মুক্তিযুদ্ধ মঞ্চ: ঝালকাঠি জেলা কমিটি গঠিত

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে প্রতিষ্ঠিত সংগঠন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংবাদিক অলক সাহা কে সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন অপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর ) রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী এক বছর মেয়াদের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে বলা হয়েছে।

ঝালকাঠি জেলা শাখার নব নবনির্বাচিত সভাপতি অলোক সাহা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে ভবিষ্যতে অর্পিত দায়িত্ব স্বচ্ছতা ও আন্তরিকতার মাধ্যমে পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও গবেষণা খাতে কাজ করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাদের মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঝালকাঠিতে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে স্বেচ্ছায় কবরস্থানের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে কয়েকজন যুবক। স্বেচ্ছাসেবী যুবকদের এমন কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। শহরের মুসলিম কবরস্থানের দুই একর জমির প্রায় ১০ হাজার কবর পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছে তাঁরা। এতে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী যুবকরা। স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরের একমাত্র মুসলিম কবরস্থানটি বর্ষা মৌসুমে পানি জমে ঘাস ও লতাপাতায় ছেয়ে যায়। ময়লা-আবর্জনার সাথে ঝোপ-ঝাড়-জঙ্গলে পরিনত হয় কবরস্থানটি। মৃত ব্যক্তিদের কবর দেওয়ার পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছিল। এ অবস্থা দেখে স্থানীয় আসিফ ইকবাল চঞ্চল, সাগর হালদার এবং মিজান রহমান নামের তিন যুবক স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে ১০-১২ জন যুবক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কবরস্থান পরিস্কারের কাজ করে যাচ্ছে। এ কাজ শেষ করতে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে যুবকরা। কোন চাঁদা কিংবা কারো সহায়তায় নয়, নিজেরাই স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিস্কার করছেন বলে তারা জানান। সেচ্ছাসেবী যুবক সাগর হালদার বলেন, আমি হতে পারি হিন্দু ধর্মের, কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় নয়; আমি মানব সেবায় কোন ধর্ম বর্ণ বিবেচনা করি না। আমি সবসময় মনে করি আমরা সবাই মানুষ আর মানব সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় বলে আমি বিশ্বাষ করি। তাই কোন ধর্ম বর্ণের ভেদাভেদ চিন্তা না করে আমরা মুসলিম কবরস্থানের আবর্জনা পরিস্কার করছি। আসিফ ইকবাল চঞ্চল বলেন, আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কতৃপক্ষের অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি, তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে। আর এই চিন্তা ধারার বহিপ্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ। ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সময় কবরস্থান পরিস্কার করে থাকি। বৃষ্টির মৌসুমের পরে স্থানীয় কয়েকজন যুবক নিজেরাই কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্নের জন্য আগ্রহ প্রকাশ করলে, আমি তাদের কাজে সমর্থন দিয়েছি। ওরা সেচ্ছাশ্রমে একটি ভাল কাজ করে যাচ্ছে।

