রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখীর হানা

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে আজ মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ঢাকার আগারগাঁও এলাকায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে এবং বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, সন্ধ্যায় শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের গতিবেগ আগাঁরগাও এলাকায় সাড়ে ৫টায় প্রতি ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। আর বিমানবন্দর এলাকায় পৌনে ৬টায়  ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ওমর ফারুক আরও বলেন, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

পেঁয়াজ-রসুন সংরক্ষণে দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করেছে প্রস্তুত ৮০ আধুনিক ঘর

ডেস্ক রিপোর্ট :
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি বিপণন অধিদপ্তর দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করেছে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের ঘর। যেখানে সহজেই কৃষকেরা ৩-৪ মাস পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন বলে জানিয়েছি মন্ত্রণালয়টি। আজ মঙ্গলবার (২৩ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ঘরে বাতাস চলাচলের জন্য ছয়টি বায়ু নিষ্কাশন পাখা সংযুক্ত রয়েছে। মূলত ভ্যান্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকার কারণেই সংরক্ষিত পেঁয়াজ-রসুন পচবে না। তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপের জন্য প্রতিটি ঘরে হাইগ্রোমিটার রয়েছে। প্রতিটি ঘরের আয়তন প্রায় ৩৭৫ বর্গফুট। এর একেকটি ঘরে ২৫০ থেকে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে।

তিন স্তরের এই সংরক্ষণ ঘরের স্থায়িত্ব কমপক্ষে ১৫ থেকে ২০ বছর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা সাতটি জেলার ১২টি উপজেলায় ৩০০টি ঘর নির্মাণ করা হবে।

আরও জানানো হয়েছে, প্রকল্পের মেয়াদ ২০২১ সালে হতে ২০২৬ জুন পর্যন্ত। মোট বাজেট ২৫ কোটি টাকা। এরমধ্যে ২০২২-২৩ সালে মোট ৮০টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে ২৫০-৩০০ মণ পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করা যাবে।

মুখস্থ বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়

ডেস্ক রিপোর্ট :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “মুখস্থ বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। যে ভবিষ্যতের জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের তৈরি করছি সেই ভবিষ্যতে মূল দক্ষতাই হবে শিখতে পারার দক্ষতা। সেখানে একজন শিক্ষার্থীর যোগাযোগের দক্ষতা, সূক্ষ্ম চিন্তার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, অনেকের সঙ্গে কাজ করার দক্ষতা থাকতে হবে। আর যে শিক্ষার্থী যত বেশি সৃজনশীল ও মুক্তচিন্তা করবে সেই শিক্ষার্থী এসব বিষয়ে ততই দক্ষ হয়ে উঠবে।”

গতকাল সোমাবার (২২ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় দিবসগুলোতে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “শিক্ষার রূপান্তর ঘটানোর জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে এসেছি। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নতুনভাবে করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণিতে এই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, “সৃজনশীল কাজে ঢাকার বাইরের শিক্ষার্থীরা যেভাবে সম্পৃক্ত ঢাকা কিংবা চট্টগ্রামের শিক্ষার্থীরা সেভাবে সম্পৃক্ত নয়। শহরের শিক্ষার্থীদের লেখাপড়ার বাইরে কিছু করতে দেওয়া হয় না। বলা যায়, শহরের শিক্ষক-অভিভাবকরা শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করছেন। ভালো ফল করার চাপ দিয়ে তাদের জীবন বিপন্ন করে দেওয়া হচ্ছে।”

মাউশির পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব  সোলেমান খান প্রমুখ।

৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক  রিপোর্ট :
দেশের আট জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা এবং পাবনা ও মাদারীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আমদানির অনুমতি না মেলায় ওপারেই গুদামজাত হচ্ছে পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট :
মেলেনি ভারত থেকে আমদানির অনুমতি, তাই ওপারেই পেঁয়াজ গুদামজাত করছেন ভারতীয় ব্যবসায়ীরা। দেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়া হবে—এমন আশার খবরে ভারতের ব্যবসায়ীরা দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানির উদ্দেশে অন্তত ১৫-১৬ ট্রাক পেঁয়াজ সীমান্তের ওপারে প্রস্তুত রাখেন। পরে বাংলাদেশে ঢুকতে না পেরে প্রচণ্ড গরমের হাত থেকে পেঁয়াজ বাঁচাতে ওপারেই করা হচ্ছে মজুদ। এদিকে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে হিলি বন্দরে আজ সোমবার (২২ মে) কেজিতে প্রায় ১৫ টাকা কমে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

বন্দরের আমদানিকারকরা জানান, আমদানির অনুমতি (আইপি) না থাকায় গত দুই মাস আট দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পেঁয়াজ আসছে না। এই অবস্থায় বাজারে আমদানি করা পেঁয়াজের শূন্যতায় গত এক মাস ধরে বাড়তে থাকে দেশি পেঁয়াজের দাম, যা গতকাল রোববার ৮০ টাকার কাছাকাছি বিক্রি হয়।

যোগাযোগ করা হলে ভারতের পেঁয়াজ ব্যবসায়ী পাপ্পু আগরওয়াল এনটিভি অনলাইনকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাংলাদেশে পেঁয়াজের দামে অস্থিতরতা চলছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে দাম স্বাভাবিক রাখতে চাইছে বলে জেনেছিলাম। তাই দু-এক দিনের মধ্যে রপ্তানি হতে পারে ভেবে আমরা আগে থেকে ১৫-১৬টি ট্রাকে পেঁয়াজ লোড দিয়ে রেখেছিলাম। কিন্তু আজ সোমবার জানতে পারলাম, আরও কয়েকদিন পর পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে আজ বিকেলের দিকে ট্রাক থেকে পেঁয়াজ খালাস করে গুদামে রেখে ফ্যানের বাতাসে রাখা হয়েছে। নতুবা গরমে নষ্ট হয়ে যাবে।’

ভারতের আরেক ব্যবসায়ী পান্না এনটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির জন্য আমাদের প্রস্তুতি নেওয়া আছে। বিভিন্ন গুদামে ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন পেঁয়াজের মজুদ আছে। যখনই বাংলাদেশ সরকার অনুমতি দেবে, আমরা সঙ্গে সঙ্গে রপ্তানি করতে পারব। আমরা অপেক্ষা করছিলাম, আজ হয়তো রপ্তানি করতে পারব। সেজন্য গত তিন দিন আগে ১৫-১৬ ট্রাক পেঁয়াজ এনে বন্দরের পার্কিংয়ে রাখা হয়েছিল।’

বন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম ও মোবারক হোসেন বলেন, ‘গত কয়েকদিন আগে আমদানির জন্য সীমান্তের ওপারে পাঁচ ট্রাক পেঁয়াজ লোড করে রাখা হয়েছিল। আশায় ছিলাম, দু-এক দিনের মধ্যে আমদানির অনুমতি মিলবে, কিন্তু আমদানিতে কোনো সুখবর না থাকায় সেই পেঁয়াজ আজ সোমবার বিকেলের দিকে খালাস করে সেখানকার গুদামে রাখা হয়েছে। এই কয়েক দিন লোড অবস্থায় থাকায় পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এখনও আমরা অপেক্ষায় আছি। সরকার আমদানির অনুমতি দিলেই ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।’ ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে এলে দাম অর্ধেকের নিচে নেমে আসবে বলে মনে করেন তিনি।

বাজারের পাইকারি বিক্রেতা ফেরদৌস ও শাহাবুল জানান, গতকাল রোববার কৃষিমন্ত্রী পেঁয়াজের দাম না কমলে আমদানি করা হবে বলে জানান। তাঁর এই বক্তব্য শুনে পাইকারি ও মজুদদাররা পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে দাম কমিয়ে দেন। ফলে গতকাল রোববার বিকেলের পর থেকে পেঁয়াজের দাম কমতে থাকে। আজ সোমবার সকাল থেকে কেজিতে অন্তত পাইকারিতে আট থেকে ১০ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতা আলমগীর ও মঈনুল বলেন, ‘কৃষিমন্ত্রীর হুঁশিয়ারির পর ২৪ ঘণ্টায় পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১৫ টাকা কমেছে। এই একই পেঁয়াজ গতকাল রোববার সকালেও আমরা ৮০ টাকায় বিক্রি করেছি। আজ সেই পেঁয়াজ কেজিতে ১৫ টাকার মতো কমেছে। ভারত থেকে আমদানি করা হলে পেঁয়াজের দাম ৩০ টাকার নিচে চলে আসবে।’

আজ সোমবার হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী মো. ইউসুফ আলী বলেন, ‘পেঁয়াজ আমদানির জন্য এখনও পর্যন্ত খামারবাড়ী থেকে অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়নি। আইপি ইস্যু করা হলে আমাদের সার্ভারে আপলোড করা হবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি পেলে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করতে পারবেন।’

বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত

ডেস্ক রিপোর্ট :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত। ১৯৭৩ সালের ২৩ মে ঢাকা শান্তি সম্মেলনে পদক গ্রহণোত্তর ভাষণে তিনি তাই যথার্থই ঘোষণা করতে পেরেছিলেন যে তাঁর জীবনের মূলনীতিই হলো শান্তি।

আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে দেয়া আজ এক বাণীতে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে মুক্তি সংগ্রামের ডাক দিয়েছিলেন, তার মধ্যে কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়, ছিল বাংলার শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের জন্য শান্তির স্বপ্নও। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সব সময়ই বিশ্বের শান্তিকামী মানুষদের সমর্থন করেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। বৈশ্বিক পরিমন্ডলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন আজও আমাদের অনুপ্রাণিত করে।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বশান্তির একনিষ্ঠ সমর্থক হিসেবে বঙ্গবন্ধুর এ আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির জন্য গৌরব ও আনন্দের। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একটি শোষণ বঞ্চনামুক্ত শান্তিময় বিশ্বের উল্লেখ করে মো. শাহাবুদ্দিন বলেন, আলজেরিয়ায় ন্যাম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বিশ্ব আজ দুইভাগে বিভক্ত। শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বিশ্বের মুক্তিকামী মানুষের চিরন্তর প্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বিশ্ব প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসবেন – এ আমার প্রত্যাশা।’

রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের সফলতা কামনা করেন।

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আগামী ২৩-২৫ মে অনুষ্ঠেয় কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (২২ মে) বিকেলে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। । ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।

কিউইএফ হলো মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় কণ্ঠস্বর যা বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগের জন্য নিবেদিত। এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সঙ্কট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

শেখ হাসিনা ২৩ মে তৃতীয় কিউইএফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন ও কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ২৪ মে কিউইএফে যোগ দেবেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন ও আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন।

শেখ হাসিনা আগামী ২৫ মে সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

দেড় বছরে পণ্যের দাম তিন গুণ

ডেস্ক রিপোর্ট :
দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে চলছে মূল্যবৃদ্ধির লাগামহীন ঘোড়দৌড়। দেড় বছরের ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে দুই থেকে তিন গুণ। হু হু করে ভোগ্যপণ্যের দাম বাড়ার জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, দেশীয় টাকার অবমূল্যায়নসহ কমপক্ষে ১৫টি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এ পরিস্থিত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন তারা।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম বলেন, ‘দেশে ভোগ্যপণ্যের দাম বাড়ার কিছু কারণ রয়েছে। এর মধ্যে বিশ্বে খাদ্য সরবরাহ চেইন বিঘ্ন, জ্বালানির মূল্যবৃদ্ধি, ডলার সংকট ও এলসি সমস্যা অন্যতম। বিশ্ব খাদ্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশে ভোগ্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই। বর্তমানে যে অবস্থা দেখছি তাতে অদূর ভবিষ্যতে তা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।’

ভোগ্যপণ্যের দাম বাড়ার কারণ নিয়ে খাতুনগঞ্জের অন্যতম আমদানিকারক সোলায়মান বাদশা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর অনেক দেশ থেকে সরাসরি পণ্য আমদানি করা যাচ্ছে না। তৃতীয় কোনো দেশ হয়েই আমদানি করতে হচ্ছে। এতে আমদানি ব্যয় বেড়েছে অনেকাংশ। এ ছাড়া ডলার সংকট, বাংলাদেশি টাকার অবমূল্যায়নসহ নানা কারণে আমদানি করা পণ্যের দাম বাড়ছে। বিশ্ববাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বমুখিতা থামবে না।’জানা যায়, দেড় বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের অন্যতম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জ। এ সময়ের মধ্যে চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পাইকারি বাজারে বেড়েছে কেজিপ্রতি সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত। কোনো কোনো পণ্যের দাম আবার হয়েছে দুই থেকে তিন গুণ। ভোগ্যপণ্যের দাম বাড়ার জন্য কমপক্ষে ১৫টি কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। এ কারণগুলোর মধ্যে রয়েছে- করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ট্যাক্স বৃদ্ধি, বিশ্বব্যাপী খাদ্য সরবারহ চেইন বিঘ্ন, দেশে দেশে অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, জাহাজভাড়া বৃদ্ধি, আগের মতো সব দেশ থেকে পণ্য আমদানি করতে না পারা, দেশে ডলার সংকট, আমদানিকারকদের প্রত্যাশিত এলসি খুলত না পারা, এলসি নিয়ে সরকারের কড়াকড়ি, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, কতিপয় আমদানিকারকের সিন্ডিকেট কারসাজি, বিভিন্ন রপ্তানিকারক দেশ রপ্তানি-নীতি পরিবর্তন করে পণ্য মজুদ নীতি অনুসরণ করা, পণ্য মজুদে আন্তর্জাতিক কারসাজি সক্রিয় হওয়া ইত্যাদি। অপরদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছেন বিদেশিদের কারসাজিকে। তাদের মতে, বাংলাদেশে আমদানি করা সিংহভাগ মসলা আসে ভারত, সিরিয়া, আফগানিস্তান, ভিয়েতনাম, চীন, গুয়েতেমালা, শ্রীলঙ্কা, মিয়ানমার থেকে। তবে এ পণ্য ওই দেশগুলো থেকে সরাসরি বাংলাদেশ আছে না। সংযুক্ত আবর আমিরাত, সিঙ্গাপুর কিংবা তৃতীয় কোনো দেশ হয়ে পণ্যগুলো বাংলাদেশে আমদানি হয়। তৃতীয় দেশ হয়ে আমদানির ফলে বেড়ে যাচ্ছে মসলার দাম। দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে সরেজমিন পরিদর্শন করে মিলেছে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির ভয়ংকর চিত্র। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ১৯ মাসের ব্যবধানে যে কোনো পণ্যের দাম বেড়ে হয়েছে দুই থেকে তিন গুণেরও বেশি, যার মধ্যে চিনি, পিঁয়াজ, মরিচ, মসলাজাতীয় পণ্যসহ কমপক্ষে ১৫ ধরনের ভোগ্যপণ্য রয়েছে। ২০২১ সালের অক্টোবরে খাতুনগঞ্জে চিনি ৫০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১২১ টাকা কেজি। ওই সময় ২৫ টাকায় পিঁয়াজ বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা। ২০২১ সালে মরিচ রকমভেদে ৯০ থেকে ৯৫ টাকা থাকলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪৬০ টাকা। ২৫৫ টাকার জিরা বিক্রি হচ্ছে ৭৬০ টাকা। ৩৩৫ টাকার গোলমরিচ বিক্রি হচ্ছে ৬৪০ টাকা। ৭০ টাকার ধনিয়া বিক্রি হচ্ছে ১৮০ টাকা। ২৫ টাকার মটর বিক্রি হচ্ছে ৫৪ টাকা। ১৫০ টাকার মিষ্টি জিরা ৩০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সময়ের ব্যবধানে প্রতি কেজি চাল রকমভেদে ২৪ থেকে ৫০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৯০ টাকা। এ ছাড়া কেজিপ্রতি ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে কিছু ভোগ্যপণ্যের দাম, যার মধ্যে ২০২১ সালের ১০০ টাকার ভোজ্য তেল বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ১৫৫ টাকার আদা বিক্রি হচ্ছে ২৩০ টাকা। ৯০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা। ১ হাজার টাকার লবঙ্গ ১ হাজার ৪৫০ টাকা। ৫০ টাকার চনাবুট ৭০ টাকা। ৯০ টাকার হলুদ বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ৭০ টাকার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৮ টাকা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডলারের প্রয়োজনীয় মজুদ রয়েছে। চাইলেই এলসি করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারের ভিন্ন। শতভাগ মার্জিন দিয়েও কেউ এলসি করতে পারছেন না। দেড়-দুই মাস ঘুরেও এলসি খুলতে না পারার কারণে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশে আমদানিপণ্যের দাম হু হু করে বেড়েছে। এ ছাড়া ডলার সংকট, ব্যবসায়ীদের প্রত্যাশিত এলসি খুলতে না পারা এবং টাকার মান কমে যাওয়ায় পণ্যের দাম বেড়েছে। এতে আমদানিকারকদের কিছুই করার ছিল না। ভবিষ্যতে এ সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।’

 

আজ যেসব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট :
দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা এবং রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

গতকাল রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এবং ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী , স্বস্তি নেমে এসেছে নগরবাসীর মধ্যে

ডেস্ক রিপোর্ট :
রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। ভিজছে রাজধানীর সড়ক মহাসড়ক, সড়কের পাশের গাছপালা, ভবনের ছাদ। এতে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে নগরবাসীর মধ্যে, নেচে উঠেছে মন। তাই রাতের আঁধারেও ভিজতে ভিজতে পথ চলতে দেখা গেছে অনেককে। বলেছিল, ঢাকাসহ চার জেলার অনেক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি। সন্ধ্যা ৬টার এমন আভাসের পর রাত ৯টার দিকে বইতে শুরু করে দমকা হাওয়া, আর তার পরপরই ভিজিয়ে দেয় রাজধানীকে।

আজ সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিন রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা ছিল। ৩৭ দশমিক সাত ডিগ্রি সেললিয়াস ছিল সেখানে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও নিকলিতে ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।