সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টায় গ্রেপ্তার ৩

ব‌রিশাল প্রতিনিধি : সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূ‌রে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। শুক্রবার দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক। গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর কাউনিয়া এলাকার মৃতঃ আঃ বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আঃ বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ। এনামুল হক জানায়, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক ভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি জানিয়ে মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশ কর্মকর্তা।ব‌রিশাল মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ ক‌মিশনার মনজুর রহমান জানান, প্রাথমিকভাবে আসামিরা দাবী করেছেন, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো তার ভবনে। সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সাথে কথার কাটাকাটি হয় মামুনের সাথে। সেজন্য অপুকে হেনস্তা করতে মামুন নির্দেশ দেয় জেহাদ ও ট্যারা হবিবকে। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।

এদিকে গ্রেপ্তারকৃৃতদের ছবি তুলতে গেলে তারা পু‌লি‌শের সাম‌নেই চিত্র সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়। এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তা‌রে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টিও জব্দ কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

“আবদুল গাফফার চৌধুরী বেঁচে থাকবেন প্রভাত ফেরির মধ্য দিয়ে” আনোয়ার হোসেন মঞ্জু -এমপি

বরিশাল প্রতিনিধি: সাবেক মন্ত্রী, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেসন্স এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গাফফার চৌধুরী মারা যাননি, আবদুল গাফফার চৌধুরী বেঁচে থাকবেন প্রভাত ফেরির মধ্য দিয়ে,তিনি প্রতি বছর তিনি ফিরে আসবেন আমাদের মাঝে। গাফফার চৌধুরী বঙ্গবন্ধুর সহযোগি হিসেবে ছিলেন। তাদের অবদান ছিলো বাংলাদেশ সৃষ্টির পিছনে। গাফফার চৌধুরী বেঁচে থাকবেন তার কালজয়ী গান ও লেখনির মাধ্যমে প্রতিটি বাঙালীর হৃদয়ে। প্রভাত ফেরির ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ স্মরনে তিনি প্রতি বছর ফিরে আসবেন তিনি।তিনি আরো বলেন, যেই বাংলাদেশ সংগ্রামের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশকে যারা পুরানো অবস্থানে নিতে চায় তারা ভুল জগতে আছে। তিনি বলেন কারো মনে রাখার জন্য কাজ করে লাভ নাই, কাজের জন্য কাজ করতে হবে। টিকে থাকতে হলে সংগ্রাম করতে হবে। রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। অমর একুশে গানের রচয়িতা, বরিশালের কৃতি সন্তান আবদুল গাফফার চৌধুরীর প্রয়ানে তাঁর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ও ভালবাসা জানাতে নাগরিক শোকসভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আনোয়ার হোসেন মঞ্জু।এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন ম্যাজিশিয়ান। গাফফার চৌধুরী সাথে তার স্মৃতি নিয়ে বলেন তিনি ছাত্রলীগের ফজলুল হক হলের ছাত্রলীগের সভাপতি থাকাকালে অধিকারন আদায়ে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আগরতলা ষড়যন্ত্র মামলা নানান কর্মসূচীতে বক্তা খুঁজে তখন গাফফার চৌধুরীকে পেয়ে থাকতেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা বাংলাদেশের সমালোচনা করেন যারা বাংলাদেশের ত্রুটি- বিচ্যুতি নিয়ে আলোচনা করেন তাদের জেনে রাখা দরকার বাংলাদেশ আন্দোলন-সংগ্রাম এর মধ্য দিয়ে স্বাধীন হয়েছে।তিনি বলেন ১৮৮৭ সালের সেই পাকিস্তান আমলের রুলস অব বিজনেস এর নিয়ম অনুযায়ী বাংলাদেশ চলছে। লেখা পড়া জানা লোকজদের আসতে হবে রাষ্ট্র পরিচালনা ও সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকাদের। রাষ্ট্র পরিচালনা করা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা জমিদারি করা নয়। রাষ্ট্র পরিচালনায় নিয়ম মানতেই হবে। ক্ষমতা কোথা থেকে আসে কোথা থেকে হয় এটা রহস্য। পুরাতন জিনিসকে নতুন ভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে। অনেক স্বপ্ন আমরা বাস্তবায়ন করেছি। রাতারাতি কোনো কিছুর সংস্কার হবে না।আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যে সমাজে গুণী লোকের সম্মান দেখানো হয় না, সে সমাজে গুনী লোক জন্মগ্রহন করলেও তারা অন্য কোথাও চলে যায়। গুনীদের সম্মান করতে হবে। নতুন প্রজন্মকে সমাজকে পরিবর্তন করতে হবে। গাফফার চৌধুরী সমগ্র বাংলাদেশের মানুষ, তিনি বাংলাভাষাসি মানুষের গৌরব। অমর একুশে গানের রচয়িতা, বরিশালের কৃতি সন্তান আবদুল গাফফার চৌধুরীর প্রয়ানে তাঁর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ও ভালবাসা জানাতে নাগরিক শোকসভা’র আয়োজন করা হয়।বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নাগরিক পর্ষদ বরিশালের উদ্যোগে ২জুন,বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ। পরবর্তীতে তার স্মরনে একমিনিট নিরবতা পালন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও নাগরিক পর্ষদ বরিশালের আহবায়ক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তৃতা করেন বিবিসি’র প্রযোজক কাজী জাওয়াদ, আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, নাগরিক পর্ষদ বরিশালের যুগ্ম আহবায়ক নজমুল হোসেন আকাশ ও সদস্য সচিব সৈয়দ দুলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পত্নী লিপি আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বরিশালে সদর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

শামীম আহমেদ ॥

মহান স্বাধিনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে’র ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩) মে সকাল ১১ টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল সদর উপজেলা কোতয়ালী বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড, মজিবর রহমান নান্টু।

অলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর স্মৃর্তিচারন করেন প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান জেলা আহবায়ক কমিটি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন,আলহাজ্ব মন্টু খান,আব্দুস ছালাম রাঢ়ি,আলি আহমে,কাজি ফিরোজ,কবির হোসেন,মোং উজ্জল ও ছাত্রদল নেতা মনিরুজ্জামান, আঃ কাদের মোল্লা প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল সদস্যরা অংশ গ্রহন করে। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল অমিন।

২ দিনের সফরে বরিশাল আসছেন কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি 

নিজস্ব প্রতিবেদক:
শনিবার (০৪জুন) বরিশাল আসছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশসরকারের  পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি।
তার ব্যক্তিগত একান্ত সচিব (উপসচিব)এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী সকাল ৮ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা বিমানযোগে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে ৮ টা ৪০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দর পৌছবেন। সেখান থেকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে সকাল ১০ টায় বরিশাল আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে রাতে রাত্রিযাপন করবেন।রবিবার (৫ জুন) সকাল ৯ টা ১০ মিনিটে ইউএস বাংলা বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা এবং সকাল ১০ টা ২০ মিনিটে ঢাকার ডিওএইচএস, বারিধারাস্ত বাসভবনে উপস্থিত থাকবেন।

বরিশালে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ডেস্ক রিপোর্ট:

প্রেমের সম্পর্ক রয়েছে—এমন দাবি করে সহপাঠী এক ছাত্রকে বিয়ের জন্য অনশনে বসার কথা জানিয়েছেন বরিশালের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। তবে, তাঁর সহপাঠী বলছে, ‘ওই তরুণীর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক।’

এদিকে, বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন স্থানীয় চেয়ারম্যান। অবশেষে থানায় নেওয়া হয়েছে ওই ছাত্রীকে। তবে, ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাতে বলেছেন, ‘বিয়ে না হওয়া পর্যন্ত এক ফোটা পানিও খাব না।’

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) শফিক এসব তথ্য জানিয়েছেন।

এসআই শফিক জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া যে ছেলেকে বিয়ের দাবি জানানো হয়েছে, তাঁকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, গত বুধবার বিকেলে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী বিয়ের দাবিতে তাঁর সহপাঠীর বাড়িতে অবস্থান নেন। ওই ছাত্রী পটুয়াখালীর বাসিন্দা।