ঝালকাঠিতে ৪০ কোটি ব্যয়ে ১৪ কি.মি মহাসড়ক নির্মাণ, স্বস্তিতে দক্ষিন-পশ্চিমাঞ্চলের যাত্রীরা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কের ১৪ কিলোমিটার অংশ উন্নত প্রযুক্তি আর মানসম্পন্ন কাঁচামাল ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি অন্তত পাঁচ বছর অক্ষত থাকার নিশ্চয়তা দিচ্ছেন ঠিকাদার ও প্রকৌশলীরা। যদিও নির্মাণের পর বছর না পেরোতেই দেশে বেশিরভাগ সড়কে উঠে যায় বিটুমিন। হালকা বৃষ্টিতে তৈরি হয় খানাখন্দ। এক বছর আগেও বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কেরএই ১৪ কিলোমিটার ছিলো দুর্ভোগের আরেক নাম। মাঝপথে যানবাহন অচল, দুর্ঘটনা ছিলো প্রতিদিনের আতংক। এইটুকু পথ যেতেই লাগতো ঘণ্টার পর ঘণ্টা। সরকারের টেকসই উন্নয়ন কাজের অংশ হিসেবে নতুন করে এই ১৪ কিলোমিটার অংশ তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে যাত্রার সময় কমে এসেছে কয়েক মিনিটে। ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কে ব্যবহার ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি ও কাঁচামাল। নিশ্চিত করা হয়েছে ৬০ থেকে ৭০ গ্রেডের বিটুমিন ও এলসি পাথরের ব্যবহার। জানা গেছে, ১৮ ফুট প্রশস্ত সড়কটি এখন ২৪ ফুটে পরিণত হয়েছে। ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক প্রকল্প বরিশাল জোন’ এর আওতায় নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের মার্চ মাসে। আগামী ডিসেম্বরের মধ্যে সড়কের কাজ শেষ হবার কথা থাকলেও দু’মাস আগেই এর নির্মান কাজ শেষ হয়েছে। সড়কটি নির্মাণে উন্নত মানের কাঁচামাল ব্যবহার করা হয়েছে। সড়কটির প্রশস্ততা কম থাকায় আগে দু’টি গাড়ী পাশাপাশি অতিক্রম করতে সমস্যার সৃষ্টি হত। তাছাড়া খানা-খন্দকে পরিপূণ থাকায় প্রাই ঘটত দুর্ঘটনা। এসব বিষয়ের দিকে খেয়াল রেখে সড়কটি ১৮ ফুট থেকে বাড়িয়ে ২৪ ফুট প্রশস্ত করা হয়েছে। উন্নত প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি দিয়ে নির্মাণের ফলে সড়কটি অধিক টেকসই এবং মসৃণ হয়েছে। এর ফলে কমেছে যাতায়াতের সময় এবং দুর্ভোগ। সড়কে যাতায়াতকারী যানবহন চালক ও যাত্রীরা জানান, ভাঙ্গাচোর রাস্তার কারণে ঝালকাঠি থেকে বিভাগীয় শহর বরিশাল যেতে তাদের আগে ভোগান্তি পোহতে হত। বর্তমানে সড়কটি সংস্কার ও চওড়া হওয়ায় দ্রুত এবং স্বাচ্ছন্দে চলাচলা করতে পারছেন। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এম.খান লিমটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান জানান, এই সড়কটি নির্মাণের ক্ষেত্রে আমরা বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি। এলসি পাথর দ্বারা নির্মিত সড়কটিতে ৬০ থেকে ৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়েছে। এর ফলে এ সড়কটি আগামী ৫ বছরের মধ্যে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ঝালকাঠি সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, নিয়মিত উপস্থিত থেকে সড়টির কাজ তদারকি করেছি। যেখানে মেটারিয়ালস মিক্সিং হয় সেই প্লান্টেও সার্বক্ষণিক আমাদের লোক উপস্থিত ছিলো।

ঝালকাঠিতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ফিরোজা আমুর ১২তম মৃত্যু বার্ষিকী পালিত

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু এর সহধর্মীনি, মরহুমা ফিরোজা আমুর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (১ নভেম্বর) টাউন হলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মরহুমার পরকালীন শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির,পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিল, আওয়ামীলীগ নেতা খসরু নোমান, ছাত্র লীগের সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি মেহেদী হাসান মুন্না শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ এছাড়া জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা অংশ নেন।

উল্লেখ্য, মরহুমা ফিরোজা আমু ২০০৭ সালে ইন্তেকাল করেন।

ঝালকাঠিতে ফিরোজা আমুর ১২তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু এর সহধর্মীনি, মরহুমা ফিরোজা আমুর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার পৌরসভায় অনুষ্ঠিত হয়। এতে মরহুমার পরকালীন শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, এছাড়া জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক অংশ নেন। উল্লেখ্য, মরহুমা ফিরোজা আমু ২০০৭ সালে ইন্তেকাল করেন।

