বাড়ছে উপদেষ্টা, বাতিল হচ্ছে সহসম্পাদক পদ

শুক্রবার থেকে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হচ্ছে। শনিবার বসবে সম্মেলনের কাউন্সিল অধিবেশন। প্রায় সকল প্রস্তুতিই সম্পন্ন। এখন চলছে নতুন করে দল পুনর্গঠনের বিভিন্ন হিসাব-নিকাশ।

জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ১০ জন বাড়ানো হবে। দলের ‘থিঙ্কট্যাঙ্ক’ হিসেবে পরিচিত এই ফোরামের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ জন করা হচ্ছে। দল পরিচালনার ক্ষেত্রে আরও অধিকসংখ্যক প্রবীণ নেতা এবং অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি।

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

এ সময় উপ-কমিটির আরও কিছু প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের বিষয়ভিত্তিক উপকমিটির ‘সহসম্পাদক’ পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, এখন থেকে আর সহসম্পাদক পদ থাকবে না। উপকমিটির শুধু সদস্য থাকবে। সবগুলো সম্পাদকীয় পদে একজন চেয়ারম্যান, সদস্য সচিব ও পাঁচজন করে সদস্য থাকবে। তবে তা অবশ্যই দলীয় সভাপতির অনুমতি নিয়ে নিয়োগ দিতে হবে।

এ সময় বৈঠকে গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রস্তাবগুলো তুলে ধরেন জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র সংশোধনী উপ-কমিটির আহ্বায়ক ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

এ ছাড়া জেলা-উপজেলা কমিটির উপদেষ্টা পরিষদের আকার সুনির্দিষ্ট করে দেওয়া, দলের সহযোগী সংগঠন ‘আওয়ামী আইনজীবী পরিষদ’-এর পরিবর্তিত নাম ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ করা, দলীয় প্রাথমিক সদস্য পদের আবেদন ও নবায়নের ক্ষেত্রে সংশ্নিষ্টদের পরিচয়ের সঙ্গে জাতীয় পরিচয়পত্র নম্বর ও ফোন নম্বর সংযুক্ত করাসহ আরও কিছু ছোটখাটো সংশোধনীও আনা হয়েছে। তবে গঠনতন্ত্রের ‘উদ্দেশ্য ও লক্ষ্য’ অংশে ‘হিজড়া’ শব্দের স্থলে ‘তৃতীয় লিঙ্গ’ শব্দ প্রতিস্থাপনের প্রস্তাব নাকচ করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে আওয়ামী মৎস্যজীবী লীগ ও মহিলা শ্রমিক লীগকে দলের নতুন সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়ার প্রস্তাবও ওঠে। তবে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক সংগঠনের ‘মহিলা শাখা’ থাকার বিধান না থাকায় মহিলা শ্রমিক লীগকে সহযোগী সংগঠন করার প্রস্তাব নাকচ হয়ে যায়।

ওই আইনে বলা হয়েছে, শ্রমিকদের মহিলা কিংবা পুরুষ হিসেবে বিভাজন করা যাবে না। শ্রমিকরা শ্রমিক হিসেবেই বিবেচিত হবেন। অন্যদিকে মৎস্যজীবী লীগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে দলীয় ঘোষণাপত্রের খসড়া সংশোধনী প্রস্তাব তুলে ধরেন ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এ সময় ঘোষণাপত্রে ২০১৬ সালের সর্বশেষ জাতীয় সম্মেলনের পর থেকে গত তিন বছরে বিভিন্ন ঘটনাবলি এবং সরকারের উন্নয়ন ও সাফল্যের পরিসংখ্যানগত আপডেট সংযুক্তির প্রস্তাব অনুমোদিত হয়। এ ছাড়া শব্দগত কিছু সংশোধনী অনুমোদন করা হয়েছে।

বৈঠকে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে চেয়ারম্যান করে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হচ্ছেন উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমান এবং অধ্যাপক ড. সাইদুর রহমান খান।

এ সময় জাতীয় সম্মেলনের সার্বিক প্রস্তুতির দিক তুলে ধরেন বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা। তাদের মধ্যে অভ্যর্থনা উপ-কমিটির পক্ষে মোহাম্মদ নাসিম, অর্থ উপ-কমিটির কাজী জাফরউল্লাহ, মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা কমিটির তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য উপ-কমিটির ডা. রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক উপ-কমিটির অসীম কুমার উকিল, খাদ্য উপ-কমিটির মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ বক্তব্য রাখেন। জাতীয় সম্মেলন সফল করতে এসব উপ-কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আ’লীগের নেতৃত্বে ব্যাপক রদবদলের আভাস

আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কাউন্সিল।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় কাউন্সিলের উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন।

এবারের কাউন্সিলে আওয়ামী লীগের শীর্ষপদে রদবদল আসবে না। বর্তমান সভাপতি শেখ হাসিনাই ফের আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন। আর সাধারণ সম্পাদক পদেও ওবায়দুল কাদেরই থাকার সম্ভাবনা বেশি। তবে পরিবর্তন আসবে সভাপতিমন্ডলীতে। এখানে বেশ কিছু নতুন মুখ অন্তর্ভূক্ত করা হতে পারে। পরিবর্তন আসবে যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদগুলোতে। এছাড়া কার্যনির্বাহী কমিটির সম্পাদকীয় পদগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হতে পারে। নতুন ও ক্লিন ইমেজের নেতাদের এসব পদে আনা হবে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

তিন বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাঝে বড় ধরনের অসুস্থতার ধকল কাটিয়ে এখন তিনি অনেকটাই স্বাভাবিক। আবারও তার এ পদে থাকার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ওবায়দুল কাদের  বলেন, আমি দ্বিতীয়বার পার্টির সাধারণ সম্পাদক থাকব কিনা, তা নেত্রীর (শেখ হাসিনা) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আমি নিজে প্রার্থী হব না। নেত্রী চাইলে আবার দায়িত্ব দেবেন, না চাইলে অন্য কাউকে দায়িত্ব দেবেন।

এবারের কাউন্সিলে বিদেশি কূটনীতিকদের জন্য পৃথক আসন ও ‘ইরেজি ভাষা অনুবাদক হেডফোন’ থাকছে।

এবারের কাউন্সিল থেকে আওয়ামী লীগ সহ সম্পাদক পদের বিলোপ হচ্ছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হবে। বুধরার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্দান্ত নেয়া হয়। বৈঠকে আওয়ামী লীগ সভাপতির জন্য বরাদ্দ (কো-অপ) ১০০ কাউন্সিলর অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ তালিকা চূড়ান্ত করা হবে। বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, তৃতীয় লিঙ্গের মানুষের মর্যাদা দিয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে সংশোধনী আনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

রাত ১০টা পর্যন্ত চলা কার্যনির্বাহী সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি। শনিবার সকালে কাউন্সিল অধিবেশন শুরুর পূর্বমুহূর্ত পর্যন্ত বর্তমান কমিটির কার্যনির্বাহী সংসদের বৈঠক মুলতবি থাকবে। এর মধ্যে প্রয়োজনে যে কোনো সময় মুলতবি সভা ডাকতে পারেন আওয়ামী লীগ সভাপতি।

বৈঠকে অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম, অর্থ উপকমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ, ঘোষণাপত্র উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, দফতর উপকমিটির সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ, শৃঙ্খলা উপকমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ১১টি কাউন্সিল প্রস্তুতি উপকমিটির নেতারা তাদের প্রতিবেদন পেশ করেন।

কাউন্সিলের শেষ দিন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়ে থাকে। কিছুটা সময় নিয়ে পরে পুরো কমিটি ঘোষণা করা হয়। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। সে ক্ষেত্রে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক পদে কে আসছেন সেটি জানতে ২২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।

তবে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস বলছে, পর পর দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার একাধিক নজির আছে দলটিতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার এ দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ তিনবার দলের সাধারণ সম্পাদক ছিলেন। জিল্লুর রহমান চারবার এ দায়িত্ব পালন করেন। সৈয়দা সাজেদা চৌধুরী ও আবদুর রাজ্জাক দুবার করে ওই পদে ছিলেন।

সর্বশেষ সৈয়দ আশরাফুল ইসলাম দুই দফায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওবায়দুল কাদেরও দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে পারেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

এদিকে জাতীয় কাউন্সিলের আগে তৃণমূল গোছানোর কাজ শুরু করলেও তা শেষ করতে পারেনি আওয়ামী লীগ। ফলে অর্ধেকের বেশি সাংগঠনিক জেলা মেয়াদোত্তীর্ণ রেখেই জাতীয় সম্মেলন করতে হচ্ছে দলটিকে। তবে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন- এটা চলমান প্রক্রিয়া। জাতীয় সম্মেলনের পরও তৃণমূল গোছানোর কাজ চালিয়ে যাবেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চলতি মেয়াদে এ পর্যন্ত আট বিভাগের ৭৮ জেলা ও মহানগর কমিটির মধ্যে ৩৭টির সম্মেলন হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের ১১টি জেলা ও মহানগর কমিটির সাতটি জেলা ও এক মহানগর কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগে ৯টি জেলা ও মহানগর কমিটির মধ্যে ছয়টির সম্মেলন হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১৫ জেলা ও মহানগর কমিটির ছয় জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগে সাত জেলা ও মহানগরের মধ্যে তিনটির সম্মেলন হয়েছে। রাজশাহী বিভাগে ৯ জেলা ও মহানগর কমিটির মধ্যে দুটির সম্মেলন হয়েছে।

সিলেট বিভাগের পাঁচ জেলা ও মহানগর কমিটির মধ্যে তিনটির সম্মেলন হয়েছে। ঢাকা বিভাগে ১৭ জেলা ও মহানগরের মধ্যে দুটির সম্মেলন হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচটি জেলা ও মহানগর কমিটির একটিরও সম্মেলন হয়নি।

দলীয় সূত্র জানায়, জেলা-উপজেলা ও মহানগরগুলোতে সম্মেলন ও কমিটি গঠন খুবই কঠিন কাজ। কারণ বিভিন্ন জায়গায় রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ। যে কারণে অনেক স্থানের সম্মেলন তারিখ পেছানো ও তারিখ পরিবর্তনও করতে হয়েছে। ফলে জাতীয় কাউন্সিলের আগে যতগুলো সম্মেলন হয়েছে তাতেই সন্তোষ প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। সম্মেলনের পর বাকি মেয়াদোত্তীর্ণ কমিটির ও সম্মেলন হওয়া কমিটি পূর্ণাঙ্গ করার কাজ চালিয়ে যেতে চান তারা।

এ বিষয়ে সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এরই মধ্যে প্রায় অর্ধেক জেলার সম্মেলনের কাজ শেষ করেছি। এত অল্প সময়ে এটা অবিশ্বাস্য, এরপরও করেছি। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো নতুন করে দিয়েছি।

এদিকে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি শেষ হয়েছে। মঞ্চ ও সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান সাজানো হয়েছে অপরূপ সাজে। সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে খুব একটা সাজসজ্জা না থাকলেও সম্মেলন ঘিরে নেতাকর্মীদের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে।

মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে ঢাকায় আসতে শুরু করেছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটসহ এবারের সম্মেলনে প্রায় ৫০ হাজার অতিথি উপস্থিত থাকবেন। তবে এবার থাকছেন না বিদেশি কোনো অতিথি।

সাধারণ সম্পাদক পদে সবুজ সংকেত পাননি কেউ

আওয়ামী লীগের গত ২০তম জাতীয় সম্মেলনের আগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেতে যাওয়ার ‘সবুজ সংকেত’ পেয়েছিলেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই সময় তিনি নিজেই তার ঘনিষ্ঠ নেতাদের এ কথা বলেছিলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিতে বলেছিলেন। তবে আসন্ন ২১তম জাতীয় সম্মেলনে আগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার ‘সবুজ সংকেত’ এখনো কেউ পাননি। দলটির সম্পাদকমণ্ডলীর অন্তত একডজন সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদাতা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০ ও ২১ ডিসেম্বর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনের মাধ্যমে সাধারণত নতুন নেতৃত্ব নির্বাচন হয়। তবে আওয়ামী লীগের সম্মেলনে দলের সভাপতি পদে যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, সেটা অনেকটাই নিশ্চিত। বাকি সাধারণ সম্পাদক পদসহ নেতৃত্বের অন্যান্য পর্যায়ে পরিবর্তন আসবে বলে ধারণা করা যায়। সেজন্য এখন সবার আগ্রহ-আলোচনা সাধারণ সম্পাদক পদ ঘিরে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর ওই সদস্যরা জানান, বিগত সম্মেলনের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিতে বলেছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে কাদের কণ্ঠভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও বিষয়টি আগে থেকেই অনেকটা চূড়ান্ত হয়েছিল। এবারের সম্মেলনে কে হচ্ছেন সাধারণ সম্পাদক, তা নিয়ে দফায় দফায় সম্পাদকমণ্ডলীর সদস্যরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার পাশাপাশি যৌথভাবে একাধিকবার বসেছেন। কোনো কোনো সময় গ্রুপ গ্রুপ ভাগ হয়েও বসেছেন। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে এ বিষয়ে কোনো সংকেত বা ইঙ্গিত তারা পাননি।

নাম প্রকাশ না করার শর্তে সম্পাদকমণ্ডলীর অন্তত তিনজন সদস্য বলেন, ‘বর্তমান সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব গ্রহণের বিষয়ে কোনো সংকেত নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) দিয়েছেন বলে আমাদের জানা নেই। তবে বর্তমান সাধারণ সম্পাদক যদি পুনরায় দায়িত্ব না পান তাহলে দলের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক অথবা একজন কাযনির্বাহী সদস্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করছি।’

সাধারণ সম্পাদক নির্বাচনের বিষয়টি দলীয় সভাপতি ও সম্মেলনে আগত কাউন্সিলর-ডেলিগেটদের হাতে থাকায় এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কোনো নেতাই। তবে বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে বলে জানা গেছে।

ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক ডজন নেতার নাম বিভিন্ন মাধ্যমে আলোচনায় এলেও বর্তমান সাধারণ সম্পাদকসহ চারজন নেতাই এ পদের দৌড়ে সর্বাগ্রে রয়েছেন। ওই চার নেতার অনুসারীরা মনে করেন, এদের মধ্য থেকে যে কেউ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলে আওয়ামী লীগের আগামী দিনের সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় হবে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ‘দলের একজন যুগ্ম-সাধারণ সম্পাদক আছেন, যিনি ছাত্রলীগের শীর্ষ দুই পদের একটিতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতিতে ত্যাগ শিকার করেছেন। ওই যুগ্ম-সাধারণ সম্পাদক যদি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান, তাহলে নেত্রীর বিশ্বস্ততা নিয়ে দল চালাতে পারবেন।’

আরেক সাবেক নেতা বলেন, ‘আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতি বোঝেন, অপেক্ষাকৃত তরুণ ও জাতীয় রাজনীতিতেও ক্লিন ইমেজ রয়েছে একজন সাংগঠনিক সম্পাদকের। নেত্রীর বিশ্বস্ত হিসেবে বহুবার তিনি প্রমাণ দিয়েছেন। ওই সাংগঠনিক সম্পাদক যদি সাধারণ সম্পাদক হন তাহলে খুবই ভালো হবে।’

অবশ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতাদের অনুসারীরা নিজ নিজ নেতাকে আগামী দিনের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান। সেই আকাঙ্ক্ষা নিয়ে ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দেবেন তারা।

সম্প্রতি এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘একটা পদে কোনো পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে আমাদের পার্টির সভাপতি। আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। তিনি ছাড়া আমরা কেউই অপরিহার্য নই। তিনি এখনও আমাদের জন্য প্রাসঙ্গিক অপরিহার্য। তৃণমূল পর্যন্ত সবাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এর পরের পদটা কাউন্সিলরদের মাইন্ড সেট করে দেয়। সেটাও তিনি (সভাপতি শেখ হাসিনা) ভালো করে জানেন।’

শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু : আবুল হাসানাত আব্দুল্লাহ্

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন শুরু হয়। এর আগে আর কোন সরকারের নারীদের ক্ষমতায়নে এগিয়ে আসেনি। গ্রামীণ নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী হবার কারণেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সমবায় অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে সুবিধা বঞ্চিত ৫০জন নারীদের মাঝে ঋণের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেছেন।

উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাকাল ও রাজিহার ইউনিয়নের নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সুবিধাভোগী সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমুখ। শেষে প্রধান অতিথি এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ ৫০জন নারীকে গাভী পালন ও খাদ্য ক্রয়ের জন্য ১ লাখ ২০ হাজার টাকা করে ঋণের চেক বিতরন করেন।

