বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার এক দশক পর যাত্রা শুরু করলো “বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব”। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সভাপতি ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিজ্ঞান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড.মো. ছাদেকুল আরেফিনের সাথে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও প্রতিষ্ঠাতা সদস্যদের এক বৈঠক শেষে আজ সোমবার আগামী ১ বছরের জন্য কমিটির অনুমোদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ।

ক্লাবের উপদেষ্টামণ্ডলী হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রয়, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ পারভেজ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাখাওয়াত হোসেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান রহমান সাকিব, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাবিরা আক্তার, গণিত বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম সুমন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ইমদাদুল হক, কোষাধ্যক্ষ পদে উপকূল ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের শেখ শাহনেওয়াজ জিমি, দপ্তর সম্পাদক পদে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. সাহাবুদ্দিন, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের আহাদুল ইসলাম ফাহিম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সৈয়দা সানজিদ ফেরদৌস জেবা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সজীব ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের আল আমিন হোসেন রোহান ও অনুষদ সমন্বয়ক পদে পরিসংখ্যান বিভাগের নাহিদুল ইসলাম সিফাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *