অনার্স চতুর্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনতিবিলম্বে ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd) মাধ্যমে সকলকে জানানো হবে।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ অনেকেই যুক্ত ছিলেন।

 

মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য বিষয় আলোচনা হয়। আলোচনায় উপাচার্য চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত জানান। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উন্নতি হওয়ার বিষয়েও মতামত গ্রহণ করা হয়।

উপাচার্য জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে সংকটাপন্ন না হয় এবং একই বর্ষে যাতে দীর্ঘদিন আটকে থাকতে না হয় সে বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গভীরভাবে চিন্তা ভাবনা করছে। পর্যায়ক্রমে আরও সিদ্ধান্ত জানানো হবে।’

এসএসসির ফরম পূরণ স্থগিত

করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের ঘোষিত কঠোর বিধি নিষেধের কারণে সারা দেশে এসএসসির ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়া নতুন করে ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে। গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এ কারণে এসএসসির ফরম পূরণও স্থগিত রাখা হয়।

সোমবার আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।’

সময় বাড়ানো নিয়ে তিনি জানান, অধিকাংশের ফরম পূরণ হয়ে গেছে। তবে যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ল ২২ মে পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছুটি চলাকালে নিজেদের ও অন্যদের করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পরে ২৩ মে থেকে শুরু হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার এক দশক পর যাত্রা শুরু করলো “বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব”। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সভাপতি ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিজ্ঞান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড.মো. ছাদেকুল আরেফিনের সাথে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও প্রতিষ্ঠাতা সদস্যদের এক বৈঠক শেষে আজ সোমবার আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ।

ক্লাবের উপদেষ্টামণ্ডলী হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রয়, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান রহমান সাকিব, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাবিরা আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম সুমন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ইমদাদুল হক, কোষাধ্যক্ষ পদে উপকূল ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের শেখ শাহনেওয়াজ জিমি, দপ্তর সম্পাদক পদে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. সাহাবুদ্দিন, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের আহাদুল ইসলাম ফাহিম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সৈয়দা সানজিদ ফেরদৌস জেবা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সজীব ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের আল আমিন হোসেন রোহান ও অনুষদ সমন্বয়ক পদে পরিসংখ্যান বিভাগের নাহিদুল ইসলাম সিফাত।

সরকারি বিএম কলেজে PSDA- এর কমিটি গঠন, সভাপতি শর্মী, সম্পাদক ছগির

সরকারি বিএম কলেজের ‘Political Science Debating Assembly’ এর দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন ও  পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনে PSDA এর সদস্যদের মাঝে পুরষ্কার বিতরন করেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও রাষ্ট্রবিজ্ঞান বিতর্ক সংসদের প্রধান উপদেষ্টা খান মোঃ গাউস মুসাদ্দিক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার রুমে আয়োজিত সভায় নতুন কমিটি ঘোষনা করেন PSDA এর প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মুসাদ্দিক। তিনি ওমানা আনজেলিন শর্মীকে সভাপতি ও ছগির আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ-২০২১ ঘোষনা করেন। এসময় সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ খান, আকতার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, প্রভাষক ফিরোজ আহমেদ, নুরুল আমিন হিরু, সেকান্দার হাওলাদারসহ রাষ্ট্রবিজ্ঞান বিতর্ক সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা গ্রহণ শুরু হবে।
২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ স্থগিত পরীক্ষা এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাসহ অন্যান্য সকল প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে (২৪/০৫/২০২১) থেকে শুরু হবে।

এছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী ৮ জুন (০৮/০৬/২০২১) থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd)  প্রকাশ করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (চলতি দায়িত্ব) দফতর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ববির প্রক্টর সুব্রত কুমার দাস জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

উল্লেখ, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ববির বিভন্ন বিভাগের পরীক্ষা শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এর আগে করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।

বদলে গেছে ঝালকাঠি সরকারি কলেজ

আরিফুর রহমান আরিফ ।

ঝালকাঠি সরকারি কলেজ ১৯৬৪ সালে স্থাপিত হয়।বর্তমানে নতুন চেহারা পাচ্ছে,বদলে যাচ্ছে অনেক কিছু।