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাম রাজাকারের তালিকায়! প্রতিবাদে সংবাদ সম্মেলন

শামীম আহমেদ:
ভাষা সৈনিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নগরীর আগরপুর রোডের বাসিন্দা প্রয়াত মিহির লাল দত্তের নামও এসেছে প্রকাশিত রাজাকারের তালিকায়। বরিশাল বিভাগের তালিকায় ২২নং পাতায় ৯৪নং এ মুক্তিযোদ্ধা মিহির লাল দত্তের নাম উল্লেখ করা হয়েছে রাজাকারের তালিকায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সদ্যপ্রকাশিত রাজাকারের তালিকায় মিহির দত্তের পিতার নাম জীতেন্দ্র দত্ত উল্লেখ করা হয়েছে।
রাজাকারের তালিকায় পিতার নাম আসায় ক্ষোভ প্রকাশ করে মিহির লাল দত্তের পুত্র সাংবাদিক শুভব্রত দত্ত বলেন, আমার বাবা একজন ভাষা সৈনিক এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তার মুক্তিযোদ্ধা গেজেট নং-২৮৯ ২১/০৫/২০০৫ এবং মুক্তিবার্তা নং- ০৬০১০১১০৬০। এছাড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাময়িক সনদ নং-ম ২৮৬১৬। মুক্তিযুদ্ধে আমার পরিবারের দুইজন শহীদও হয়েছেন। আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তার নাম কীভাবে রাজাকারের তালিকায় এসেছে সেটা আমার বোধগম্য নয়। তবে প্রকৃত রাজাকারদের নাম না আসলেও মুক্তিযোদ্ধাদের নাম এসেছে তালিকায়। তিনি আরও বলেন, যারা বর্তমান সরকারকে বির্তকে ফেলার জন্য এই আপত্তিকর তালিকা তৈরি করেছেন আমি তাদের কঠোর শাস্তির দাবি করছি।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, পাকিস্তানী হানাদার বাহিনী একইদিনে বরিশালের প্রবীণ এ্যাডভোকেট জীতেন্দ্র লাল দত্ত, তার পুত্র মিহির লাল দত্ত ও সুবীর দত্ত পান্থকে ধরে নিয়ে নগরীর সিঅ্যান্ড রোডের পুলে নিয়ে গুলি করে। ওইসময় জীতেন্দ্র লাল দত্ত ও সুবীর দত্ত প্রাণ হারান। মিহির লাল দত্তকে গুলিবিদ্ধ অবস্থায় মৃতভেবে খালে ফেলে দেয়া হয়। পরবর্তীতে তিনি (মিহির) আলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন (অব.) ডাঃ সিরাজুল ইসলাম তার অপারেশন করে সুস্থ্য করে তোলেন। স্বাধীনতার পরবর্তীকালে আইন ব্যবসা করে ২০০৭ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান। মিহির লাল দত্ত ছিলেন কবি, নাট্যকার, গীতিকার, ছোট গল্পকার, ভাষাবিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
অপরদিকে তৎকালীন ইস্টার্ন ব্যাংক অফ পাকিস্তানে কর্মরত নগরীর কাশীপুরের জগদীশ মুখার্জীকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করে এবং বিচারের জন্য তাকে যশোর কারাগারে পাঠানো হয়। দেশ স্বাধীনের পর তিনি যশোর কারাগার থেকে মুক্তিলাভ করেন। তাকেও রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্রমতে, মুক্তিযুদ্ধের ৪৮ বছর পর স্বাধীনতা বিরোধী রাজাকারদের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম দফায় গত রবিবার ১০ হাজার ৭৮৯ রাজাকারের নাম প্রকাশ করা হয়েছে। তবে এ তালিকা প্রকাশের পর থেকেই দেশব্যাপী শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, তালিকাভুক্ত ও ভাতাপ্রাপ্ত অনেক মুক্তিযোদ্ধার নাম এ তালিকায় উঠে এসেছে। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে পরিচিত অনেকের নামও তালিকায় পাওয়া গেছে। প্রকাশিত তালিকায় কয়েকটি নাম আসায় এলাকার সহযোদ্ধা ও পরিবারের সদস্যরা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় বরিশাল বিভাগের ছয় জেলার প্রায় এক হাজার রাজাকারের নাম রয়েছে।
সূত্রে আরও জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করে দেশব্যাপী আলোচিত বাসদ’র বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর পিতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তপন চক্রবর্তী (বরিশালের তালিকা ঃ পৃষ্ঠা নম্বর ২০, ক্রমিক নম্বর-৬৩) ও তার ঠাকুর মা (দাদী) শহীদজায়া প্রয়াত ঊষা রাণী চক্রবর্তীর (রাজাকারের বরিশালের তালিকা ঃ পৃষ্ঠা নম্বর ১৮, ক্রমিক নম্বর-৪৫) নাম রাজাকারের তালিকায় এসেছে। বরিশাল সদর উপজেলার ১০৭ জন রাজাকারের তালিকায় মুক্তিযুদ্ধে সহযোগিতা করার দায়ে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নিহত সুধীর চক্রবর্তীর স্ত্রী প্রয়াত ঊষা রানী চক্রবর্তীর নাম এবং তার পুত্র মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীর নাম রয়েছে তালিকায়।