বিয়ের দাবি জানানো ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, ‘ওর (সহপাঠী ছাত্র) সঙ্গে আমার প্রায় এক বছরের প্রেমের সর্ম্পক। কিন্তু, কিছুদিন ধরে ও আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যোগাযোগ করলেও সে রেসপন্স করেনি। এতে বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছি। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি সে আশ্বাসে এসেছি। বিয়ে না করা পর্যন্ত আমি এক ফোটা পানিও খাব না।’

তবে ওই ছাত্র বলেছে, ‘সহপাঠী হিসেবে তার সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু, তার সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। সে আমার বন্ধু। কিন্তু, কেন সে এ কাজটি করল, আমি বুঝতে পারছি না। পুরো ঘটনা নিয়ে আমি এবং আমার পরিবার বিপাকে রয়েছি।’

বরিশালে একটি ঘরের আকুতি ভুমিহীন দিনমজুর বকুলের

নিজস্ব বার্তা পরিবেশক:
বকুল বেগম ।বয়স পঞ্চাশোর্ধ।বাল্যকাল থেকেই অভাব অনটনে চলমান রয়েছে তার দিনযাপন। স্বামী সোহরাব মৃধা দীর্ঘ ২৫ বছর পূর্বে তার গর্ভে ৫ মাসের সন্তান রেখে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন । নলছিটিতে বাবা ও শ্বশুর বাড়ির থেকে সকল সম্পত্তি বঞ্ছিত অসহায় বকুল চলে আসেন বরিশাল নগরীতে ।জীবিকার তাগিদে বিল্ডিং নির্মান কাজে শ্রমিক হিসেবে কাজ করে বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসেবে থেকে কোন মতে অনাহারে-অর্ধাহারে সংসার চালিয়ে আসছেন । ছেলে রুবেল বর্তমানে বাসের হেলপার হিসেবে কাজ করছেন। এছাড়া সংসারে বকুল বেগম তার বৃদ্ধ মা স্বরবানু(৭০)ও ছেলেসহ নগরীর ২৫ নং ওয়ার্ডের রুপাতলী এলাকায় রাজাপূরের বাসিন্দা খালেদা বেগম নামে এক নারীর দেয়া ঝুপড়ি ঘরে আশ্রিত হিসেবে রয়েছেন । কিন্ত মাথা গোজার সেই ঠাইটাও আর কিছুদিন পর থাকছেনা বলে হতাশা প্রকাশ করেছেন অসহায় বকুল ।আশ্রয় দেয়া ঘর মালিক বাড়ি নির্মাণ করবেন বলে জানিয়েছেন । আর এতেই এখন ভুমিহীন ও আশ্রয়হীন বৃদ্ধ বকুল বেগম তার মা ও ছেলেসহ মাথা গোজার ঠাই প্রাপ্তিত কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামী যহন আছিল তহন খুব ভালই ছিলাম। মোগো কোন চিন্তাই ছিলনা। মোর পেটে যখন ৫ মাসের ছেলে সন্তান তহন হে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। এরপর হে মারা যাওয়ার পর মোগো খাইয়া বাইচা থাকতে খুব কষ্ট হচ্ছিল। দুই বেলা দুই মূঠো ভাত খাইতে কাজে লেগে পড়ি। কখনো বিল্ডিং নির্মানের কাজে শ্রমিক হিসেবে বালু, ইট টানি আবার কখনও বাসা বাড়িতেও ঝিয়ের কাজ করি। সেই থেকে এখনো কাজ কইরা খাইতেছি। স্বামী ও বাপের বাড়ি থেকে কোন জমি বা সুবিধা পাইনাই। ৯ বছর পূর্বে বরিশালে যহন আসি তহন এদিকে আইসা ঝড়াজীর্ণ ঘর ভাড়া লইয়া মুই , মোর মায় ও ছেলেসহ থাকছি। খালেদা আফায় মোগো আশ্রয় দিছে। অনেকদিন যাবত রুপাতলীতেই তার আশ্রিতা হিসাবেই আছি। কিন্ত হুনছি কিছুদিনপর সে এহানে বাড়ি বানাইবে। তাই এহানেতো আর থাকতে পারমু না । মোর পোলা বাসের হেলপারি করে আর মুই বাসা বাড়ি ও শ্রমিক হিসেবে বিভিন্ন সময় বিল্ডিং বানানোর কাজ করি। তয় এতে এহন আর সংসার চলেনা ।এর মধ্যে থাকবেনা ঘরও কোথায় থাকমু? কি করমু? চিন্তায় থাহি। তয় আগের মত এহন আর কাজও করতে পারিনা। শরীরের অবস্থা ভালনা । হারাজীবন কাজ কইরা শরীর এহন আর সয়না। ভারী কাজে গেলেই শরীর খারাপ হইয়া যায়। অসুস্থ হইয়া পড়ি। হুনছি মাননীয় প্রধানমন্ত্রী  যারা অসহায় , ভুমিহীন হেগো ঘর দিচ্ছেন। আমারতো জমিও নেই ঘর নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুতি আমাকে যেন একটি ঘর দেয়া হয়। যাতে আমি ,বৃদ্ধা মা ও ছেলেসহ একটি নিশ্চিত মাথা গোজার ঠাই পেতে পারি। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুনিরুজ্জামান প্রতিবেদকের কাছে অসহায় বৃদ্ধা বকুল বেগমের বিষয়টি জানতে পেরে অসহায় ভুমিহীনদের জন্য বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রাপ্তিতে তাকে একটি আবেদন করার জন্য জানিয়েছেন।

খুব দ্রুত সমৃদ্ধ হবে বরিশাল পরমানু – অতিঃ সচিব নিরঞ্জন দেবনাথ

নিজস্ব প্রতিবেদক ॥ খুব দ্রুত সময়ে বরিশাল পরমানু শক্তি কমিশন সমৃদ্ধ করা হবে। যন্ত্রপাতি ও জনবল যেখানে যে সমস্যা আছে তা দূর করা হবে। মন্ত্রনালয় ও সরকার চায় পরমানুর মাধ্যমে মানুষকে সর্বাপেক্ষা উত্তম সেবা করতে। এ জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহন করা হবে। বুধবার বরিশাল পরমানুতে এক সভায় উপস্থিত থেকে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) নিরঞ্জন দেবনাথ। সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদেও অংশ গ্রহনে সভায় সভাপতি হিসাবে উপস্থিত থেকে এসব কথা বলেন। তিনি বলেন, ইনিস্টিটিউশন অব নিউরো মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস কম খবরে সর্বাত্তোম পরীক্ষা নিরীক্ষার নিশ্চয়তার একটি প্রতিষ্ঠান। সরকার চায় এই প্রতিষ্ঠানকে আরো আধুনিক ও সমৃদ্ধ করে জনগনের সেবার মান ও পরিধি বাড়াতে। সেজন্যই সাধারন মানুষের মতামত নিতে এ অনুষ্ঠানের আয়োজন। তিনি বলেন, সারা দেশের পরমানু প্রতিষ্ঠান গুলো যদি সব দিক থেকে সমৃদ্ধ করা যায় তাহলে সেবা প্রদানে একটি বিপ্লব সৃষ্টি হবে। এছাড়া মানুষকে প্রতিষ্ঠানটির সেবার বিষয়ে অবগত করতে হবে। এখনো অনেকেরই এ বিষয়ে স্পষ্ট ধারনা নেই। অতিথি হিসাবে উপস্থিত থেকে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম বলেন, আমাদের অভিজ্ঞ চিকিৎসকের অভাব নেই। কিন্তু প্রয়োজনের তুলনায় যন্ত্রপাতির অনেক ঘাটতি রয়েছে। মানুষকে চিকিৎসা সেবা প্রদানে এটাই সব চেয়ে বড় বাধা। শেবামেক অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন বলেন, পরমানুর পরীক্ষার মান নিয়ে আমি খুবই আস্থাশীল। মানুষের উচিত এই প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়া। তবে সেবার মান বাড়াতে প্রতিষ্ঠান টিকে সব দিক থেকে সমৃদ্ধ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ,দৈনিক প্রথম সকালের সম্পাদক কাজী আল মামুন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

গৌরনদীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা প্রক্ষাত সাংবাদিক মানিক মিয়ার ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

