বন্ধ হয়ে যাবে উইন্ডোজ ৭

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, গত ১৪ জানুয়ারির পর উইন্ডোজ ৭ আর কোনো আপডেট পাচ্ছে না। মূলত উইন্ডোজ এক্সপির পর উইন্ডোজের ৭ সংস্করণটি বন্ধ করে দিতেই এমন উদ্যোগ নিয়েছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ৭ পিসি কোনো ধরনের সফটওয়্যার আপডেট না পেলে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি উইন্ডোজের সর্বশেষ ফিচার ব্যবহারের সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে। তবে চাইলে উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা তাদের পিসিকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে নিতে পারবেন। এজন্য আপনার এমন কনফিগারেশনের পিসি থাকতে হবে যা উইন্ডোজ ১০ সমর্থন করবে। উইন্ডোজ ৭ ব্যবহৃত পিসিটি যদি উইন্ডোজ ১০ সমর্থন করে, তবে কোনো ডাটা বা ফাইল হারানো ছাড়াই আপগ্রেড করে নেওয়া যাবে। উইন্ডোজ ১০ একটি ‘লিগ্যাসি মোড’ রেখেছে যা চলমান সব পুরোনো অ্যাপ্লিকেশনকে নতুন সিস্টেমে সচল রাখবে। উইন্ডোজ ১০-এ আপগ্রেড করে নিলে পুরোনো অ্যাপ্লিকেশনগুলো আপডেট পেতে শুরু করবে।

পিসিতে কি উইন্ডোজ ১০ চলবে

প্রথমেই দেখতে হবে আপনার উইন্ডোজ ৭ চালিত কম্পিউটারটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম গ্রহণে সক্ষম কিনা। যেসব পিসি উইন্ডোজ ৭ গ্রহণ করতে সক্ষম, তার বেশিরভাগই উইন্ডোজ ১০ সমর্থন করে। তবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমটি চালু করতে ন্যূনতম কনফিগার যা হতে পারে- কমপক্ষে ১ গিগাহার্টজ গতির প্রসেসর, র‌্যাম হতে হবে ১ গিগাবাইট (৩২ বিটের জন্য) এবং ২ গিগাবাইট (৬৪ বিটের জন্য), হার্ডড্রাইভ ন্যূনতম ৩২ গিগাবাইট, গ্রাফিক্স কার্ড ডিরেক্টএক্স বা ডব্লিউডিডিএম ১.০ ড্রাইভারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ডিসপ্লে ৮০০ বাই ৬০০ পিক্সেল। যদি পিসির কনফিগার সমর্থন করেন তবে ৬৪ বিট বেছে নেওয়াটাই ভালো হবে। এতে বেশি সফটওয়্যার ব্যবহার করার পাশাপাশি অধিক র‌্যাম থাকার সুবিধাও পুরোপুরি উপভোগ করা যাবে। উইন্ডোজ ১০-এ আপগ্রেড করতে হার্ডওয়্যার চাহিদার সঙ্গে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। ইনস্টলার আপনাকে ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত করার সুবিধাও দেবে।

উইন্ডোজ ১০ ইনস্টল

অফিসিয়ালভাবে মাইক্রোসফটের অনলাইন স্টোর থেকে উইন্ডোজ ১০ পেতে পারেন। নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে নতুন সিস্টেম গ্রহণের আগে প্রয়োজনীয় সব ডাটা সংরক্ষণ রাখা জরুরি। আর ইনস্টল হয়ে গেলে উইন্ডোজ ১০-এ অনায়াসে উপভোগ করতে পারবেন সব ফিচার।

ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন কার্যকর আছে কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপত্তা প্রদান ও অানুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রনয়নের জন্য ২০০৬ সালে পাশ হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬।আইনটি কার্যকর হবার পর উক্ত আইনের কয়েকটি ধারা সম্পর্কে সর্বমহলে আপত্তি শুরু হওয়ায় এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরন ও ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধসমূহ সনাক্তকরন,প্রতিরোধ,দমন, ও বিচার এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধি প্রনয়নের উদ্দেশ্য ২০১৮ সালে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮।অনেকে ধারানা করে থাকেন বা বলেন যে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশ হবার পর পূর্বের পাশ হওয়া ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বাতিল হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে।এমন ধারনা বা বক্তব্যর আইনগত কোন ভিত্তি আছে কিনা তা আইনগতভাবে বিশ্লেষন করলে পাওয়া যায় যে বর্তমানে বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এবং ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ দুটো আইনই বিদ্যমান ও কার্যকর আছে।
ডিজিটাল নিরাপত্তা আইন পাশের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর কয়েকটি ধারা বিলুপ্ত হয়েছে মাত্র কিন্তু পুরো আইনটি বাতিল হয়নি অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর যেকয়টি ধারা বিলুপ্ত করা হয়েছে সেগুলো ব্যতীত বাকি ধারাগুলো সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ বর্তমানেও বলবৎ রয়েছে।যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর ৬৮ ধারা মোতাবেক গঠিত সাইবার ট্রাইবুনাল বর্তমানেও বিদ্যমান এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সংঘটিত অপরাধসমূহের বিচার করার জন্য “ট্রাইবুনাল”বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০১৮ এর ৬৮ ধারা মোতাবেক গঠিত “সাইবার ট্রাইবুনাল”কে বুঝায়,একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে “আপীল ট্রাইবুনাল” বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর ৮২ ধারা মোতাবেক গঠিত “সাইবার আপীল ট্রাইবুনাল” কে বুঝায়।ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ২(জ) ও ২(ক) ধারায় উক্ত বিষয়গুলো সুস্পষ্ট করা আছে।তাহলে আমাদের এটা জানা গুরুত্বপূর্ন যে,ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ পাশের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর কোন কোন ধারা বিলুপ্ত হয়েছে বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের কোন কোন বিধান বলবৎ রয়েছে।ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ তে এবিষয়ে সুনিদির্ষ্ট বিধান রয়েছে,উক্ত আইনের ৬১ ধারায় উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ পাশের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর কোন কোন ধারা বিলুপ্ত হবে।ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ এর ৬১ ধারার বিধান অনুযায়ী,-ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ কার্যকর হবার সঙ্গে সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর ধারা ৫৪,৫৫,৫৬,৫৭ ও ৬৬ বিলুপ্ত হবে,তবে উল্লেখিত ধারাসমূহের অধীন সাইবার ট্রাইবুনালে সূচীত বা গৃহীত কোনো proceedings বা কোনো মামলা যেকোনো পর্যায়ে বিচারাধীন থাকলে উহা এমনভাবে চলবে যেন উক্ত ধারাসমূহ বিলুপ্ত হয় নাই।উপরোক্ত আইনগত বিশ্লেষন থেকে ইহা স্পষ্ট যে,ডিজিটাল নিরাপত্তা আইনের ৬১ ধারা মোতাবেক বিলুপ্তকৃত উল্লেখিত ধারাসমূহ ব্যাতীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এর বাকি ধারাসমূহ এবং বিধানাবলী ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ পাশ হবার পরেও বিদ্যমান ও কার্যকর।এবং ডিজিটাল নিরাপত্তা আইনে সংঘটিত কোন অপরাধের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন,২০০৬ এবং ডিজিটাল নিরাপত্তা আইন,২০১৮ উভয় আইনের বিধানাবলী প্রযোজ্য এবং কার্যকর।
লেখকঃএডভোকেট মোঃ কাওসার হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবি ও আইনগ্রন্থপ্রনেতা।

নতুন গ্রহের সন্ধান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

অনেকটা তুলার বলের মতো বা হাওয়াই মিঠাইয়ের মতো নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপে এ গ্রহের উপস্থিতি ধরা পড়েছে।

এ ব্যাপারে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, কেপলার ৫১ মানের নক্ষত্রমণ্ডলীর মধ্যে অবস্থান করছে নতুন গ্রহটি।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসিকা লিবি-রবার্টস বলছিলেন, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। আমরা বড় ওই কেপলার ৫১ তে পানির উপস্থিতির অনুসন্ধান করছিলাম। তখনই হঠাৎ এই পেঁজা তুলার বলের মতো দেখতে নতুন গ্রহটি আমাদের নজরে আসে।

৫১ মানের নক্ষত্রমণ্ডলীতে প্রধানত তিনটি বৃহদাকার গ্রহ রয়েছে। দূর থেকে দেখলে মনে হয়, তুলার আস্তরণে ঢাকা ওই তিনটি গ্রহ। এর মধ্যে একটি গ্রহ ২০১২ সালে নাসার বিজ্ঞানীদের নজরে আসে।

সূত্র : ইনসাইডার