ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ডেস্ক রিপোর্ট :
কবে পবিত্র ঈদুল আযহা পালিত হতে পারে তার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা জানিয়েছেন বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করবে। এদিন আরবি বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন থাকবে।

আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।

তবে জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে ২৭ জুন পবিত্র আরাফাতের দিন হবে এবং ২৮ জুন ঈদুল আযহা পালিত হবে।

১৮ জুন সৌদি আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর বড় শহরে চাঁদ দেখার সম্ভাবনা কেমন থাকবে সেটিও জানিয়েছেন জ্যোতির্বিদরা।

জাকার্তা, ইন্দোনেশিয়া

আগামী ১৮ জুন জাকার্তায় সূর্যাস্তের ৭ মিনিট পর চাঁদও অস্ত যাবে। তখন চাঁদের বয়স থাকবে সাড়ে ৬ ঘণ্টা। ফলে টেলিস্কোপ দিয়েও এদিন জাকার্তায় চাঁদ দেখা যাবে না।

আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

সূর্যাস্তের ২৯ মিনিট পর আবুধাবির আকাশে চাঁদ অস্ত যাবে। তখন এটির বয়স থাকবে ১২ দশমিক ৪ ঘণ্টা। জাকার্তার মতো আবুধাবিতেও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা যাবে না।

রিয়াদ, সৌদি আরব

সৌদির রাজধানী রিয়াদে সূর্যাস্তের ৩১ মিনিট পর চাঁদ ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ১৩ ঘণ্টা। তবে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকা সাপেক্ষে চাঁদ দেখা যেতে পারে।

জেরুজালেম, ফিলিস্তিন

সূর্যাস্তের ৩৭ মিনিট পর জেরুজালেমে চাঁদ অস্ত যাবে। এটির বয়স থাকবে ১৩ দশমিক ৮ ঘণ্টা। তবে টেলিস্কোপেও এ শহরে চাঁদ দেখা কঠিন হবে।

কায়রো, মিসর

আফ্রিকার দেশ মিসরের রাজধানী কায়রোতে আগামী ১৮ জুন সূর্যাস্তের ৩৬ মিনিট পর চাঁদও মিলিয়ে যাবে। তখন এটির বয়স থাকবে ১৪ ঘণ্টা। জেরুজালেমের মতো কায়রোতেও চাঁদ দেখার জন্য টেলিস্কোপ এবং পরিষ্কার আকাশের প্রয়োজন হবে।

রাবাত, মরক্কো

রাবাতে সূর্যাস্তের ৪৪ মিনিট পর চাঁদ অস্ত যাবে। চাঁদটির বয়স তখন থাকবে ১৬ ঘণ্টা ২ মিনিট। রাবাতে টেলিস্কোপ দিয়ে সহজেই চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।-

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় আজ রোববার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সুনামির কোনো আশঙ্কা নেই। খবর এএফপির।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। ২০১১ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধসের ঘটনা ঘটে।

আজকের ঘটনায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, জাপানের উত্তরাঞ্চলীয় হাক্কায়দো দ্বীপে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ২১০ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২১০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৯ জুন) এ অস্ত্র প্যাকেজ ঘোষণা করা হয়।

এতে ধারণা করা হচ্ছে, কিয়েভ থেকে রাশিয়াকে তাড়ানোর লক্ষ্যে দীর্ঘ-প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছে।

সামরিক সহায়তার প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি রাউন্ড, ড্রোন ও লেজার-গাইডেড রকেট সিস্টেম অস্ত্রগুলো অন্তর্ভুক্ত।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড রক্ষায় জরুরিভাবে স্বল্প সময়ে সক্ষমতার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্থায়ী ক্ষমতা এবং দীর্ঘমেয়াদে রুশ আগ্রাসন রোধ করার জন্য অব্যাহত প্রতিশ্রুতি হিসেবে এই প্যাকেজ ঘোষণা করা হয়।’