মোঃ লুৎফর রহমান দীপ গৌরনদী (বরিশাল) সংবাদ দাতা: গতকাল বুধবার বরিশালের গৌরনদীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার গৌরনদী সংবাদ দাতা মোঃ লুৎফর রহমান দীপ এর উদ্যোগে ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, নির্ভীক সাংবাদিকতার কিংবদন্তি পুরুষ, আধুনিক সংবাদপত্রের রুপকার ও বাঙ্গালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম প্রবক্তা সাংবাদিক মানিক মিয়ার ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সরকারী গৌরনদী কলেজ জামে মসজিদে বাদ আছর দোয়া ও মেনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটিরি সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মাদ শাহিন, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক শেখ রায়হান শাওন, মোঃ ইয়াদুল-সহ ধর্মপ্রান মুসুলি ও মান্যগন্য ব্যাক্তিবর্গ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারী গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন খান।

দুগ্ধ শিল্পের সাথে যেসকল খামারীরা কাজ করছেন প্রধানমন্ত্রী আপনাদের স্বাবলম্ভি দেখতে চায়- বরিশাল বিভাগীয় কমিশনার

শামীম আহমেদ

“পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ¦শিল্প” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দুগ¦ দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১লা জুন সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

এসময় তিনি উপস্থিত দুগ¦ শিল্প খামারীদের বলেন, আপনাদের মাধ্যমে আমাদের এই শিল্প সামনে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য আমি আপনাদের সকল সমস্যার কথা শুনে উর্ধ্বতোন কর্মকর্তাদের কাছে পৌছে দেব।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের শধু প্রনধনা নয় সে এই দুগ¦ শিল্পের সাথে যারাই জড়িয়ে কাজ করছেন তাদেরকে স্বাবলম্ভি হিসেবে দেখতে চায়।

আজ আপনাদের মাধ্যমেই এখন দেশে গো-মাংসের ঘাটতি নেই। মাংসে আমরা আজ সয়ং সম্পূর্ণ হয়েছি। যদিও দুধে আমরা কিছুটা পিছিয়ে আছি সেখান থেকে ফিরে আসার জন্য আমি আপনাদের নিয়ে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদ (সাবেক সংসদ) এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, ডিন, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ (পবিপ্রবি)প্রফেসর ড. মোঃ আহ্সানুর রেজা, বরিশাল বিভাগীয় প্রণি সম্পদ বিভাগ পরিচালক ডাঃ মোঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে স্বগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপাস্থপনা করেন বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোঃ নুরুল আমিন।

এর পূর্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হাদারের নেতৃত্বে প্রণিসম্পদ কর্মকর্তা ও বিভিন্ন দুগ¦শিল্প খামারীদের নিয়ে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালির নেতৃত্ব দেয় র‌্যালিটি সড়ক ঘুড়ে পুনরায় সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ করে।

বরিশালে ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে লাভ ফর ফ্রেন্ডস

নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌমাথা এলকায় এবং রুপাতলী বাস টার্মিনালে ফুট ওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১লা জুন বুধবার  সকাল ১০ঘটিকায় নগরীর চৌমাথা এলাকায় “আর নয় সড়কে মৃত্যু, পথিকের পথ চলা হোক শান্তি ও নিরাপদ ” স্লোগান নিয়ে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্দ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি পারভেজ সিকদার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, এসময়ে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান অর্থ সম্পাদক, সোহাগ ফরাজী,শাহাদাত রনিসহ অন্যান্য সদস্য বৃন্দরা।বিগত দিনেও ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা -কুয়াকাটা মহাসড়ক বরিশাল নগরীর গড়িয়ারপাড় থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত ১১ কিলোমিটার নগরীর ভেতর থেকে চলে গেছে। এ অংশের মধ্যেই রয়েছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিএন্ডবি রোড চৌমাথা এবং রুপাতলী বাস টার্মিনাল। পায়রা সেতু উদ্বোধনের পর থেকে বরিশাল নগরীতে প্রতি নিয়ত যানবাহনের চাপ বেড়েছে।আর এই মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন হলে এর মাত্রা অত্যাধিক হয়ে যাবে। উল্লেখিত ৩টি পয়েন্টে দিবারাত্রি লেগে থাকে যানজট। এসব পয়েন্টে রাস্তা পাড়াপার হতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে বৃদ্ধ,শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশার মানুষ।