বরগুনায় টার্গেট কোচিং এর বিরুদ্ধে অবৈধ বাণিজ্যসহ নানান অভিযোগ

বরগুনা প্রতিনিধি: বরগুনায় টার্গেট কোচিং নামক একটি কোচিং এর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ উঠেছে। বরগুনা জেলাসদরের কলেজ রোডস্থ ডক্টরস্ কেয়ার ক্লিনিকের বিপরীতে অবস্থিত স্কলার জব কোচিংই এখন টার্গেট জব কোচিং, টার্গেট নার্সিং ভর্তি কোচিং, টার্গেট ইকোনোমিকস কোচিং। স্থানীয় এক স্কুল শিক্ষক আবু হাসান (ছদ্মনাম) বলেন, টার্গেট কোচিং এর বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই। তার মধ্য একটি হলো স্কলার জব কোচিং এর জন্য আইনত বৈধ কাগজপত্রের আবেদন করলেও টার্গেট এর জন্য তেমন কিছুই করেনি। কোচিংটি এখনো স্কলারের নামেই চলছে। টার্গেট কোচিং এর সাবেক এক শিক্ষার্থী নাসিমা আক্তার (ছদ্মনাম) বলেন, স্কলার কোচিং এ একজন অধ্যক্ষকে শুরু থেকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে টার্গেট আজ এই ব্যবসা দার করিয়েছে। একপর্যায় অবৈধ এই রমরমা কোচিং বাণিজ্য বিস্তর করতে ও কোচিং কর্তৃপক্ষের কাছে তার পাওনা প্রায় ২৫ হাজার টাকার বিনাপরিশোধেই তাকে বাদও দেয়া হয়। এবিষয় কোচিং কর্তৃপক্ষ হতে তেমন কিছু জানা যায়নি। তবে স্কলার থেকে টার্গেট নামকরনের কথা উল্লেখ করে কোচিং কর্তৃপক্ষের একজন সাইফ উল্লাহ সাইফ জানান, টার্গেট এর নিবন্ধনের চেষ্টা করছি আমরা। দেশে স্কলার নামে আরো কয়েকটি কোচিং আছে। তাই স্কলার পরিবর্তন করে টার্গেট করেছি।

বরগুনায় শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার নিলেন আ’লীগ-বিএনপি’র মনোনীত প্রার্থী

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা – ১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ এবংবাংলাদেশজাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থীরাশান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার নিলেন প্রায় ৩০০ যুব ভোটারদের উপস্থিতিতেবরগুনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামেডেমোক্রেসিইন্টারন্যাশনাল আয়োজিত“শান্তিতে বিজয়” ক্যাম্পেইনের“শান্তির উৎসব” – এ।

আয়োজনে অংশ নেয় বরগুনাজেলার প্রধান দুইটি দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকগণসহ ভোটারদের একটি অংশ।একজাঁকজমকপূর্ণপরিবেশেতিন শতাধিক মানুষের অংশগ্রহণে ছিলশান্তি র‍্যালী, বিতর্ক প্রতিযোগীতা, কুইজ সেশন, ভিডিও প্রদর্শনী, শান্তির অঙ্গীকার পাঠ, শান্তির পক্ষে ভোট ওদেশাত্মবোধক গান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ -এর মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবংবাংলাদেশজাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী মতিউর রহমান তালুকদার।অনুষ্ঠানে শুভেচ্ছা/স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসিইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন হামিদা বেগম।

এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আমি অবশ্যই চাইবো আমার দেশের জনগণ আওয়ামী লীগে ভোট দিক। তবে আওয়ামী লীগ এর তরফ থেকে প্রচার প্রচারণায় কোনো বাঁধা সৃষ্টি করা হবে না। আপনারাও চেষ্টা করবেন প্রচার প্রচারণায় কোথাও যেন কোনো বাঁধা সৃষ্টি না হয়। শান্তিপূর্ণ ভাবে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই।এসময়ে তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে আদর্শ নাগরিক হিসেবে সকল অপশক্তির উপর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।নির্বাচন সম্পর্কে উপস্থিত তরুণ ভোটারদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন তার এই ক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেবেন।

মতিউর রহমান তালুকদার তার বক্তব্যে বলেন, একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের মাধ্যমেই দেশে নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব।উপস্থিত তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনিবলেন, তোমরা দেখে শুনে যাকে সৎ ও যোগ্য প্রার্থী বলে মনে করবে তাকেই ভোট দেবে।নির্বাচন সম্পর্কে উপস্থিত তরুণ ভোটারদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার ক্ষেত্রে যদি প্রশাসনের অর্থনৈতিক কোনো হস্তক্ষেপ না থাকে, নির্বাচন কমিশনের যদি কোনো নীল নকশা না থাকে, ভোট কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারে তবেই দেশের মানুষের উন্নয়ন, শান্তি এবং তাদের মতামতের প্রতিফলন হবে।

