জেলা পরিষদ সদস্যের নেতৃত্বে আমতলীতে জমি উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী পৌর শহরের মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরগুনা জেলা পরিষদের জমি জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা, এ্যাড, আরিফ উল-হাসান আরিফ ও মোসাঃ শাহিনুর তালুকদারের নেতৃত্ব উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ জমি উদ্ধার করা হয়।
জানাগেছে, আমতলী পৌর শহরের সদর রোডের দুই পাশে বরগুনা জেলা পরিষদের জমি রয়েছে। ওই জমির মধ্যে আমতলী মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় তিন’শ মিটার জমি শুক্রবার গভীর রাতে আমরা বন্ধুরা সেচ্ছাসেবী সংস্থাসহ স্থানীয় কিছু ব্যাক্তি কাঠের খুটি দিয়ে দখল করে নাম ফলক টানিয়ে দেয়। খবর পেয়ে শনিবার দুপুরে বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা, এ্যাড. আরিফ-উল হাসান আরিফ ও শাহিনুর তালুকদার ঘটনাস্থলে আসেন। পরে তাদের নেতৃত্বে লোকজন দিয়ে সকল স্থাপনা ভেঙ্গে ফেলে। এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বালিকা বিদ্যালয়ের সম্মুখে থেকে স্থাপনা ভেঙ্গে ফেলায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে। এ বিদ্যালয়ের সামনে স্থাপনা নির্মাণ বন্ধে দাবী জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, বিদ্যালয়ের সামনে স্থাপনা নির্মাণ না করার জন্য আমার দীঘ দিনের দাবী ছিল। কিন্তু কিছু লোক রাতের অন্ধকারে আমার বিদ্যালয়ের সামনের সড়কের জমি দখল করে নাম ফলক টানিয়ে দেয়। ওই স্থাপনা জেলা পরিষদ সদস্যরা এসে ভেঙ্গে দিয়ে দখল মুক্ত করেছে। এতে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের মাঝে সস্তি ফিরে এসেছে।
বরগুনার জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধা বলেন, বিদ্যালয়ের সম্মুখে কোন স্থাপনা করতে দেয়া হবে না। স্থাপনা করলে বিদ্যালয়ের পরিবেশ দুষিত হবে। গতকাল রাতে যারা স্থাপনা নির্মাণ করেছিল তা আমি গিয়ে ভেঙ্গে দিয়েছি। তিনি আরো বলেন আর কোন দিন এখানে কোন স্থাপনা করতে দেয়া হবে না। যদি কোন স্থাপনা হয় তাহলে বিদ্যালয়ের মেয়েরা ইভটিজিংয়ের শিকার হবে।

তালতলী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আঃমুতালিব, সম্পাদক হারুন অর রশিদ

গতকাল ০৩ রা জানুয়ারী বরগুনার তালতলীতে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে প্রেসক্লাবের সদস্যরা ভোট প্রদান করেন রাত ৮ টার দিকে ভোট শুরু হয় এবং কয়েক ঘন্টার ব্যবধানে ভোট গননা করে ফলাফল ঘোষনা করা হয় । তালতলী প্রেসক্লাবের উপদেষ্টা ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু এর উপস্থিতিতে মোট ১৩ জন সদস্যর মধ্য ১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে টানা ২য় বারের মত ১ ভোট বেশি পেয়ে সভাপতি মোঃআবদুল মুতালিব ( যুগান্তর ) ও ১ ভোট কম পেয়ে সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশিদ ( দক্ষিনঅঞ্চর ) নির্বাচিত হয়েছেন । ২০২০ সালের শুরু থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় মেয়াদ শেষ হওয়া প্রেসক্লাব বা সংবাদ সংস্থা গুলোতে নির্বাচন হয়েছে এবং হচ্ছে তারই ধারাবাহিকতায় সুষ্ঠ ভাবে তালতলী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হলো। নতুন কমিটিকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে দেশ ও জাতীর সার্থে তারা নিরপেক্ষ সংবাদ প্রচার ও প্রকাশ করবে এমনটাই আশা সুশিল সমাজের।
মোট জন সদস্য ভোট দিয়েছেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফুল্লাহ আল মামুন গোলাম বিবরিয়া ২০১৯ সালের  কমিটির দায়িত্ব পালন করেছেন মোঃআবদুল   মুতালিব ও মোঃগোলাম কিবরিয়া।