মুক্তিযোদ্ধা বাবা ও শহীদ জায়া ঠাকুরমার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ায় ডাঃ মনিষা চক্রবর্তী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। প্রকাশিত রাজাকারদের তালিকায় আমার বাবা এবং ঠাকুরমার নাম প্রকাশিত হয়েছে। আমার বাবা এ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, যার ক্রমিক নং ১১২, পৃষ্টা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন। আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার। যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় আমার ঠাকুরদাদা এ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্ত্তীকে পাকিস্তানী মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তার সহধর্মিণী আমার ঠাকুরমা ঊষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জন্য রাজনীতি করার খেসারত দিতে হচ্ছে আমার পরিবারকে। বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মোখলেসুর রহমান বলেন, প্রকাশিত তালিকা ও বরিশাল থেকে পাঠানো রাজাকারের তালিকায় ব্যাপক গড়মিল রয়েছে।
অপরদিকে বরিশাল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহে আলমের পিতা ডাঃ সাইয়েদ উদ্দিন তালুকদারের নাম রাজাকারের তালিকায় রয়েছে (বরিশালের তালিকাঃ পৃষ্ঠা নম্বর ৬২, ক্রমিক নম্বর-২৮)। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা জানান, প্রকাশিত তালিকায় ডাঃ সাইয়েদ উদ্দিন তালুকদার লেখা থাকলেও সংসদ সদস্যর ভোটার আইডি কার্ডে শুধু সাইয়েদ উদ্দিন তালুকদার লেখা রয়েছে। তবে ডাঃ সাইয়েদ উদ্দিন তালুকদারের বাবার নাম আবুল ওহাব তালুকদার ঠিকই আছে। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুল হক জানান, সাইয়েদ উদ্দিন তালুকদারের বানারীপাড়া সদরের উত্তরপাড়ে একটি ওষুধের ফার্মেসী ছিলো। যে কারণে স্থানীয়রা তাকে ডাক্তার নামেই জানতো। আর ডাঃ সাইয়েদ উদ্দিন তালুকদারের বাবার নাম আবুল ওহাব তালুকদার এটাও ঠিক।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে ডাঃ সাইয়েদ উদ্দিন তালুকদার স্বাধীনতাবিরোধী কর্মকান্ড চালিয়েছেন। রাজাকারের তালিকায় তার নাম আসায় তা প্রতিষ্ঠিত হলো। তবে বানারীপাড়ার রাজাকারের সংগঠকদের নাম তালিকায় আসেনি বলেও মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন।
এ ব্যাপারে বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম সাংবাদিকদের বলেন, কোন সাইয়েদ উদ্দিন তা আমি জানি না। আমার বাবা কোনো রাজাকার ছিলেন না। আমি ক্লাস সেভেনে পড়ার সময় মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছি। সেই থেকে ছাত্রলীগ ও পরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার পরিবারের সবাই এই দলের সাথে সম্পৃক্ত। আমি যতটুকু জানি, বাবা মুক্তিযুদ্ধবিরোধী কোনো কাজের সাথে জড়িত ছিলেন না।
অপরদিকে তালিকায় দেখা গেছে, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত আব্দুর রহমান, সৈয়দ হাতেম আলীসহ প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে। যার সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এমজি কবির ভুলু জানান, তালিকাটি আরও বিস্তারিতভাবে উপস্থাপন করা উচিত ছিল। তালিকায় অনেকেই রয়েছেন যারা পিস কমিটিতে ছিলেন। স্পষ্টভাবে নাম উল্লেখ থাকলে তরুণ প্রজন্মের তা বুঝতে আরও সহজ হতো।
তালিকায় ছয় নারীর নাম ॥ প্রকাশিত রাজাকারের তালিকায় বরিশাল বিভাগের ছয় নারীর নাম পাওয়া গেছে। এরমধ্যে বরিশাল নগরীর ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), নগরীর ঝাউতলা এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (সিরিয়াল-৩৫), আভা রানী দাস (সিরিয়াল-২৭), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩) ও বাবুগঞ্জের দেহেরগতি এলাকার রাবিয়া বেগম (সিরিয়াল-১৫১)। এরমধ্যে শহীদজায়া ঊষা রানী চক্রবর্তী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তীর মা।
রাজাকারের তালিকায় ২৬ পুলিশের নাম ॥ দীর্ঘদিন পরে হলেও রাজাকারদের তালিকা প্রকাশ করায় খুশি হয়েছেন মুক্তিযোদ্ধারা। তবে কিছু ভুলের সংশোধনের দাবি করেছেন মুক্তিযোদ্ধাসহ সংশ্লিষ্টরা। তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, রাজাকারের তালিকায় তৎকালীন বরিশাল বিভাগের একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক সংসদ সদস্য, একজন সাবেক সেনা কর্মকর্তা, ২৬ জন সাবেক পুলিশ সদস্য, ১২ জন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতজন সাবেক মেম্বারসহ শিক্ষক, ঠিকাদার ও ব্যবসায়ীর নাম এবং পদবী অর্ন্তভুক্ত করা হয়েছে।
