ রানের ঝকঝকে ইনিংস। এতে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তিনি।

এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২১৬ রান তাড়া করতে নেমে ৪৫ রানেই ছয় ব্যাটারকে হারিয়ে রীতিমত ধুঁকছিলো টাইগাররা। আফগান পেসার ফজল হক ফারুকির বোলিং তোপে শুরুতেই ফিরে যান ওপেনার লিটন দাস, আরেক ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। তাদের সংগৃহীত রান যথাক্রমে ১, ৮, ৩ ও ০। ফারুকি একাই তুলে নেন এই ৪টি উইকেট।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসান। ১০ রান করে স্পিনার মুজিব-উর রহমানের বলে বোল্ড হন তিনি। কিছুক্ষণের মধ্যে বিদায় নেন মাহমুদুল্লাহ। রশিদ খানের বলে গুলবাদিনের হাতে ক্যাচ দিয়ে ৮ রান করে ফেরেন তিনি।

এসময় মনে হচ্ছিলো একশ’র কোটাও পার করতে পারবে না টাইগাররা। তারপরই আফিফ হোসেন ও মেহেদি মিরাজের ব্যাটে চড়ে বিপর্যয় সামলে ওঠে বাংলাদেশ।

আফগানদের পক্ষে ফারুকি ৪টি, রশীদ খান ১টি ও মুজিব ১টি উইকেট শিকার করেন।

এর আগে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশকে ২১৬ রানের টার্গেট দেয় আফগানিস্তান। আফগানদের ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভার দেখেশুনে কাটানোর পর তৃতীয় ওভারে তৃতীয় বলে মোস্তাফিজের ওপর চড়াও হতে চেয়েছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু মিড উইকেটে তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন গুরবাজ। ক্যাচটি লুফে নেন তামিম ইকবাল। গুরবাজ ফেরেন ৭ রানে। এরপর দেখেশুনে খেলে রহমত শাহকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৫ বলে ৪৫ রানের জুটিও গড়েন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান।

বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। অবশেষে এই জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে তাকে ড্রাইভ খেলতে গিয়ে প্রথম স্লিপে ইয়াসির আলির ক্যাচ হন জাদরান (২৩ বলে ১৯)। ইয়াসির প্রথম দফায় ক্যাচটি তালুবন্দি করতে না পারলেও পরে অনেকটা শুয়ে বুকের সঙ্গে মিশিয়ে বল ধরে ফেলেন।

রহমত শাহ আর হাশমতউল্লাহ শহিদি এরপর ধীরগতির এক জুটি গড়েন। ৫২ বলে গড়া তাদের ২৩ রানের জুটিটি বিচ্ছিন্ন হয় ইনিংসের ২২তম ওভারে। তাসকিন আহমেদের গতিতে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন রহমত। ৩৪ রান করতে তিনি খেলেন ৬৯টি বল। এরপর ঘন ঘন বিরতিতে উইকেট যেতে থাকে। শেষ পর্যন্ত ২১৫ রানে থামে আফগানরা।

টাইগারদের হয়ে মুস্তাফিজ নেন তিনটি, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ নেন দুইটি করে উইকেট। আর মাহমুদুল্লাহ নেন একটি উইকেট।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মকুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার), ইব্রাহিম জাদ্রান, রহমত শাহ, হাসমতুর্রাহ শাহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজলহক ফারুকী।

ফুটবল ফ্রি-স্টাইলে বাংলাদেশি মুনতাকিমের রেকর্ড

বাংলাদেশের সবশেষ গিনেস বুক রেকর্ড মুনতাকিম উল ইসলামের ফুটবল ফ্রি-স্টাইলের রেকর্ড। ১৬ বছর বয়সী এই তরুণ হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ৩০ সেকেন্ডে ২৭ বার ফুটবল ঘুরিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। এর আগের রেকর্ডটি ছিল ২৫ বারের।

ফুটবল নিয়ে কসরত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ মুনতাকিম। হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘোরানোকে গিনেস কর্তৃপক্ষের ভাষায় বলা হয় ‘অ্যারাউন্ড দ্য মুন ফুটবল কন্ট্রোল ট্রিকস ইন থার্টি সেকেন্ডস’।

৩০ সেকেন্ডে ২৭ বার এ কীর্তি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের নাম তুলেছেন বাংলাদেশের চট্টগ্রামের তরুণ মুনতাকিম উল ইসলাম। এর আগে এ রেকর্ডটি ছিল ২৫ বার।

এক বছর ধরে ফুটবল নিয়ে ফ্রিস্টাইলিং করছিলেন মুনতাকিম। আর গত ছয় মাসে দৈনিক দুই ঘণ্টার চেষ্টায় মুনতাকিম এমন টাইমিং করতে পেরেছেন বলে জানিয়েছেন।

তবে এখানেই না থেমে ফুটবল ফ্রিস্টাইলিংয়ের আরও বিভিন্ন শাখায় নিজের পাশাপাশি বাংলাদেশের নাম লেখাতে চান তিনি।

মুনতাকিমের বাবা শরিফুল ইসলাম পেশায় একজন ব্যাংকার। মা শাহীনুর আক্তার গৃহিণী। বাবার চাকরিসূত্রে প্রায় দুই দশক ধরে আছেন চট্টগ্রামের আগ্রাবাদ মুহুরিপাড়া উত্তরা আবাসিক এলাকায়। লেখাপড়া করেছেন স্থানীয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। সেখান থেকেই এবার বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

ফুটবল নিয়ে মুনতাকিমের ভালোলাগা ২০১৮ থেকে। এরপর ২০২০ এর মহামারিতে সবকিছু যখন থমথমে, তখন তিনি এ সময়কে নিয়েছেন সুযোগ হিসেবে। সময় পেলেই হাতে নিয়েছেন ফুটবল, বাসার ছাদে ও কক্ষে অনুশীলন করেছেন নিয়মিত। পাশাপাশি বাংলাদেশে যারা ফ্রি-স্টাইল করে তাদের সঙ্গে পরিচয় হওয়া, পরামর্শ নেওয়া, ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখা সমানতালে চালিয়ে যান। এভাবে টানা দুই বছরের কসরতের পর ফ্রি-স্টাইল রপ্ত করেন মুনতাকিম।

গত বছরের ফেব্রুয়ারিতে মুনতাকিম প্রথম বুঝতে পারেন তিনি গিনেস রেকর্ড করতে সক্ষম। কিন্তু কীভাবে আবেদন করতে হবে, তা তার জানা ছিল না। তখন তিনি যোগাযোগ করেন ফ্রি-স্টাইলে গিনেস রেকর্ডধারী চট্টগ্রামের আশরাফুল ইসলাম জোহান ও নোয়াখালীর কনক কর্মকারের সঙ্গে।

তাদের পরামর্শে ২০২১ সালের ১৯ মে গিনেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তারা একটা মানদণ্ড বেঁধে দেন। সেই অনুযায়ী ভিডিও ক্লিপ পাঠান ২১ জুনে। এর প্রায় পাঁচ মাস পর গিনেস কর্তৃপক্ষের থেকে অভিনন্দন বার্তা পান মুনতাকিম। সবশেষ ২৯ ডিসেম্বর কৃতিত্বের স্বীকৃতি সনদ হাতে আসে।

বরিশালকে হারিয়ে শেষ হাসি কুমিল্লার

স্পোর্টস ডেস্ক:

বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টান টান উত্তেজনাকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করল কুমিল্লা।

এর আগে ২০১৫ ও ২০১৮ সালে শিরোপা জয় করেছিল কুমিল্লা।

অনেকদিন পর মিরপুর শেরে বাংলায় গর্জে উঠল দর্শক। দেখা গেল আনন্দের ফোয়ারা। মাঠে চরম উত্তেজনা। ম্যাচ বারবার ভিন্ন ভিন্ন দিকে হেলে পড়ছিল।

সবার আশা ছিল বড় স্কোর হবে। তবে ফরচুন বরিশালের বোলারদের সৌজন্যে তা হয়নি। মাঝারি স্কোরিং ম্যাচেও শেরে বাংলায় ফাইনাল হলো ফাইনালের মতোই। উত্তেজনা ছড়ানো ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ম বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১ রানের রুদ্ধশ্বাস জয়ে সাকিবের বরিশালকে তারা হতাশার সাগরে ডোবাল।