 

বক্তব্য ও প্রশ্ন-উত্তর পর্ব শেষে দুই প্রার্থীই এক মঞ্চে শান্তিপূর্ণ নির্বাচনেরশপথ গ্রহণ করেন।সকল অংশগ্রহণকারীকে শপথ পাঠ করান প্রবীণ শিক্ষাবিদ প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

 

তালতলীতে হাত পাখার প্রার্থীর গণসংযোগ

তালতলী প্রতিনিধি: বরগুনা তালতলীতে হাত পাখার  প্রার্থীর গনসংযোগ ও প্রশাসনের সাথে সাক্ষাত করেছেন বরগুনা ১আসনের চরমোনাই পীর মনোনীত প্রার্থী জনাব মাও: .মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ সহ
৫নং বড়বগীর ইউনিয়ন,৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন ও ৭নং সোনাকাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতা কর্মিরা গণসংযোগ করেন।
উক্ত  গণসংযোগে আরো উপস্তিত ছিলেন ইসলামী  আন্দোলনের সি.সহ.সভাপতি শাহ আলম তালুকদার,যুগ্ম সম্পাদক মো.জাকির,বরগুনা জেলা কমিটি ও সাবেক সভাপতি মাও.আফজাল হোসাইন,ইসলামী  আন্দোলন তালতলী  উপজেলা শাখা প্রমুখ।

আমতলীতে ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় ডিলারের কারাদন্ড

মো: মহসীন মাতুব্বর. আমতলী প্রতিনিধি: আমতলীর চুনাখালী বাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিতরনে ওজনে কম দেওয়ায় বুধবার সকালে চুনাখালী বাজারের হারুন অর রশিদ নামে এক ডিলারকে ৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার।
জানা গেছে, চুনাখালী বাজারের ১০ টাকা কেজি দরের চাল তিরনে ডিলার মো: হারুন অর রশিদ বিভিন্ন সময় ৩০ কেজি চালের পরিবর্তে ২০-২৫ কেচি চাল দিয়ে আসছে। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও চাল গ্রহনকারী হতদরিদ্র সদস্যদের সাথে বাক বিতন্ডাও হয়। এ নিয়ে এলাকায় বেশ অসন্তোষও চাপা ক্ষোভ বিরাজ করছিল। চাল বিতরনে অনিয়মের খবর পেয়ে বুধবার সকাল ১১ টায় আমতলী উপজেলা নির্বহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (ূভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ চন্দ্র মজুমদার ডিলার হারুন অর রশিদের দোকানে অভিযান পরিচালনা করে ৩০ কেজি চালের পরিবর্তে ২০-২৫ কেজি করে চাল দেওয়ার অভিযোগের সত্যতা পান। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের জেল হাজতের নির্দেশ প্রদান করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, ভ্রাম্যান আদালতের মাধ্যমে ৫ দিনের কারাদন্ড প্রাপ্ত হারন অর রশিদকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো: মহসীন মাতুব্বর আমতলী প্রতিনিধি: আমতলীর পশ্চিম চিলা গ্রামে বৃহম্পতিবার সকাল ৯টার সময় পুকুরের পানিতে ডুবে তৃষ্ণা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তৃষ্ণা হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের রতন সিকদারের মেয়ে। সকলের অজান্তে পুকুর পারে খেলতে গিয়ে পানিতে পরে মারা যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

পাথরঘাটায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অতিষ্ট এলাকাবাসী

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের এক বিএনপি নেতার বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির বিস্তর অভিযোগ উঠেছে। বিদ্যুত দেয়ার নাম করে লাখ টাকা উত্তোলণ করে আত্মসাত, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের ইট দিয়ে নিজের বাড়িতে রাস্তাকরণ, মসজিদ মাদ্রাসার নামের টিআরের চাল আত্মসাতসহ মকিম সিকদার নামের ওই নেতার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, মকিমের স্বেচ্ছাচারিতা প্রতিবাদ করতে গিয়ে মামলা দিয়ে মারধরের শিকার ও পুলিশী হয়রানী, জেল জুলুমেরও শিকার হতে হয়েছে অনেককে।