ঝালকাঠিতে হিন্দু হয়েও মুসলিম গোরস্থান পরিছন্নতায় মানবসেবী সাগর সহ ওরা তিনজন

ঝালকাঠি প্রতিনিধি:মানুষ হয়ে মানুষের সেবা করার ইচ্ছা থাকলে মানবাধিকার কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা কোন ধন্যাঢ্য ব্যক্তি হওয়ার চেয়ে মনের ইচ্ছা শক্তি টুকুই যথেষ্ট বলে মনে করেন সাগর, চঞ্চল ও মিজান ওরা তিনজন মানবসেবী।

ঝালকাঠিতে হিন্দু হয়েও মুসলিম গোরস্থান পরিছন্নতায় প্রশংসিত মানবসেবী সাগর সহ ওরা তিনজন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে নিজেদের অর্থায়নে শ্রমিক নিয়োগ করে এ কাজ শুরু করেছেন তারা। গত বর্ষা মৌসুমে পানি জমে ঘাস ও লতাপাতায় পুরো গোরস্থান-১ এলাকা ছেয়ে যায়। গোরস্থানে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় অবশেষে আসিফ ইকবাল চঞ্চল, সাগর হালদার এবং মিজান রহমান নামের এ তিন যুবক আলোকিত এ উদ্যোগ নিয়ে পরিষ্কার করেছেন মুসলিম গোরস্থান।

অসুস্থ রোগী, সড়ক দূর্ঘটনা, অথবা দরিদ্র কোন শিক্ষার্থীকে সার্থিক সহযোগীতায় এগিয়ে আশাই যাদের অন্যতম লক্ষ্য। আর তারই ধারাবাহিকতায় কয়েক বছর ধরে এই তিন ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠিতে অনেক প্রসূতি নারীর রক্তদান, দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসায় সহযোগীতা, অসুস্থ মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসেবায় সহযোগীতা করার কাজ করে আসছেন এই তিনজন মানবসেবী। গত ২৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের খাদৈক্ষিরা গ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি রুস্তুম ব্যাপারী উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর রাতে ছুটে যান অসুস্থ রুস্তম ব্যাপারীর বাড়ীতে। সেখানে প্রায় শতবছর বয়সি রুস্তুমের মায়ের সাথে কথা বলে পরদিন উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। কিন্তু বিধির বিধান পরের সকালেই রুস্তম ইন্তেকাল করার সংবাদ পেলে ছুটে যান সাগর ও মিজান। তাদের এ সহানুভতিতে নবগ্রাম এলাকাবাসী মুগ্ধ হয়ে তাদের জন্য দোয়া করেছেন। সর্বশেষ আজ ঝালকাঠি পৌরসভাস্থ গোরস্থান সেচ্ছায় সারাদিন ব্যক্তি পরিশ্রমের মাধ্যমে পরিস্কার করেছেন। আর হিন্দু হয়ে মুসলিম গোরস্থান পরিস্কার করার চমৎকার এই উদ্যোগে পৌরবাসীর মনে স্থান করে নিয়েছেন সেই সাথে ঝালকাঠি বাসীর আলোচনায় এসেছেন সাগর সহ ওরা তিনজন যুবক।

তাদের এ সকল উদ্যোগ নেয়ার বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে সাগর হালদার জানান, আমি হতে পারি হিন্দু কিন্তু সেটা আমার কাছে বড় বিষয় নয় আমি মানব সেবায় কোন ধর্ম বর্ন বিবেচনা করি না। আমি সবসময় মনে করি আমরা সবাই মানুষ আর মানব সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় বলে আমি বিশ্বাষ করি। তাই কোন ধর্ম বর্নের ভেদাভেদ চিন্তা না করে আমি সহ আমরা তিনজন মানুষের বিপদে মানব সেবার লক্ষ্য কাজ করে যাচ্ছি।

