কাউখালীতে মাস্ক না পড়ায় ২৬ জনকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে শুক্রবার হাটের দিন উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। তিনি বলেন, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী। তাই সরকারি নির্দেশনা না মানার দায়ে ২৬ জনকে মোট এক হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।

মঠবাড়িয়ায় ৯ কোটি টাকা ব্যয়ে বহুমূখী মার্কেট নির্মাণ

মুজিব বর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌর সভায় শহরের সদর রোডে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তায় ৯ কোটি টাকা ব্যায়ে বহুমূখী মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আধুনিক দৃষ্টি নন্দন এ ভবনটি।

পৌর সভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক জানান, মঠবাড়িয়া পৌরসভা ২০১৮-১৯ অর্থ বছরে তিন তলা বিশিষ্ট বহুমূখী মার্কেট নির্মানের কাজ বাস্তবায়নের কাজ শুরু করে। মার্কেটের নিচ তলায় থাকছে মাছ, মাংস, সবজি ও অন্যান্য উন্মুক্ত বাজার। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে ২১ টি করে দোকান রয়েছে। ২০০০-২১ অর্থবছরে ৯ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৫৩২ টাকা ব্যয়ে বহুমূখী এ মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মের্সাস মাহফুজ খান, ঐশি কনস্ট্রকশন, তৌহিদুল বাশার এর ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করেছেন। মার্কেটের চারিপাশের স্থানে গাড়ি পার্কিং সুবিধা থাকার কারনে সড়কের যান-জট নিরাসন হবে।

পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, বহুমূখী এ মার্কেট নির্মাণের ফলে ভাসমান মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘ দিনের কস্ট লাঘব দুর হবে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ বহুমূখী মার্কেট ও পৌর শহরের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন।

পিরোজপুর পৌর মেয়রের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

পত্রিকায় কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং একইসঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়ালের ভাই বর্তমান পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করবে দুদক।

এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি না ছাপিয়ে ২২ জনকে নিয়োগ দেয়ার অভিযোগে অন্য একটি মামলায় পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, নিয়োগ সংশ্লিষ্ট আরও পাঁচজন এবং নিয়োগ পাওয়া ২২ জনসহ ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করবে বলে জানা যায়।

জানা যায়, ২০০৬ সালে পৌরসভার নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, টিকাদানকারী, ডাটা এন্ট্রি অপারেটরসহ বেশ কয়েকটি পদের বিপরীতে পঁচিশ জনকে নিয়োগ দেন পৌরমেয়র আলহাজ মো. হাবিবুর রহমান মালেক।

অভিযোগের বিষয়ে জানতে মেয়র হাবিবুর রহমান মালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটাতো অনেক আগের নিয়োগ হয়েছে। তবে আমার যতটুকু মনে আছে সেখানে বাইশজন নিয়োগ পেয়েছিল। কিন্তু একজন নিয়োগ পান নাই। আর বাকি দুজন যোগদান করেননি। আর পত্রিকায় যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

পৌরসভার একটি সূত্র জানায়, ২০০৬ সালের ৫ জুন পত্রিকায় ২৫টি খালি পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই ২৫ জনের মধ্যে ২২ জন নিয়োগ পান। বাকি তিনজন নিয়োগ গ্রহণ করেননি। তবে এই নিয়োগের বিষয়ে পৌরসভা থেকে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় যে তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে বলে উল্লেখ করা হয়, বাস্তবে ওই তারিখের দৈনিক সংবাদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মালেক পুনরায় পিরোজপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো পিরোজপুর পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করছেন।

কাউখালীতে বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকীতে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

কাউখালী ॥
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে বুধবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, চিত্রাংকণ প্রতিযোগীতা ও উন্নত খাবার পরিবেশন। এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজক কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষাণুরাগী আব্দুল লতিফ খসরু। আজ বুধবার সকাল ১০ টায় আমরাজুড়ী আবাসন প্রকল্পে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিশুরা রং বেরংএর বেলুন হাতে নিয়ে উৎসবে মেতে ওঠে।

এসময় শিশুরা রং তুলিতে জাতির জনকের ছবি অংকন করে। চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া প্রথম স্থান অধিকারী বাক প্রতিবন্ধী সারমিন, দ্বিতীয় স্থান অধিকারী বাক প্রতিবন্ধী রিফাত ও তৃতীয় স্থান অধিকারী বাকপ্রতিবন্ধী রিজায়কে পুরস্কার দেয়া হয়। পরে উক্ত অনুষ্ঠানে অংশ নেয়া সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসন প্রকল্পের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ইসলাম ধর্মই প্রকৃত শান্তি ও নিরাপত্তা বিধানে সক্ষম -ছারছীনা পীর

