রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার অভ্যন্তরে একটি গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রুশ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত ব্রিয়ানস্ক অঞ্চলের সুজেমকা গ্রামে এই হামলা চালায় ইউক্রেন। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেক্সান্ডার বোগোমাজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।

গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইউক্রেনের গোলাগুলিতে ডোনেটস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ নয়জন নিহত হয়েছে।

তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি।

ভারতে কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পাঞ্জাবের একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ  ও পাঁচজন নারী। এ ঘটনায় অসুস্থ হয়েছে আরও ১১ জন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালের দিকে পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকার একটি কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। সেই সাথে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স। এরপর অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওই এলাকা ঘনবসতিপূর্ণ হয় হওয়ায় আরও মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। কারখানার আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা। যদিও রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাসের উৎসস্থল জানা যায়নি।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাথী তিওয়ানা জানান, এটি নিশ্চিতভাবেই গ্যাস লিকের ঘটনা। অসুস্থ মানুষদের উদ্ধার করা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।”

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এই টুইট বার্তায় এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেছেন, “পুলিশ, প্রশাসন এনডিআরএফ টিম ঘটনাস্থলে রয়েছে। সম্ভাব্য সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ‘গয়াল মিল্ক প্লান্ট’ নামে একটি দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানার কুলিং সিস্টেম থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে ওই কারখানার কর্মীসহ আশপাশের এলাকার মানুষ অচেতন হয়ে পড়ে।

ইউক্রেনের হামলায় ক্রাইমিয়ার তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :
রুশ-নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার এক তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে সেভাস্টাপোলের এই এলাকার ওপর ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে।

অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মস্কোর নিয়োগ করা আঞ্চলিক গভর্নর।

শুক্রবার রাশিয়া ইউক্রেনজুড়ে বেশ কিছু শহরে হামলা চালিয়েছিল। এতে অন্তত ২৫ জন নিহত হয়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল এ ধরনের প্রথম হামলা।

রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করার পর এটি নিজেদের সীমানাভুক্ত করেছিল। কৃষ্ণসাগরে রাশিয়ার যে নৌবহর আছে, তাদের প্রধান ঘাঁটি এই ক্রাইমিয়ায়।

টেলিগ্রামে এক বার্তায় গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানান, কাযাচিয়া বে এলাকায় একটি তেলের গুদামে আগুন ধরে গেছে। প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে ড্রোন হামলার কারণেই আগুন ধরেছে।”

পাঁচদিন আগে রাশিয়া জানিয়েছিল, তারা এই এলাকায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। তারপর এই হামলার ঘটনা ঘটলো। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রাইমিয়া ক্রমাগত হামলার শিকার হয়েছে।

শুক্রবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে অনেকগুলো হামলা চালিয়েছিল, তার একটি গিয়ে আঘাত করেছিল মধ্যাঞ্চলীয় শহর উমানের একটি বহুতল আবাসিক ভবনে। সেখানে যে ২৩ জন নিহত হয়, তার মধ্যে চারটি শিশু ছিল।

অন্যদিকে নিপ্রো শহরে আরেক হামলায় এক নারী এবং তার তিন বছর বয়সী কন্যা মারা যায়।

গত ৫১ দিনের মধ্যে কিয়েভেও এই প্রথম হামলা চালানো হয়। তবে রাজধানীতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওষুধের ২০ শতাংশ দাম বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক :
অর্থনৈতিক টালমাটালে থাকা পাকিস্তানে সব ওষুধের দাম বাড়ানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম ২০ শতাংশ ও জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম ১৪ শতাংশ বাড়ানো হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, দাম বাড়ানো খুব কম হয়েছে। খবর রয়টার্সের।

সর্বশেষ কয়েক মাস ধরেই পাকিস্তানে ওষুধ সংকট দেখা যাচ্ছে। বৈদেশিক মুদ্রার সংকটে ওষুধ আমদানি করতে পারছিল না তারা। একইসঙ্গে ওষুধ শিল্পের জন্য কাঁচামাল আমদানিতেও হিমশিম খেতে হচ্ছিল। ওষুধের দাম বাড়ানো নিয়ে সর্বশেষ এক মাস ধরে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন ও সরকারের মধ্যে আলোচনা চলছিল। অ্যাসোসিয়েশন দাম ৩৯ শতাংশ বৃদ্ধির জন্য বলছিল। তাদের দাবি, দাম ঠিক মতো না বাড়ালে এই শিল্প ধ্বংস হয়ে যাবে।

