বিএনপি গুরুত্বহীন দলে পরিণত হবে

ডেস্ক রিপোর্ট :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করতে থাকে এবং আগামী নির্বাচন যদি বিএনপি বর্জন করে, তবে নির্বাচনের পরে বিএনপি একটি গুরুত্বহীন দলে রূপান্তরিত হবে। এটিই বাস্তবতা।’

আজ রোববার (৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ইফতার সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। দেশের গণতন্ত্র সংহত হোক।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক যে, দেশে যখন জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে, তখন তারা সংসদে নেই। আসলে তারা পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। সে কারণে তারা সংসদে থাকলেও কিছুদিন আগে পদত্যাগ করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ভেবেছিল তারা সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের মধ্যে ঝাঁকুনি লাগবে, সরকার কাঁপবে, পড়ে যাবে। কিন্তু সরকারের কিছুই হয়নি, একটু কাতুকুতু লেগেছে, এর বেশি কিছু না।’

তথ্যমন্ত্রী এ সময় ক্যামেরা সাংবাদিকসহ সকল সাংবাদিকের কাজকে রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক কাজের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।’

টিসিএ সভাপতি শেখ মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেব আলম মুরাদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন।

ঈদের ১২ দিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে ফিলিং স্টেশন : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :
ঈদের আগের পাঁচ দিন ও পরের সাত দিন সবমিলিয়ে মোট ১২ দিন ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টাই খোলা থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক/মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে এই সভার আয়োজন করা হয়।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যার যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ঘাটতি শৃঙ্খলা। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে, ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে। এখন গতানুগতিক একটা মিটিং করে ও বক্তব্য দিয়ে যদি মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে… তাহলে শৃঙ্খলা ফেরানো যাবে না।’

গাজীপুর বিআরটি প্রকল্পকে ভোগান্তির অন্যতম স্থান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিআরটি প্রকল্প শেষ হওয়ার কথা বললেও শেষ হয় না। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। এ ছাড়া বিদেশগামীরা অনেক সময় বিমানের ফ্লাইট মিস করছে।’

কেউ না খেয়ে মারা গেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেব

ডেস্ক রিপোর্ট :
‘দেশে না খেয়ে কেউ মারা গেছে’, বিষয়টির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন, ‘দেশের মানুষ ভালো নেই- এটি প্রমাণে কিছু গণমাধ্যম মরিয়া।’

আজ শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় এ চ্যালেঞ্জ ও অভিযোগ দেন মন্ত্রী। এর আগে ওই এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘এ দেশের কিছু পত্রিকা, কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের খুব গরিব অবস্থা। বাংলাদেশের মানুষের শান্তি নাই। বাংলাদেশের মানুষের সুখ নাই। তারা রাজাকার-আল বদর-পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বোঝাতে চায় -বাংলাদেশ করে লাভ হয়নি-পাকিস্তানই ভালো ছিল, তারা মানবতার শত্রু-বাংলাদেশের শত্রু।’

বিএনপির কথা টেনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায়। ইভিএম ব্যবস্থা তুলে নেওয়ার পরও তারা তাতে সন্তুষ্ট নয়। নিরপেক্ষ নির্বাচনে হারলে তা মেনে নেবে আওয়ামী লীগ।’

আগুনে যে নাশকতা হচ্ছে তার সঙ্গে বিএনপি যুক্ত : কাদের

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেব আজকাল ঘন ঘন আগুনের কথা বলেন। এই আগুন ও সন্ত্রাস- দুটোই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন-সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।’

আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীতি। যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে। বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি।’

জনগণকে ভয় পায় আওয়ামী লীগ সরকার : ফখরুল

ডেস্ক রিপোর্ট :

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভীতু আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কাপুরুষ সরকার। এ জন্যই তারা জনগণকে ভয় পায়। জনগণকে দাঁড়াতে ও কথা বলতে দেয় না।’

আজ শনিবার (৮ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিদ্যুতের বর্ধিত মূল্যের প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে সারাদেশের উপজেলা ও থানা পর্যায়ে আজ আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু, অধিকাংশ জায়গায় কর্মসূচি করতে দেওয়া হয়নি। ইতোমধ্যে ঢাকায় ৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে। নেত্রকোনায় হামলা করেছে। এভাবে দেশের অন্য জায়গাতেও হামলা করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ তার ভাষণে বলেছেন, গণতন্ত্রহীন উন্নয়ন কখনও সার্বজনীন হতে পারে না। অথচ এই কথা আমরা বহুকাল ধরে বলে আসছি। তার দল আওয়ামী লীগই তো এই গণতন্ত্র ধ্বংস করে দেশকে ফোকলা করে দিয়েছে।’

এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আর বসে থাকার সুযোগ নেই। আমাদের ১৭ জনকে তারা খুন করেছে। হাজার হাজার লোককে তারা গ্রেপ্তার করেছে। আজকে কেউ ভালো নেই। সবাইকে জেগে উঠতে হবে।’

এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব একেএম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ্যাবের মহাসচিব আলমগীর হাছিন আহমেদ, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই-জামান সেলিম (সিআইপি), প্রকৌশলী আব্দুল সোবহান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমদ, আব্দুল হাই শিকদার, অধ্যাপক লুৎফর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।