বরিশাল বিভাগের রাজাকারের তালিকায় থাকা তৎকালীন পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের মধ্যে রয়েছেন, পটুয়াখালী জেলার স্পেশাল ব্রাঞ্চের সাবেক পরিদর্শক মোঃ ওবায়েদুল হক, বানারীপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, ঝালকাঠির সাবেক পরদির্শক শাহ আলম (তালিকায় দুইবার নাম রয়েছে তার), রাজাপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরউদ্দিন আহমেদ, বরিশালের সিআইডি ক্যাম্পের সাবেক পরিদর্শক আবুল মোতালেব জোমাদ্দার, পরিদর্শক মোঃ আবু, সাবেক পরিদর্শক নজরুল ইসলাম, নলছিটির সাবেক ওসি মোঃ ইউসুফ আলী, সাবেক সিআইডি পুলিশ সামসুল আলম, শাহ আলম, সাবেক ওসি সেকান্দার আলী (তালিকায় দুই বার নাম রয়েছে), সাবেক কর্মকর্তা মতিয়ার রহমান, উজিরপুরের সাবেক এসআই একেএম নুরুল ইসলাম, পটুয়াখালীর রিজার্ভ অফিসের সাবেক এসআই এস. ইসলাম, কোতোয়ালী থানার সাবেক এসআই এমএ মান্নান (তালিকায় চারবার নাম রয়েছে), বরিশালের সাবেক টিএসআই খন্দকার আব্দুল বারি, সাবেক এসআই মান্নান, ফজলুর হক, ইসহাক, শামসুল হক, একেএম মতিউর রহমান, সাবেক এএসআই আব্দুল মাজিদ, আব্দুস সাত্তার, আজাহার আলী এবং সাবেক কনস্টেবল আব্দুস সোবাহান ও গোলাম মাওলা।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, সাবেক এমপি আব্দুল জলিল আকন, পাক মিলিটারির ক্যাপ্টেন আমজাত, সাবেক পাবলিক প্রসিকিউটর আব্দুল লতিফ, ব্যবসায়ী গোলাম মাওলা, ঠিকাদার আব্দুল আজিজ ও আব্দুল মালেক, রংপুর জামায়াত ইসলামের প্রধান মোখলেছুর রহমান (বরিশালের সন্তান তালিকায় দুইবার নাম রয়েছে), পটুয়াখালীর সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার এমএইচ খান, বাউফলের রাজস্ব সার্কেল অফিসের সাবেক প্রধান সহকারী আসমত আলী মিয়াসহ বেশ কয়েক প্রভাবশালী ব্যক্তি ও সরকারী কর্মকর্তার নাম রয়েছে রাজাকারের তালিকায়। এছাড়া ব্রজমোহন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল বাকী বিল্লাহ (তালিকায় দুইবার নাম রয়েছে), মেহেন্দিগঞ্জের পাতারহাট আরসি কলেজের সাবেক প্রিন্সিপাল এএইচ আমির হোসেন, কাশিপুর হাইস্কুলের সাবেক প্রধানশিক্ষক এবিএম আমজেদ আলী, কচুয়া হাইস্কুলের সাবেক প্রধানশিক্ষক আব্দুর রশিদ, পিরোজপুর হাইস্কুলের সাবেক প্রধানশিক্ষক মোঃ মহিবুল্লাহ, ধামুরা হাইস্কুলের সাবেক প্রধানশিক্ষক আর্শেদ আহমেদ এবং একে ইনস্টিটিউটের সাবেক প্রধানশিক্ষক আব্দুল গণির নামও রয়েছে তালিকায়। এছাড়াও ১২ জন সাবেক চেয়ারম্যান ও সাতজন সাবেক মেম্বার এবং হিন্দু সম্প্রদায়ের ২৬ জনসহ বেশ কয়েকজন আইনজীবীর পদবীসহ নাম রাজাকারের প্রকাশিত তালিকায় রয়েছে।
প্রকাশিত তালিকায় অগ্নিসংযোগ ॥ রাজনৈতিক উদ্দেশ্যে বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর বাবা মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তপন কুমার চক্রবতী এবং ঠাকুরমা শহীদজায়া উষা রানী চক্রবর্তীকে রাজাকার তালিকাভূক্ত করার প্রতিবাদে এবং ভূয়া তালিকা বাতিলসহ ভুল সংবলিত তালিকা প্রণয়নে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সদররোডে প্রতিবাদ সভা চলাকালীন সময় প্রকাশিত তালিকায় অগ্নিসংযোগ করা হয়।
সভায় মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী আবেগ আপ্লুত হয়ে বলেন, শেষবয়সে এসে একজন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার হিসেবে আমার ও প্রয়াত শহীদজায়া মায়ের নাম রাজাকারের তালিকায় দেখতে হবে তা কোনদিন ভেবেও দেখিনি। ভুলে ভরা এই তালিকার মাধ্যমে একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকেই শুধু নয়; সারাদেশের মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হয়েছে। তাই অবিলম্ভে এই প্রকাশিত তালিকা সংশোধন করাসহ তালিকা প্রণয়নকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এরপূর্বে বেলা ১১টায় বাসদের জেলা শাখার আয়োজনে নগরীর ফকিরবাড়ি রোডস্থ কার্যলয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
গৌরনদীর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু বলেন, দীর্ঘদিন পরে হলেও রাজাকারদের একটি তালিকা প্রকাশ হওয়ায় আমরা খুশি। তবে এ তালিকায় কিছুটা ভুলত্র“টি রয়েছে, অনেকেই বাদ গেছেন। যাদের মধ্যে বড় ধরনের সংগঠকও রয়েছে। সে নামগুলো দ্রুত সংযোজন করা উচিত।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীরপ্রতীক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এ ঘটনায় ক্ষুব্ধ ও হতবাক। অবিলম্বে তালিকার আপত্তিকর কয়েকটি নামের সংশোধন করে ওইসব পরিবারের সদস্যদের সম্মান সুরক্ষা করা এবং অসম্মানের জন্য তাদের কাছে দুঃখপ্রকাশ করা উচিত। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, তালিকায় কিছুটা ভুল হতে পারে। তবে তা সংশোধনেরও সুযোগ রয়েছে।

