দশমিনা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলো ডাবলু

নিজস্ব প্রতিবেদক: অাসন্ন দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম ক্রয় করেন দশমিনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম.এ বাসার ডাবলু। রবিবার (২৭ জানুয়ারি) দশমিনা উপজেলা আওয়ালীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম করেন তিনি। দশমিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আবদুল আজিজের কাজ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডাবলু। ডাবলু বাংলার বাণী২৪ডটকম’কে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন ফরম কিনলাম। আশা জননেত্রী শেখ হাসিনা মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দশমিনা গড়তে আমাকে সুযোগ দিবেন।

কলাপাড়ায় পোড়ানো হল ৭০ হাজার মিটার নিষিদ্ধ জাল

কলাপাড়া প্রতিনিধি:  কলাপাড়ায় মৎস্য বিভাগ ও কুয়াকাটা নৌ-পুলিশ সোমবার দিনভর আন্ধার মানিক ও রাবনাবাদ মোহনা এলাকায় অভিযান চালিয়ে ২০টি বেহুন্দী জাল, ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার মশারি নেট জাল আটক করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, এসআই সাখাওয়াত হোসেন, এমসঅই কামরুল ইসলাম ও এএসআই সরোয়ার হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। নিষিদ্ধ এসব জাল হাইস্কুল সংলগ্ন হেলিপ্যাড মাঠে পুড়িয়ে দেয়া হয়েছে।

কলাপাড়ার আলীপুর-বাবলাতলা সড়কে নরক যন্ত্রনা

কলাপাড়া প্রতিনিধিঃ আলীপুর-বাবলাতলা ১২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ঠিকাদার চায়না কোম্পানীর ধীর গতি ভোগান্তিতে হাজার হাজার পর্যটকসহ এলাকাবাসি। রাস্তার মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে অনুপযোগি হয়ে মরণ ফাঁদে পরিনত হয়েছে।
পর্যটন নগরী কুয়াকাটার ভ্রমণ পিপাসুদের দর্শনীয় স্পটের মধ্যে মিশ্রিপাড়ার বৌদ্ধ বিহার মন্দির অন্যতম। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক প্রকৃতির অপার সৌন্দর্য সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করার পর অবসর বিনোদনে বিভিন্ন স্পট পরিদর্শন করেন। তার মধ্যে এশিয়া মহাদেশের বৃহত্তম প্রতিমা স্বলিত বৌদ্ধ মন্দির এটি।
অপরদিকে সূর্যোদয়ের মনোরম দৃশ্য সু স্পষ্টভাবে দেখার জন্য এ সড়ক দিয়ে যেতে হয় কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকতে। আর এখানে যেতে গাড়ির মধ্যে ধাক্কা-ধাক্কিতে ভোগান্তির শিকার হয় ভ্রমণ পিপাসু পর্যটক।
সেক্ষেত্রে কুয়াকাটা থেকে মৎস্য বন্দর আলীপুর হয়ে এ সড়ক দিয়ে মিশ্রিপাড়ার বৌদ্ধ মন্দির ও গঙ্গামতির সমুদ্র সৈকত যেতে পর্যটকরা পড়েন বিপাকে।
এছাড়া ঢাকাগামী অনেক পরিবহণের আলীপুর হয়ে চাপলী বাজার দিয়ে বাবলাতলা বাজারে যেতে রাস্তা খারাপের কারণে অনেক সময় পার করতে হয়। আলীপুর-বাবলাতলা ১২ কিলোমিটার পথ যেতে সময় লাগার কথা ১২ থেকে ১৫ মিনিট। সেখানে এখন দীর্ঘ ২ঘন্টা সময় লাগে যেতে। এ সড়কের মধ্যে অসংখ্য বড়-ছোট খানাখন্দকের সৃষ্টি হওয়ায় পর্যটক ও এলাকাবাসীর জন্য এটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার একমাত্র সাপ্তাহিক বাজার মৎস্য বন্দর আলীপুর-মহিপুর হওয়ায় কুয়াকাটা পৌরসভাসহ ৫ইউনিয়নের হাজার হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের জন্য আসেন এখানে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বাজারে আসতে ও যেতে পায় চালিত ভ্যান, বেটারী চালিক ভ্যান তথা মাহেন্দ্রা নিয়ে চলাচলে যেন ভোগান্তির শেষ নাই। প্রতিনিয়ত ছোট খাট দু’একটি দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী ও যানবাহন।
চায়না ঠিকাদার প্রতিষ্ঠানের ধীর গতি তথা তাদের ভারী যান এ সড়ক দিয়ে চলাচলের ফলে রাস্তার মধ্যের খানা খন্দকগুলো যেন ছোট খাট পানি শুন্য নদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম এলে পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে সতিই এটি একটি বিশাল নদে পরিণত হবে। অপর দিকে সড়কটির বেহাল অবস্থার সাময়িক অবসানে ওই ঠিকাদার প্রতিষ্ঠান অনেক জায়গায় মাটি দিয়ে সংস্কার করেন। এতে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। এ রাস্তা দিয়ে পরিবহণ সহ বড় বড় গাড়ি চলাচলের সময় ধূলা বালুর উপদ্রব যেন পথচারীদের ধূলায় মিশিয়ে দেয়। ধূলা বালুর কারণে পোষাক পরিচ্ছদ নষ্টের পাশাপাশি নাসিকা বন্ধ হওয়ার উপক্রম হয়ে উঠেছে।
এ বিষয়ে কথা হয় লতাচাপলী ইউনিয়ন সিপিপি চেয়ারম্যান শফিকুল আলমের সাথে তিনি জানান, কুয়াকাটার দর্শনীয় স্পটের মধ্যে মিশ্রিপাড়ার বৌদ্ধ মন্দির ও গঙ্গামতির সমুদ্র সৈকত অন্যতম। এখানে বিভিন্ন ছুটির দিনে পর্যটকের ঢল নামে। পর্যটকদের নিরাপদ যাতায়াত তাছাড়া পর্যটকদের ভ্রমণকে আরামদায়ক করতে সড়ক সংস্কার জরুরী হয়ে পড়েছে। পর্যটক ও জন সাধারণের স¦ার্থে এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী পদক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. আঃ মান্নান বলেন, ১০ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয় ১১.৯ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য জরুরী ভিত্তিতে কাজ শুরুর কথা ছিল। তবে পানিউন্নয়ন বোর্ড কর্তৃক মাটির কাজ শেষ না হওয়া পর্যন্ত রাস্তা পাকা করণ সম্ভব নয়। এখন সময়ের ব্যাপার। রাস্তার বর্তমান টপ আছে ১২ ফিট নতুন করা হবে ১৬ ফিট। #

কলাপাড়ায় নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের ওর্য়াকশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টার পর পটুয়াখালী-আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
স্থানীয়ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে , শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিল। ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাৎক্ষনিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকান্ড বন্ধ হয়ে যায়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ মো.আবুল বাসার জানান, চায়না শ্রমিকদের ভাষ্যমতে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চায়নাশ্ রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেছে, আগুন তাদের নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে কলাপাড়া ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে আমতলী এবং পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে তিনি সাংবাদিকদের জানান।

বাউফলে ক্রিড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় , ক্রিড়া ও শান্তির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাউফলে আন্ত:প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯জানুয়ারি) , সকাল ৯টার দিকে বাউফল উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে পূর্ব কালাইয়া সরকারি বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কালাইয়া ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। এতে কালাইয়া ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজন হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক প্রভাষক আ.স.ম কবিরুজ্জামান, কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ফজলে এলাহি খোকা মিয়া, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো:মিজানুর রহমান খাঁন। কালাইয়া ইদ্রসি মোল্লা ডিগ্রী কলেজের শরিরচর্চা শিক্ষক মাইনউদ্দিন জিপু। প্রধান অতিথির বক্তিতায় এস.এম ফয়সাল আহম্মেদ বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনার সরকার অসামান্য অবদান রেখেছেন। এই সরকার কোমলমতি শিশুদের হাতে বছরের প্রথমদিনে নতুন বই তুলে দেয়। তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, বাউফলের শিক্ষাবান্ধব নেতা আলহাজ্ব আ.স.ম ফিরোজ (এমপি) মহোদয় বাউফলে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছেন। বাউফলে সরকারি কলেজ ও সরকারি বিদ্যালয় দিয়েছেন। পাকা ভবন দিয়েছেন। সুতরাং আমাদের সকলকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের সাথে থাকতে হবে উন্নয়ন ও শান্তির জন্য।

পিঠায় চলে মা-ছেলের সংসার

এম.এ হান্নান,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: শীতকালীন পিঠা বিক্রির টাকা দিয়ে চলে মা-ছেলের সংসার।পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড -এর ভূমিহীন মো: সোহরাব (৪০) ও তার মা মোসা: মরিয়ম বেগম (৬০)।তারা শীতের মৌসুমে সন্ধ্যাকালীন চিতৈ পিঠা, ভাপা পিটা ও সিদ্ধ ডিম বিক্রি করেন কালাইয়া বন্দরে ফলপট্রি এলাকায়। সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তার পাশে টেবিল চেয়ার বিছিয়ে পিঠা বিক্রি করছেন সোহরাব আর পীঠা তৈরি করতে সাহয্য করছেন তার মা মরিয়ম। সাথে সোহরাবের ১২বছরে ছেলে মেহেদী পীঠা খেতে আসা লোকজনের মাঝে পীঠা বিলি করছেন। এছাড়াও স্থানীয় এক স্বামী পরিত্যক্ত মহিলাও পিঠা তৈরিতে সাহায্য করছেন। শীতের সময় এসব পিঠা খুব সুস্বাদু হওয়ায় জমজমাট পিঠা বিক্রি চলছে সোহরাবের দোকানে। এসময় এ প্রতিবেদকের সাথে আলাপ হলে সোহরাব বলেন, ‘শীত শুরু হওয়ার পর থেকে রাস্তার পাশে মা ও ছেলেকে নিয়ে সন্ধ্যার পর থেকে পিঠা বেচি। পিঠা বেচে যে টাকা আয় হয় তা দিয়ে চলে আমাদের সংসার’। মোসা: মরিয়ম বেগম বলেন, ‘ দিনের বেলায় এক হোটেলে কাজ করি আর সন্ধ্যার পর পিঠা বানাইয়া পোলারে সাহায্য করি’। সোহরাব আরো বলেন, প্রতিদিন প্রায় দেড় থেকে ২হাজার টাকা বেচা-বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে মোটামুটি ভালোই চলে আমাদের সংসার। খোজ নিয়ে জানা যায়, কালাইয়া বন্দরে পাশে এক মালিকের জায়গায় ছোট ঘর তুলে থাকেন সোহরাব। সোহরাবের তিন ছেলে , দুই মেয়ে ও স্ত্রী আছে। পিঠা বেচা টাকা দিয়ে সংসার ও ছেলে মেয়েদের পড়াশুনা চলে।

কলাপাড়ায় প্রায় ৬ মন জাটকা জব্দ

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় ২টি পরিবহনে অভিযান চালিয়ে প্রায় ৬ মন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগ। বুধবার সকাল ৭ টা ৩০ মিঃ সময় শেখ কামাল সেতুর টোল পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে ইমন পরিবহন ও হুমায়রা পরিবহনে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস। পরে কলাপাড়া হ্যালিপ্যাড মাঠে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বডিং ও অসহায় মানুষের মাঝে এসব জাটকা ইলিশ বিতারণ করে দেয়া হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ও সহকারী মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল উপস্থিত ছিলেন।

কলাপাড়ায় শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় শিশু কন্যা হত্যার দায়ের পিতা শাহাদাৎ হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালত। বুধবার দুপুরে জেলার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো.শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামী আদালতে অনুপস্থিত ছিল।
আদালত সুত্র জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুর রহমান গংদের ফাঁসাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ হোসেন তার শিশু কন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে মারাক্তকভাবে আহত করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মুনিয়া ১২ এপ্রিল পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে মুল ঘটনা বেরিয়ে আসলে কলাপাড়া থানার এসআই নাজমুল করিম বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানায় পিতা শাহাদাৎকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ১২ অক্টোবর পিতাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত দীর্ঘ শুনানী এবং ভিকটিমের মাসহ ১৫ জনের
সাক্ষ্য গ্রহন করে আসামী পিতাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

 

বাউফলে আইএফএমসি’র কৃষক মাঠ দিবস পালিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধ: পটুয়াখালী জেলাধীন বাউফলে সমন্বিত খামার ব্যবস্থাপনা কর্মসূচি আইএফএমসি এর আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় কৃষক কৃষাণীরা ধান চাষ, বসত বাড়ীতে গরু-ছাগল ও হাস- মুরগি পালন, বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছের বাগান ও মাছ চাষের প্রদর্শনী উপস্থাপন করেন।

এর পরে সেরা ২৫ জন চাষীকে ১ হাজার ৫শত টাকা ও প্রশিক্ষণ প্রাপ্ত ১০জনের মধ্যে খাবার প্লেট বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লাভলু, কেশবপুর ডিগ্রি কেেলজ সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেদওয়ান উদ্দীন তালুকদার ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য লিপি আক্তার।
বক্তরা কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং দেশকে সমৃদ্ধিশালী করতে সকলকে কৃষির প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।

#####

এম.এ হান্নান

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধ

০১৭১২-৬৯২৫৭৫

বাউফলে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ) হুমায়ুন কবিরের বিরুদ্ধে গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বিকাল ৩টার দিকে সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারী রবিবার বাউফল সোনালী ব্যাংকে বিকাল ৩টায় বাউফল পল্লী বিদ্যুত এর কর্মচারী নাজমুন্নাহার ৭৩ হাজার টাকা টিটি করতে (পাঠাতে) যান। ব্যাংক অফিসার (ক্যাশ) হুমায়ুন কবির নাজমুন্নাহারকে বলেন, আপনার ৩ হাজার টাকা কম আছে। এ ঘটনায় দু’জনের মধ্যে কথার কাটাকাটি হলে পল্লী বিদ্যুতের অনান্য কর্মচারীরা চলে আসে। এক পর্যায়ে ম্যানেজার এসে সিসি ক্যামেরা ওপেন করলে ধরা পরে ব্যাংক অফিসার হুমায়ুন কবির টাকা চুরি করেছেন। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাউফল পল্লী বিদ্যুত ডি.জি.এম একেএম আজাদ বলেন, আমার কর্মচারী নাজমুন্নাহার সোনালী ব্যাংকে ৭৩ হাজার টাকা টিটি করতে গেলে টাকা কম থাকায় সিসি ক্যামেরায় ধরা পরে অফিসার (ক্যাশ) হুমায়ুন কবির ৩ হাজার টাকা সরিয়েছে। ভুক্তভোগী নাজমুন্নাহার জানান, গত ১৩ জানুয়ারী রবিবার বিকালে সোনালী ব্যাংকে ৭৩ হাজার টাকা টিটি করতে গেলে ক্যাশিয়ার হুমায়ুন কবির বলেন, আপনার টাকা কম আছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজারকে বললে সিসি ক্যামেরায় ধরা পরে তিনি টাকা চুরি করেছে। বাউফল শাখার সোনালী ব্যাংক ম্যানেজার প্রজ্জল কুমার দাস এ প্রতিনিধিকে জানান, টাকার বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পরার পরে হুমায়ুন কবিরকে বলেছি টাকা দিয়ে দিতে। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মুঠোফোন ০১৭২০৫৭৯৯০৭ নাম্বারে ফোন দিলে জানান, টাকা ম্যানেজার স্যার দিতে বলছেন, দিয়ে দিব।