২০২১ সালের শুরুর দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সামরিক অস্ত্র সরবরাহ দিয়েছে তার মূল্য ৪০ দশকমিক চার বিলিয়ন মার্কিন ডলার। এর বেশিরভাগই রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর দেওয়া হয়েছে।

ইউক্রেনীয় সৈন্যরা তিনটি মূল পয়েন্টে দীর্ঘ ফ্রন্ট বরাবর হামলা শুরু করেছে এমন খবরের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার পাল্টা আক্রমণের ঘোষণা দিয়েছেন।

ভারতে ট্রেন ট্রাজেডিতে শনাক্তের অপেক্ষায় প্রায় ১০০ পচাগলা মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের ওড়িষ্যায় তিন ট্রেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেছে। এই দুর্ঘটনায় প্রাণহানি প্রায় তিনশ। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে প্রায় একশর পরিচয় মেলেনি এখনও। আজ মঙ্গলবার (৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত শুক্রবার সন্ধ্যার দিকে দুটি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে। ভারতের ইতিহাসের শতাব্দীর বড় ট্রেন দুর্ঘটনায় এক হাজারের বেশি আহত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। অনেকে পরিবার এখনও তাদের ভালোবাসার নিখোঁজ মানুষকে খুঁজছেন।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ব্যাঙ্গালুরু থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন। লাইনচ্যুত হয়। এ সময় সেখানে থাকা অন্য একটি রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে লাইনচ্যুত ট্রেনটির কয়েকটি বগির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তৃতীয় লাইনে পড়ে ট্রেনের আরও কয়েকটি বগি। সেগুলোর সঙ্গে ধাক্কা খায় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, যাত্রীবাহী ট্রেন দুটি ছিল যাত্রীতে ঠাসা। এগুলোতে তিন হাজারের বেশি যাত্রী ছিল।

ট্রেন দুর্ঘটনার পর পরিবারের নিখোঁজ সদস্যদের সন্ধানে তাদের স্বজনেরা ওড়িষ্যা ও অন্যান্য রাজ্যের হাসপাতালগুলোতে ভিড় করছেন। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে মরদেহ শনাক্ত করা একটি বাস্তব চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হচ্ছে।

ওড়িষ্যার বালাসোর ডিসট্রিক্ট হাসপাতালে যান মুহাম্মদ নিজামুদ্দিন। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন এই বৃদ্ধের নাতি। তবে, এখনও নাতির মরদেহ নিজেদের বলে দাবি করতে পারেননি।

দুর্ঘটনার শিকার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে বাবার সঙ্গে সফর করছিলেন ১৬ বছর বয়সী তাসফির আনসারি ও তৌসিফ ১৩। এখনও নিখোঁজ রয়েছেন সেই বাবা।

হাসপাতালের দেয়ালে ঝুলছে অনেক নিখোঁজের ছবি। সেখানে দেখা মিলে তাসফির ও তৌসিফের ছবি। সেখানে তাসফিরের ছবি রয়েছে ২০ নম্বরে ও তৌসিফের ১৬৯ নম্বরে। এই ছবি দেখেই তাদের শনাক্ত করে তাদের পরিবার। দুর্ঘটনায় ওই দুই ভাইয়ের চেহারা অনেকাংশে বিকৃতি হয়ে পড়ে। তবে, তাদের দাদা দুই ভাইকে শনাক্ত করেন।

ছেলের মরদেহ খুঁজতে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে যাওয়ার পরিকল্পনা করেন নিজামুদ্দিন। রাজধানীর চার হাসপাতালে প্রায় ১০০ মরদেহ রয়েছে, যেগুলোর পরিচয় এখনও মেলেনি। তবে, যাওয়ার আগেই নিজামুদ্দিনকে থামিয়ে দেয় কর্তৃপক্ষ। কারণ, অন্য একটি পরিবার তাসফিরের মরদেহ নিজেদের নিখোঁজ স্বজনের বলে দাবি করছে। নিজামুদ্দিন বিবিসিকে বলেন, ‘এটা কীভাবে সম্ভব? এর মানে দাঁড়ায়, আমি আমার নাতিকে চিনতে পারছি না।’