রয়টার্স বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে আমদানিকৃত পণ্যে ভর্তুকি বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এর জেরে পণ্যের দাম আগের থেকেও বাড়ছে। গত মার্চে পাকিস্তানের বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩৫ শতাংশ। নিত্য প্রয়োজনীয় খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৪৭ শতাংশে পৌঁছেছে।

কয়েক মাস পরেই পাকিস্তানের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে ওষুধের দাম অত্যধিক বাড়ানোর বিপক্ষে ছিল দেশটির ক্ষমতাসীন সরকার। তাদের ভয় ছিল, ওষুধের দাম বাড়ানো হলে জনসমর্থন হারিয়ে যেতে পারে।

ওষুধের দাম বাড়ানো নিয়ে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে, পাকিস্তানি রুপির মূল্য বাড়লে তিন মাস পরে আবার ওষুধের দাম পর্যালোচনা করা যেতে পারে। আর আগামী অর্থবছরে একই বিভাগের অধীনে কোনো বৃদ্ধি হবে না।

পাকিস্তানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন পিপিএমএ ওষুধের দাম বাড়ানো নিয়ে সমালোচনা করছে। তারা বলছে, আমাদের আশা অনুযায়ী দাম বাড়ানো হয়নি। এটি আমাদের প্রত্যাশার অনেক নিচে রয়েছে।

উত্তর নাইজেরিয়ায় হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :
নাইজেরিয়ার উত্তাল উত্তরাঞ্চলে পৃথক হামলায় বন্দুকধারীরা ১৫ গ্রামবাসীকে হত্যা করেছে। এসময় তারা পাঁচজন ত্রাণকর্মীকে অপহরণ করেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিড ওলোফুর মতে, হামলাকারীরা বেনু রাজ্যের আপা এলাকায় পৌঁছে এবং গ্রামবাসীদের বাড়িতে নির্বিচারে গুলি চালায়। তিনি বলেন, ‘হামলায় গুলিবিদ্ধদের মধ্যে সামরিক কর্মীরাও ছিলেন এবং গ্রামবাসীরা নিরাপত্তার জন্য পালিয়ে যাওয়ার কারণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।’

বেনুয়ের ঘটনাটি সহিংস আক্রমণের একটি ভয়ঙ্কর ঘটনা। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চলজুড়ে প্রত্যন্ত সম্প্রদায়গুলোকে লক্ষ্য হামলা চালায়।

ওই অঞ্চলে প্রায়শই সরকার এবং নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করা হচ্ছে। গত মাসে বেনুতে এ ধরনের হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে, কর্তৃপক্ষ ফুলানি পশুপালকদের দায়ী করেছে। ফুলানি উপজাতির বেশিরভাগ তরুণ যাজকদের একটি দল জল ও জমিতে সীমিত সুযোগ নিয়ে নাইজেরিয়ার হোস্ট সম্প্রদায় এবং পশুপালকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইতোমধ্যে উত্তর-পূর্ব নাইজেরিয়ায়  ইসলামিক চরমপন্থীরা বোর্নো রাজ্যের নাগালায় পাঁচজন স্বেচ্ছাসেবক কর্মীকে অপহরণ করেছে।

সংগঠনটি বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত বিবরণ ছাড়াই জানিয়েছে, স্বেচ্ছাসেবী কর্মীদের মধ্যে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এফএইচআই-৩৬০-এর তিনজন কর্মী সদস্য এবং দুইজন ঠিকাদার রয়েছে।  তারা সবাই ‘নাইজেরিয়ার জনগণকে জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা প্রদানের জন্য কাজ করছে।’

নাইজেরিয়াতে এনজিওর পরিচালক ইওরওয়াকওয়াঘ অ্যাপেরার একটি বিবৃতিতে এফএইচআই-৩৬০ কর্মীদের অপহরণের নিন্দা জানিয়েছে এবং তাদের ‘নিঃশর্ত, অবিলম্বে এবং নিরাপদে ফিরিয়ে আহ্বান জানিয়েছে।’

অ্যাপেরা বলেছেন, এই সময়ে আমাদের অগ্রাধিকার হলো আমাদের দল এবং তাদের পরিবারকে সমর্থন করা।’

বোকো হারাম চরমপন্থী গোষ্ঠী ২০০৯  সাল থেকে নাইজেরিয়ার বিরুদ্ধে একটি তিক্ত যুদ্ধ চালাচ্ছে এবং বিদ্রোহ কয়েক বছর ধরে প্রতিবেশী দেশ ক্যামেরুন, নাইজার এবং চাদে ছড়িয়ে পড়েছে।

যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর পরপরই খার্তুমে বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
সেনাবাহিনী ও একটি প্রতিদ্বন্দ্বী বাহিনীর মধ্যে যুদ্ধ এখন তুঙ্গে। এতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য সম্মত হয়েছে তারা। তবে, এরই মধ্যে সুদানি যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খার্তুমে আধাসামরিক বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে। একইসঙ্গে  লুটপাট শুরু করেছে দারফুরে।

মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ২২:০০ টায়) বারবার ভঙ্গ হওয়া তিন দিনের যুদ্ধবিরতির শেষ ঘণ্টা বাজলে সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ৭২ ঘণ্টার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। খবর এএফপির।

এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যুদ্ধ বন্ধে জড়িত বিদেশি কর্তৃপক্ষ বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে পূর্ণ বাস্তবানের আহ্বান জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে, আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শত্রুতা আরও দীর্ঘস্থায়ী রূপ না নেওয়া এবং নিরবচ্ছিন্ন মানবিক অ্যাক্সেস নিশ্চিত করার জন্য উভয় পক্ষের সংলাপে জড়িত থাকার প্রস্তুতির প্রশংসা করেছে। তারা বলেছে, এর ফলে শান্তির জন্য ২০ এপ্রিলের মধ্যে একটি ডি-এস্কেলেশন পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার যুদ্ধবিমানগুলো রাজধানীর উত্তরাঞ্চলীয় শহরতলির উপর টহল দেয়। স্থলভাগে যোদ্ধারা আর্টিলারি ও ভারী মেশিনগানের গোলাবর্ষণ করে।

নামপ্রকাশে অনিচ্ছুক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খার্তুমের একজন বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমি আমার বাড়ির বাইরে প্রচণ্ড গোলাগুলোর শব্দ শুনতে পাচ্ছি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, লড়াইয়ে কমপক্ষে ৫১২ জন নিহত ও চার হাজার ১৯৩ জন আহত হয়েছে, তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে জানা যায়।

গোলাগুলিতে দুই-তৃতীয়াংশে বেশি আহতদের সেবা প্রদানে হাসপাতালগুলোর চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। চিকিৎসক ইউনিয়ন বৃহস্পতিবার বলেছে, বুধবার খার্তুমে অন্তত আটজন  বেসামরিক  লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জনসংখ্যার এক-তৃতীয়াংশ, অর্থাৎ দেড় কোটি মানুষের সাহায্যের প্রয়োজন। বিশ্ব খাদ্য কর্মসূচি আশঙ্কা প্রকাশ করেছে, দেশটিতে সহিংসতায় লাখো মানুষ ক্ষুধা মেটাতে পারবেন না।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, পশ্চিম দারফুরে যুদ্ধের ফলে ‘আনুমানিক ৫০ হাজার মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে। শিশু খাদ্য ব্যাহত হয়েছে।

সহিংসতা অনেক বেসামরিক নাগরিককে তাদের বাড়িতে আটকে থাকতে বাধ্য করেছে। তারা সেখানে মারাত্মক খাদ্য, পানি ও বিদ্যুতের অভাবের মধ্যে পড়েছে। যাদের সামর্থ্য আছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রা করছে।

মিশর বৃহস্পতিবার বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৪ হাজার সুদানি ও অন্যান্য ৫০টি দেশের দুই হাজার শরণার্থী সীমান্ত অতিক্রম করেছে।

কমপক্ষে ২০ হাজার মানুষ শাদে, চার হাজার দক্ষিণ সুদানে, তিন হাজার ৫০০ ইথিওপিয়ায় এবং তিন হাজার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পালিয়ে গেছে।

