দেশের কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট :
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও জড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

রাজশাহী, নঁওগা, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, একই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় ১৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের পর শুরু হয়েছে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের পর শুরু হয়েছে বৃষ্টি। আজ বুধবার (১৭ মে) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, গুলিস্তান, নিউমার্কেট, ধানমণ্ডি এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এর আগে গতকাল রাত পৌনে ৮টার দিকেও কালবৈশাখী ঝড় হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের আটটি বিভাগের বহু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন নদীবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আজ বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, ঢাকা, রংপুর, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী দুই দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এবং ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।

আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

টিপটিপ বৃষ্টি ভিজালো রাজধানীকে

ডেস্ক রিপোর্ট :
প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে রাজধানীতে বৃষ্টি না ঝরলেও তিন দিন পর ভেজাল পথঘাট, আঙিনা। ছিটেফোটা এই বৃষ্টির সঙ্গে প্রথমে বেশ জোরেসোরে বাতাসও শুরু হয়। তবে, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। যদিও তাপমাত্রায় নেমে আসে স্বস্তি। ঢাকার আকাশে মাঝেমধ্যে এখনও চমকাচ্ছে বিজলি। আর টিপটিপ বৃষ্টি ভেজাচ্ছে রাজধানীকে।

আজ মঙ্গলবার ( ১৬ মে) রাত সাড়ে ৭টা থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এদিকে, সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুদিনে সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং আগামী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৬০ মিলিমিটার।

আমদানি হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের ঝাঁজ

ডেস্ক রিপোর্ট :
দেশি পেঁয়াজের ঝাঁজ কমাতে ভারত থেকে আমদানির হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাঁর এই হুঁশিয়ারির পরও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। যদিও কিছু সময়ের জন্য কমতে শুরু করেছিল দামও, স্বস্তিতে ছিলেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। কিন্তু, হুঁশিয়ারির বেশ কয়েক দিন পার হলেও মেলেনি আমদানির অনুমতি (আইপি)। ফলে সুযোগের সদ্ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিচ্ছেন দেশি পেঁয়াজের দাম। এতে অতিষ্ঠ ক্রেতাসাধারণ।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, দুই মাসের অধিক সময় ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় গত ঈদের পর থেকে বাজারে দেশি পেঁয়াজের দাম একটু একটু করে বাড়তে থাকে। প্রতিদিন ২/১ টাকা করে বেড়ে আজ মঙ্গলবার (১৬ মে) ঠেকেছে ৭০ টাকায়। গত ঈদের আগেও এই পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হয়। এই সময়ে কেজিতে বেড়েছে অন্তত ৪০ টাকা।

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের দামের এই অস্থিরতা তিন সপ্তাহ ধরে শুরু হয়েছে। বাজারে ক্রেতারা পেঁয়াজ কিনতে এলে দাম নিয়ে আমাদের সঙ্গে প্রায় সময়ই কথা কাটাকাটি হচ্ছে। এমনিতে গরমে কাহিল অবস্থা, এরপর পেঁয়াজের দাম শুনে ক্রেতারা চটে উঠছেন। আমরা যে দামে কিনি কেজিতে দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করি। বর্তমানে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’

ক্রেতা মাহফুজ আলম বলেন, ‘শুধু আমি না, সব মানুষই দাম শুনে উচ্চবাচ্য করছে। আজ বাজারে এলে বলে এক দাম, পরের দিনই আরেক দাম। আমরাও তো খেটে খাওয়া মানুষ। আয় তো বাড়েনি। কিন্তু প্রতিনিয়ত জিনিসপত্র বেশি দামে কিনতে হচ্ছে। কে শুনে কার কথা?’

পাইকারি বিক্রেতা ফেরদৌস রহমান বলেন, ‘আমরা পাবনাসহ বিভিন্ন স্থান থেকে দেশি পেঁয়াজ কিনে আনি। সব খরচ বাদ দিয়ে কেজিতে দুই টাকা লাভে বিক্রি করছি। আজ সকাল ও দুপুরে ৬৩ থেকে ৬৪ টাকায় বিক্রি করছি। আমাদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে ৭০ টাকা দরে বিক্রি করছে।’

বন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, ‘বাজার পরিস্থিতি নিয়ে আমরা আমদানিকারকরা সরকারের কৃষি, বাণিজ্যসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছি। কিন্তু কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা ১০-১২ দিন আগে আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেছি। এখনও অনুমতির অপেক্ষায় আছি।’

পেঁয়াজের আরেক আমদানিকারক শহীদুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি বাণিজ্যমন্ত্রী এবং কৃষি সচিব ইঙ্গিত বা ঘোষণা দিয়েছিলেন এভাবে দাম বাড়তে থাকলে পেঁয়াজ আমদানি করা হবে। ঠিক তখনই বাজারে দাম কমতে শুরু করেছিল। যখন এই অসাধু ব্যবসায়ীরা দেখল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না, আবার তারা দাম বাড়িয়ে বিক্রি করছে। আমদানির কথা মুখে মুখে থাকায় তারা সুযোগ নিচ্ছে। এই পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা না হলে বাজার সামাল দেওয়া সম্ভব হবে না। আরও অস্থির হতে পারে পেঁয়াজের বাজার।’

