উত্তর নাইজেরিয়ায় হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :
নাইজেরিয়ার উত্তাল উত্তরাঞ্চলে পৃথক হামলায় বন্দুকধারীরা ১৫ গ্রামবাসীকে হত্যা করেছে। এসময় তারা পাঁচজন ত্রাণকর্মীকে অপহরণ করেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিড ওলোফুর মতে, হামলাকারীরা বেনু রাজ্যের আপা এলাকায় পৌঁছে এবং গ্রামবাসীদের বাড়িতে নির্বিচারে গুলি চালায়। তিনি বলেন, ‘হামলায় গুলিবিদ্ধদের মধ্যে সামরিক কর্মীরাও ছিলেন এবং গ্রামবাসীরা নিরাপত্তার জন্য পালিয়ে যাওয়ার কারণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।’

বেনুয়ের ঘটনাটি সহিংস আক্রমণের একটি ভয়ঙ্কর ঘটনা। সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলো নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চলজুড়ে প্রত্যন্ত সম্প্রদায়গুলোকে লক্ষ্য হামলা চালায়।

ওই অঞ্চলে প্রায়শই সরকার এবং নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করা হচ্ছে। গত মাসে বেনুতে এ ধরনের হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে, কর্তৃপক্ষ ফুলানি পশুপালকদের দায়ী করেছে। ফুলানি উপজাতির বেশিরভাগ তরুণ যাজকদের একটি দল জল ও জমিতে সীমিত সুযোগ নিয়ে নাইজেরিয়ার হোস্ট সম্প্রদায় এবং পশুপালকদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইতোমধ্যে উত্তর-পূর্ব নাইজেরিয়ায়  ইসলামিক চরমপন্থীরা বোর্নো রাজ্যের নাগালায় পাঁচজন স্বেচ্ছাসেবক কর্মীকে অপহরণ করেছে।

সংগঠনটি বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত বিবরণ ছাড়াই জানিয়েছে, স্বেচ্ছাসেবী কর্মীদের মধ্যে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এফএইচআই-৩৬০-এর তিনজন কর্মী সদস্য এবং দুইজন ঠিকাদার রয়েছে।  তারা সবাই ‘নাইজেরিয়ার জনগণকে জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা প্রদানের জন্য কাজ করছে।’

নাইজেরিয়াতে এনজিওর পরিচালক ইওরওয়াকওয়াঘ অ্যাপেরার একটি বিবৃতিতে এফএইচআই-৩৬০ কর্মীদের অপহরণের নিন্দা জানিয়েছে এবং তাদের ‘নিঃশর্ত, অবিলম্বে এবং নিরাপদে ফিরিয়ে আহ্বান জানিয়েছে।’

অ্যাপেরা বলেছেন, এই সময়ে আমাদের অগ্রাধিকার হলো আমাদের দল এবং তাদের পরিবারকে সমর্থন করা।’

বোকো হারাম চরমপন্থী গোষ্ঠী ২০০৯  সাল থেকে নাইজেরিয়ার বিরুদ্ধে একটি তিক্ত যুদ্ধ চালাচ্ছে এবং বিদ্রোহ কয়েক বছর ধরে প্রতিবেশী দেশ ক্যামেরুন, নাইজার এবং চাদে ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *