বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি হলেন এ্যাড. একে এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, বাকসুর সাবেক ভিপি, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। এ কে এম জাহাঙ্গীর ১৯৫৮ সালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বনেদী মুসলিম কৃষক পরিবারের আট ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। ১৯৭৩ সালে ভাষানচর এস এম হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করে। স্কুল জীবনেরই তিনি রাজনীতিতে হাতেখড়ি নেন। ১৯৬৯ সালের গনঅভ্যুথ্থান ও ১৯৭০ সালের নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৩ সালে মাধ্যমিক পাশ করে বরিশাল কলেজ ভর্তি হন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিব স্বপরিবারে নিহত হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সামরিক শাসক জিয়াউর রহমানের অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্রলীগ পূনর্গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন এবং ১৯৭৯ ও ১৯৮০ সালে দুইবার বরিশাল কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভি পি )নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ২৪ মার্চ আওয়ামী লীগের ডাকে হরতাল পালন করার সময়ে সাবেক ছাত্রনেতা ও বাকসুর জিএস প্রয়াত শহীদ খান এবং এনামুল হক নকিবের সাথে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং ১৯৮৫ সালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এরশাদ সরকারের সামরিক শাসন আমলে আবার গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরন করেন। ১৯৯২ সালে বরিশাল আইনজীবী সমিতিতে আইন পেশায় যোগদান করেন। ২০০৪ সালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ২০১৪ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর খালেদা নিজামী জোট সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে বরিশাল মহানগর আওয়ামী লীগে সক্রিয় ভুমিকা পালন করেন এবং ২০০৩ সালে নগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এবং ২০১৬ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে সৎ নির্লোভ রাজনীতিবিদ এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আইনজীবী, রাজনীতিবিদ সহ সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদিক

অবশেষে সকল জল্পনা-কল্পনার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেলো বরিশাল মহানগর আওয়ামী লীগ।

আজ বিকেলে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কন্ঠভোটে সভাপতি হিসেবে বর্তমান সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে সিটি মেয়র যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

২০১২ সালের ২৭ ডিসেম্বর সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তৎকালীন মেয়র মরহুম শওকত হোসেন হিরনকে সভাপতি ও আফজালুল করিমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। ওই কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার আগেই মারা যায় শওকত হোসেন হিরন। তার মৃত্যুতে দীর্ঘদিন নেতৃত্বহীন হয়ে পরে মহানগর আওয়ামী লীগ।

পরে মহানগর আওয়ামীলীগের হাল ধরেন যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার দক্ষ নেতৃত্বে সুসংঘটিত হতে শুরু করে মহানগর আওয়ামী লীগ। দীর্ঘ ৪ বছর পর ২০১৬ সালের ২০ অক্টোবর গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি, একেএম জাহাঙ্গীরকে সাধারন সম্পাদক ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে যুগ্ম সাধারন সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

গত বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়নে মেয়র নির্বাচিত হয় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মেয়র নির্বাচিত হওয়ার পরে খুব অল্প সময়েই জায়গা করে নেন বরিশালবাসীর হৃদয়ে।

আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের পূর্বে জেলা-মহানগর ও উপজেলা সহ সকল শাখা শাখা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে।মহানগরের সম্মেলনের পূর্বেই সকল ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যেই নতুন কমিটি গঠন করা হয়।

আজ সকালে বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের, উদ্বোধন করেন উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ।

দুপুরে দ্বিতীয় অধিবেশন বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কাউন্সিলরা আস্থা রাখলেন যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রতি। তারা কন্ঠ ভোটে সাদিক আব্দুল্লাহকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।

উল্লেখ্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ’র বড় ছেলে। সেই ভয়াল কালরাত ১৫ই আগষ্টে তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় যখন খুনিরা পরিবারের সদস্যদের খুন করেন তখন সেদিন মায়ের কোলে অলৈকিতভাবে বেঁচে যায় দেড় বছরের শিশু সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি আজ বরিশাল মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক।

জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছে-এমপি শাওন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যখনই দেশ পরিচালনার দায়িত্বে আসীন হচ্ছেন তখনই কৃষকের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছে। একসময়ের হতদরিদ্র দেশ জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মর্যাদা লাভ করেছে।

শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের মাঝে বীজ সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খালেদার জামিন শুনানি পেছানোয় রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের শুনানি পেছানোর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানি পেছানোর আদেশ দেওয়া হলে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ।

bnp-01

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য ছিল ৫ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ে এ প্রতিবেদন তৈরি না হওয়ায় তা আজ আদালতে দাখিল করেনি রাষ্ট্রপক্ষ। সেজন্য বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানি ফের পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন আপিল বিভাগ।

১২ ডিসেম্বরের মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর ‘শারীরিক অবস্থার সবশেষ অবস্থা’ জানিয়ে প্রতিবেদন দাখিল করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জামিন শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

প্রধানমন্ত্রীকে হুমকি, দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার আদেশ মঙ্গলবার (৩ ডিসেম্বর) পেয়েছেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।

অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুইটি ধারায় মামলার আবেদন করা হয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত মামলাটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছিলেন। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটির অনুমোদনের নথি চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আসে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র আদালতে দাখিল করলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।’

গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম।

মামলার আর্জিতে তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু বলেছেন ‘এদেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছে, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’

বাদী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল। দুদু ও একাত্তরের পরাজিত শক্তিরা এখন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন। এর আগেও তাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক চক্র। দুদুর বক্তব্যের মাধ্যমে সেই ষড়যন্ত্রের কথা প্রকাশ পেয়েছে। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন জানিয়েছিলাম আমরা।

বরিশালে রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু

দীর্ঘদিন নিস্ক্রিয় থাকার পর অবশেষে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে গেলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খসরু। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। পদত্যাগের কপি ডাক যোগে বিএনপির মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।
আসাদুজ্জামান খসরু ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত জেলা যুবদলের সভাপতি এবং ৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বরিশাল মহানগর বিএনপির ১নং সদস্য ছিলেন।

পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ হিসেবে নগরীতে সুপরিচিত আসাদুজ্জামান খসরু ক্রীড়াঙ্গনেও বেশ পরিচিত। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দেশ-বিদেশে সুনামের সঙ্গে সংগঠকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খসরু।

তবে তিনি দীর্ঘদিন পর্যন্ত বিএনপির রাজনীতি থেকে নিস্ক্রিয় ছিলেন। তার ভাই এটিএম শহিদুল্লাহ কবির বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে কাউন্সিলর নির্বাচিত হন। গতমাসে তাকে দলের পদ থেকে বাদ দেয়া হয়।

শেখ ফজলুল হক মনির জন্মদিন বুধবার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন আগামীকাল। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।

শেখ ফজলুল হক মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচির মধ্যে রয়েছে—বেলা ১১টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মনি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ, বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও দুপুর ২টায় ডিপ্লোমা ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাসস

বিএনপি নেতা এবিএম মোশাররফ কারাগারে

হাইকোর্টের সামনে পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অপর পাচঁজন হলেন- অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া,মোস্তাফিজুর রহমান ও রিয়াজ।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এদিন ছয়জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য মোস্তাফিজুরের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন। অন্যদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মোস্তাফিজুরের রিমান্ড বাতিল ও এবং অন্য পাঁচজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমানের রিমান্ড আবেদন নামঞ্জুর করে চার কার্যদিবসের মধ্যে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। অন্যদের জামিন শুনানির জন্য রোববার (১ ডিসেম্বর) দিন ধার্য করেন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদকে আটক করে পুলিশ। এছাড়া অন্য তিনজনকেও পুলিশ গ্রেফতার করে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫-২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোর রাতে গ্রেফতার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। ওই দিন সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরই অবশ্য হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির তিন নেতা আটক

নিউজ ডেস্ক:

জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরসাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ। অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে।

এবিএম মোশাররফসহ তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হবে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলা দায়ের হওয়ার পর বুধবার ভোর রাতে গ্রেফতার হন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে আটক হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক। ওই দিন সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকেও আটক করা হয়। আটকের কয়েক ঘণ্টা পরই অবশ্য হাফিজ উদ্দিন আহমেদসহ তিনজনের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সম্পাদক হলেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার বরিশাল মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নব-গঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক হলেন যারা :

২২ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ মনজুর ও সাধারন সম্পাদক পদে এইচএম হাফিজুর রহমান শিবলী, ২৭ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল আলম বাবু সরদার ২৪ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে মাহমুদ তারিজ, ২৫ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক পদে মীর শহীদুল ইসলাম রনি, ২৬ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে হুমায়ূন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে সোলাইমান হা্ওলাদার বাপ্পি, ১৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ হীরা, ২৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইমরান চৌধুরি জামাল, ১১ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান মুন্না, ১২ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে একেএম মোস্তফা সেলিম ও সাধারণ সম্পাদক পদে শেখ মিজানুর রহমান দিপু, ৯নং ওয়ার্ডের সভাপতি জনি হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফাহিম হাসান অর্ক, ১০নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোহাম্মদ সাইফুল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে শেখর চন্দ্র দাস, ১৬নং ওয়ার্ডের সভাপতি হিসেবে খন্দকার রেজানুর রহমান রেজা ও সাধারণ সম্পাদক জনাব সঞ্জীব কুমার রায় পিংকু, ১৭নং ওয়ার্ডের সভাপতি হিসেবে সৈয়দ মাসুদ করিম ও সাধারণ সম্পাদক পদে সাইদ মাহমুদ, ১৪ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে তৌহিদুর রহমান সাবিদ ও সাধারণ সম্পাদক পদে শাকিল হোসেন পলাশ, ১৫নং ওয়ার্ডে সভাপতি হিসেবে শেখ রিয়াজ উদ্দিন কবির ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহেল, ৩ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, ২০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক পদে রাকিবুল হক রনি, ২১ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে মোঃ রুস্তম আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর শিকদারকে নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

গত ২৪, ২৬, ২৮, ৩০ অক্টোবর, ১, ৭, ১৩ ও ১৪ নভেম্বর উক্ত ওয়ার্ড সমুহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আকবর চৌধুরী দুলাল। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।