রাজাকারের তালিকায় প্রধানমন্ত্রীর প্রিয় ‘হক চাচা’র নাম

বিশেষ প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর প্রিয় ‘হক চাচা’র নামও রাজাকার তালিকায় মুক্তিযুদ্ধের এই সংগঠকের প্রচেষ্টায় বরগুনার পাথরঘাটা রাজাকারমুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত কথিত রাজাকারের তালিকায় রাষ্ট্র স্বীকৃত মুক্তিযোদ্ধাদের নাম থাকা নিয়ে বিতর্কের মধ্যে জানা গেলো ওই তালিকায় যুক্ত করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. মজিবুল হকের (নয়া ভাই) নাম। নিজের অত্যন্ত প্রিয় মানুষটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হক চাচা বলে সম্বোধন করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের সংগঠক মুজিবুল হকের প্রচেষ্টায় বরগুনার পাথরঘাটা উপজেলা রাজাকারমুক্ত হয়েছিল। অথচ দেশের জন্য নিরলস কাজ করে যাওয়া এই মানুষটির নাম এখন রাজাকারের তালিকায়। মজিবুল হকের মেজো ছেলে অ্যাডভোকেট রেজাউল হক শাহীন চ্যানেল আই অনলাইন-কে জানান, ১৯৭১ সালে তিনি ছিলেন পাথরঘাটা মুক্তি সংগ্রাম পরিষদের চেয়ারম্যান। সেই মুক্তি সংগ্রাম পরিষদ গঠন থেকে শুরু করে দেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত তাদের নেতৃত্ব দিয়েছে। ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের টানা ৪০ বছরের সভাপতি। আজীবন মানুষের জন্য রাজনীতি করে যাওয়া ‘নয়া চাচা’র ৮ সন্তান নিয়ে টানাটানির মধ্যে সংসার চললেও সততার সঙ্গে কোনোদিনও আপোস করেননি। নিজের টানাটানির সংসার নিয়ে নিয়ে তার বিন্দুমাত্র আক্ষেপও ছিল না। এমন একজন ত্যাগী মানুষের মৃত্যুর পর এভাবে সম্মানহানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও এলাকার মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। অ্যাডভোকেট রেজাউল হক শাহীন আরও বলেন: তালিকা প্রকাশের পর প্রথম রাত খাওয়া-দাওয়া একদম বন্ধ হয়ে গেছিল। এ যে কী লজ্জার তা আমাদের পরিবারের প্রতিটি সদস্যই বুঝেছি। ‘‘সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমার মা নুরজাহান বেগম (৮৫)। কারণ আমার বাবার রাজনীতির কারণে সবচেয়ে বেশি সাফার করেছেন আমার মা।’’ আমার বাবা ৬০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছেন উল্লেখ করে তিনি বলেন: ‘আমরা সবসময় দেখেছি আমাদের বাসায় শত শত মানুষ আসতো। তাদের খাওয়া-দাওয়ার সব ব্যবস্থা আমার মা করতেন। সেই বাবার নাম যখন রাজাকারের তালিকায় তখন আমার ৮৫ বছর বয়সী মায়ের জন্য এটা সহ্য করা খুব কষ্টের।’ ‘‘আজ স্বাধীনতার ৪৮ বছর পরে যখন আমার বাবার নাম রাজাকারের তালিকায় তখন বলবো আমার বাবা যদি অপরাধী হয় তাহলে তার শাস্তি হোক।’’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন তার বাবা উল্লেখ করে রেজাউল হক শাহীন বলেন: ‘বাবা ঢাকায় আসলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইতেন। ওখানে দেখা করা অনেক বেশি সময়সাপেক্ষ বলে বাবাকে গণভবনে নামিয়ে দিয়েই চলে আসতাম। যতবার বাবা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ততবারই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। বাবা ওখানে গিয়ে চিরকুটে নিজের নামটা লিখে বলতেন আমার নামটা দেখলেই প্রধানমন্ত্রী আমাকে ডাকবেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধাভাজন নয়া চাচার চিকিৎসার ব্যবস্থা খোদ শেখ হাসিনাই করেছিলেন উল্লেখ করে রেজাউল হক শাহীন বলেন: ‘বাবা একবার ডাক্তর দেখাতে ঢাকা এসেছিলেন। সেবারও তিনি চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে দেখা করার জন্য যান প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার কথা শুনে বলেন: আপনি কোথায় ডাক্তার দেখিয়েছেন?। আপনার চিকিৎসা হয়নি। আপনি আগামীকাল আমার কার্যালয়ে আসবেন। আমি আপনার চিকিৎসা করাবো।’ পরদিন নয়া চাচা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে প্রধানমন্ত্রীর চিকিৎসক তাকে দেখেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর নিজ হাতে একটি চিঠি লিখে দেন প্রধানমন্ত্রী। সেখানে তার প্রিয় নয়া চাচার পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থাসহ তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দেন। মজিবুল হক ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে (পাথরঘাটা-বামনা) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন। ১৯৮৯ সাল পর্যন্ত তিনি পাথরঘাটা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ শুরুর পর পাথরঘাটার প্রত্যন্ত গ্রামে নয়া ভাইয়ের বাড়িতে আশ্রয় ও প্রশিক্ষণ নিয়েছেন মুক্তিযোদ্ধারা। আশ্রয় নিয়েছেন মুক্তিকামী মানুষও। স্বাধীনতার স্বপক্ষের সংগঠক ও মুক্তিকামী মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী মজিবুল হক নয়া ভাইয়ের নাম সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় আসায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরাও। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর মারা যান তিনি। রোববার প্রথম দফায় ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই তালিকা প্রকাশের পর দেখা যায় অনেক মুক্তিযোদ্ধার নামও তাতে রয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয় সারাদেশে। অনেকেই দাবি করছেন, প্রকাশিত রাজাকারের তালিকা এখনই সংশোধন করে প্রকৃত রাজাকারদের নাম অন্তর্ভুক্ত করা হোক।

বরিশালের মনীষা চক্রবর্তীর বাবা-ঠাকুমার নাম রাজাকারের তালিকায়!