এদিকে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় গত ১৫ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানিতে অনুমতি (আইপি) দিয়েছিল। এরপর ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে।

গত ১১ মে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম অল্প কিছু দিনের ব্যবধানে অনেক বেড়েছে। দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে। দেশীয় পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হওয়ায় আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি দাম বাড়তে থাকে তাহলে আমদানি করা হবে।’

দেশের সব বিভাগে বৃষ্টিপাতের আভাস , অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট :
দেশের সব বিভাগে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী জেলাসহ খুলনা বিভাগরে ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

মোখা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক রূপে কুয়াকাটা

ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে গেছে। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক চেহারায় ফিরেছে সাগরকন্যা কুয়াকাটা। আসতে শুরু করেছে পর্যটক। দর্শনীয় স্থানগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠিান খুলে বসেছে।

সৈকতে লাল কাঁকড়ার অবাধ বিচরণে ফুটে উঠেছে আল্পনা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঝিনুক আর সবুজ প্রকৃতির নিজস্ব খেয়ালে সাগরকন্যা পেয়েছে ভিন্ন রূপ। প্রায় দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। তাই পর্যটকরা কুয়াকাটায় বারবার ছুটে আসেন।

স্থানীয়রা জানায়, ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ায় পর পর্যটক শূন্য হয়ে পড়ে সাগর কন্যা কুয়াকাটা। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ফুসে ওঠে বঙ্গোপসাগর। ঢেউয়ের শোঁ শোঁ শব্দে কিছুটা আতংকিত হয়ে পড়েন পর্যটন ব্যাবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা। জলোচ্ছ্বাসের ভয়ে সৈকতে ছাতা, বেঞ্চি ও ভাসমান ব্যাবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়া হয়। এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকেও সৈকতে নামায় ছিলো নিষেধাজ্ঞা। সবকিছু মিলিয়ে কুয়াকাটা পরিণত হয়েছিল ভূতুড়ে আতঙ্কের নগরীতে। তবে ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশে আঘাত না করায় কোন ধরনের ক্ষতির মুখে পড়েনি সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা এমটাই জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় লক্ষ করা যাচ্ছে। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এছাড়া ঢাকা থেকে কুয়াকাটা আসতে আগের চেয়ে কম সময় লাগে। তাই ভ্রমণপিপাসুরা কুয়াকাটা সৈকত বেছে নিচ্ছেন। তবে সপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় জমে বলে তিনি জানিয়েছেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব বলেন, প্রতি বছর কমবেশি ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলীয় এই এলাকায়। তাই সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা ঝুঁকিপূর্ণ সময়টাতে বেশিরভাগ হোটেল-মোটেল খুলে দেওয়ার ব্যবস্থা করি। ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রেও সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করেছে। তবে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটিতে পর্যটক বেশি হয়। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষনিক কাজ করছে।

আন্দোলন করুক, জ্বালাও-পোড়াও করলে ছাড় দেওয়া হবে না

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলন করুক কোনো আপত্তি নেই, কিন্তু জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা করলে তাহলে তাদের ছাড়ব না। মানুষের ক্ষতি আর করতে দেব না।’ আজ সোমবার (১৫ মে) বিকেলে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে এসময় নির্বাচনের বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘নির্বাচন আসছে, ভয় পাব কেন? আমি জনগণের জন্য কাজ করেছি। জনগণ যদি চায়, আমরা আছি, না চাইলে নেই।’

‘আজকে বাংলাদেশ ডেভোলপমেন্ট দেশের মর্যাদা পেয়েছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ব্রিটেনে যেভাবে ইলেকশন করে, আমরাও সেভাবে ইলেকশন করব। পার্লামেন্টে  যে সদস্যরা আছে, তারা যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায়; তাহলে আমরা আছি। এর আগেও আমরা নিয়েছি। এমনকি, ২০১৪ সালে খালেদা জিয়াকে আহ্বান করেছি, তাও তো তিনি অসেনি। তারাও (বিএনপি) তো এখন পার্লামেন্টে নেই। তারা মাইক লাগিয়ে বলে সরকার হটাবে। আমরা তো তাকে কিছু বলছি না, আমাদের সময় কি নামতে দিয়েছে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রেনেড হামলা করেও হত্যার চেষ্টা করেছে। আমাদের ২১ হাজার নেতাকর্মীদের হত্যা করেছে। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। নির্বাচন ঠেকাতে ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে। সাড়ে  তিন হাজার লোক আগুনে পোড়া, তিন হাজার ৮০০ গাড়ি পুড়িয়েছে, ২৭টি রেল পুড়িয়েছে, ৯টি লঞ্চ পুড়িয়েছে এবং ৭০টি সরকারি অফিস পুড়িয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা তো জ্বালাও-পোড়াও, ওই গুলো করে গেছে। আমি বলে দিয়েছে—আন্দোলন করুক কোন আপত্তি নেই। কিন্তু জ্বালাও-পোড়াও যদি করে, মানুষ হত্যা করে, তাহলে তাদের ছাড়ব না। মানুষের ক্ষতি আর করতে দেব না।  সেই পোড়া মানুষদের যন্ত্রণা ও চেহারা দেখলে আপনাদের কষ্ট হয় না? একটা পরিবার কী দুরবস্থায় আছে, কেউ কি খবর রাখেন? নিজের সন্তানকে কোলে নিতে পারে না, নিজের সন্তানের চেহারা দেখতে পারে না। কী বিভৎস অবস্থার সৃষ্টি করেছে বিএনপি জামায়াত।’