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.) বলেছেন- ইসলাম শান্তির ধর্ম। এতে জঙ্গীবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। যারা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে তারা মূলতঃ ইসলামের কেউ নয়। হয় তারা কারো অর্থে ও স্বার্থে বিপথগামী হয়ে অথবা প্রকৃত অর্থ না বুঝে ভুল পথে ধাবিত হচ্ছে। বর্তমান সরকার সময়োচিত পদক্ষেপ নিয়ে জঙ্গীবাদ দমনে সক্ষম হয়েছে। তবে ইসলামের সঠিক মর্মবাণী প্রচার করা হলে কোন অপব্যখ্যা করার সুযোগ থাকবে না।
গতকাল ছারছীনা দরবার শরীফের ১৩১ তম বার্ষিক মাহফিলের ২৩য় দিন বাদ জোহর হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। এদিন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান দুলাল। তিনি তার বক্তব্যে বাংলাদেশের জন্য ইসলামের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন। তিনি বলেন- বঙ্গবন্ধু একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তিনি তার সময়কালে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত করা সহ ইসলামের খেদমতেঅনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ইসলাম ও মুসলমানদের স্বার্থে একের পর এক পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, কওমী সনদের স্বীকৃতি, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন অন্যতম। তাই তিনি কোন গুজব ও ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হবেন না। বাংলাদেশে ইসলাম পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ছারছীনা দরবার শরীফের ইতিহাস ও ঐতিহ্য এবং ইলম ও আমলের গুরুত্ব তুলে ধরে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। তিনি বলেন- কবরে শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে নিয়মিতভাবে তরীকা মশক করতে হবে এবং সুন্নাত তরীকা মোতাবেক জীবন গঠন করতে হবে। তিনি পবিত্র কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে আমলের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সত্যিকারের মুত্তাকী মুসলমান হবার আহ্বান জানান।
দ্বিতীয় দিন বিশেষ মেহমান হিসেবে উপস্তিত ছিলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচডি, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড আব গভর্ণরস এর গভর্নর ড. মুফতী আল্লামা কাফিল উদ্দিন সরকার ছালেহী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মাদ হোসেন প্রমূখ।

মাহফিলের ২য় দিন ময়দান কানায় কানায় পরিপূর্ণ ছিল। কোথাও তিল ধারণের ঠাই ছিলোনা। আগামীকাল বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এদিন হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামণা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ।

মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামে মো. হাসিবুল ইসলাম (১০) নামে এক শিশুর আজ শুক্রবার জুমার নামাজের আগে পুকুরে গোসল করার সময় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। মো. হাসিবুল ইসলাম দক্ষিণ গোলবুনিয়া সিদ্দিকিয়া হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. জাহিদুল ইসলামের ছেলে।

জানাযায়, পুকুরে গোসল করার সময় হাসিবুলের শ্বাসকষ্ট দেখা দেয়। এসময় স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাফা কেজি স্কুলের ছাত্র হাসিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার স্বজন, সহপাঠি ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

প্রসঙ্গত, হাসিবুল ইসলাম নাজিরপুর উপজেলার বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবীদ হাফেজ হাবিবুল্লাহ বেলালীর ভাতিজা এবং মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলের চাচাতো বোনের ছেলে।

পিরোজপুরে গাঁজা গাছসহ চাষি আটক

পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে ২৭টি গাঁজা গাছসহ সমীর গাইন নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সামান্তগাতী গ্রাম থেকে পুলিশ গাঁজা গাছসহ সমীর গাইনকে আটক করে। সমীর গাইন (৪৮) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সামন্তগাতী গ্রামের মৃত সুধীর গাইনের ছেলে।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে মালিখালী ইউনিয়নের সামন্তগাতী গ্রামের সমীরের বসত বাড়ির পেছন থেকে তার চাষ করা ২৭টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় গাছগুলো জব্দ করাসহ সমীরকে আটক করা হয় করা হয়। গ্রেফতার সমীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

ছারছীনা দরবার শরীফের ১৩১ তম বার্ষিক মাহফিল আগামীকাল শুরু

 