জাতিসংঘ সতর্ক করেছে, যুদ্ধ চলতে থাকলে দুই লাখ ৭০ হাজারের মতো মানুষ পালিয়ে যেতে পারে।

ব্রাজিলে নিষিদ্ধ হলো মেসেজিং অ্যাপ টেলিগ্রাম

আন্তুর্জাতিক ডেস্ক :
ব্রাজিলে স্কুলে সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে৷ এর পেছনে সামাজিক যোগাযোগমাধ্যম যথেচ্ছ ব্যবহারের ভূমিকা খুব স্পষ্ট৷ তাই মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত৷

২০২২ সালের নভেম্বরে স্বস্তিকা চিহ্নধারী এক ব্যক্তি পরপর দুটি স্কুলে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে৷ এসপিরিতো সান্তো রাজ্যের ছোট্ট শহর আরাক্রুজের সেই ঘটনার পর নব্য নাৎসিদের তৎপরতার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ৷ তেমনই একটি গ্রুপকে সক্রিয় দেখা যাওয়ায় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল৷ সে বিষয়ে যথেষ্ট সহযোগিতা না করার অভিযোগেই টেলিগ্রাম ব্যবহার সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে এসপিরিতো সান্তোর আদালত৷

গতকাল বুধবার (২৬ এপ্রিল) এক নির্দেশনায় রাজ্যের কেন্দ্রীয় আদালতের বিচারক বলেন, ‘পুলিশ কর্তৃপক্ষ যেসব তথ্য উপস্থাপন করেছে, তাতে টেলিগ্রাম যে তদন্তে সহযোগিতা করছে না তা স্পষ্ট বোঝা যাচ্ছে৷’

এ কারণে টেলিগ্রাম ব্যবহার সাময়িকভাবে স্থগিত রাখার পাশাপাশি পুলিশকে তদন্ত শেষ করার তাগিদও দিয়েছে আদালত৷ চলতি মাসের শুরুর দিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷

মন্ত্রিপরিষদ এবং সুপ্রিম কোর্টের বিচারকদের সঙ্গে এক বৈঠকে লুলা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কথা তার সরকারের বিবেচনায় রয়েছে৷

গত ১৮ এপ্রিল এক বৈঠকে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমটা অনেক ক্ষেত্রে নো ম্যানস ল্যান্ডের মতো। সেখানে বেআইনি কাজ করে, বেআইনি কথা-বার্তা বলেও যেন পার পাওয়া যায়৷ সামাজিক যোগাযোগ সংক্রান্ত প্রবিধান প্রণয়ন করা এখন সময়ের দাবি৷’

ব্রাজিলের স্কুলে সহিংসতা বৃদ্ধির বিষয়ে একটি গবেষণা করেছেন সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডানিয়েল কারা৷ সেই গবেষণাপত্রে বলা হয়, ২০০২ সাল থেকে ২০২২ সালের মধ্যে ব্রাজিলের বিভিন্ন স্কুলে কমপক্ষে ১৬টি হামলা বা সহিংসতা সংঘটিত হয়েছে৷ এর মধ্যে চারটি ঘটেছে ২০২২ সালের শেষ ছয় মাসে৷

প্রধানমন্ত্রীর জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

ডেস্ক রিপোর্ট :
ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে জাপানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ব্যবসার পরিবেশের উন্নতি অব্যাহত রাখব এবং বাংলাদেশে ব্যবসা করতে আপনাদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব।’

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওতে হোটেল ওয়েস্টিনে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ২০১৪ সাল থেকে যখন আমরা আমাদের বিস্তৃত অংশীদারিত্বে প্রবেশ করি।’

সরকারপ্রধান আরও বলেন, তিনি নিশ্চিত—জাপানি ব্যবসায়ীরাও এই ক্রমবর্ধমান প্রবণতা অনুসরণ করছে এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ বা বাংলাদেশে নতুন ব্যবসা খোলার দিকে ইতিবাচকভাবে আগ্রহী হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার সরকার এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থাগুলো আপনাদেরসহ জাপানে আমাদের অন্যান্য বন্ধুদের বাংলাদেশে ব্যবসায়িক প্রচেষ্টায় সহায়তা করতে আগ্রহী।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত পাঁচ দশকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দৃষ্টান্তমূলক ফলাফল দেখে আমাদের প্রত্যাশা আগামী বছরগুলোতে বাংলাদেশে জাপানের আরও বড় পদচিহ্ন থাকবে। আমরা ইতোমধ্যে বাংলাদেশে জাপানি সংস্থাগুলোর উত্থাপিত বেশ কয়েকটি নিয়ন্ত্রক এবং নীতিগত সমস্যার সমাধান করেছি।’