এ বিষয় আসিফ ইকবাল চঞ্চলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা সমাজের অনেক সমস্যার সমাধানে কতৃপক্ষের অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে তাদের দিকে না তাকিয়ে নিজেদের উদ্যোগে কাজ করি তাহলে সেই সকল সমস্যাও দ্রুত সমাধান হতে পারে। আর এই চিন্তা ধারার বহিপ্রকাশ ও বাস্তবায়নের লক্ষ্য আমাদের এ পদক্ষেপ। আর ধর্মীয় চেতনার বিষয়তো রয়েছে।

ঝালকাঠিতে র‌্যাব-৮ এর অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানে ধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

আজ দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত ও নাশকতাকারী আব্দুল মালেক হাওলাদারের (৪৭) বাড়িতে অভিযান চালায়। আসামী আব্দুল মালেক হাওলাদার এর বসত বাড়িতে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরে পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। তার বাসা তল্লাশি করলে ০২টি বিদেশী পিস্তল, ০৪টি চাপাতি, ০৯ রাউন্ড এ্যামোনিশন, ০৫টি পেট্রোল বোমা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত আব্দুল মালেক কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত মাওলানা সিকান্দার ছেলে।

র‌্যাব জানায়, তার নামে বরগুনা কাঁঠালিয়াসহ বিভিন্ন থানাতে আটটি অস্ত্র, ডাকাতি ও নাশকতার মামলা রয়েছে। র‌্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় একটি অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

সৈয়দ মিলনকে যুবলীগের সভাপতি হিসেবে চায় তৃণমূল

ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস। দুর্দিনের পরিক্ষিত ও সাবেক ছাত্রলীগের ত্যাগী নেতা, দক্ষ যুব সংগঠক সৈয়দ হাদিসুর রহমান মিলনকে ঝালকাঠি জেলা যুবলীগের সভাপতির হিসেবে দেখতে চায় তৃণমূল ।

কলেজ ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম অপু বলেন সৈয়দ হাদিসুর রহমান মিলন সাবেক জেলা ছাত্রলীগের একজন ত্যাগী ও কর্মী বান্ধব নেতা। তিনি রাজপথের একজন পরিক্ষিত যোদ্ধা । তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।সকলের বিপদে আপদে সবসময় তিনি এগিয়ে আসেন । আসন্ন জেলা যুবলীগে সভাপতি পদে আমরা তাকে দেখতে চাই।

ঝালকাঠির রাজনীতিতে সৈয়দ মিলন এক দক্ষ যুব সংগঠক, কর্মী বান্ধব, ত্যাগী,দুর্দিনের পরীক্ষিত এক নেতা। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন এরপরে ২০১১ সালে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি পদে ২০১৫ সাল পর্যন্ত সফল ভাবে দায়িত্ব পালন করেন।ঝালকাঠি পৌর শাখা ছাত্রলীগের ২নং ওয়ার্ডের সভাপতি হিসাবে তার রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়।সেই থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আমির হোসেন আমুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন ।

সৈয়দ মিলন রাজনীতির পাশাপাশি অসংখ্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত রয়েছে । এমনকি ঝালকাঠি শহরের মাদক সন্ত্রাস ও যৌন নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার রক্ষায় তার রয়েছে জোরালো কন্ঠস্বর।

তার রাজনীতির ক্যারিয়ারে বিরোধী দলের থাকা কালীন শক্তভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রমুখী, বিএনপি জামাত সরকারের অসংখ্য বার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও পিছপা হননি তিনি।

ঝালকাঠির সর্বস্তরের মানুষের মাঝে সৈয়দ মিলন গ্রহণযোগ্যতার পাশাপাশি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য স্থান দখল করে আছেন ।

