ক্যাশিয়ার থেকে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:
গত সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের বিভিন্ন দেশের নেতা ব্রাসেলসে একত্রিত হয়েছিলেন। এ সময় তারা একটি গ্রুপ ফটো তোলার জন্য যখন দাঁড়িয়ে যান; তখন সবার মাঝে দেখা যায় ফিনল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানা মারিনকেও।

মাত্র ৩৪ বছর বয়সী এই নারী বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি ফিনল্যান্ডে দায়িত্ব পেয়েছেন। ব্রাসেলসের ওই অনুষ্ঠানে সবার সামনে অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিলেন সানা। বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর খেতাব পাওয়া সানা হাসবেন না কেন!

চলতি মাসের শুরুর দিকে বিশ্বজড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে ফিনল্যান্ডের সাবেক এই পরিবহন মন্ত্রীর। তার রাজনৈতিক দল স্যোসাল ডেমোক্রেটিক পার্টির প্রধান পদত্যাগ করলে দলের প্রধানের দায়িত্ব পান সানা। একই সঙ্গে তিনি দেশটির তো বটে, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীও হন।

বর্তমানে তিনি ফিনল্যান্ডের ক্ষমতাসীন পাঁচ দলীয় জোট সরকারের প্রধান। এই পাঁচটি দলের প্রধানও নারী; যাদের প্রত্যেকের বয়স ৩৫ বছরের নিচে। ঐতিহ্যগতভাবে দেশটির রাজনৈতিক দলগুলোর প্রধানরা প্রবীণরা হয়ে থাকলেও এবারই ব্যতিক্রম।

হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল অ্যান্ড ইকনোমিক স্টাডিজের গবেষক টিমো মাইট্টিনেন বলেন, সানা মারিনের তারুণ্য এবং লৈঙ্গিক পরিচয় পূর্বসুরীদের থেকে তাকে আলাদা করেছে। তার পূর্বসুরীদের অনেক পুরুষের বয়স ৫০ এর ঘরে।

প্রায় এক শতাব্দি আগে ফিনল্যান্ডের পার্লামেন্টে প্রথমবারের মতো নারীরা নির্বাচিত হয়েছিলেন। সানা মারিনের আগে মাত্র দু’জন নারী দেশটির প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। কিন্তু তারা কেউই এক বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেননি।

প্রাথমিকভাবে ফিন প্রধানমন্ত্রীদের অনেকে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলে জড়িয়ে পড়েছিলেন (আগের প্রধানমন্ত্রী দেশজুড়ে শিল্পপ্রতিষ্ঠানের টানা ধর্মঘটের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন)। সানা মারিনের প্রধানমন্ত্রী হওয়া নিয়েও রাজনৈতিক কোন্দল শুরু হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক চাপ বৃদ্ধিকে আমলে নিতে বাধ্য হয় স্থানীয় রাজনীতিকরা।

গবেষক টিমো মাইট্টিনেন বলেন, সাধারণ জনগণ বলতে শুরু করেছিল যে, আন্তর্জাতিক পরিসরে ফিনল্যান্ডের সুখ্যাতির এটাই (সানা মারিনের প্রধানমন্ত্রিত্ব) সর্বোত্তম উপায়। দেশটিতে মানুষের মধ্যে গর্ববোধের ধারণা তৈরি হয়েছিল; বিশেষ করে সানার রাজনৈতিক জোট ও দলীয় সমর্থকদের মধ্যে এই বোধ তীব্র হয়েছিল।

মারিনের পরিমিত ব্যাকগ্রাউন্ড নিয়েও মানুষের আগ্রহ বেশি ছিল না। যা বিশ্বের অন্যান্য নেতাদের ক্ষেত্রে দেখা যায়। সানা মারিন যখন ছোট্ট শিশু ছিলেন, তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। ২০১৬ সালে লেখা এক ব্লগ পোস্টে মারিন জানান, মাদক সমস্যার কারণে তার বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ ঘটেছিল।

বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি সমকামী পরিবারে বড় হয়েছিলেন; উত্তর হেলসিঙ্কির পীরকালা অঞ্চলে মায়ের সঙ্গে তিনি ওই পরিবারে বেড়ে উঠেন। তারা একটা ভাড়া বাসায় থাকতেন। ব্লগপোস্টে সানা বলেন, সেই পরিবারে পর্যাপ্ত অর্থ না থাকলেও ভালোবাসা ছিল প্রচুর।

european-council

মাত্র ১৫ বছর বয়সে একটি বেকারিতে চাকরি নেন সানা মারিন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য তিনি হাইস্কুলে থাকাকালীন ম্যাগাজিন বিক্রি শুরু করেন। স্নাতক শেষ করার পর তিনি ক্যাশিয়ার হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

চলতি সপ্তাহে এস্তোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সানা মারিয়াকে ‘সেলস গার্ল’ বলে বিদ্রুপ করেন। একই সঙ্গে একজন সেলস গার্ল দেশ পরিচালনা করতে পারবেন কিনা সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন।

তবে মন্ত্রীর বিব্রতকর এমন মন্তব্যের পর এস্তোনিয়া সরকার ফিনল্যান্ডের কাছে দুঃখপ্রকাশ করেছে। এস্তোনিয়ার ক্ষমতাসীন কট্টর ডানপন্থী একরি পার্টির নেতা মার্ট হেলমি ফিনল্যান্ডের কাছে দুঃখপ্রকাশ করেন।

এস্তোনিয়ার মন্ত্রীর ওই মন্তব্যকে রাজনৈতিক ফায়দা লাভের হাতিয়ার হিসেবে কাজে লাগান মারিন। টুইটারে দেয়া এক টুইটে তিনি বলেন, আমি ফিনল্যান্ডের জন্য অত্যন্ত গর্বিত। এখানে একজন দারিদ্র পরিবারের শিশু নিজেকে শিক্ষিত করতে পারে এবং তার জীবনের লক্ষ্য অর্জন করতে পারে। এমনকি একজন ক্যাশিয়ার দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।

সূত্র : সিএনএন।

 

নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে সক্রিয় নারীরাও

আন্তর্জাতিক ডেস্ক:

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। চলমান আন্দোলনে পুরুষদের পাশাপাশি সক্রিয় নারীরাও।

শুধু নারী শিক্ষার্থীরাই নন, সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার নারী। তাদের একটাই কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত, ঘরে ফিরবেন না।
কেউ পোস্টার আঁকছেন, কেউ সংগঠকের দায়িত্ব পালন করছেন। কেউবা প্রতিবাদী সেই পোস্টায় নিয়ে রাস্তায় নামছেন। আন্দোলনের শুরু থেকেই দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, ছাত্রদের মতই সোচ্চার। তারা বলছেন, যত প্রতিকূলতাই আসুক, আন্দোলন থেকে পিছু হটবেন না। অন্যায় এই আইনের বিরুদ্ধে দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ক্লাসরুমে কিংবা ঘরে।

এ ব্যাপারে আন্দোলনে অংশ নেয়া নারীরা জানায়, আমরা ঘরেই থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বাধ্য করা হয়েছে ঘর ছেড়ে রাস্তায় নামতে। সরকারকে বলছি, আমাদের সরাতে পুলিশ দিয়ে পিটিয়েও লাভ হবে না। আমাদের দাবি মানতেই হবে।

বিক্ষোভের আগুনে জ্বলছে ভারত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পঞ্চম দিনের মতো টানা বিক্ষোভ করছেন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যের হাজার হাজার মানুষ। শুধু আসামেই পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভকারীদের আগুনে রোববার পর্যন্ত অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে তিন বিক্ষোভকারীর প্রাণ গেছে পুলিশের গুলিতে। বিক্ষোভ সহিংসতায় বিধ্বস্ত আসাম, পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন এবং আসামে কারফিউ জারি করা হয়েছে।

রোববার আসামের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, পুলিশের গুলিতে চারজন ও দোকানে বিক্ষোভকারীদের আগুনে একজন এবং বিক্ষোভের সময় গণপিটুনিতে একজনের প্রাণহানির ঘটনার পর আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে উত্তেজনা বিরাজ করছে। রোববারও গুয়াহাটিতে ৫ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়।

এ সময় বিক্ষোভকারীদের সামনে শত শত পুলিশ সদস্যকে নীরব থাকতে দেখা যায়। বিক্ষোভকারীরা নাগরিকত্ব আইনের বিরোধিতা করে স্লোগান দেন। অনেকের হাতে ‘আসাম দীর্ঘজীবী হোক’, ‘নাগরিকত্ব সংশোধনী আইন চাই না’ লেখা ব্যানার দেখা যায়।

আসামের কর্মকর্তারা বলেছেন, রোববার নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি কিছুটা রাজ্যের তেল এবং গ্যাস উৎপাদনে কারফিউয়ের ধাক্কা লেগেছে। তবে অনেকেই দোকানপাট খুলতে শুরু করেছেন। বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। পরদিন রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করলে সেটি আইনে পরিণত হয়।

assam-modi

আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব অমুসলিম শরণার্থীরা ভারতে গেছেন তারা দেশটির নাগরিকত্ব পাবেন। তবে মুসলিম শরণার্থীদের ব্যাপারে আইনে কিছুই বলা হয়নি।

এদিকে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও তৃতীয়দিনের মতো বিক্ষোভ করছে রাজ্যের হাজার হাজার মানুষ। এই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ-সহিংসতা অব্যাহত থাকায় রোববার পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

তারপরও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। ট্রেন, বাস, ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।  পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজ্যের পূর্বাঞ্চলে ট্রেন সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

নতুন আইনে এই রাজ্যে প্রতিবেশী বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অনেক শরণার্থী নাগরিকত্ব পাবেন এমন আশঙ্কায় সেখানে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। রোববার আবারও বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলের স্থানীয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে না।

assam-modi

রোববার পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক সমাবেশে অংশ নিয়ে অমিত শাহ বলেন, আমাদের উত্তরপূর্বাঞ্চলের ভাই-বোনদের সংস্কৃতি, ভাষা, সামাজিক পরিচয় এবং রাজনৈতিক অধিকার আগের মতোই অক্ষুণ্ন থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার দেশটিতে বসবাসরত ২০ কোটি মুসলিমকে এক ঘরে করতে নতুন এই আইনের বাস্তবায়ন করছে বলে মুসলিম মানবাধিকার সংগঠনের নেতারা দাবি করেছেন। তবে নরেন্দ্র মোদি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দেশটির একাধিক মানবাধিকার সংস্থা এবং একটি মুসলিম রাজনৈতিক দল নতুন এই নাগরিক আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তাদের যুক্তি, নতুন নাগরিকত্ব আইন সংবিধান এবং ভারতীয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বৈশিষ্ট্যের বিপরীত।

রাজ্যসভায় এ আইন পাসে সমর্থন দিয়েছিল আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনৈতিক জোটসঙ্গী আসাম গণপরিষদ। রোববার আসাম গণপরিষদের নেতারা বলেছেন, তারা সমর্থন প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে এই আইনকে চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্টে যাওয়ার দলীয় সিদ্ধান্ত হয়েছে।

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বহুল সমালোচিত ও বিতর্কিত ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ অবশেষে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। বুধবার দেশটির মন্ত্রিসভায় অনুমোদিত এই আইন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দিতে চায়। তবে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো মুসলিম শরণার্থীদের ব্যাপারে এই বিলে কিছুই বলা হয়নি।

নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ গত লোকসভায় পাস করাতে ব্যর্থ হয় দেশটির ক্ষমতাসীন সরকার। পরে সংসদের একটি যৌথ কমিটি দ্বারা বিলটির তদন্ত হয়েছিল। এনডিটিভি বলছে, দেশটির মন্ত্রিসভায় বিলটি অনুমোদন পাওয়ায় আগামী সপ্তাহে তা সংসদে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভারতের বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আসামসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। কিন্তু দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এটির বাস্তবায়ন।

বিলটি সংসদের উচ্চকক্ষে পাস হলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টানরা ভারতীয় নাগরিকত্বের পথ প্রশস্ত হবে। সংসদে এই আইন পাস হলে এসব শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য দেশটির ১৯৯৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে।

একদিন আগে ঝাড়খণ্ডে নির্বাচনী এক প্রচারে অংশ নিয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) বাস্তবায়ন করে সব অনুপ্রবেশকারীকে ভারত থেকে তাড়িয়ে দেয়া হবে।

প্রথমবারের মতো অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেয়ার সময়সীমা উল্লেখ করে অমিত শাহ বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সারা দেশেই জাতীয় নাগরিক পঞ্জিকার বাস্তবায়ন হবে।

আসামে বিতর্কিত জাতীয় নাগরিক পঞ্জিকা বাস্তবায়ন করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সেখানকার ১৯ লাখ মানুষকে নাগরিকত্ব তালিকা থেকে বাদ দিয়েছে। এই বাদ পড়াদের অধিকাংশ বাংলা ভাষাভাষি মুসলিম এবং অনেকেই বাংলাদেশি। তবে অন্য ধর্মেরও অনেক অনুসারী এই তালিকায় ঠাঁই পাননি।

আসামের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অ-মুসলিমদের মধ্যে দেশ ছাড়া হওয়ার আশঙ্কা দূর করতে নাগরিকত্ব সংশোধনী বিলটি আগে পাশ করাতে চায় বিজেপি সরকার। এই বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে যে অ-মুসলিমেরা (হিন্দু, পার্সি, শিখ, খ্রিষ্টান) ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে সরকার।

তবে বিলে প্রতিবেশী বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো মুসলিমদের ব্যাপারে কোনও কিছুই উল্লেখ করা হয়নি।

নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত ইতালী আওয়ামী লীগের সভাপতি

নিউজ ডেস্ক:
নবগঠিত ইতালী আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী কে গত বুধবার সন্ধ্যায় ঢাকায়হযরত শাহজালাল( র) বিমান বন্দরে সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশে অবস্হানরত শতধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধিত করে।ইয়ারপোটে এরা আমাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিল ফরাজী হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ও রামপুরা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আনোয়ার ফরাজী ইমন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মনির এইচ ফরাজী হিমেল ও কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি সেলিম মোল্লা ও মিরপুর ল’ কলেজের সভাপতি এস এম আব্দুর রহিম ও আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন এর উপসমাজ সেবা সম্পাদক বেলায়েত হোসেন রাজু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন , ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের নেতা নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মামুন, নড়াইল জেলা লোহাগড়া উপজেলার শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মশিউর রহমান মিলন।উল্লেখ্য নবগঠিত ইতালী আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী সভাপতি নির্বাচিত হবার পর এই প্রথম সংক্ষিপ্ত রাজনৈতিক সফরে বাংলাদেশ গিয়েছেন।তিনি বাংলাদেশ থেকে স্পেনের মাদ্রিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সভায় অংশ নিবেন।

ইতালীতে মঈন উদ্দিন খান বাদল স্মরনে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদলের স্মরনে রোমে সার্বজনীন স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ নভেম্বর সন্ধ্যায় ইতালীর রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার রেষ্টুরেন্টে বাংলাদেশ জাসদ ইতালী শাখার আয়োজনে এ শোক সভায় সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ আনিচুজ্জামানের সভাপতিত্বে ওবাংলাদেশ জাসদ ইতালীর সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান ভুট্টোর পরিচালানায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, ইতালী আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ. রব মিন্টু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বরিশাল বিভাগ সমিতির উপদেষ্টা ফয়সাল আহমেদ, সহ সভাপতি সুরদার লুৎফর রহমান, জামান মোক্তার, কামরুল আহসান মন্টু, নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, বিশিষ্ট সামাজিক ব্যবসায়ি ও ব্যক্তিত্ব এমডি তারা মিয়া, আমরা মুক্তযোদ্ধার সন্তান ইতালী শাখার সাধারন সম্পাদক খান রিপন, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ডি রিয়াজ হোসেন সর্ব ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জমির হোসেন.ইতালী বংগবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নুরুল কবির.ইতালী যুবলীগ নেতা স্বপন দাস.জাসদ নেতা আব্দুল ওহাব সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শোক সভায় আলোচকবৃন্দ জনাব মঈন উদ্দিন খানের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। তারা বলেন মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে বাংলাদেশ একজন খাটি দেশপ্রেমিক ও সুর্য সন্তানকে হারালো।বাংলাদেশ জাতীয় সংসদে তার জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো আমাদের অনেক ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে।
শোক সভা শেষে স্থানীয় মক্কি মসজিদে মরহুমের স্মরনে দোয়া মোনাজাতের আয়োজন করা হেয়।

সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার কাশ্মীরি

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানাতে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে।

স্বাধীনতার ডাক দিয়ে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট ‘স্বাধীনতা যাত্রা’ নামের ওই বিক্ষোভের আয়োজন করে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার মিছিলকারীরা মুজাফফরবাদের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। আর শনিবার সকাল থেকে চকোঠি সেক্টরের দিকে যাত্রা শুরু করে তারা।

আজাদ কাশ্মীর থেকে মুজাফফরবাদের উদ্দেশে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে কাশ্মীরিরা মিছিল বের করে। শনিবার সীমান্ত রেখার দিকে পদযাত্রা শুরু করেন তাঁরা। ভারতীয়দের সীমাহীন নির্যাতনের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই এমন প্রতিবাদের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই বিক্ষোভে তরুণদের পাশাপাশি অংশ নিয়েছেন যুবক, বৃদ্ধ ও নারীরাও। তবে সীমান্ত রেখার কাছে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে পারেন তারা। ইতিমধ্যে সীমান্তে বাড়তি সৈন্য মোতায়েন করা হয়েছে।