প্রধানমন্ত্রী  আরও বলেন, তিনি নিজেই বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) গঠনের উদ্যোগ নিয়েছেন এবং জাপানে পৌঁছানোর ঠিক আগে ১১ এপ্রিল পিপিইডির পঞ্চম রাউন্ডের আয়োজন করা হয়।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে উদার বৈদেশিক বিনিয়োগ ব্যবস্থা রয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘প্রতিযোগিতামূলক ব্যয়, প্রচুর মানবসম্পদ, উচ্চ ক্রয়ক্ষমতাসম্পন্ন দেশীয় ভোক্তা বাজার এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির দিক থেকে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক স্থান হিসেবে দ্রুত আবির্ভূত হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ এ অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হতে সচেষ্ট রয়েছে। আমরা সারা দেশে অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক/সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটি পরিকল্পিত অবকাঠামো নির্মাণ করছে। টোকিওতে আমাদের দূতাবাস বাংলাদেশে আপনাদের উদ্যোগকে সহযোগিতা ও সহজতর করতে প্রস্তুত।’

জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতারা এ সময় বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি

আন্তর্জাতিক ডেস্ক :
অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে যাত্রীরা মারামারি করার কারণে একটি বিমান জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি কুইন্সল্যান্ডের কেয়ার্নস থেকে নর্দান টেরিটোরিতে যাচ্ছিল। এ ঘটনায় চার যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এবং নর্দান টেরিটরি (এনটি) পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক পোস্টের।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘গত বৃহস্পতিবারের (২০ এপ্রিল) ওই ফ্লাইটে যাত্রীদের মারামারির ঘটনায় এএফপিকে ডাকা হয়েছিল। এ ঘটনায় ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একদল যাত্রী বিমানের ভিতরে করিডোরে দাঁড়িয়ে আছেন এবং দুজন ধাক্কাধাক্কি করছেন। একপর্যায়ে একজন যাত্রী অন্যজনকে একটি কাচের বোতল দিয়ে আঘাত করেন। এ ঘটনার পর ফ্লাইটটিকে কুইন্সল্যান্ডে ফিরিয়ে নেওয়া হয় এবং একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশের ওই মুখপাত্র বলেন, ‘বিমান থেকে একজন নারী যাত্রীকে সরিয়ে নেওয়া হয় এবং উচ্ছৃঙ্খল আচরণ, সাধারণ যাত্রীদের ওপর হামলা ও কেবিন ক্রুদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগ আনা হয়েছে।’

পরে ফ্লাইটটি যখন আবারও উড্ডয়ন করে, তখন একই গ্রুপ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয় এবং বিমানের জানালা ভেঙে যায়।

এরপর নর্দান টেরিটোরিতে বিমানটি অবতরণ করার পরে তিন যাত্রীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাদের মধ্যে ২৩ বছর বয়সী এক তরুণ ও তরুণীর বিরুদ্ধে অন্যদের নিরাপত্তা বিপন্ন করা, হামলা চালানো, সম্পদের ক্ষতি করাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

২২ বছর বয়সী আরেক যাত্রীর বিরুদ্ধে নিজের সঙ্গে মাদক রাখা, বাণিজ্যিকভাবে মাদক সরবরাহ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আগামী সোমবার এই তিন যাত্রীকে ডারউইনের আদালতে তোলা হবে বলে আশা করা হচ্ছে।

নিজেদের শহরেই বোমা ফেলল রাশিয়ার যুদ্ধ বিমান!

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার একটি সুখোই-৩৪ যুদ্ধবিমান ভুল করে নিজেদের শহর বেদগোরোদে বোমা ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ওই শহরটি অবস্থিত।

ওই বোমার আঘাতে একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলাভ গ্লাডকভ জানিয়েছেন, সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত নয়তলা ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভুলের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে ভুল করে ওই বোমাটি ফেলা হয়েছে।