ঝালকাঠিতে রকিট বেনকিজার বিডি লিঃ বিভাগীয় ডিপোর উদ্ধোধন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শহীদ স্মরণী সড়কে রেকিট বেনকিজার বিডি লিঃ বরিশাল বিভাগীয় ডিপোর উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি মো: শামীম আহম্মেদ আনুষ্ঠানিক ভাবে এই ডিপোর উদ্দোধন করেন। ফিতা কেটে উদ্ধোধনের পরে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ডিপোর পরিচালনা করছেন ঝালকাঠি স্বেচ্ছাসেবক লীগের সদর শাখার সভাপতি সুমন তালুকদার। এই অনুষ্ঠানে সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সুধীজন উপস্থিত ছিলেন।

৩২ বছর ধরে শিক্ষকতা পেশায় ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ

ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন ৩২ বছর ধরে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজোর রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মৃৃৃত মোঃকরম আলী মোল্লার সন্তান। সৎ, চরিত্রবান, আদর্শ, শিক্ষিত জাতি গঠনের নেতৃত্ব তৈরি করে দেশকে এগিয়ে নিতে এ মহান শিক্ষকতায় যোগ দেন।
শিক্ষা জীবনের হাতেখড়ি নিজ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭৬ সালের এসএসসি,১৯৭৮ সালে এইচএসসি, ১৯৮১ সালে অর্নাস, ১৯৮২ সালে এমএ, ১৯৮৬ সালে ইসলামি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসাবে প্রায় ০২(দুই) বৎসর চাকরি করার ফাকে ১৯৮৫ সালের ৭ম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে ৩০ জানুয়ারি ১৯৮৮ সালের শরীয়তপুর সরকারি কলেজে যোগদান করেন। ১৯৯২ সালে ১৫ আগষ্ট বদলী হয়ে সহকারী অধ্যাপক হিসেবে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে আসেন।২০০১ সালের ৫ জুলাই সহকারী অধ্যাপক পদন্নোতি হয়ে ফরিদপুরের রাজবাড়ী সরকারি কলেজে যোগদান করেন । ২০০১ সালের ৩ অক্টোবর বদলী হয়ে সরকারি রাজেন্দ্র কলেজে আসেন।২০০৫ সালের ৯ জানুয়ারি শরীয়তপুর সরকারি কলেজে সহযোগী অধ্যাপক পদোন্নতি হয়ে যোগদান করেন।২০০৫ সালের ৭ জুলাই বদলী হয়ে ফরিদপুর সরকারি টি টি কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ৫ আগষ্ট বদলী হয়ে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে আসেন। ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর বদলী হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওএসডি হিসেবে যোগদান করেন।২০০৯ সালের ১৬ নভেম্বর বদলী হয়ে উপাধ্যক্ষ হিসেবে ফরিদপুর সরকারি টিটি কলেজে যোগদান করেন। ২০১১ সালের ১০ সেপ্টেম্বর বদলী হয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজে আসেন। ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি বদলী হয়ে সহযোগী অধ্যাপক হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজে আসেন। ২০১৬ সালের ৪ অক্টোবর পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজে যোগদান করেন।২০১৮ সালের ২১ জুলাই পদায়ন হয়ে ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

শিক্ষকতার পাশাপাশি জাপানকে অনুসরণ করে ১৯৯৭ সালে এক দর্শন সৃষ্টি করেছেন যার নাম সাপান।ইংরেজিতে SAPAN এর পূর্ণরুপ Social Advancement& Peace Arrangement For New Generation যার অর্থ নতুন প্রজন্মের সামাজিক উন্নয়ন ও শান্তির আয়োজন।সাপান শিক্ষা পল্লী যেখানে রয়েছে সাতটি প্রতিষ্ঠান।

অধ্যক্ষ আনছার উদ্দীন সময় শ্রম মেধা ও অর্থ দিয়ে নতুন প্রজন্মকে যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও যোগ্য মানবসম্পদ রুপে তৈরি করতে চান। এই লক্ষ্যে তিনি উপরে উল্লেখিত কর্মময় জীবন পরিচালিত করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকায় কর্মমুখী শিক্ষা কেন্দ্রীক সাপান শিক্ষা পল্লী গড়ে তুলেছেন। তিনি তার লক্ষ্যের বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।