আগুনে যে নাশকতা হচ্ছে এর সঙ্গে বিএনপি যুক্ত : কাদের

ডেস্ক রিপোর্ট :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল আজকে ঘন ঘন আগুনের কথা বলেন, এই আগুন-সন্ত্রাস দুইটাই তারা সৃষ্টি করেছেন। আমাদের সন্দেহ, দেশে এখন আগুন নিয়ে যে নাশকতা হচ্ছে, সে নাশকতার সঙ্গে বিএনপি যুক্ত। আগুন নিয়ে যারা নাশকতা করছে তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস। এই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি।’

আজ শনিবার বিকালে মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ইফতারসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা এই দেশে আগুন সন্ত্রাস করে, সন্ত্রাস হিসেবে চিহ্নিত, সবার কাছে পরিচিত, সেই বিএনপি এখন আগুনের কথা বলে।’

‘বিএনপি এই রমজানে ৩৬৫টি কর্মসূচি দিয়েছে। বিভিন্ন থানায় রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি করছে, তা গণবিরোধী রাজনীতি। সেই রাজনীতি মানুষের রাজনীতি নয়।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) বিশৃঙ্খলা সৃষ্টির কর্মসূচির ডাক দিয়েছে। এটাই তাদের রাজনীত।’

অনলাইনে ট্রেনের টিকেট কেনা-বেচায় ভোগান্তি

ডেস্ক রিপোর্ট :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রার দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে অনলাইনে রেলের টিকেট বিক্রি কার্যক্রম। তবে, আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টায় অনলাইনে সার্ভার জটিলতায় পড়েন যাত্রীরা। টিকেট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন টিকেট প্রত্যাশিরা।

আবদুর রাজ্জাক নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘ট্রেনের টিকেট কাটার জন্য সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে কম্পিউটার, আমার ও বউয়ের মোবাইলফোন, তিনটা ডিভাইস নিয়ে বসলাম। ৮টায় লগইন করেই হতাশ, কুড়িগ্রামের জন্য স্নিগ্ধার টিকেট দেখায় মাত্র ১০টা। বুকিং অপশনে ২টা বুকিং করতে পারলেও পারচেজ অপশন থেকে আর লোড নিচ্ছে না। এক ঘণ্টা ধরে এই পারচেজ অপশনেই আটকে আছি। হে রেল কর্তৃপক্ষ, পারচেজ অপশন পার হতে আমাকে কি ইফতারি পর্যন্ত কম্পিউটারের সামনে বসে থাকতে হবে? বলা হচ্ছে অনলাইনে শতভাগ টিকেট। কিন্তু ৮টায় লগইন করে বেশির ভাগ টিকেট শেষ।’

‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামক দেড় লাখ রেলযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে আজিম সরকার ভোগান্তির কথা তুলে ধরে লিখেছেন, ‘আজ তো রেলওয়ের ওয়েবসাইটে লগইন করা যাচ্ছে না।’

মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘কোনোভাবেই সার্ভারে ঢোকা যাচ্ছে না, কিন্তু টিকেট সেল হয়ে যাচ্ছে।’

টিকেট কাটার সমস্যার বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, ‘সিস্টেমে কোনো সমস্যা নেই। বেশি গ্রাহক একসঙ্গে ঢোকায় সমস্যা হতে পারে। টিকেট বিক্রি বন্ধ নেই।’

এদিকে ট্রেনের টিকেট কাটতে যে ভোগান্তি হচ্ছে সেটা দূর হয়ে যাবে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। মাসুদ বলেন, ‘যেহেতু অনেক লোক হিট করছে, সার্ভারে চাপ বাড়ছে। হয়তো সেই কারণে পেমেন্ট গেটওয়েতে আটকে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে।’

সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ দেবনাথ বলেন, ‘শনিবার বেলা ১১টা পর্যন্ত ২০ হাজার টিকেট বিক্রি হয়েছে। প্রথম ৫ মিনিটে ৬ হাজার টিকেট বিক্রি হয়েছে।

কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে

ডেস্ক রিপোর্ট :
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) থেকে এ ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এসব রুটে গত দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মারাত্মক ভোগান্তি হচ্ছে।

কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতিরি সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট চলমান রয়েছে। চলমান বাস ধর্মঘটের বিষয় নিয়ে আজ শনিবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

আগামী তিন দিন আরও বাড়বে

ডেস্ক রিপোর্ট :
দেশের ২০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা আগামী তিন দিন আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আজ শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালী, খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও অব্যাহত থাকতে পারে।

মো. শাহীনুল ইসলাম আরও বলেন, এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

খাগড়াছড়িতে শনিবার পাল্টাপাল্টি কর্মসূচি

ডেস্ক রিপোর্ট :
খাগড়াছড়িতে  একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুজ্জামান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ  আদেশ জারি করেন।

জেলা প্রশাসন জানায়, আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

আগামীকাল খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ ইফতার মাহফিলের আয়োজন করে। এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। একই স্থানে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা পাল্টা শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন ১৪৪ধারা জারি করে ।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইফতার মাহফিলের জন্য খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, কলেজ মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আউটার স্টেডিয়াম ও বিসিক শিল্পনগরীসহ পাঁচটি মাঠ চেয়ে আবেদন করলেও অনুমতি দেওয়া হয়নি। পরবর্তী সময়ে ব্যক্তি মালিকানাধীন জায়গায় পেন্ডেল তৈরিসহ সব প্রস্তুতি সম্পন্ন করলে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা পাল্টা শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করে।

এর আগে সকালে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাধা না দেওয়ায় আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এ সময় বাধা দিলে সড়ক অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।