কলেজের মূল ভবনের সামনে এসে থমকে দাঁড়াতে হয় ফুলের বাগান দেখে। চারদিকেই সংস্কার আর নতুনত্বের ছাপ।

কলেজ ক্যাম্পাসে ফুলের বাগান

গত কয়েক বছরে অনেকটাই পাল্টে ফেলেছে কলেজটি। বাগান ও রাস্তার পাশাপাশি সংস্কার করা হয়েছে কলেজের সীমানা প্রাচীরের। এ ছাড়া দশতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন ও আধুনিকায়ন ছাত্রীনিবাস নির্মাণ,পানীয় জল সরবরাহের ব্যবস্থাসহ বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

ফিরোজা আমু ছাত্রী নিবাস

কেবল বাইরে নয়, পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে এই কলেজের শিক্ষার্থীর মেধা ও মননে।করোনা ভাইরাসের কারণে লেখাপড়া যাতে একেবারে বন্ধ না হয়ে যায় এরজন্য নিয়মিত চলেছে অনলাইন ক্লাস।

কলেজটিতে প্রতিবছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হচ্ছে বড় পরিসরে।এছাড়াও চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের গান ও আবৃত্তির আসরেরও আয়োজন করা হচ্ছে।

অর্নাস ভবন

গত বুধবার দুপুরে ঝালকাঠি সরকারি কলেজে গেলে কথা হয় অধ্যক্ষ ইলিয়াস বেপারীর সঙ্গে । তিনি বলেন, আমরা কলেজেটাকে নান্দনিক রূপ দিতে চেষ্টা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মহোদয়ের অবদানে কলেজটি বদলে যাচ্ছে।

দশতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান

কথা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বলেন, ‘ক্যাম্পাসটা এখন ভীষণ সুন্দর লাগে। বিশেষ করে ফুলের বাগান দেখে আমাদের খুব ভালো লাগে। সব মিলিয়ে আগের চেয়ে অনেক খোলামেলা মনে হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিএনসিসির উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

ফয়সাল মৃধা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের 25 ব্যাটেলিয়ানের উদ্যোগে বরিশাল শহরের সরকারি বিএম কলেজে বেলা ১১ টা মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, রক্তদান কর্মসূচি, এবং দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে ১০০ টি কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে জনসচেতনতা মূলক এক র্যালি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেস্ট লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল অউয়াল বিএন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তফা কামাল, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসির উদ্দিন, A কোম্পানি কমান্ডার ২/লেফটেন্যান্ট মো :দরবেশ আলী, Bকোম্পানি কমান্ডার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ২/লেফটেন্যান্ট ড. মোঃ আব্দুল বাতেন চৌধুরী এবং সরকারি বিএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আল-আমিন সরোয়ারসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক মন্ডলী।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ, ইসলামিয়া কলেজ, এবং সরকারি মডেল স্কুল ও কলেজের বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত এবং সামরিক প্রশিক্ষকগন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রায় ৫০ জন ক্যাডেট অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজকদের প্রতি আমাকে এখানে দাওয়াত করার জন্য । অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আর নৈতিক দায়িত্ববোধ থেকে প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সভাপতির বক্তব্যে সরকারি বিএম কলেজের প্রফেসর ডঃ মোঃ গোলাম কিবরিয়া বলেন বিএনসিসি সব সময় ভালো কাজ করে আমরা সর্বদা বিএনসিসির পাশে আছি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সহ এই মহতী উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি বিএম কলেজের Puo জনাব এইচ এম মিজানুর রহমান

অটোপাসে জিপিএ- ৫ পেল ১৬১৮০৭ শিক্ষার্থী

এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় এবছর পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর সারাদেশে পাসের হার শতভাগ।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করেছেন।

এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর শিক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭।

গত বছরের ১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের মহামারির কারণে তা আর নেওয়া যায়নি। সে কারণে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা ছাড়া ফল প্রকাশের জন্য আইনও সংশোধন করতে হয়েছে।