ভাতা ও ক্ষুদ্র ঋণ বাস্তবায়ন সেমিনার

ঝালকাঠি প্রতিনিধি::সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে” প্রতিপাদ্য বিষয়ে সামাজিক নিরাপত্তার আওতায় ঝালকাঠিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দুপুরে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি খান আরিফুর রহমান। প্রবন্ধ উপস্থাপনা করে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইসচেয়ারম্যান মহিন তালুকদার, ইসরাত জাহান সোনালী। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, সাইফুল ইসলাম খান। সেমিনার পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নলছিটির নাচনমহলে শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নলছিটির নাচনমহল ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারী) বেলা ১১টায় নলছিটি স্থানীয় নাচনমহল বাজার এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।উদ্বোধক হিসেবে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে নাচনমহল পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম ও সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত উপস্থিত ছিলেন।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের নাচনমহল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম নান্নু তালুকদার, সংগঠনের নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক দেবব্রত রায়, আল মামুন সিকদার, মো. ইব্রাহীম তালুকদার, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সিনিয়র সদস্য প্রভাষক মো. আমিনুল ইসলাম তালুকদার ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। গ্রামের অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

রাজাপুরে জ্বীনের রাণীসহ পিতা-পুত্র গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে জ্বীনের ভয় দেখিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা হাতিয়ে নেয়ার অভিযোগের মামলায় মেয়ে জ্বীনের রাণী আসিয়া খাতুন ও তার পিতা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের সাবেক স্কুল শিক্ষক মৃত মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩ আসামীকে গ্রেফতার করে। অপর আসামী ফরিদ সিকদার ও ইব্রাহিমকেও জ্বীনের রাণী আসিয়া খাতুনের ভাই। মামলা সূত্রে জানা গেছে, মামলার ১ নম্বর আসামী আসিয়া খাতুন নিজেকে কোরআনের হাফেজ দাবি করে বাবা মন্নাফের বাড়িতে এলাকার মহিলাদের নিয়ে কয়েক বছর ধরে তালিমের মাধ্যমে কোরআন শিক্ষাসহ বিভিন্ন হাদিসের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রচার করে এবং মাঝে মধ্যে তাহার কাছে জ্বীনের কথা বলে বিশ্বাস স্থাপন করে নানা অযুহাতে টাকা ও সোনার হাতিয়ে নিতে শুরু করে। পরবর্তীতে জ্বীনের ভয় দেখিয়েও টাকা ও সোনা হানিয়ে নেয়। মামলার বাদি আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জ্বীনের ভয়ভীতি দেখিয়ে প্রতারনার মাধ্যমে বিভিন্ন সময় জ¦ীনের রাণী হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়। ভুক্তভোগী আম্বিয়া খাতুনের ছেলে অভিযোগ করে জানান. তার মা আম্বিয়া খাতুন সহজ সরল হওয়ায় বিভিন্নভাবে জ¦ীনের ভয়ভীতি দেখিয়ে প্রতারনার মাধ্যমে আসামী আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়। এছাড়া আসামীরা বাদিপক্ষের পরিবারের লোকজনকে জ্বীনের মাধ্যমে পাগল করিয়া রাস্তায় ঘুরাইবে বলে এবং খুন জখমের হুমকি দেয়। এভাবে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা ও সোনার গহন হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু জ্বীনের ভয়ে কেহই মুখ খুলছেন না। তবে জ্বীনের রাণী আসিয়া খাতুনের ভাই মামলার ৪ নম্বর আসামী মামলায় অভিযুক্ত ফরিদ সিকদার দাবি করেন জানান, প্রতিপক্ষের কাছ থেকে সুদে নেয়া ২০ হাজার টাকা লাভসহ ফেরৎ দেয়া হয়েছে, তালিমে কোরআন না পরানোয় ক্ষিপ্ত হয়ে পূর্ব শক্রতা ও পারিবারিক বিরোধরে জের ধরে মিথ্যা মামলা দিয়ে তার পরিবারের ৫ সদস্যকে হয়রানি করা হচ্ছে। তাদের নামে জ্বীন হাজিরের নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, মামলার ৩ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাদি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ঝালকাঠিতে ‘জিনের রানী’সহ গ্রেফতার ৩

আরিফুর রহমান আরিফ : ঝালকাঠির রাজাপুর উপজেলায় জিনের ভয় দেখিয়ে প্রতারণায় ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের মামলায় ‘জিনের রানী’সহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ‘জিনের রানী’ আসিয়া খাতুন ও বাবা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতারের পর শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, জানায় পুলিশ।
রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে একই পরিবারের ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩ আসামিকে গ্রেফতার করে। অপর দুই আসামী ফরিদ সিকদার ও ইব্রাহিম সিকদার জীনের রানী আসিয়া খাতুনের ভাই।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, একই গ্রামের আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় জিনের রানী হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়।
আসিয়া খাতুনের পরিবারের লোকজনকে জিনের মাধ্যমে পাগল বানিয়ে পথে নামানোরও ভয় দেখানো হয়। ওসি জানান, মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।

ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের -২০২০ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম । যুগ্ম সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল ও কোষাধ্যক্ষ পদে নিবার্চিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুমন কুমার ।

শিক্ষক পরিষদের গঠনতন্ত্র অনুসারে পরাপর দুই মেয়াদে নির্বাচন না করার বিধান থাকায় পূর্ববর্তী পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস বেপারী, যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম ও কোষাধ্যক্ষ বাংলা বিভাগের প্রভাষক মাসুম বিল্লাহ্ নির্বাচনে অংশগ্রহণ করেননি।

শিক্ষক পরিষদের এ নির্বাচন প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন জানান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস বেপারীকে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানাকে কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয় । উক্ত নির্বাচন কমিশন ৭ই ডিসেম্বর ২০১৯ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, জমা ও বাচাই করে এবং ১২ ডিসেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র ক্রয় করেন সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ক্রয় করেন প্রভাষক সুমন কুমার। প্রতিটি পদের জন্য এক জন করে মনোনয়ন পত্র ক্রয় করায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জনকে ১৫ ডিসেম্বর বিজয়ী ঘোষণা করেন।

কলেজের অধ্যক্ষ ও পদাধিকার বলে শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো. আনছার উদ্দীন বলেন, নির্বাচিত সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতি আমার প্রত্যাশা থাকবে কলেজের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ববর্তী পরিষদের ন্যায় তারাও দক্ষতার পরিচয় দিবেন।

ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

আরিফুর রহমান আরিফ:
ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষক পরিষদের -২০২০ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম । যুগ্ম সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল ও কোষাধ্যক্ষ পদে নিবার্চিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুমন কুমার । শিক্ষক পরিষদের গঠনতন্ত্র অনুসারে পরাপর দুই মেয়াদে নির্বাচন না করার বিধান থাকায় পূর্ববর্তী পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. ইলিয়াস বেপারী, যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শেখ রাকিবুল ইসলাম ও কোষাধ্যক্ষ বাংলা বিভাগের প্রভাষক জনাব মাসুম বিল্লাহ্ নির্বাচনে অংশগ্রহণ করেননি। শিক্ষক পরিষদের এ নির্বাচন প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন জানান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. ইলিয়াস বেপারীকে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাসুদ রানাকে কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয় । উক্ত নির্বাচন কমিশন ৭ই ডিসেম্বর ২০১৯ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, জমা ও বাচাই করে এবং ১২ ডিসেম্বর মনোনয়ন ফরম প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র ক্রয় করেন সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল এবং কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ক্রয় করেন প্রভাষক সুমন কুমার। প্রতিটি পদের জন্য এক জন করে মনোনয়ন পত্র ক্রয় করায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন জনকে ১৫ ডিসেম্বর বিজয়ী ঘোষণা করেন। কলেজের অধ্যক্ষ ও পদাধিকার বলে শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো. আনছার উদ্দীন বলেন, নির্বাচিত সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতি আমার প্রত্যাশা থাকবে কলেজের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ববর্তী পরিষদের ন্যায় তারাও দক্ষতার পরিচয় দিবেন।

ঝালকাঠি সরকারি কলেজে ফিরোজা-আমু ছাত্রীনিবাস চালু !

আরিফুর রহমান আরিফ : ঝালকাঠিসহ আশপাশের এলাকার গরীব, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঝালকাঠি সরকারি কলেজ।

শহুরে মধ্যবিত্ত পরিবারের বাইরে গ্রামীণ সাধারণ পরিবারের অনেক শিক্ষার্থী দূর-দুরান্ত থেকে আসেন এই কলেজে পড়তে। তবে শহরে আবাসন সুবিধা না থাকায় দূর-দুরান্তের শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের প্রতিদিনের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।

সেই ভোগান্তি নিরসনে ঝালকাঠি সরকারি কলেজে নির্মিত হয়েছে আধুনিক ছাত্রীনিবাস। কলেজটির বর্তমান অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর মোঃ আনছার উদ্দীন।

তিনি বলেন , কলেজের ছাত্রীর সবাই কিন্তু শহরে থাকে না। বাইরের উপজেলা তথা প্রত্যন্ত মফস্বল থেকেও অনেকে আসেন। তারা যাতায়াতে অনেক ভোগান্তি সহ্য করে ও অর্থ ব্যয় করে ক্লাস করেন। তাদের এই যে কষ্ট, সেটা লাঘব করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রি আমির হোসেন আমু এমপি মহোদয়ের সহযোগিতায় এই আধুনিক ছাত্রীনিবাসটি প্রতিষ্ঠা করা হয়েছে ।

চলতি জানুয়ারি মাস থেকে ছাত্রীনিবাসটি চালু করা হয়েছে বলে জানান অধ্যক্ষ।

সহকারী হোস্টেল তত্ত্বাবধায়ক রাষ্ট্র্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরওয়ার আলম সিকদার বলেন, পাঁচতলা বিশিষ্ট এই ছাত্রীনিবাসের নীচতলা বাদে অন্য প্রতিটি ফ্লোরে ৯ টি করে মোট কক্ষ আছে ৩৬ টি। এসব কক্ষে ৪ জন করে মোট ১৪৪ জন ছাত্রীর থাকার সুব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ছাত্রীর জন্য আছে আলাদা খাট,লকার বা কেবিনেট, পড়ার টেবিল,চেয়ার, সার্বক্ষনিক পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অল্প দিনের মধ্যেই দেয়া হবে ওয়াইফাই সুবিধা।

ভর্তি ফি : ৫০০/-(একবার) মাসিক ফি :৩০০/-(কমপক্ষে ৬ মাসের অগ্রীমসহ মোট: ১৮০০/-)
১৫ দিনের খাওয়ার চার্জ :১৫০০/-(আনুমানিক)

নিজের পোশাক, রুমের পর্দা, বেড-বালিশ, তোষক, ইত্যাদি নিজেকে আনতে হবে।

আগ্রহীরা ৩ জানুয়ারি ২০২০খ্রি: থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তির জন্য যোগাযোগ মোবাইল: ০১৮১৪২৭৫৪৯৩ ।

শেখেরহাট আদর্শ যুব সমাজ এর ভিন্ন আয়োজন মাদক বিরোধী শপথ ও র‌্যাফেল ড্র দিয়ে নতুন বছরকে বরণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন ‘আদর্শ যুব সমাজ’ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ইংরেজী নতুন বছরকে বরণ করে নিলো। ৩১ ডিসেম্বর রাতে এলাকার ভুমি অফিস চত্তরে আয়োজন করা হয় আলোচনা সভা, র‌্যাফেল ড্র, মাদক বিরোধী প্রচারনা, মাদকের বিরুদ্ধে শপথ পাঠ ও আনন্দ ভোজ। এতে এলাকার বয়োবৃদ্ধ, যুব সমাজ ও কিশোররা অংশনেয়। আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দিবস তালুকদার, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার সবুজ হোসেন, সদর ডিএসবি ইন্সপেক্টর মালেক হোসেন, স্থানীয় জামাল খন্দকার লাবু, হাসান বাকের, জাহিদুল ইসলাম খান রাসেল, খন্দকার আবু খালেদ সোহেল, তকদীর উজ্জল, মনির জামান, রমিম খান। অতিথিদের বক্তব্যে তারা বলেন, একজন মাদক সেবনকারীর জন্য একটা পরিবার ধংস হয়ে যায়। আর একটি পরিবারের জন্য একটি সমাজ ধংস হয়ে যায়। অনুষ্ঠানে মাদকের কু-ফল সম্পর্কে ক্লাবের কর্মকর্তারা সকলকে অবহিত করেন। ‘মাদকের বিরুদ্ধে একতাবদ্ধ হই, মিলেমিশে কাজকরি স্বদেশ গড়ার জন্য’ এই শ্লোগান নিয়ে আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানো হয়। পরে র‌্যফেল ড্র ও আনন্দ ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। গোটা অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন, ক্লাব কর্মকর্তা মোঃ নাজমুল আলম খান (শিমুল), মোঃ মুজরিন আরাফাত খান (মারুফ), মোঃ রাসেল খলিফা, মেশকাত ঊন নূর (তাহসিন), শেখ মেহেদী হাসান, তাসফিন হাসিব, আররাফি খান (মিয়াদ) প্রমুখ।

নতুন বছরকে স্বাগত জানিয়ে যুবলীগ নেতা সৈয়দ মিলনের উদ্যোগে আনন্দভোজ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠিতে নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দভোজ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ফাতেমা কনভেনশন সেন্টারে জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আনন্দভোজের আয়োজন করা হয়।এসময় জেলা বারের সভাপতি,পাবলিক প্রসিকিউটর আঃমান্নান রসুল,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি-কমান্ডার দুলাল সাহা সহ ঝালকাঠি জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন বিজয় মাসের শেষ দিনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ও বঙ্গবন্ধুর পরিবার সহ সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। তিনি আরো বলেন নতুন বছরের শুরু হোক ভালো কিছু দিয়ে।আমাদের প্রানপ্রিয় নেতা ঝালকাঠির অভিভাবক আমির হোসেন আমু ভাইর নির্দেশনা অনুযায়ী আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যমতো মানুষের পাশে থাকতে।

নলছিটিতে শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটি উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেস্বর) বেলা ১১টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও নলছিটি সিটিজেন
ফাউন্ডেশনের মোল্লারহাট ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. মাজেদুর রহমানের পিতা মো. চুন্নু হাওলাদারের মৃত্যুতে শোক প্রকাশ ও সংগঠনের উপদেষ্টা পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরীর সহধর্মিণী রেহানা চৌধুরীর আশু আরোগ্য কামনা করে দোয়া কালাম পাঠ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এম আলম খান কামাল, নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক সাইদুর কবির রানা, এমএইচ প্রিন্স, নাচনমহল ইউনিয়ন শাখার সদস্য সচিব কামরুল ইসলাম মাস্টার, পৌরসভা
শাখার সদস্য সচিব শামীম হোসেন সাগর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর
রহমান, পলাশ হাওলাদার, খালিদ হাসান তালুকদার, সাইদুল ইসলাম, এস. আর সোহেল, এইচ এম বশির, মো. জসিম উদ্দিন হাওলাদার, সোহেল রানা, জাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. ইব্রাহীম খান, সদস্য ফয়সাল আমান, মো. মনির হোসেন, মো. আরিফুর রহমান, রাজীব কুমার মালো, মো. সালমান রাজু, মো. জহিরুল ইসলাম, পৌরসভা শাখার সভাপতি মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন, কুলকাঠি ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. সাইদুল ইসলাম মোল্লা, কুশঙ্গল ইউনিয়ন শাখার যুগ্ম
আহ্বায়ক মাহফুজুর রহমান জামাল, মো. বদরুল আলম, সদস্য সচিব তুহিন মিত্র, রানাপাশা ইউনিয়ন শাখার আহবায়ক ইমদাদুল হক সুজন খলিফা, জ্যেষ্ঠ সাংবাদিক ও
নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মু. মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

এছাড়াও নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত সংগঠনরে সদস্য ফরম পূরণ করে নতুন সদস্য হয়েছেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এম আলম খান কামাল, নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন, নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসি আক্তার ইভা, মো. মাহফুজুর রহমান সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনির হোসেন, শিক্ষানবীশ আইনজীবী মো. কামাল হোসেন ও যুবলীগ নেতা রাসেল রানা।

অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়। গ্রামের অসহায় শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য নলছিটি সিটিজেন
ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।