লন্ডনে প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় টিউলিপ

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক লন্ডনে এ বছরের প্রভাবশালী রাজনীতিবিদদের তালিকায় স্থান পেয়েছেন। শনিবার প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়েছে।

লন্ডনভিত্তিক পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ড ২০১৯ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ওয়েস্টমিনস্টার ক্যাটাগরিতে টিউলিপ সিদ্দিক স্থান পেয়েছেন। প্রতি বছর লন্ডনে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নিয়ে ‘প্রোগ্রেস ১০০০’ নামে তালিকা প্রকাশ করে ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

শেখ রেহানার মেয়ে ও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের সঙ্গে এই ক্যাটাগরিতে আরও রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ডাচি অব ল্যানকাস্টারের চ্যান্সেলর মাইকেল গভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ও শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনের মতো লন্ডনের রাজনীতিবিদরা।

প্রতি বছর এই তালিকা প্রকাশ করে ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’। রাজনীতি ছাড়াও ব্যবসা, প্রযুক্তি, বিজ্ঞান, নকশা, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই তালিকায় উঠে আসেন।

টিউলিপকে নিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে, ‘যুক্তরাজ্যের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দেয়ার জন্য সন্তান জন্মদানের অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয়েছিলেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক।’

তখন পর্যন্ত যুক্তরাজ্যের পার্লামেন্টে সাধারণত কোন এমপির সন্তান জন্ম দেয়ার সময় আসলে বা সদ্যোজাত সন্তানের কারণে বা অসুস্থতার কারণে কেউ ভোটে অংশ নিতে না পারলে বিরোধী পক্ষেরও একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকতেন, যাকে ‘পেয়ার’ বলা হতো। কারও অনুপস্থিতি যেন ভোটের ফলে প্রভাব ফেলতে না পারে, তাই ওই প্রথা। কিন্তু ২০১৮ সালের জুলাইয়ে কনজারভেটিভ পার্টির প্রধান ব্রান্ডন লুইস ওই প্রথা লঙ্ঘন করে ভোট দিয়েছিলেন। যদিও লুইস পরে এ জন্য দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ‘দুর্ঘটনাবশত’ ভোট দিয়ে ফেলেছিলেন তিনি।

অতীতের এই ঘটনার কারণে ওই ব্যবস্থায় তার আর আস্থা নেই জানিয়ে সশরীরে পার্লামেন্টে গিয়ে ভোট দেয়ার সিদ্ধান্ত নেন টিউলিপ। তার এই সাহসী সিদ্ধান্তের কারণে সন্তানপ্রত্যাশী ও নবজাতকদের মা-বাবার জন্য ঐতিহাসিক ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতি চালু করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’।

টিউলিপ ২০১৫ সালের মে মাসে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে প্রথমবারের মতো ব্রিটেনের হাউস অব কমনস্-এ নির্বাচিত হন। পার্লামেন্টে প্রথম ভাষণে তিনি বিশ্বের নজর কাড়তে সক্ষম হন।

টিউলিপ নিজেকে ‘একজন আশ্রয়প্রার্থীর কন্যা’ হিসেবে বর্ণনা করেন। তিনি তার মা শেখ রেহানার দুর্দশার বিবরণ দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের বেশির ভাগ সদস্যসহ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর লন্ডনে রাজনৈতিক আশ্রয় খোঁজেন তার ছোট মেয়ে শেখ রেহানা।

মিয়ানমার কারও কথা শোনে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার অত্যন্ত কনজারভেটিভ। তারা কারও কথা শোনে না। তবে আশার কথা হলো তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা প্রত্যাবাসনবিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, আশার কথা হলো, মিয়ানমার তাদের লোকগুলোকে ফেরত নিতে রাজি হয়েছে। ১৯৭৮ কিংবা ১৯৯২ সালেও তারা আলোচনার মাধ্যমে তাদের লোকদের ফেরত নিয়েছিল। তবে এবার সংখ্যাটা অনেক বেশি। ১৯৯২ সালে ২ লাখ ৫৩ হাজার ছিল। তারমধ্যে ২ লাখ ৩০ হাজার চলে যায়। এবার ১৩ লাখ। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি।