ছারছীনা সংবাদদাতা ঃ ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল ও মরহুম হুজুর কেবলাদ্বয়ের ঈছালে ছওয়াব মাহফিল আগামীকাল ১২মার্চ রোজ শুক্রবার শুরু হবে এবং ১৪ মার্চ রোজ রবিবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনদিনব্যাপী মাহফিলে বাদ ফজর ও মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম দিয়ে থাকেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন। উক্ত মাহফিলে সকল পীর ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসল্লীদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে অধ্যক্ষ ড. সৈয়দ মোঃ শরাফত আলী।
ইতোমধ্যে মাহফিল ময়দান সার্বিক ভাবে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থবিধি রক্ষার জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ময়দানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হাত ধৌত করার জন্য বিভিন্ন স্থানে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাহফিল সষ্ঠুভাবে পরিচালনার জন্য মাদ্রসার পক্ষ থেকে নিরাপত্তা, হারানো বিভাগ সহ বিভিন্ন বিভাগে ছাত্ররা নিয়োজিত থাকবে। সরকারের পক্ষ থেকেও পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী নিয়োজিত থাকবে।
উক্ত মাহফিলে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহন রিজার্ভ করা হয়েছে।
ঢাকা ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর সাংগঠনিক এলাকা ঢাকা দক্ষিণ এলাকা থেকে এম. ভি. রাজহংস-৮ নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার বাদ মাগরীব সদরঘাট ছিন্নমূল এতিমখানা মসজিদ সংলগ্ন ঘাট থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য মাওঃ মোঃ শাহজাহান-০১৮৮৬০৭০২১৭ ও ০১৭১১১৪৭২৮১ ও ০১৭১৮০৪০৮৫০ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
ঢাকা (ডেমরা) ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর ঢাকা ডেমরা এলাকা থেকে এম. ভি. সালাউদ্দীন নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় সান্দিরা বালুরঘাট, রাণীমহল, ঢাকা থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য মাওঃ মোঃ আ.জ.ম. সালেহ-০১৯১৬৩৮৩৭৮১ ও ০১৭৬৩৬৬৯২৩২ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
নারায়ণগঞ্জ ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এম. ভি. প্রিন্স কামাল নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার বাদ মাগরীব নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য ০১৯১৫৯৪২৮৭৮ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
ফতুল্লা (নারায়ণগঞ্জ) ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ ফতুল্লা (নারায়ণগঞ্জ) এলাকার উদ্যোগে থেকে এম. ভি. জামাল-৫ নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৪.০০ মিনিটের সময় ফতুল্লা লঞ্চঘাট থেকে ও সন্ধ্যা ৬.০০ টার সময় গুদারাঘাট থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য ০১৯১৩৪০৫০৯৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
চাঁদপুর ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এম. ভি. পারাবত-০৮ নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ মিনিটের সময় চাঁদপুর লঞ্চঘাট থেকে ও রাত ৭.০০ টার সময় হরিণা ফেরিঘাট থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য ০১৯২৭০৬১০২৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
দাউদকান্দি (কুমিল্লা) ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ কুমিলাø জেলার দাউদকান্দি শাখার উদ্যোগে এম. ভি. অভিযান-১০ নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকার সময় দাউদকান্দি ব্রিজের নিচ থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য ০১৮১৭৬৬৪১৩৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
মংলা ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ মংলার উদ্যোগে এম. ভি. করমজল-৩ নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার বাদ মাগরীব মংলা নতুন রকেট ঘাট থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে রওয়ানা হবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য ০১৭১৫৯৪৬৭৩৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো।
বাউফল (পটুয়াখালী) ঃ বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ বরগুনা জেলার পাথরঘাটা থানার উদ্যোগে এম. ভি. মিলন নামে একটি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লঞ্চটি ১১ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ৮.০০ মিনিটের সময় বাউফল নূরাইনপুর থেকে ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চের কেবিন সহ যাবতীয় তথ্যের জন্য ০১৭২৪০০৪৯৭৩, ০১৭১৬১৯৬৫৪২ ও ০১৭৪১৭৮৬৯৯০ নাম্বারে যোগাযোগ করতে বলা হলো। এছাড়াও বগা লঞ্চঘাট থেকে একইদিন বাদ মাগরীব একটি লঞ্চ ছেড়ে যাবে। যোগাযোগ- ০১৭৩৪৩১৮১০৭
এছাড়াও মংলা বাস ষ্টান্ড থেকে ১২ মার্চ রোজ শুক্রবার সকাল ৮ টায় , পটুয়াখালীর কুয়াকাটা হোটেল গেষ্ট হাউস থেকে সকাল ৮.৩০ মিনিটে, পটুয়াখালীর দুমকী খানা ব্রীজ থেকে সকাল ৮টায় ছারছীনা দরবার শরীফের উদ্দেশ্যে বাস ছেড়ে আসবে।

কাউখালীতে ৩৫০ বোতল এলকোহল সহ গ্রেফতার-২

পিরোজপুরের কাউখালীতে ৩৫০ বোতল এলকোহল সহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলা সদরে উত্তর বাজারে এস,আই মোজাম্মেল এর নেতৃতে অভিযান চালিয়ে কচুয়াকাঠী গ্রামের মৃত: আবু আব্দুল্লাহ এর পুত্র মোঃ নুরুল হাদী ও একই গ্রামের মৃত: কানাই কর্মকার এর পুত্র শংকর কর্মকারকে ৩৫০ বোতল এলকোহলসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে (মামলা নং ০৬) । রবিবার সকালে আসামীদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরে ১৩ ইউনিটের ছাত্রদলের কমিটি ঘোষণা

পিরোজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৩টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৬ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক খোকন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এতে জেলার ৬টি উপজেলা, ৪টি ডিগ্রি কলেজ ও ৩টি পৌরসভার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা  হয়েছে। এ সব কমিটিকে আগামী ২ মাসের (৬০ দিন) মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ছাত্রদলের এ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এতে নাজিরপুর উপজেলায় এইচ এম শামীম হাসানকে আহ্বায়ক, মো. তারিক আব্দুল্লাহ বাপ্পিকে সদস্য সচিব করা হয়েছে।

নাজিরপুর উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রি কলেজে (নাজিরপুর কলেজ) ফাইজুল ইসলাম ফয়েজকে আহ্বায়ক, মাইনুল ইসলাম মঈনকে সদস্য সচিব এবং নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজে বরকত আলী শেখকে আহ্বায়ক, মো. দিনার আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলায় রাকিবুল হাসান রুবেলকে আহ্বায়ক, রানা মল্লিককে সদস্য সচিব, সদর পৌরসভায় মো. আলাউদ্দিন হাওলাদারকে আহ্বায়ক, বেল্লাল খানকে সদস্য সচিব। জেলার জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় মো. আল-আমীন হোসেনকে আহ্বায়ক, সাদিকুল ইসলামকে সদস্য সচিব। ভাণ্ডারিয়া উপজেলায় মাহফুজুর ইসলাম উজ্জ্বলকে আহ্বায়ক, সফিকুল ইসলাম রেজাকে সদস্য সচিব, ভাণ্ডারিয়া সরকারি কলেজ কমিটিতে মো. জহিরুল ইসলাম জিয়াকে আহ্বায়ক, কিরন সজিবকে সদস্য সচিব এবং ভাণ্ডারিয়া পৌর কমিটিতে আলী আজম রিপনকে আহ্বায়ক, শামীম ফরাজীকে সদস্য সচিব। কাউখালী উপজেলা কমিটিতে মাহামুদুল হাসান তানভীরকে আহ্বায়ক, শোয়াইব সিদ্দিকীকে সদস্য সচিব। কাউখালী কলেজ কমিটিতে সজল হোসেন ইমরানকে আহ্বায়ক, মো. মৃদুল শিকদার তুহিনকে সদস্য সচিব করা হয়েছে। নেছারাবাদ উপজেলা কিমিটিতে ইমরান হোসেন সজীবকে আহ্বায়ক, মো. জিয়াউল হক সজীবকে সদস্য সচিব। নেছারাবাদ পৌরসভায় সাদ্দাম কাজীকে আহ্বায়ক, বাইজিদ শিকদারকে সদস্য সচিব করা হয়েছে।

এতে নাজিরপুর কলেজকে আগের নাম অনুযায়ী নাজিরপুর শহীদ জিয়া কলেজ ও জেলার ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর উপজেলা লেখা হয়েছে।

কয়েক বছর আগে জিয়ানগরকে ইন্দুরকানী উপজেলা ও শহীদ জিয়া কলেজেকে নাজিরপুর কলেজ নামকরণ করা হয়েছে।