রবিবার বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহায়তার জন্য গঠিত রাজাকার বাহিনীর সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই তালিকায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম উল্লেখ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সরকারের হেফাজতে যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে তাই প্রকাশ করা যায়’।

অথচ কথিত ‘দালিলিক প্রমাণ’যুক্ত এই রাজাকারের তালিকায় ঢুকে গেছে গেজেটেড মুক্তিযোদ্ধার নাম! বরিশালের বামপন্থী রাজনৈতিক দল বাসদের জনপ্রিয় নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর বাবা এড. তপন কুমার চক্রবর্তী এবং ঠাকুমা উষা রানি চক্রবর্তীর নাম ঢুকানো হয়েছে রাজাকারের তালিকায়! যেখানে তপন কুমার ৬৫ নম্বর রাজাকার এবং উষা রানি ৪৫ নম্বর রাজাকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

যদিও তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২ পৃষ্টা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন! এই মারাত্মক ঘটনা নিয়ে সোশ্যাল সাইট ফেসবুকে ডা. মনীষা চক্রবর্তী একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকে নিন্দার ঝড় উঠেছে। মানুষ প্রশ্ন করছেন, রাজাকারের তালিকার নামে আসলে কী হয়েছে?

ফেসবুকে ডা. মনীষা চক্রবর্তী লিখেছেন, ‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে। আমার বাবা এড. তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা,ক্রমিক নং ১১২ পৃষ্টা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা ও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৫ নাম্বার রাজাকার।’

‘আমার ঠাকুরদা এড সুধির কুমার চক্রবর্ত্তীকে পাকিস্থানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তাঁর সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্ত্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বারে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জন্য আমার রাজনীতি করার খেসারত দিতে হচ্ছে আমার মুক্তিযোদ্ধা বাবাকে। ধন্যবাদ আওয়ামীলীগ সরকারকে।’

‘আমার দল বাসদ আমাকে শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করাকে। মিছিল থেকে গ্রেফতার করে থানায় নির্যাতন করে ওরা বলেছিল যে আন্দোলন যেন না করি, নির্বাচনে যেন অংশ না নিই। রাজী না হওয়ায় বিশেষ ক্ষমতা আইনে অজামিনযোগ্য মামলা দিয়ে জেলে প্রেরণ করেছে। আমরা জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি কিন্তু অন্যায়ের কাছে মাথানত করিনি।’

‘ভয় দেখিয়ে বা বিপদে ফেলে আমাদের কিছু করা যাবে না। অভুক্ত, অর্ধভুক্ত গরীব খেটে খাওয়া মানুষ আছে আমাদের দলের সাথে। আছে অনেক শুভাকাঙ্ক্ষী। অতীতের মতো আজ এবং আগামীতে আপনাদের পাশে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’

এদিকে বরিশাল বাসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ডা. মনীষার পরিবারবর্গের নাম রাজাকারের তালিকায় ঢোকানো হয়েছে। বাসদের নেতাকর্মীদের নানাভাবে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ডা. মনীষার পরিবারের সবাই মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে এলাকায় সুপরিচিত। রাজাকারের তালিকায় দুই মুক্তিযোদ্ধার নাম চলে যাওয়ায় এই তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসদের নেতাকর্মী এবং স্থানীয় মানুষ।

সূত্র: কালের কন্ঠ

বরিশালে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচীতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারারুদ্ধ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশর বাধায় ভেঙ্গে গেছে।

আজ শনিবার (১৪ই) ডিসেম্বর বেলা ১২টায় দলীয় কার্যলয়ের সামনে থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে মহানগর স্বেচ্ছাসেবক দল।

মিছিলটি অশ্বিনী কুমার টাউন হলের গেটের সামনে আসার পূর্বেই একদল দাঙ্গা পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশের এস.আই সাইদুল ইসলামের বাধার মুখে পড়ে তাদের আর মিছিল বের করা সম্ভব হয়নি।

পরে তারা দলীয় কার্যলয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। মহানগর সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, সহ-সভাপতি ফয়সাল আহমেদ কুট্রি,নুরুল মোমেন পোটন, তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ,যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার,আরিবা সোলাইমান তারেক,আরমান সিকদার নুন্না,আরিফুর রহমার মুন্না,সৈয়দ সুরুজ,গফফার মোল্লা,দিন ইসলাম ইকু,এবিএম ফয়সাল প্রমুখ।

বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ

শামীম আহমেদ:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা প্রত্যহার সহ নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ই) ডিসেম্বর মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ ঝটিকা মিছিল বের করে মহানগর যুবদল।

দলীয় কার্যলয় থেকে প্রথমে মহানগর যুবদল মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশের বাধার মুখে পড়ে তারা এক প্রর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে নগরীর সদররোড,কাকলী মোড়,ফজলুল হক এ্যাভিনিয় সড়ক হয়ে স্টিমার ঘাট গিয়ে শেষ করে।

এর পর্বে দলীয় কার্যলয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহানগর সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন,সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, মিজানুর রহমান পলাশ।

অপরদিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ছাত্রদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব ও সাধারন সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম উদ্দিনের নেতেত্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে এক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ফজলুল হক এ্যাভিনিয়, সিটি কর্পোরেশন, দক্ষিণ চক বাজার গ্রিজ্জামহল্লা সদররোড হয়ে মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ করে।

এখানে সভাপতি এ্যাড,পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাড,এইচ.এম তছলিম উদ্দিন,মামুন রেজা খান,,মোঃ জাহিদ হোসেন, সালাউদ্দিন নাহিদ,মাওলা রাব্বি শামীম ও কোতয়ালী যুবদল ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন।

ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারতে বরিশাল মহানগর আ’লীগের সভাপতি-সম্পাদক

মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) এর মাজার জিয়ারত করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় মহানগর আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।