খোঁজ নিয়ে জানা যায়, মকিম সিকদার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ৫নং ব্লকের সাবেক ইউপি সদস্য ও একই সাথে কালমেঘা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি। তিনি ইউপি সদস্য থাকাকালীন নানা অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় নেয়া সবশেষ নির্বাচনে অংশ নিয়ে সতজন প্রার্থীর মধ্যে ৭৯ ভোট পেয়ে ৫ম অবস্থানে পরাজিত হন।

গত ১৮ জুলাই ওই এলাকার বাসিন্দা মাহবুব খতিব পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের বরাবরে বিদ্যুত সংযোগের নামে মকিম সিকদার ও তার মেয়ে মুনিরা বেগমের অর্থ উত্তোলন করে আত্মসাতের একটি অভিযোগ দেন। অভিযোগে এলাকার ৫০টি পরিবার থেকে ১০ হাজার করে মোট ৫ লাখ টাকা উত্তোলন করে মকিম ও মুনিরা আত্মসাত করেছেন মর্মে উল্লেখ করা হয়। একই সময়ে ওই এলাকার আর একজন বাসিন্দা জহিরুল ইসলাম এইচবিবি প্রকল্পের অধিনে ১৬৪০ ফুট গ্রামীণ রাস্তা পাকাকরণে অনিয়ম প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আরও একটি অভিযোগ দায়ের করেন।

বিদ্যুত সংযোগে অনিয়মের অভিযোগ এনে দরকাস্ত করার পরপরই ক্ষেপে যান মকিম। গত ২০ মকিম ও তার মেয়ে মুনিার বেগম, স্ত্রী সাজেদা ও মেঝ মেয়ে রাবেয়া বেগম মাহবুবের বাড়িয়ে গিয়ে অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগ করে এবং অকথ্য গালিগালাজ করে এলাকা ছাড়া করার হুমকী দেন। তাদেও ভয়ে দরজা বন্ধ করে ঘওে অবস্থান নেন মাহবুব। এসময় মাহবুবের পক্ষাবলম্বন করে আবদুল মালেক প্রতিবাদ করলে তাকে মকিম ও তার মেয়েরা বেদম মারধর করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসা দেয়া হয়। ২৫ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হওয়ার পরে ২৭ অগাষ্ট মালেক বাদী হয়ে বরগুনা দ্রুত বিচারিক ট্রাইব্যুনালে মকিম ও তার মেয়ে রাবেয়া, মুনিরা, স্ত্রী মাজেদা বেগমসহ ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমসলে নিয়ে আদালত এফআইআর এর নির্দেশ দেন। বর্তমানে ওই মামলা তদন্তানাধীন আছে।

একইভাবে রাস্তা পাকাকরণের দূর্ণীতি আশ্রয় নেয়া ও নিজের বাড়িতে সরকারি ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ দেয়ার পর অভিযোগকারী জহিরুল ইসলাম ও তার সহযোগীদের দেখে নেয়ার হুমকি দেন মকিম। ভীত সন্ত্রস্ত্র হয়ে জহিরুল মাকিমের সাথে আপোষ করেন। বাকীরা তার চাপে নমনীয় না হওয়ায় মেয়ে রাবেয়া বেগমকে বাদী করে বরগুনা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টার মিথ্যে অভিযোগ এনে একটি মামলা দায়ের করান। ওই মামলা মাহবুব ও মালেক পলাতক রয়েছে। মিলনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। বর্তমানে মিলন জামিনে মুক্ত রয়েছেন।

পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য থাকাকালীন তার বাবা মৃত সামাদ সিকদার বাড়ির মসজিদ ও মাদ্রাসার নামে তিনবার টিআর উত্তোলন করেছেন। মসজিদ পরিচালনা কমিটির অভিযোগ, বরাদ্দকৃত টিআর এর বিন্দুমাত্র কাজ না করিয়েই তিনি আত্মসাত করেছেন। একই সাথে জনস্বাস্থ্য প্রকৌশল পাথরঘাটা কার্যালয় থেকে প্রতিবেশী জালালের স্ত্রী নামে নলকুপ বরাদ্দ নিয়েছিলেন মকিম। কিন্ত সেটি নিজ বাড়িতে স্থাপন করেছেন।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে মকিম সিকদারের বাড়িতে প্রবেশের রাস্তাটি ইট দিয়ে পাকাকরণ দেখা যায়। এছাড়াও যে মাদ্রাসার ও মসজিদেও নামে তিনি টিআর উত্তোলন করেছেন, ওই মসজিদ ও মাদ্রাসা প্রায় পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী জানান, মকিম ও তার মেয়েদেও স্বেচ্ছারীতার শিকার হয়েছেন অনেকেই। বিদ্যুেেতর নাম করে টাকা উত্তোলন করলেও অনেকেই এখনো বিদ্যুত সংযোগ পাননি। এ নিয়ে প্রতিবাদ করলেই মকিম ও তার মেয়েরা হুমকি ধামকি ও মামলা হামলার ভয় দেখান। এলাকার বাসিন্দা জলিল খতিব জানান, মকিমের অত্যাচাওে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের অনিয়মের প্রতিবাদ করলেই মেয়েদের ব্যবহার করে হয়রাণী করেন। মেয়েরা প্রকাশ্যে হুমকী ধামকি দেয়, এমনকি অনেককে মারধর ও কওে উল্টো মামলা কওে হয়রানী করে।

সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, এলাকাবাসী ওনার ও মেয়েদের অত্যাচারে অতিষ্ঠ। মেয়েরা কেউ সুপথে নেই। প্রত্যেকেই একাধিক স্বামী পরিত্যাক্ত্যা। এমনকি মেয়েদের বিয়ের নাম করে নির্বাচনের সময় হবু পাত্রের থেকে টাকা পয়সা এনে পরে আর মেয়েকে বিয়ে দেননি এমনও অভিযোগ আছে। এটা এক প্রকার মেয়েদের ব্যবহার কওে ব্যবসাও বলা চলে। গোটা পরিবারের সদস্যই দূর্ণীতি অনিয়মের সাথে ওতপ্রতভাবে যুক্ত। বিশেষ কনে ওনার বড় মেয়ে স্কুল শিক্ষিকা মুনিরা বেগমই বাবার এসব অনিয়মের নেপথ্য ইন্ধনদাতা। এলাকার অনেককে উনি মেয়েদেও ব্যবহার করে মামলা দিয়ে হয়ারানী করছেন। আমরা ওনাদের পরিবারের এসব অত্যাচার থেকে মুক্তি চাই।

এ ব্যপারে কথা বলতে মকিম সিকদাওে বাড়িতে গেলে তার মেয়ে রাবেয়া বেগম সাংবাদিক পরিচয় জেনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এ বিষয়ে তিনি বা তার কথা বলবেন না বলে জানান। মকিম সিকদাওে সাথে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যপারে কোন মন্তব্য করতে রাজী হননি।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালমেঘার ইউপি চেয়ারম্যান আকন মোঃ শহীদ জানান, রাস্তা ও বিদ্যুত উভয়ে অনিয়ম প্রসঙ্গে তিনি জানেন। তিনি মকিম সিকদারকে ডেকে এসব করতে নিষেধ করেছেন। এমনকি রাস্তার কাজ দু’দিন বন্ধও করের রেখেছিলেন। এছাড়া বিদ্যুতের নাম করে টাকা উত্তোলনের অভিযোগ পাবার পর তিনি বিদ্যুত বিভাগের মাধ্যমে যথাযথ বিদ্যুতায়নের ব্যবস্থাও করিয়েছেন বলে জানান।

অভিযোগ প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, আমি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে তদন্ত স্বাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

বরগুনায় সেরা তরুন করদাতা রেজাউল করিম শাহজাদা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন দ্বিতীয় বারের মত এ বছর সর্বোচ্চ আয় কর প্রদান করায় তিনি বরগুনা জেলায় সেরা তরুন করদাতা নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টায় জাতীয় রাজস্ব বোর্ড বরিশাল কর অঞ্চলের আয়োজনে হোটেল গ্রান্ড পার্কে এ উপলক্ষে এক সম্মানানা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য অরিফা শাহানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাহফুজুর রহমান, বরিশাল অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন ও অতিরিক্ত কর কমিশনার মো: আবুল বাশার প্রমুখ। সভা শেষে বরগুনা জেলায় শ্রেষ্ঠ তরুন করদাতা মো: রেজাউল করিম শাহজাদা আকনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামচন্দ্র দাস।

 

তালতলীতে থামছেনা মৎস্য শিকার

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী’র বঙ্গপসাগরের মোহনায় থামছে না ইলিশ শিকার। দিনে রাতে সমানতালে চলছে এ মৎস্য শিকার। প্রতিদিনই জেলেরা মৎস্য অফিসের টহলরত লোকজনদের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছে। জানাগেছে, বিগত ৭ অক্টোবর গভীর রাত থেকে ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান শুরু হয়। এ অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সরেজমিনে গিয়ে গতকাল  দুপুরে এমনি চিত্র দেখা যায় উপজেলার নলবুনিয়া শুভসন্ধা সি বিচের সামনেই বঙ্গপসাগরের মোহনায় স্থানীয় জেলে আশ্রাব আলীসহ ৭-৮জন গোপনে মা ইলিশ শিকার করতে দেখা গেছে তাদের। মৎস্য অফিস কর্তৃপক্ষের তপরতা উপেক্ষা করে প্রতিনিয়ত দিনে ও রাতে সমানতালে বঙ্গপসাগরের মোহনায় ইলিশ শিকার করছেন জেলেরা। রাতে মোহনায় জোয়ার আসার সাথে সাথে জেলেরা খুটা দিয়ে গাতা করে কারেন্টজাল ফেলে বসে থাকে। ঘন্টাখানেক অপেক্ষার পরে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার কেটে জাল তুলে কিনারে ফিরে এসে পাশেই ঝাউবনের বালুর নিচে জাল ও মাছ লুকিয়ে ফেলে।

এতে প্রতিদিন সাগরের মোহনা থেকে অনেক মা ইলিশ ধরা পরছে ও ওই মাছ গ্রামে গিয়ে গোপনে বিক্রি করে দেওয়া হচ্ছে। নৌ পুলিশ এবং কোস্টগার্ডের পাশেই নলবুনিয়া শুভসন্ধা সি বিচে চলছে এ মৎস্য শিকার। অভিযুক্ত আশ্রাব আলী বলেন আমি অবরোধের ভিতরেও নদীতে জাল পেতেছি এটা আমার ভুল হইছে আর আজকে মাছ কম পাইছি। তিনি আরও বলেন এখানে প্রতিনিয়ত অনেক জেলেরা খুটা দিয়ে কারেন্টজাল দিয়ে মাছ ধরেন।

তালতলী উপজেলা সিনিয়ারর্ (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা বীরেন্দ্র নাথ বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি। মাঝে মধ্যে কিছু অসাধু জেলেরা নদীতে জালা পাতে। আর এ বিষয় আমার জানা নেই খোঁজখবর নিয়ে অভিযান পরিচালনা করে এদেরকে আইনের আওয়াতায় আনা হবে।

দুর্গাপূজা উপলক্ষে তালতলী উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভা

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী: বরগুনার তালতলী দুর্গাপূজা উপলক্ষে তালতলী পূজা কমিটি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা সমন্বয় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল বুধবার ( ১০) সেপ্টেম্বর তালতলী উপজেলা পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ফারজানা রহমান আরও উপস্থিত ছিলেন তালতলী থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ শহিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান তালতলী পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট জগদীশ এবং কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস এসময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
এবার তালতলীতে মোট ১২ টি মন্ডপে হবে দুর্গাপূজা। পূজা শান্তিপূর্ণভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও  বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মণ্ডপগুলোকে ভাগ করা হয়েছে। এরমধ্যে ৩টি সাধারণ, ৪টি গুরুত্বপূর্ণ ও বাকি ৫টি অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে ১১ সদস্য বিশিষ্ট পূজা মণ্ডপ কমিটি গঠন করা হয়েছে। তবে প্রতি মন্ডপে পুলিশ গ্রাম পুলিশ আনসার সদস্য নিরাপত্তার জন্য কাজ করবে। এছাড়া সার্বক্ষণিকভাবে  গোয়েন্দা নজরদারী রাখা হবে।

তালতলীতে মাকে পিটিয়ে আহত করল ছেলে

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী: বরগুনা তালতলী উপজেলা কলারং গ্রামে সম্পত্তির লোভে লাইলি বেগমকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন সৎ ছেলে জাকির হাওলাদার ও তার সহযোগীরা। স্থানীয়রা সন্ধ্যায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, উপজেলার কলারং গ্রামের আবদুস ছত্তার হাওলাদার ৩২ বছর আগে লাইলি বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। গত ১০ বছর আগে লাইলি বেগম তার বাবার বাড়ির জমি বিক্রি করে ছত্তার হাওলাদারের সংসারে খরচ করে। ওই সময় এ টাকার পরিবর্তে লাইলিকে ১৫ শতাংশ জমি দেয়ার কথা ছিল। কিন্তু ছত্তার হাওলাদার ওই জমি তাকে দেয়নি। এ বছর আগস্ট মাসে ছত্তার হাওলাদার গোপনে তার বড় স্ত্রীর মেয়ে শাহিদাকে এক একর ২৮ শতাংশ জমি দলিল করে দেয়। শনিবার ছেলে জাকির হাওলাদার তার স্ত্রী সাবিনা বেগম ও বোন শাহিদা বেগমের সঙ্গে জমি নিয়ে লাইলি বেগমের কথা কাটাকাটি হয়।এক পর্যায় তাকে আহত করে ফেলে।