রান তাড়ায় নেমে নড়বড়ে শুরু করেন ফরচুন বরিশালের দুই ওপেনার ক্রিস গেইল আর মুনিম শাহরিয়ার। মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভার থেকে আসে মাত্র ৪ রান। সবগুলোই এক্সট্রা খাত থেকে। ৭ বল খেলে মুনিমের নামের পাশে ০ রান! শহীদুলের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি কবজির মোচরে ঘুরিয়ে প্রথম রানটি নেন ক্রিস গেইল। পরের বলেই মিড অনে ডু প্লেসিসের তালুবন্দি হন ৭ বল খেলে কোনো রান না পাওয়া মুনিম। তিনে নেমে আগ্রাসী মেজাজে দেখা দেন সৈকত আলী। তার ব্যাট থেকেই আসে প্রথম বাউন্ডারি। দ্রুত ঘুরতে থাকে রানের চাকা। মাত্র ২৬ বলে ফিফটি পূরণ করেন সৈকত। তার ৩৪ বলে ১১ চার ১ ছক্কায় ৫৮ রানের ইনিংসটি থামে তানভীর ইসলামের বলে ইমরুল কায়েসের তালুবন্দি হয়ে। এর সাথে ক্রিস গেইলের সঙ্গে তার ৫১ বলে ৭৪ রানের জুটির অবসান হয়।

উইকেটে আসেন নুরুল হাসান সোহান। ৩১ বলে ১ চার ২ ছক্কায় ৩৩ করা ক্রিস গেইলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তার স্বদেশি সুনিল নারাইন। নুরুলের সঙ্গী হন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ বলে ৭ রান করে মুস্তাফিজের অসাধারণ এক ক্যাচে ফিরে যান। বোলার ছিলেন তানভীর ইসলাম। ২১ বলে দরকার যখন ১৯, আরিফুলের সরাসরি থ্রুতে রান-আউট হয়ে গেলেন নুরুল হাসান সোহান (১৪)। ব্যাট ওপরে ছুড়ে মেরে রাগে গজগজ করতে করতে তিনি মাঠ ছাড়েন। ম্যাচে ছড়ায় উত্তেজনা। বরিশালের আশা-ভরসার প্রতীক হয়ে শান্তর সঙ্গী হন ব্র্যাভো।

কিন্তু তার স্বদেশি সুনিল নারাইন তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ১ রানে। ১৮তম ওভারে মাত্র ২ রান দেন নারাইন। শেষ ১২ বলে দরকার ছিল ১৬ রান। আক্রমণে মুস্তাফিজ। প্রথম বল ডট দিয়ে দ্বিতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন ১৫ বলে ১২ করা শান্তকে। ওভার থেকে আসে ৬ রান। শেষ ওভারে ১০ রান আটকানোর দায়িত্ব পান শহীদুল। উইকেটে তৌহিদ হৃদয় আর মুজিব উর রহমান। পঞ্চম বলে হৃদয়ের ক্যাচ ছাড়েন তানভীর। ওই বলে আসে ২। শেষ বলে দরকার হয় ৩ রান। ওই বল থেকে ১ রান আসে। ১ রানের শ্বাসরুদ্ধকর জয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে বিপিএলের গ্র্যান্ড ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫১ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্যারিবীয় অল-রাউন্ডার সুনিল নারিন আজও শুরু থেকে ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রথম ওভারের শেষ তিন বলে মুজিব উর রহমানকে দুটি ছক্কা আর একটি বাউন্ডারি মারেন। অন্যদিকে লিটন দাস ছিলেন নিষ্প্রভ। ৬ বলে ৪ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে যান এই ওপেনার। এর সঙ্গেই ভাঙে ১৮ বলে ৪০ রানের ওপেনিং জুটি। এরপর সুনিল নারিন বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২১ বলে তুলে নেন ফিফটি।

আগের ম্যাচেই তিনি বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন। অবশেষে এই ক্যারিবীয়কে থামান মেহেদি রানা। তার একটি স্লোয়ার উড়িয়ে মারতে গিয়ে মিসটাইমিং হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন ২৩ বলে ৫টি করে চার-ছক্কায় ৫৭ রান করা নারাইন। ক্যাচটি নেওয়ার পর শান্তর নাচ ছিল দেখার মতো। নারাইনের আউটে ম্যাচে ফিরে বরিশাল। কুমিল্লার রান তোলার গতি কমে আসে। দ্রুতই রান-আউট হয়ে ফিরে যান ৭ বলে ৮ রান করা মাহমুদুল হাসান জয়।

ফাইনালের মঞ্চে আলো ছড়াতে পারেননি ফাফ ডুপ্লেসিস (৪)। মুজিব উর রহমানের অফ স্টাম্পের ডেলিভারিটি মিডউইকেটে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ধরা পড়েন বোলারের হাতে। ১২ বলে ১২ রান করা অধিনায়ক ইমরুল কায়েস তো চরম বাজে শট খেলে ডিজে ব্র্যাভোকে উইকেট বিলিয়ে দেন। ৯৪ রানে কুমিল্লার ইনিংসের অর্ধেক শেষ হয়। উইকেটে এসেই গোল্ডেন ডাক মারেন আরিফুল হক। তার লেগ স্টাম্প উপড়ে দেন মুজিব। ৬ নম্বরে নামা মঈন আলীও আজ ধীরে শুরু করেন।

৭ম উইকটে মঈনের সঙ্গে আবু হায়দার রনির জুটিতে এগোতে থাকে কুমিল্লা। রান উঠছিল খুব ধীরে। শেষের দিকে মঈন হাত খুলেছিলেন। কিন্তু যখন তাকে বেশি প্রয়োজন ছিল, সেই শেষ ওভারের প্রথম বলে দ্রুত দুই রান নিতে গিয়ে রান-আউট হয়ে যান। মঈনের সংগ্রহ ৩২ বলে ২ চার ১ ছক্কায় ৩৮। সেইসঙ্গে ভাঙে ৫১ বলে ৫৩ রানের জুটি। তৃতীয় বলে ১ চার ১ ছক্কায় ১৯ করা আবু হায়দারও শফিকুলের বলে ক্যাচ দেন। চতুর্থ বলে ডাক মারেন শহিদুল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তোলে কুমিল্লা।

বরিশাল নাকি কুমিল্লা! কে হাসবে শেষ হাসি?

খেলাধুলা প্রতিবেদক:

শেষ পর্যন্ত কে হাসবেন শিরোপার হাসি, বরিশালের সাকিব নাকি কুমিল্লার মুস্তাফিজ। ফাইনালে এই দুই তারকার দিকেই তাকিয়ে থাকবে তাদের দল। এই দুই দেশীয় তারকাই শুধু নন, অভিজ্ঞতা বলছে ফাইনালের স্পটলাইট কেড়ে নিতে পারেন বরিশালের ডোয়াইন ব্রাভো কিংবা কুমিল্লার ফ্যাফ দুপ্লেসিরা।

আসরের শুরু থেকেই নজর কেড়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে তার রান ২৭৭। গড়টা ৩০এর উপর। তিন ফিফটি বরিশাল কাপ্তানের নামের পাশে, স্ট্রাইকরেটটা ১৪৫ এর বেশি। বল হাতে সাকিবের শিকার টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১৫ উইকেট। ইকোনোমিটাও পাচের একটু বেশি। মেগা ফাইনালে তাই সবার নজরে থাকবেন সেরাদের সেরা সাকিব আল হাসান।

ফরচুন বরিশালের হয়ে দুর্দান্দ ছন্দে ডিজে ব্রাভো। ব্যাট হাতে যতটা উজ্জ্বল এই ক্যারিবিয় তারকা, তার চেয়ে বেশি আলো কেড়েছেন বল হাতে। আসরে ৯ ম্যাচ খেলে তুলে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট। যে কোন সময় খেলার মোড় ঘুড়িয়ে দেয়ার সামর্থ্য রয়েছে তার। ফাইনালে তাই আলাদা ভাবে নজর থাকবে টি টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালার উপরও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কনসিসটেন্ট পারফর্মার ফাফ ডু প্লেসি। ১০ ম্যাচে ২৯১ রান নিয়ে রয়েছেন টপ ফাইভে। একটি সেঞ্চুরির পাশাপাশি, রয়েছে একটি হাফসেঞ্চুরিও। প্রোটিয়া এই ব্যাটারের গড়টা ৪২ এর কাছাকাছি। শুধু ডু প্লেসি নন বরিশালের আতঙ্কের কারণ হতে পারেন সুনিল নারিনও। সবশেষ চট্টগ্রামের বিপক্ষে এই ক্যারিবিয় ব্যাটার একাই গড়ে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য।

কুমিল্লার অন্যতম অস্ত্র মুস্তাফিজ। টুর্নামেন্ট জুড়ে বল হাতে কাটার মাস্টার ছিলেন প্রতিপক্ষের জন্য মুর্তিমান আতঙ্ক। ১০ ম্যাচে তার ঝুলিতে সবোর্চ্চ ১৮ উইকেট। সেরা বোলিং ফিগার ২৭ রানে ৫ উইকেট। পাওয়ার প্লে-কিংবা ডেথ ওভার, কুমিল্লার আস্থার নাম দা ফিজ। ফাইনালে হতে পারেন কুমিল্লার ট্রাম্প কার্ড।