নিজামুদ্দিনকে ভুবনেশ্বরের নাগরিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কারণ, মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছে সরকার।

ভুবনেশ্বর পৌর কমিশনার বিজয় অমৃতা কুলাঙ্গে বিবিসিকে বলেন, ‘ছবির ডাটাবেজ ধরে গেলে সেখানে শনাক্তের অপেক্ষায় পড়ে আছে অনেক মরদেহ। এগুলোতে এখন পচনও ধরেছে।’

বিজয় অমৃতা কুলাঙ্গে বলেন, ‘কোনো মরদেহ একাধিক পরিবার নিজেদের বলে দাবি করলে সেখানে পরিবারের সদস্যদের কাছে থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এরপরও যেসব মরদেহ শনাক্ত হবে না, সেগুলো হাসপাতালের মর্গে আগামী ১০ দিন রাখা হবে।’

এই সপ্তাহের শুরুতে ট্রেন দুর্ঘটনাস্থলে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিবিসি জানিয়েছে, গত শনিবার উদ্ধারকাজ শেষ হয় এবং রেললাইনগুলো থেকে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হয়। ইতোমধ্যে একটি লাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। অন্যগুলো আগামী বুধবার নাগাদ হয়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিশ্বের অন্যতম বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন ১২ হাজারেরও বেশি যাত্রীবাহী ট্রেন চালায় দেশটি, যা দিয়ে বছরে কয়েক বিলিয়ন যাত্রী সারা দেশে যাতায়াত করে। তবে, দেশটির রেলওয়ের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন।

দুর্ঘটনার সময়ে সাধারণত ভারতের ট্রেনগুলো যাত্রীতে ভর্তি থাকে। স্কুল বন্ধ থাকায় ভ্রমণে বের হয় অনেকে।

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ১৯৮১ সালে। ওই সময় বিহারের একটি ব্রিজ থেকে লাইনচ্যুত হয়ে যাত্রীভর্তি একটি ট্রেন নদীতে পরে যায়। এতে ৮০০ মতো মানুষ প্রাণ হারান।

ভারতে ট্রেন দুর্ঘটনায় খোঁজ মিলছে না ৪ জন বাংলাদেশির , আহত ২

ডেস্ক রিপোর্ট :
ভারতের উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। চার বাংলাদেশির এখনো কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে ৩.১৫ মিনিট নাগাদ করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা ৭ টা নাগাদ সেটি বালাসোরের বাহানাগা বাজার নামক জায়গায় দুর্ঘটনার মুখে পড়ে। সেই অভিশপ্ত ট্রেনটিতে ছিলেন ওই বাংলাদেশি যাত্রীরা।

যদিও কোন বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনা নেই বলেই জানা গেছে। কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের তরফেও জানানো হয়েছে এই দুর্ঘটনায় কোন বাংলাদেশের প্রাণহানি হয়নি।

তবে এখনো পর্যন্ত দুইজন যাত্রী ওই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের শরীরের নিচের অংশে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। শুক্রবার রাতে দুর্ঘটনার পরই অন্য যাত্রীদের পাশাপাশি দুই বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করে তাদের প্রথমে বালাসোরের ফকির মোহন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নততর চিকিৎসার জন্য কটকের উড়িষ্যার কটকে শ্রীরামা চন্দ্র ভঞ্জ (এসসিবি) মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের।

ফকির মোহন হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক ডাক্তার টি সুরেশ কুমার গুপ্তা জানান ‘ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে দুই জন বাংলাদেশি যাত্রী এখানে ভর্তি হয়। যদিও তাদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ দুর্ঘটনার পরেই অচেতন হয়ে পড়ার কারণে তারা তাদের নাম বলতে পারছে না। তবে তারা উভয়েই জানিয়েছে তারা বাংলাদেশের বাসিন্দা। তাদের উভয়ের শরীরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, শরীরের ত্বকের অবস্থা ভালো না। স্বাভাবিক কারণে তাদের উভয়কেই উড়িষ্যার কটকের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়।’

এখনও সন্ধান পাওয়া যাচ্ছে না চার বাংলাদেশির। জানা গেছে এদের মধ্যে রয়েছেন পাবনার বাসিন্দা মোঃ আসলাম শেখ (৩৩), খুলনার বাসিন্দা রুপা বেগম খান, ঢাকার দুই বাসিন্দা খালেদ বিন আওকাত(৫০) ও মোহাম্মদ মোক্তার হোসেনকে(৩৫)।

এ ব্যাপারে কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান ‘দুই বাংলাদেশি নাগরিক আহত হয়ে কটকের হাসপাতালে চিকিৎসাধীন। চার জনের এখনও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।’

তিনি আরো জানান ‘নিখোঁজ ওই চার বাংলাদেশি নাগরিকের পরিবারের পক্ষ থেকে কলকাতার উপদূতাবাসের দেওয়া হট লাইনে ফোন করে জানান তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না। এরপর তাদের সন্ধানে উপদূতাবাসের কর্মকর্তারাও খোঁজ খবর শুরু করেন। রাখছেন।’

শনিবার সকালেই বাংলাদেশ উপদূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এই প্রতিনিধি দলের নেতৃত্ব আছেন মিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মারেফত তারিকুল ইসলাম।

এর আগে বাংলাদেশি যাত্রীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা করে কলকাতাস্থ বাংলাদেশ উপ দূতাবাসের তরফ থেকে শুক্রবার রাতেই এক বিবৃতিতে জারি করে দুর্ঘটনা সম্পর্কিত তথ্যের জন্য একটি হটলাইন নম্বর (+ ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ) চালু করে তাতে যোগাযোগ করতে বলা হয়। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের যাবতীয় তথ্য পেতে উপদূতাবাসের তরফে ভারতের রেল কর্তৃপক্ষ এবং উড়িষ্যার রাজ্য সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা শুরু করে।

ভারতের ট্রেন দুর্ঘটনায় বেচে যাওয়া বাংলাদেশীর যা জানালেন

ডেস্ক রিপোর্ট :
চিকিৎসার জন্য স্ত্রী ববিতা সুলতানকে নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেছিলেন ঢাকার মিরপুরের ব্যবসায়ী সাজ্জাদ আলী (৩৪)। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটা নাগাদ কলকাতার হাওড়া জেলার শালিমার স্টেশন থেকে উঠেছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। সন্ধ্যা সাতটার কিছু পরে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তাঁরা। এখনো ওই ঘটনার ধাক্কা সামলে উঠতে না পারা সাজ্জাদ বলেছেন, জীবনে এমন দৃশ্য দেখতে হবে, তা কখনো ভাবেননি।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে সাজ্জাদ বলেন, ‘বহু মানুষকে দেখেছি চোখের সামনে মরে যেতে। সাংঘাতিক দৃশ্য!’ মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় সাজ্জাদ ও তাঁর স্ত্রী ববিতা সুলতান শনিবার সকালে কলকাতায় ফিরেছেন। উঠেছেন উত্তর কলকাতার একটি হোটেলে। সাজ্জাদ বলেন, ‘আমার স্ত্রীর মেরুদণ্ডে একটু চোট লেগেছে, আমার লেগেছে হাতে। কিন্তু যা দেখলাম, তার সঙ্গে আমাদের আঘাত একেবারেই তুলনা করার মতো কিছু নয়।’

ভারতের ওডিশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ জন হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

সন্ধ্যা সাতটা নাগাদ সাজ্জাদ ট্রেনের বাথরুম থেকে এসে নিজের সিটে বসেন। তাঁর কামরা বি-০১-এর দুই আসন ১৩ ও ১৪। তিনি বলেন, ‘হঠাৎই একটা ঘর্ঘর শব্দ শুরু হলো। সেই শব্দ ক্রমশ তীব্র হতে থাকল। আমি ভাবলাম ট্রেন বেলাইন হয়ে যাচ্ছে এবং সেটাই হয়েছিল। বগির ডান দিকের চাকাটি লাইনচ্যুত হয়েছিল এবং বাঁ দিকের চাকা সরে দুই লাইনের মাঝখানে চলে এসেছিল, এটা পরে বুঝলাম।’

ট্রেনের কামরায় বসে তোলা ছবিতে ঢাকার মিরপুরের ব্যবসায়ী সাজ্জাদ আলী ও তাঁর স্ত্রী ববিতা সুলতান। তখনো ট্রেনটি দুর্ঘটনায় পড়েনিছবি: সংগৃহীত

কিন্তু কিছুক্ষণ এই শব্দ হওয়ার পরে সাজ্জাদ ভেবেছিলেন, যেকোনো অবস্থায়ই তাঁদের নামতে হবে। কারণ, ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে বা পড়ছে। কিন্তু তিনি যেটা বোঝেননি, সেটা হলো দুর্ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে।

ট্রেনটি কয়েক সেকেন্ডের জন্য থামার পরে তিনি ও ববিতা বের হয়ে আসেন। ‘একটু আগেই আমার সঙ্গে ক্যানটিন ম্যানেজারের আলাপ হয়েছিল এবং আমি কামরার বাইরে এসে প্রথমেই দেখলাম যে তাঁর মৃতদেহ সামনে পড়ে আছে,’ বললেন মানসিকভাবে বিপর্যস্ত সাজ্জাদ।

সাজ্জাদ বলেন, কামরার বাইরে এসে দেখেন এক অদ্ভুত দৃশ্য। তাঁদের কামরা উত্তর–দক্ষিণ বরাবর রয়েছে। কিন্তু প্যান্ট্রি কারটি (খাবার সরবরাহ করার কামরা) পূর্ব–পশ্চিম হয়ে রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ঘুরে গেছে। আর ট্রেনে ওঠার আগে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, যিনি এ ১ কামরায় ছিলেন। তাঁদের কামরাটা কফি খাওয়ার পরে কাগজের কাপ দুমড়ে ফেললে যেমন হয় তেমন আকৃতি নিয়েছে।

এরপর সাজ্জাদ স্টেশন ছেড়ে প্রধান সড়কের দিকে এগোনোর সিদ্ধান্ত নেন এবং এগোতেও থাকেন। এর পরের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘ভয়াবহ দৃশ্য এখানেই দেখলাম। একের পর এক মানুষের মৃতদেহ রয়েছে। কেউ কেউ হয়তো আমার সামনেই মারা গেলেন। কেউ কেউ ছটফট করছেন। কারও হাত নাই, কারও পা নেই। এক নারীকে দেখলাম শিশু কোলে বসে আছেন, যে শিশুর মাথা চূর্ণ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স তখন ঢুকতে শুরু করেছে।’

স্থানীয়রা সাজ্জাদ ও তাঁর স্ত্রীকে তাঁদের বাসায় নিয়ে যান। কিছু জল খাবার খেতে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে কি না তা জানতে চান। সাজ্জাদ বলেন, ‘সেখানে কিছুক্ষণ অপেক্ষার পরে রাতের দিকে, আমাদের তাঁরাই বাসে তুলে দেন। বাসে উঠে দেখি সবাই ওই ট্রেনের যাত্রী এবং অনেকেই কাতরাচ্ছেন, মাটিতে শুয়ে আছেন।’

সকালের দিকে কলকাতায় ফিরে একটি হোটেলে ওঠেন সাজ্জাদ এবং সিদ্ধান্ত নেন আপাতত তিনি চেন্নাই যাবেন না। তিনি বলেন, ‘প্রথমে এই ট্রেনের টিকিট পাইনি। অনেক কষ্ট করে টিকিট পেতে হয়েছে। তারপরে এখন এই দুর্ঘটনা ঘটল, আমরা আর চেন্নাইয়ে চিকিৎসার জন্য যাব না। কলকাতাতেই এখন চিকিৎসা করাব। আল্লাহ বাঁচিয়েছেন, এখন আর যাওয়ার প্রয়োজন দেখি না।’

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন তাঁর খোঁজখবর নিয়েছে বলে জানান সাজ্জাদ আলী। তিনি জানান, ট্রেনে ওঠার সময় বাংলাদেশের তিন-চারজনকে দেখেছিলেন। কিন্তু এই ঘটনার পরে আর তাঁদের সঙ্গে দেখা হয়নি।

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত ৭ টা ২০ মিনিটে বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার স্টেশন এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে কলকাতার শালিমার স্টেশন থেকে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উদ্দেশে কলকাতার শালিমার স্টেশন থেকে ছেড়ে যায় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা পার হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। তার আরও এক ঘণ্টা ২০ মিনিট পর বাহাঙ্গা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের দক্ষিণপূর্ব শাখার শীর্ষ জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে কিছু একটা হয়েছে। আমরা কোনোভাবে এখনও কিছু জানতে পারিনি। জানার চেষ্টা করছি।’দুর্ঘটানার পর ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স। তবে হতাহতের সংখ্যা এত বেশি যে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে সেগুলো। ওড়িষা রাজ্য প্রশাসনের শীর্ষ সচিব প্রদীপ জেনা এক টুইটবার্তায় জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে আসতে বিশেষ বাসের ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন।

টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, উল্টে যাওয়া বগিগুলোতে অনেক যাত্রী আটকা পড়েছিল। একটি মালবাহী ট্রেনের সাথে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উদ্ধারকাজ পরিচালনা করছে ভারতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের শতাধিক কর্মী। ওড়িশার মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি দুঃখ প্রকাশ করে উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন।

 

এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
এ বছর এখন পর্যন্ত পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

এতে জানানো হয়, সোমবার পর্যন্ত ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ৩১ জন।

গত ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

এদিকে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। প্রায় পাঁচ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দেওয়া হয়েছে।

৮২৯ বাংলাদেশি হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী। আজ রোববার (২১ মে) রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

দূতাবাস থেকে জানা গেছে,  আজ রোববার সকাল সা‌ড়ে ৭টায় প্রথম ফ্লাইটে ৪১৪ জন ও সা‌ড়ে ১১টায় দ্বিতীয় ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। বাংলাদেশি এসব হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আবদুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ ছাড়া জেদ্দা বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত ছি‌লেন।

রাষ্ট্রদূত হজযাত্রীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আপনাদের যেকোনো প্রয়োজনে দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে।’ হজযাত্রীদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দূতাবাস জানায়, রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশি হাজীরা প্রথম জেদ্দায় গেলেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালন করবেন।

ইতালিতে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক :
ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আঞ্চলিক কর্মকর্তারা শনিবার (২০ মে) এ তথ্য জানান।

দেশটিতে চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে। আরও বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার রেড অ্যালার্ট (লাল সতর্কতা) রোববার পর্যন্ত বাড়িয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গতকাল শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবিলায় তিনি জাপানের জি-৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছেন।

সাংবাদিকদের জর্জিয়া মেলোনি বলেন, ‘জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না।’

আজ রোববার (২১  মে) ইতালির প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারণে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টির বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।

এসব সড়ক মেরামতে কয়েক মাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে উল্লেখ করেন বন্যা কবলিত বলোগনার মেয়র মাত্তিও লিপোর।