সিঙ্গাপুর নয় বরিশালকে বরিশাল রেখেই নগরবাসীর জীবনমান উন্নয়ন করা হবে-মেয়র সাদিক

নিউজ ডেস্ক:

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, সবাই বলে বরিশাল হবে সিঙ্গাপুর। আমি বলি বরিশাল বরিশালই থাকবে কিন্তু নগরবাসীর জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। আমি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী রেখে রেখে যেতে চাই। মেয়র গতকাল সোমবার নগরীর সিএন্ডবি রোড এলাকায় অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ১৩ ও ২৩ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির দেয়া বক্তব্যে একথা বলেন।

মেয়র বলেন, সাবেক সফল মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুর পর আমি মহানগর আওয়ামী লীগের হাল ধরে সকলকে সাথে নিয়ে ঐতিহ্যবাহী প্রাচীন এই দলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছি। মেয়র মনে করেন নৌকা যদি থাকে তাহলে আওয়ামী লীগ থাকবে। একজন কর্মী হয়ে আমাদের সকলের কাজ হবে প্রধানমন্ত্রীর চাওয়াকে তৃণমূলে বাস্তবায়ন করা। আমরা মুখে মুখে নিজেদের আওয়ামী লীগার বলবো আর সংগঠনের সভানেত্রীর কথা মানবোনা তাহলে কি করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করবো। মেয়র প্রশ্ন রেখে বলেন, যারা নৌকার সাথে বেইমানী করে তারা কিসের আওয়ামী লীগ? মেয়র বলেন, আমি মন্ত্রী, এমপি চিনিনা। আমি চিনি নৌকা। কারন নৌকার মাঝে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে দেখি, আমি নৌকার মাঝে জননেত্রী শেখ হাসিনাকে দেখি।

তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা অঅছে বলেই আজ আমরা এক এক জন নেতা। দলের কর্মীদের সহকর্মী ভাবতে হবে। তারা কারো জুতা টানার জন্য সংগঠন করেন না। জনগনের পাশে থাকবেন না আর নেতা সাজবেন তা হবেনা। মেয়র আক্ষেপ করে বলেন, আমাদের কোন কোন নেতা আছেন কর্মীদের সালাম টুকোও গ্রহন করেন না। মনে রাখবেন সবাই কিন্তু অর্থ চায় না। ভালো ব্যবহার আশা করে। দল ক্ষমতায় থাকার কারনে আজ সুযোগ সন্ধ্যানী হাইব্রিডরা দলের মধ্যে অণুপ্রবেশ করেছে। আমরা হাইব্রিড মুক্ত ক্লিন দল চাই। আমরা তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাই।

মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেয়ার আগেই এ নগরী থেকে মাদক, জুয়া, হাউজিসহ সকল অপকর্ম বন্ধ করে দিয়েছি। তারপরেও দলের নাম ভাঙিয়ে কেউ কোন অপরাধ করলে সে যদি সব সময় আমার পাশেও থাকে আপনারা নির্ভয়ে ওই অপরাধীর নাম আমার কাছে দেবেন। আমি সাংগঠনিক ও আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। মেয়র উপস্থিত সকলের সামনে অঙ্গীকার করে বলেন, প্রয়াত যুবলীগ কর্মী মুরাদুল ইসলাম সাঈদের যদি ওর (মুরাদের) বাচ্চাদের নামে ফ্লাটটি লিখে দেয়া হয় তাহলে আমি ওর সকল দেনা পরিশোধ করে দেবো। তিন বাচ্চার নামে ফিক্সড ডিপোজিট করে দেবো। আমি কিছু পাওয়ার আশায় রাজনীতি করিনা। আমার পূর্ব পুরুষেরাও এদেশের মানুষের জন্য কাজ করে গেছেন। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। বিসিসির বর্তমান জনবল নিয়েই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন একটি টেকসই উন্নত নগরী গড়তে আমি সকলের সহযোগিতা কামনা করছি। নগরীর সকল সড়ক ৫ বছরের গ্যারান্টি দিয়ে করে দেয়া হবে। ৫ বছর পর জনগন মূল্যায়ন করবেন আমি তাদের জন্য কিছু করতে পেরেছি কিনা।

১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উদ্ধোধক ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেচ্ছা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেণ, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার কর্মের মধ্য দিয়ে এ নগরীর মানুষের মণ জয় করে নিয়েছেন। প্রধানমন্ত্রী একজন যোগ্য ব্যক্তিকেই মেয়রের আসনে বসিয়েছেন। আমি বিশ্বাস করি সাদিক আবদুল্লাই শওকত হোসেন হিরনের স্বপ্নকে বাস্তবায়ন করে একটি সুন্দর নগরী উপহার দিতে পারবেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীর।

সম্মেলনে বরিশালের সংরক্ষিত আসনের সাংসদ রুবিনা মীরা, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকনসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ , ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং দল সমর্থিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকার উন্নয়ন নয় দুর্নীতিতে রোল মডেল-সরোয়ার

নিউজ ডেস্ক:

বরিশালে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজ নৈশকালীন আওয়ামীলীগ সরকার উন্নয়ন নয়, দুর্নীতির রোল মডেল হয়েছে। তারা আজ দেশবাশীর কাছে ক্যাসিনোলীগে পরিনত হয়েছে। মইনুদ্দিন-ফকরুদ্দিন সরকার যদি অবৈধ হয়ে থাকে তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা বৈধ হবে আর অন্যদিকে শেখ হাসিনার মামলা অবৈধ হবে এটা এখন আর দেশবাশী ভালভাবে বুঝে গেছে। বর্তমান সরকারের দুর্নীতি দুঃশাষনের রোল মডেলের যাতা কলের চাপে বাংলার মানুষ হাফিয়ে উঠেছে।

সরোয়ার বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই। অবৈধ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে জেলে পাঠিয়ে এদেশে একটি ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতা দখল করে বসে আছে। আওয়ামীলীগ এদেশে নিজেদেরকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল দাবী করে কিন্তু তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে নৈশকালীন নির্বাচন করে তাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে। রবিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।

এছাড়া আরো বক্তব্য রাখেন মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন, আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, মহানগর স্বোচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু।

দারিদ্র্য বিমোচনেও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ : আমু

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। দারিদ্র্য বিমোচনেও ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। এসব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার কর্মদক্ষতার কারনে। রবিবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমু বলেন, এখন গ্রামের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা লাভের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। স্কুলগুলোকে আধুনিক করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে জানিয়ে আমির হোসেন আমু বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে কোন জায়গা অন্ধকারে রাখা যাবে না। সবকিছুই আলোকিত করতে হবে। একটি সমন্বয় সাধন করে সমতালে এগিয়ে নিয়ে যেতে হয়। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি শিক্ষানীতি প্রনয়ন করেছেন। এই শিক্ষানীতি দেশ বিদেশে প্রশংসা অর্জন করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে বিজ্ঞান সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

অনুষ্ঠানে নলছিটি উপজেলার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ১১৭ ধরণের বিজ্ঞান সামগ্রী তুলে দেন আমির হোসেন আমু।

কমিউনিটি পুলিশ হচ্ছে জনগনের বন্ধনের বন্ধু- আবুল হাসানাত আব্দুল্লাহ

শামীম আহমেদ ॥ “পুলিশই জনতা জনতাই পুলিশ” “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” কমিউিনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে সমাবেশ, র‌্যালি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া (১( আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ বলেছেন, বাংলাদেশে যে নেতার জন্ম নাহলে এদেশ স্বাধীনতার আলো দেখতে পেত কিনা না নিয়ে সন্দ্রেহ থেকে যেত।

আমরা আজ জাতীর জনক বঙ্গবন্ধুর জন্য একটি লাল পতাকার মানচিত্র সহ স্বাধীন সার্বভৌমত্ব দেশে পেয়েছি। ১৫ই আগস্ট রাতে কতিপয় ঘাতক সেনারা বঙ্গবন্ধুর পরিবার সহ জাতীয় চার নেতাকে হত্যা করে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রা থামিয়ে দিয়ে ছিল।

তিনি আরো আরো বলেন কমিউনিটি পুলিশ হচ্ছে জনগনের বন্ধনের বন্ধু জনগন ও পুলিশকে সাথে নিয়েই সমাজের অপরাধ মুক্ত পরিবেশ তৈরী করতে হবে।

পুলিশ ছাড়া কোন দেশ চলতে পারে না। আমাদের দেশের পুলিশ অনেক সাহসিকতার পরিচয় দিয়ে অনেক অপরাধমূলক কাজ ধ্বংশ করে দেয়ার পরিচয় দিয়েছে।

(মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ আরো বলেন, আমাদের দেশের পুলিশ বিদেশের শান্তি মিশনে গিয়ে তাদের শান্তি ফিরিয়ে দেয়ার ভূমিকা পালন করছে তেমনি আমাদের সমাজের শান্তি ফিরিয়ে আনতে জোড়ালো ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

আজ শনিবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও (বিএমপি) পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে সমাবেশে বিশেষ অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন আমরা বেশীর ভাগ কাজ সভা ও আলোচনার মধ্যে সিমাত্তার ভিতরে থাকি।

আমরা সঠিকভাবে পুলিশ ও জনতা দায়ীত্ব পালন করি তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে পৌছাতে সময় লাগবে না।

তিনি বলেন, যেদেশে আইন শৃঙ্খলা নেই সেদেশ উন্নয়নশীল হতে পারে না। আমরা বিশ্বাষ করি পুলিশের এধারা অব্যহত রাখা হলে আমরা ৪১ সালের পূবেই একটি উন্নয়ন রোল মডেলের দেশে পা রাখতে পারব। তাই তিনি সকলকে ছোট খাট ভুল বুজাবুঝির অবসান ঘটিয়ে একত্রে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এসময় আরো বিশেষ অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের তরুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন বরিশাল নগর সহ সমাজের শান্তি ও আইন শৃঙ্খলা পরিবেশ ভাল রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্মক তার পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন বরিশাল র‌্যাব (৮) এর সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,বিএমপি মডেল কোতয়ালী থানা ইনচার্জ বিপিএম (বার) নুরুল ইসলাম সহ কমিউনিটি পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসান শাহরিয়ার বাবু, আঃ রাজ্জাক হাওলাদার ও মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম।

এছাড়া সমাবেশ শেষে প্রধান অতিথি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ (বিএমপি) আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর পূর্বে সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচির উদ্ধোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও স্পেশাল ব্রাঞ্চে অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম সহ বিএমপি কমিশনার এবং বিএমপি পুলিশ কর্মকর্তাবৃন্দ।

পড়ে নগরীতে বেড় করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থল বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় সংগিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পুলিশ বাহিনী পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বিএমপি উর্ধ্বতোন কর্মকর্তাগন।

অপরদিকে জেলা পুলিশের পক্ষ র‌্যালি,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

বরিশালে ২২ ও ২৭ নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

নিউজ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর ২২ ও ২৭ নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে ২২নং ওয়ার্ড জিয়া সড়ক মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

২২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হালিম খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু।

বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

শামীম আহমেদ ॥ বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভোলায় হত্যান্ডের ঘটনায় সুষ্ঠ নিরাপক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও মামলার প্রতিবাদে পৃথকভাবে সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি সহ মহানগর বিএনপি।

আজ বুধবার (২৩ই) অক্টোবর নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করে।

বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি মুক্তিযুদ্ধা এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক (এমপি) মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী সদর উপজেলা সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু,বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অহিদুজ্জামান প্রিন্স,হিজলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল আলম রাজু,উত্তর জেলা মহিলা দল সাধারন সম্পাদক শায়লা শারমিন মিমু,জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব,দক্ষিণ জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির বিএনপির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেয়।
সমাবেশ সঞ্চলনা করেন বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু।

অপরদিকে একই কর্মসূচি নিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

মহানগর বিএনপি সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি উপদেষ্টা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকা সম্পাদক মুক্তিযুদ্দা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া,মহানগর আইন বিষয়ক সম্পাদক সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল,মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,মহানগর মহিলা দল নেত্রী শামিমা আকবর,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন প্রমুখ।

এসময় প্রতিবাদ সভায় যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।
বিএনপি’র প্রতিবাদ সমাবেশ উপলক্ষে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ মোতায়েন করা হয়।

বরিশালে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য

শামীম আহমেদ ॥ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগে দলের সকল পর্যায়ে কমিটি গঠণের জন্য কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মতে উপজেলা পর্যায়ে কাউন্সিলের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দলের দুর্দীনের ত্যাগী, নির্যাতিত ও ঝিমিয়ে পড়া প্রকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্ময়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তে দীর্ঘদিন পর প্রাণচাঞ্চল্যতা দেখা দিয়েছে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। তবে দলের প্রকৃত নেতাকর্মীরা ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যাপক দুর্নীতির মাধ্যমে অঢেল অর্থের মালিক বনে যাওয়া দুর্নীতিবাজদের চিহ্নিত করে কাউন্সিলের আগেই দল থেকে বহিঃস্কারের দাবি জানিয়েছেন। একইসাথে দলের পদ-পদবীতে থাকা কতিপয় দুর্নীতিবাজ নেতার ছত্রছায়ায় সম্প্রতি সময়ে গঠিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করে বহিঃস্কারের দাবি উঠেছে। পাশাপাশি ত্যাগী, নির্যাতিত, তরুন, সৎ ও যোগ্য নেতৃত্ব বিবেচনায় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা ।
দলের তৃণমূল পর্যায়ের অসংখ্য নির্যাতিত নেতাকর্মীরা জানান, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে তৎকালীন বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট ক্যাডারদের হাতে তারা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। নৌকা মার্কার সমর্থক হওয়ায় সে সময় বিরোধী জোটের নির্যাতনের শিকার হলেও তাদের তেমন কোন দুঃখ ছিলোনা। কিন্তু পর পর তিনবার দল ক্ষমতায় থাকলেও উড়ে এসে জুড়ে বসা কতিপয় নেতার একক আধিপত্যের কারণে তাদের (দলের প্রকৃত নেতাকর্মী) শারিরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে দীর্ঘদিন থেকে দলের মধ্যে কোনঠাসা করে রাখা হয়েছে। এ সুযোগে একসময়ের বিএনপি ও জামায়াতের দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ছাত্রলীগ নেতার প্রধান হত্যাকারী ওইসব একক আধিপত্য বিস্তারকারীদের হাত ধরে আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে দলের প্রকৃত নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে। যেকারণে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে সাংগঠনিক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছেন। এ সুযোগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা দলের একক আধিপত্য বিস্তারকারীদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদ বাগিয়ে নিয়েছে। ফলে আওয়ামী লীগের দুর্দীনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা ক্ষমতার তিনটি আমলেই অনুপ্রবেশকারীদের প্রভাবে কোনঠাসা হয়ে রয়েছেন। স্কুল পরিচালনা কমিটি থেকে শুরু করে দলের সকলপর্যায়ে অনুপ্রবেশকারীদের দাপটে অতিষ্ঠ হয়ে পরেছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। এমনকি অনুপ্রবেশকারীদের নিয়ে একক আধিপত্য বিস্তারকারীরা দলের প্রকৃত নেতার ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা, দলের দুর্দীনের নেতাকর্মীদের কুপিয়ে জখম, সরকারী প্রতিষ্ঠানে হামলা, সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার করে নিয়ন্ত্রন করার অসংখ্য ঘটনা রয়েছে।
দলের ত্যাগী নেতাকর্মীরা জানান, কতিপয় একক আধিপত্য বিস্তারকারী নেতারা বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’কে ভুল বুঝিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুর্তে বিএনপি ও জামায়াতের একসময়ের দুর্ধর্ষ ক্যাডারদের দলে অনুপ্রবেশ করানোর মাধ্যমে আওয়ামী লীগের প্রকৃত নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছেন। এমনকি কতিপয় আধিপত্য বিস্তারকারীরা অনুপ্রবেশকারীদের মাধ্যমে বরিশালের প্রতিটি উপজেলার মিডিয়া অঙ্গনকেও কয়েকভাগে বিভক্ত করে রেখেছেন। বর্তমানে ওইসব অনুপ্রবেশকারীরা একদিকে ক্ষমতার স্বাদ নিচ্ছেন অপরদিকে তাদের পুরনো রাজনৈতিক দলের সাথেও যোগাযোগ রেখে চলছেন। তাই দলের কাউন্সিলের আগেই দুর্নীতিবাজ একক আধিপত্য বিস্তারকারী ও অনুপ্রবেশকরে দলের পদ-পদবী বাগিয়ে নেয়াদের চিহ্নিত করে দল থেকে বহিঃস্কারের দাবি উঠেছে সর্বত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৩ অক্টোবর জেলার আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ নির্ধারন করা হয়েছে। পরবর্তী ২৯ নভেম্বর একই উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের সম্ভ্রাব্য তারিখ নির্ধারন করা হয়। ওই উপজেলার দুটি সংগঠনের কাউন্সিলের তারিখ নির্ধারনের পর থেকেই মুল দল ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। কাউন্সিলকে সামনে রেখে দলের গুরুত্বপূর্ন পদ বাগিয়ে নিতে শেষসময়ে হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছেন ঝিমিয়ে পড়া নারী নেত্রীরা। কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে তারা গড়ে তুলেছেন গভীর সখ্যতা। বিভিন্ন কারণে দীর্ঘদিন দলের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহন না করা, তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ না রাখা, দলের সাংগঠনিক কাজের খোঁজ খবর না নেয়া নেত্রীদের অনেকেই এখন দলীয় কার্যালয়ে সরব হয়ে উঠছেন।
দলীয় নেতাকর্মীদের সাথে আলাপকালে জানা গেছে, ১১সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির বেশীরভাগ নেত্রীই সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে নিজদের দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। এজন্য তারা লবিং, তদ্বিরও শুরু করেছেন। সূত্রমতে, উপজেলা মহিলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হতে পারেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের স্ত্রী প্রভাবশালী নারী নেত্রী এলিনা জাহিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মমতাজ বেগম, সাবেক ইউপি সদস্য অনিমা রানী নাগ, রওশন আরা লিলি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন রতœপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসনে-আরা বেগম পিয়ারা, ইউপি সদস্য লিলি রানী হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষিকা আভা রানী মূখার্জী। যুগ্ম আহবায়ক মমতাজ বেগম ছাড়া সকল প্রার্থীরা আহবায়ক কমিটির সদস্য।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি থাকলেও দলীয় সভানেত্রী শেখ হসিনার নির্দেশে দলে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে আগামী ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। আর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে উপজেলা মহিলা আওয়ামীলীগের কাউন্সিল। তিনি আরও বলেন, দল করেন, পদ পাবেন, পদ পেলে পদবী নিয়ে ঘরে বসে থাকবেন এমন নেতা দেখতে চায়না আওয়ামী লীগ। কোনভাবেই যেন অনুপ্রবেশকারীরা কৌশলে দলে ঢুকতে না পারে সেদিকে তারা সজাগ দৃষ্টি রাখছেন।
তিনি বলেন, সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্র পদের প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ২০০১ সাল থেকে চলতি সময় পর্যন্ত তাদের আচার-আচরন, জনগন ও নেতাকর্মীদের সাথে গণযোগাযোগ ও রাজনৈতিক কর্মকান্ড বিচার বিশ্লেষণ করে দেখা হবে। তারপরেও আমাদের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে বরিশালে বর্ধিত সভা

শামীম আহমেদ ॥ আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সার্কিট হাউস সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন,‘আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

 

এজন্য আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন। যেখানে জেলা ও উপজেলা পর্যয়ের নেতৃস্থানীয়রা তাদের মতামত জানাবেন আগামীতে দল ও নেতৃস্থানীয়রা কি ভাবে জনতার কল্যানে কাজ করবে। এছাড়াও আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে এমন সভা বেশ গুরুত্ব বহন করে।

 

সভার পর সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদ্বয় পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ সহ অন্যান্য নেতারা অংশ নেন।

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিরন এর জন্মদিন আজ

অতিথি প্রতিবেদক:
বরিশাল বাসী’র প্রতিটা মূহুর্তে গভীর ভাবে শ্রদ্ধায় স্মরন করা রাজনীতিবিদ,সাবেক সিটি মেয়র ও সংসদ সদস্য উন্নয়নের রুপকার শান্তির নগরী গড়া প্রয়াত শওকত হোসেন হিরনের জন্মবার্ষিকী আজ ।

নিম্নে শওকত হোসেন হিরণ এর জীবনি দেয়া হলো:
জন্ম ও শিক্ষা
বরিশাল নগরীর আলেকান্দায় মামার বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরণ জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নের আড়াইনাও গ্রাম। তাঁর পিতা পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল হাসেম সরদার এবং মাতা গৃহিনী জয়নব বেগম। চার পুত্র ও ছয় কন্যার মধ্যে তিনি তৃতীয়। শৈশব থেকে শুরু করে তার সারাজীবন কেটেছে আলেকান্দায়। তিনি বরিশাল নগরির নুরিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাস করেন। এরপর বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং স্নাতক পাস করেন। ১৯৭৩ সালে তিনি বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি পাশ করেন।

ব্যক্তি ও কর্মজীবন

হিরণের স্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মৃত্যুর কিছুদিন আগে সুইডেনে পড়াশোনারত মেয়ে রোশনী হোসেন তৃণার বিয়ে দিয়েছিলেন তিনি। ছোট ছেলে সাজিদ হোসেন রাফসান ব্যারিষ্টারীতে আধ্যায়নরত। সাজিদ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য। হিরনের পরিবার নগরীর রিফুজী কলোনী এলাকার ‘হিরন পয়েন্ট’ নামের বাসায় বসবাস করেন।
শওকত হোসেন হিরণ পেশায় ঠিকাদার ও ব্যবসায়ী। তিনি ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

রাজনৈতিক জীবন

বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি পাশ করার পরে তিনি যোগ দেন জাসদ ছাত্রলীগে। তারপর ১৯৭৯ সালে বিএনপির ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৮৬ সালে তিনি যোগ দেন এরশাদের জাতীয় পার্টিতে। ১৯৮৮ সালে ২২ বছর বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল সদর আসনের সংসদ সদস্য পদের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ঐবছর অপর একটি উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন হিরন। ১৯৯৭ সালে ঐকমত্যের সরকারের শরীক দল জাতীয় পার্টির মধ্যে বিভক্তি দেখা দেয়। ফলে তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি’র বরিশাল বিভাগের নেতৃত্বে আসেন।

১৯৯৬ সালে তৎকালীন চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর হাত ধরে স্থানীয় আওয়ামী লীগের মাধ্যমে হিরণ যোগ দেন আওয়ামী লীগে। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বরিশাল সদর আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। চার দলীয় জোট সরকারের সময়ে বিরোধী দলের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেন তিনি এবং তা সক্রিয়ভাবে রাজপথে থেকে করেন। তাই যোগ্যতা বিবেচনা করে ২০০৩ সালে কেন্দ্রীয় কমিটি তাঁকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করে। সাংগঠনিক দক্ষতা ও শক্তিশালী নেতৃত্ব দিয়ে তিনি মহানগরীর ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নকে নতুন করে সাজান। ২০০৮ সালের ৪ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় অর্জন করেন এবং মেয়র নির্বাচিত হন।

হিরণ তাঁর নিজের কার্যক্ষমতার মাধ্যমে আওয়ামী লীগকে টানা ৩৫ বছর পর বরিশাল নগর ভবনের নেতৃত্বে নিয়ে যান। ২০১৩ সালের ১৫ জুন বিসিসি’র নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের কাছে পরাজিত হন। এরপর ২০১২ সালের সম্মেলনে সর্বসম্মতিক্রমে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বরিশাল সদর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যু

২০১৪ সালের ২২ মার্চ, শনিবার রাত ১০টায় হিরণের বরিশাল ক্লাবের সামনে ব্রেন স্ট্রোক হয়। এর সাথে সাথেই তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং চেতনা হারিয়ে পড়েন। সাথে সাথেই তাঁকে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁর অবস্থার অবনতি হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রোববার তাঁর মস্তিষ্কে ‘ডিকমপ্রেসিভ ক্রানেকটমি’ নামে একটি অস্ত্রোপচার করা হয়। এরপরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী সোমবার রাতে হিরণকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের গ্লেনঈগলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মঙ্গলবার সকালে তার একটি অস্ত্রোপচার করা হয়। সেখানকার চিকিৎসকেরা হিরণের বাঁচার সব আশা ছেড়ে দেয় এবং বাংলাদেশে এনে লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দেয়। পরবর্তী বৃহস্পতিবার রাতে দেশে ফিরিয়ে এনে পুনরায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়। অবশেষে ৯ই এপ্রিল, ২০১৪; বুধবার সকাল সাতটায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সাথে সাথে নগর উন্নয়ন আর সাংগঠনিক কার্যক্রমেরও মৃত্যু হয়েছে বলেও জানায় বরিশালের অধিকাংশ ব্যক্তি হিরনের অনুসারীরা।

ভারতীয় হাই কমিশনারকে শুভেচ্ছা উপহার দিলেন শাহান আরা আব্দুল্লাহ

নিউজ ডেস্ক:

ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশ নগরীর কালী বাড়ী রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা বেগমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

সাক্ষ্যাতকালে বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ উপস্থিত ছিলেন।

এসময় ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাশের হাতে শুভেচ্ছা উপহার দেয় শাহান আরা আব্দুল্লাহ।