শেখ হাসিনা আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের তাদের ২০ দলীয় ঐক্যজোট সিট পেল ২৯টা। আর দালালি! কার পয়সায় এই আন্দোলন করছে? কোথা থেকে এই টাকা পাচ্ছে? বাংলাদেশের মানুষ কি অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না?’

প্রধানমন্ত্রী বলেন, ‘হাজার হাজার টাকা লুট করে নিয়ে গেছে, আর কাদের মদদে করছে সেটা একটু খোঁজ নিন। এত টাকা কোথায় পাচ্ছে, এই যে এত এত লোক নিয়ে আসে, আর প্রতিদিন মাইক লাগিয়ে বক্তৃতা দিচ্ছে, এটা তো এমনি এমনি বিনা পয়সায় হচ্ছে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা যতটুকু পারুক আন্দোলন করুক। আমার জনগণ শক্তি। আমার হারানোর কিছু নেই। আমি আমার দেশের জন্য কাজ করছি।’ তিনি বলেন, ‘মানিল্ডারিং করেছে খালেদা জিয়া ও তার দুই ছেলে। এখনও বিএনপির বড় নেতাদের টাকা বিভিন্ন দেশের ব্যাংকে জমানো আছে ও টাকা ফ্রিজ করা আছে। আর মানিলন্ডারিং করে কারা টাকা বিদেশে পাচার করে নিয়ে বিদেশে বড় বড় নাম কিনেছে, তাও খুঁজে বের করেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যত বেশি কাজ করে, তার পেছনে বেশি লেগে থাকে, ওটা আমি কেয়ার করি না। আমি দেশের জন্য কাজ করি, মানুষের কল্যাণের জন্য কাজ করি। মানুষের কল্যাণ করাই আমার কাজ। আমাদের সাকসেস এখানে। আজকে বাংলাদেশ ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে উপাধি পেয়েছে। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।’

এদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

‘সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেয়া হয়েছে’

ডেস্ক রিপোর্ট :
সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বেলা পৌনে ১২টায় শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, শিক্ষাসহ সবক্ষেত্রেই যাতে আন্তর্জাতিক মানে উন্নীত হয় সেজন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। যে মানুষটা তৃণমূলে পড়ে আছে তাকে আগে টেনে তুলে আনতে হবে।

ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ১০ জেলায়

ডেস্ক রিপোর্ট :
দেশের ১০ জেলার উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অপরদিকে, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূল অতিক্রম করে সিটুয়ে, মিয়ানমারে স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আজ সোমবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সার্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আজ সোমবার (১৫ মে) সন্ধ্যা পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অপরদিকে আজ সোমবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশালে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বিএমপি উত্তর বিভাগের পক্ষ থেকে পুলিশের সতর্কবার্তা প্রচার 

শামীম আহমেদ :

ঘূর্ণিঝড় ‘মোখা’মোকাবিলায় জনসাধারণকে আশ্রয় কেেেন্দ্র বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বিএমপি উত্তর বিভাগের এডিসি রুনা লায়লার নেতৃত্বে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করেছে পুলিশ।

আজ রবিবার (১৪ মে) বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বেলতলা, সায়েস্তাবাদ ও এয়ারপোর্ট থানা এলাকায় জনসাধারণের মাঝে সতর্কবার্তা প্রচার করা হয়।

এ সময় বিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা স্পিডবোট নিয়ে নদীতে ও নদীর পাড়ে অবস্থান রত জেলে পরিবার এবং জনসাধারণের সাথে কথা বলে তাদেরকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে আগাম সতর্কবার্তা প্রদান করেন।

এ সময় তিনি আরও বলেন, আপনাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় পুলিশ নিয়োজিত রয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় দুর্যোগ প্রবণ এলাকার সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। ‘মোখা’ সংক্রান্ত যেকোনও তথ্য ও সেবা গ্রহণের জন্য পুলিশ হেডকোয়াটার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯ নম্বর অথবা নিকটস্থ থানা বা পুলিশ ইউনিট অথবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচ আর মুকুল,বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল,এস আই সাইদুল ইসলাম সহ এয়ারপোর্ট ও কাউনিয়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা।