কুয়াকাটায় সী-ওয়াটার বাসের অনুষ্ঠানিক যাত্র শুরু

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নৌ-ভ্রমনে নতুন মাত্রা যোগ হয়েছে সী-ওয়াটার বাস। প্রায় ১০০ জনের ধারনক্ষতা এ ওয়াটার বাসটি অনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করেছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে মৎস্যবন্দর মহিপুরে আছর নামাজ বাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম, সী-ওয়াটার বাস স্বত্বাধিকারী হোসাইন আমির ও জনি আলমগীরসহ আরো অনেকে।

এ ওয়াটার বাস সুন্দরবন, চরবিজয়, সোনারচর, ফকিরহাট, লালদিয়া, ফাতরারবন, পায়রা বন্দরসহ কুয়াকাটা সমুুদ্র পথে এক সাথে ১০০ জন ভ্রমন পিপাসুদের নিয়ে ভ্রমন করা যাবে বলে সী-ওয়াটার বাস স্বত্বাধিকারী হোসাইন আমির জানান।

পটুয়াখালীতে অনলাইন জিডি বিষয়ক প্রশিক্ষন

পুলিশ সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স কনফারেন্স রুমে দিনব্যাপী “অনলাইন জিডি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয় উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সকল থানা হতে আগত পুলিশ পরিদর্শক, উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শকগনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পুলিশ সুপার মহোদয় তার উদ্বোধনী বক্তব্যে বলেন জনমুখী পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে অনলাইন জিডি অত্যান্ত কার্যকর ভূমিকা পালন করবে। তাই তিনি সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের জন্য আহ্বান জানান এবং কর্মক্ষেত্রে এর সঠিক প্রয়োগের উপর গুরত্ব আরোপ করেন।

বাউফলে ‘মুজিবর্বষ’ কাবাডি প্রতিযোগীতা

বাউফল:
পটুয়াখালীর বাউফলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা পুলিশের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিবর্বষ জাতীয় স্কুল কাবাডি-২০২০ (বালক-বালিকা) প্রস্তুতিমুলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, পুলিশ পরির্দশক (তদন্ত) মো. আল-মামুন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক হুমায়ন কবির।

ফাইনাল খেলায় নওমালা মাধ্যমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয় অপরদিকে নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। এছাড়াও নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় দলের হুমায়ন কবির ও বাউফল আর্দশ বালিকা বিদ্যালয়ের মোসা. লামিয়া শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়। এই প্রতিযোগীতায় উপজেলার ৬টি বালক ও ৪টি বালিকা দল অংশ গ্রহণ করে।

মেহেন্দিগঞ্জে ইউএনও’র অভিযান, ড্রেজার ধ্বংস

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ইঞ্জিন চলিত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছেন।
সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলা ভাসানচর ইউনিয়নের একটি নদীতে এ অভিযান চালানো হয়।

এসময় মো. শাখাওয়াত হোসেন (৩১) এবং মো. কাউয়ুম হাওলাদার (২৮) নামের দুজনকে আটক করা হয়।
পরে বালু ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনের ৪এর ১৫(০১) ধারায় একবছর বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
অভিযানে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের উপ-পরির্দশক রবীন্দ্রনা সিংহ ও উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাউফলে অবৈধ জাল উচ্ছেদ

বাউফল:
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের বাবুর হাট ব্রীজ সংলগ্ন খালে দীর্ঘদিন ধরে পেতে রাখা অবৈধ জাল বাঁধা / ভ্যাসা উচ্ছেদ করেন উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার (২৭জানুয়ারি) সকাল সাড়ে এগারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই অবৈধ জাল উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. অহেদুজ্জামান। অভিযানে উপস্থিত ছিলেন সহকারি মৎস্য অফিসার মো. জসিম উদ্দিন, থানা পুলিশের এ.এস.আই মো. সুমন।

বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে দুইজনকে পিটিয়ে আহত

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া গ্রামের বলাই কানাই দিঘী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই ব্যক্তিকে চোর সাজিয়ে পুলিশে হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ব্যক্তি বাপ্পি ও নাসির পুলিশ হেফাজতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

ভুক্তভোগীদের স্বজনেরা অভিযোগ করেছেন গত ২৩ জানুয়ারী স্হানীয় গোপালিয়া এলাকার একটি শালিস বৈঠক থেকে ফেরার পথে পথিমধ্যে পথরোধ করে মোঃরিয়াজ আকন পিতা-মোঃবজলু আকন, মোঃ সবুজ পিতা-মোতাহার হোসেন, কবির, জাকির, রবিন সহ আরো ৪/৫ জন_পূর্ব বিরোধ এর কারনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে বাপ্পি ও নাসিরের হাত পা ভেঙ্গে দেয় এবং রক্তাক্ত জখম করে।

 

এসময় তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তাদের হামলাকারীরা চোর সাজিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় স্হানীয় জলিল মিয়া নামে একজনকে কথিত চুরি মামলার বাদী বানানো হয়। মামলার বাদী জলিল মিয়ার কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি প্রথম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জানান আমি কিছু জানি না সবার চাপে পারে আমি মামলা করতে বাধ্য হয়েছি। এদিকে ঘটনার সঠিক তদন্ত ও হামলাকারিদের দাবি করেছেন স্হানীয় সাধারন জনগন।

গলাচিপায় আলতাফ মাহমুদের স্মরণ সভা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আলতাফ মাহমুদের ৪র্থ মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভার আয়োজন শনিবার বিকেলে গলাচিপা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রেসক্লাবের সভাপতি মু.খালিদ হোসেন মিল্টনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনকন্ঠের ষ্টাফ রির্পোটার শংকর দাশ, সমকাল প্রতিনিধি মো.কাওসার, নয়া দিগন্তের মো.হারুন অর রশিদ, মানবজমিনের প্রতিনিধি সোহাগ রহমান,

সময়ের আলোর প্রতিনিধি বিনয় কর্মকার, খবর বাংলাদেশের প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, মানবকন্ঠের প্রতিনিধি আল মামুন প্রমুখ। সকালে প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার ডাকুয়া গ্রামে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তাবক অর্পণ করা হয়।

র‌্যাগিং এর দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির ১৫ শিক্ষার্থী বহিষ্কার

র‌্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক চিঠিতে এক সেমিস্টারের জন্য ওই ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল-১ এ ২০১৮-১৯ সেশনের শিক্ষাবর্ষের (১ লেভেল, সেমিস্টার-১) ছাত্রদের উপর র‌্যাগিংয়ে ১৫ শিক্ষার্থী অভিযুক্ত হয়। ১৪ জানুয়ারি ছাত্র শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন, বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূইয়া মো. আবু সুফিয়ান ও মুক্তাদির আহমাদ। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী ও মো. শাহীন। মৎস্য বিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ ও সাকিব আহমেদ পার্থ।

পটুয়াখালীতে পলাতক আসামী গ্রেফতার

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে পটুয়াখালী জেলার সদর থানাধীন জামুরা এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ দিনের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত (নন জিআর ১২৬/১৪) পলাতক আসামী মোঃ আবুল বাশার (৩০), পিতাঃ মোঃ আঃ সাত্তার তালুকদার, সাং- জামুরা, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৪ সালের জনৈক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে দন্ড বিধির ৫০৯ ধারায় মামলায় বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ০৩ দিনের সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

বাউফলে শিক্ষকের বাসায় ‘কোচিং বানিজ্য’

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত পাঠদানের নামে ব্যবসা কেন্দ্র খুলে বসছে অর্থলোভী শিক্ষকেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে বসত ঘরের আড়ালে চেয়ার টেবিলে সুসজ্জিত করে গড়ে তুলেছেন এসব ব্যবসা কেন্দ্র। আধো- আলো সকাল থেকে শুরু করে বেলা ১০টা, বিকাল থেকে শুরু করে রাতভর পর্যন্ত ঘন্টাব্যাপী ব্যাচে ব্যাচে চলে তাদের পঠদানের নামে অর্থ হাতানোর কাজ। প্রতি ব্যাচে অংশ নেয় ২৫-৪০ জন করে শিক্ষার্থী। জনপ্রতি নেওয়া হয় ৫’শ থেকে হাজার টাকা।
কিছু অতি উৎসাহিত অভিভাবক ভালো ফলাফলের আশায় পা দিচ্ছেন শিক্ষার নামে এ প্রতারণার ফাঁদে। আবার কোন কোন অভিভাবক আর্থিক টানাপোড়া থাকা সত্বেও বাধ্য হচ্ছেন ফাঁদে পা দিতে হচ্ছে।
বিশিষ্টজনেরা মনে করেন, কোচিং’ই যদি শিক্ষা অর্জণের বড় মাধ্যম হয় তাহলে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজ মাদ্রাসা না চালিয়ে বন্ধ করে দেওয়া ভালো।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, কাক ডাকা ভোরে ঘর থেকে প্রাইভেটের উদ্দ্যেশে বের হয় উঠতি বয়সী ছেলে-মেয়ে। যাতে করে সুযোগ হচ্ছে অনৈতিক সর্ম্পক’সহ নানান সামাজিক অপরাথে জড়ানোর।

বুধবার (২২জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কালাইয়া হায়াতুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (র্ধম) মো. নুরে আলমের বন্দরের মার্চেনপট্্ির রোডস্থ বাসায় গিয়ে দেখা যায়, ২৫ থেকে ৩৫ জন (৬ষ্ঠ-১০ম) শিক্ষার্থীদের নিদিষ্ট টাকার বিনিময় পড়াচ্ছেন। একই চিত্র একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গনিত) রমেন চন্দ্র দাস, সহকারি প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়েল সহকারি শিক্ষক মোসা. বিথী আক্তারের বাসাও।
এসময় শিক্ষক নুরে আলম ও রমেন চন্দ্র সাংবাদিকের প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেন নি।
তবে সুভাষ চন্দ্র বলেন, প্রধান শিক্ষক ও কমিটির অনুমতিক্রমে ২ব্যাচে ১৬জন এস.এস.সি পরীক্ষার্থীদের বিশেষ পাঠদান দিচ্ছি।

এমন চিত্র শুধু কালাইয়াতে না। উপজেলার বগা, নুরাইনপুর, বাউফল পৌর শহর, নাজিরপুর’সহ শতাধিক স্থানে রমরমা কোচিং বানিজ্যের খবর পাওয়া গেছে।

এব্যাপারে অত্র বিদ্যাললেয় প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুনুর রশিদ বলেন, ‘তাদের কোচিং বানিজ্য করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ করে থাকে তার দ¦ায়ভার বিদ্যালয়ের না।’

বিষয়টি সদ্য যোগদানকৃত বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন,‘ বিষয়টি প্রথম জানলাম। জড়িতদের সর্তক করা হবে। পুনরয় কোচিং ব্যনিজ্যের সাথে জড়ালে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’