তিনি বলেন, গত কয়েকবছর ধরে বিভিন্ন আলোচনার ফলে মিয়ানমার যাদের উপর নির্ভর করে সেই চীন বা রাশিয়া এখন অনেকটাই আমাদের পক্ষে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একবাক্যে স্বীকার করেছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত্যাবশ্যক। তারাও আমাদের সঙ্গে একমত, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হলে এই অঞ্চলে অনিশ্চয়তা দেখা দেবে।

ড. মোমেন বলেন, শুধু বাংলাদেশ মিয়ানমার নয়, এ অঞ্চলে যারা বিনিয়োগ করেছে বা যাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। চীন এ সংকট নিরসনে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দিয়েছে এবং করে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমরা শর্ত দিয়েছিলাম রোহিঙ্গারা ফেরত যাওয়ার পর যেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং তারা যাতে রাখাইনে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। মিয়ানমার সে বিষয়ে রাজি হয়েছে। কিন্তু মিয়ানমারের যে লোকগুলো আমাদের দেশে আছে, তারা তাদের সরকারকে বিশ্বাস করে না।

তিনি বলেন, আমরা তাদের আস্থা অর্জনে রোহিঙ্গা নেতাদের রাখাইনে ঘুরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলাম। চীন আমাদের সে প্রস্তাব মিয়ানমারের কাছে তুলে ধরেছে।

বরিশালে ধর্ষন চেষ্টা মামলা থেকে রেহাই পেতে বাল্য বিয়ে!

শামীম আহমেদঃ বরিশাল জেলার হিজলা থানাধীন চরদূর্গাপুরে ধর্ষন চেষ্টার মামলা থেকে বাঁচতে বাল্য বিয়ে সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,হিজলা উপজেলার চরদূর্গাপুরের বাসিন্দা ইউসুফ বেপারীর কন্যা সুরমা (১৬) চলতি বছর জুলাই মাসের ২৪ তারিখ নানা মৃতঃ আব্দুর মন্নার তালুকদারের বাড়িতে বেড়াতে যায়। ঐ দিন রাত আনুমানিক ১০ টায় সুরমা তার নানির সাথে প্রকৃতিক ঢাকে সাড়া দিতে দরজা খুলে ঘরের বাহিরে গেলে এই সুযোগে একই এলাকার সহিদ দেওয়ানের পুত্র রহমতউল্লাহ দেওয়ান সকলের অগচরে খোলা দরজা দিয়ে সুরমার রুমে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরবর্তীতে ঘরে ফিরে সুরমার নানি ঘুমিয়ে পড়লে রহমতউল্লাহ খাটে শায়িত সুরমাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেস্টা চালায়। এসময় সুরমা নিজেকে বাঁচাতে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসার সুযোগে রহমতউল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সুরমার বাবা ইউসুফ ব্যাপারী রহমতউল্লাহ পরিবারকে জানালে তারা কোন কর্নপাত না করায় গত ২৬ জুলাই সুরমার বাবা রহমতউল্লাহকে আসামী করে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এদিকে নিজেকে ধর্ষন চেষ্টা মামলা থেকে বাঁচাতে অভিযুক্ত রহমতউল্লাহ দেওয়ান মাত্র দু’দিন পর ২৮ জুলাই বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা তথ্য প্রদান করে এ্যাড.মো: মাইনুদ্দিন ডিপটির মাধ্যমে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দূর্গাপুর নিবাসী শফিক শিকদারের মেয়ে লামিয়া আক্তারকে বিয়ে করে যেখানে লামিয়া আক্তারের বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। কিন্তু ২ নং মেমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত ২৬/৪/১৬ তারিখ ইস্যুকৃত জন্ম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ পত্রে দেখা যায় যে লামিয়ার জন্ম ২ হাজার ৬ সালের ১২ জুন। সেই হিসেবে বর্তমানে লামিয়ার বয়স মাত্র ১২ বছর। এঘটনায় ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক জন প্রতিনিধি জানান,নিজেদের বাঁচাতে লম্পট রহমতউল্লার পরিবার একের পর এক অন্যায় কাজ করে চলছে। এমনকি তারা আদালতে মিথ্যা তথ্য সরবরাহ করে বাল্য বিয়ের মত একটি জঘন্য অপরাদ সম্পন্ন করেছে। ভুক্তভোগী সুরমার পরিবার ন্যায় বিচার পেতে আদালত থেকে শুরু করে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।