বরগুনার রিফাত হত্যা: মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

আজ বুধবার দুপুর ২টার দিকে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ চার্জ গঠন করেন। একই সাথে এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, চার্জ গঠন উপলক্ষে এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। বাবার সাথে আদালতে হাজির হন এ মামলায় জামিনে থাকা মিন্নি। পরে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনানো হয়। চার্জ গঠন শেষে কারাগারে থাকা ৮ আসামিকে আবারও কারাগারেই পাঠানো হয়।

যেসব আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), কামরুল ইসলাম সাইমুন (২১)।

এক থেকে সাত নম্বর পর্যন্ত অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩০২ এবং ৩৪ ধারায় চার্জ গঠন করা হয়েছে। এছাড়া ৮ এবং ১০ নম্বর অভিযুক্তের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র এবং আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে ২১২ এবং ১২০ বি ১ ধারা অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া এ মামলার প্রাপ্তবয়স্ক নয় নম্বর আসামির বিরুদ্ধে আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।

এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদি পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, দীর্ঘ সময় শুনানি শেষে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ মামলার ৩৭ আসামির সাক্ষগ্রহণ করবেন আদালত। এছাড়াও সাইমুন নামে এক আসামির জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। কিন্তু তা নামঞ্জুর করেন আদালত। আর প্রত্যেক আসামির আইনজীবীরা মামলা থেকে তার মক্কেলকে অব্যাহতি প্রদানের আবেদন করেন। আদালত সেটাও নামঞ্জুর করেন।

এর আগে, গত ৬ নভেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্র চার্জ গঠনসহ বিচারের জন্য প্রস্তুত করে জেলা ও দায়রা জজ আদাতনে প্রেরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক; এ দু ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। আর অন্য আসামিরা কারাগারে রয়েছেন।

তালতলীতে বর্নাঢ্য আয়োজনে বই উৎসব

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসব মুখর পরিবেশে বই বিতরন করা হয়েছে । সকাল ১০টা থেকে প্রাক প্রাথমিক,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে স্কুল কমিটির সভাপতি গনমান্য ব্যাক্তিবর্গ ও অভিবাকদের উপস্থিতিতে বই বিতরন করা হয় । এর আগে গতকাল ৩১ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষা মন্ত্রী প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মহোদয় বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন । নতুন বই গুলো ১৫ইডিসেম্বর থেকেই উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করে ।

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মত বিনা মূল্য এত সংখ্যক বই অন্য কোন দেশে ছাপা হয়নি । সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্দ্বীদের জন্যও আলাদা বই করে দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। তালতলী উপজেলা প্রাথমিক মাধ্যমিক,ইবতেদায়ী, প্রাক প্রাথমিক ও ইসলামি ফাউন্ডেশন শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত হয়েছি তারা তাদের অধিনস্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই বই পৌছে দিতে সক্ষম হয়েছেন । উপজেলা সদরের ছাতনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সরকারী মডেল স্কুল এন্ড কলেজে সহ সকল প্রতিষ্ঠানে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব সম্পন্ন হয়েছে ।তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ । এদিকে গতকাল জেএসসি জেডিসি প্রাথমিক ও ইবতেদায়ী পরিক্ষার ফল প্রকাশ করার পর থেকে বরগুনার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে । বরিশাল শিক্ষা বোর্ডের মধ্য বরগুনা জেলা প্রথম হয়েছে তাই বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিবাবক শিক্ষকমন্ডলী সহ কর্মকর্তা কর্মচারীগন উৎসব মূখর সময় পার করছেন ।

তালতলীতে প্রচন্ড শীতে জামাই বাড়ি বেড়াতে এসে শাশুড়ির মৃত্যু

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চারপাড়া গ্রামের আজিমুন্নেছা (৮০) গত শুক্রবার বিকেলে তার জামাই বাড়ি ইউনিয়নের দক্ষিন গেন্ডামারা গ্রামের আঃখালেক আকন বাড়ি বেড়াতে আসে। পরের দিন ২৮/১২/১৯ রোজ শনিবার সকাল ৮ ঘটিকায় পরোলোক গমন করেন। ঘনটা স্থলে উপস্থিত লোকজন ধারনা করেন তিনি বেড়াতে আসার পর রাত ও সকাল প্রর্যন্ত সুস্থ ছিলো তিনি সকালের খাবারো খেয়েছেন কিন্তু ঠান্ডা আবহাওয়ার কারনে প্রায় দু দিন যাবত প্রচুর কুয়াশা ও শীত লক্ষ করা গেছে এবং শীতের কারনেই তিনি মৃতঃবরন করেন । সকাল ১০ টার দিকে নিহতের জামাই বাড়ি থেকে লাশ নিজ বাড়ি চরপাড়ার উদ্দেশ্য তার অন্যান্য স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান । সারা দেশের ন্যায় উপকূলীয় অঞ্চল তালতলীতে প্রচন্ড শীতার্ত আবহাওয়া লক্ষ করা যায় এতে জনজীবনে নানামূখী সমস্যা দেখা দিয়েছে।

তালতলীতে হাজার হাজার মানুষের দূর্ভোগ নিরসনে সোনালী ব্যাংক উদ্বোধন ২৯ ডিসেম্বর

বরগুনা জেলার বরগুনা সদর আমতলী উপজেলা ও তালতলী থানা নিয়ে একটি সংসদীয় আসন। তালতলী থানা কে উপজেলা দাবী করে অনেক সংগ্রাম করেছে তালতলীবাসী। সময়ের পরিবর্তনে তালতলীকে উপজেলায় উন্নতি করা হয় পাশাপাশি উপজেলা ভূমি অফিস পশু হাসপাতাল ফায়ার সার্ভিস দৃশ্যমান আছে। সাব রেজিট্রি অফিসের কার্যক্রম ও চলছে আরেকটি আনন্দের বিষয় হচ্ছে হাজার হাজার চাকুরী জীবিদের বহু কালের ভোগান্তী সোনালী ব্যাংকের লেনদেন। সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের লেনদেন প্রবাসী ভাই বোনদের বিদেশ থেকে টাকা লেনদেন সহ প্রত্যান্ত অঞ্চলে মানুষ তাদের আর্থিক নিরাপত্তা হিসেবেও সরকারী ব্যাংকে মনে করেন। তালতলী বন্দরের প্রানকেন্দ্র বড়বগী সদর ইউনিয়ন পরিষদ ভবনে অস্থায়ী ভাবে আগামী ২৯ শে ডিসেম্বর ২০১৯ ইং তারিখ আনুষ্ঠানিক ভাবে সোনালী ব্যাংক উদ্ভোধন হবে।

তালতলীতে আগুন পোহাতে গিয়ে নারীর মৃত্যু

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলী উপজেলা চরপাড়া গ্রামে গতকাল প্রচন্ড শীতে নিমাই শীলের মেয়ে সুগন্ধা রানী নামের এক মহিলা খড় কুটো দিয়ে আগুন জ্বালিয়ে কতক্ষন আগুন পোহায়। হঠাৎ করে সেই জলন্ত আগুন তার কাপড়ে লেগে তার শরিরের দিকে উঠে যায়।  ডাক চিৎকারে লোকজন জড়ো হলে পানি দিয়ে আগুন নেভানো হয়। দগ্ধ নারীকে চিকিৎসার জন্য প্রথমে বরিশালে শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরন করা হয়। কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাকালীন রোগী মৃত্যু বরন করেন , ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরগুনায় মুক্তিযোদ্ধা এখন রাজাকার, তালিকায় নেই এমপির বাবা!

বরগুনা প্রতিনিধি:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠা বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বাবা মো. খলিলুর রহমানের নাম রাজাকারের তালিকায় আসেনি।

রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকারের তালিকায় এমপি রিমনের বাবার নাম পাওয়া যায়নি। তবে এমপির বাবার নামের স্থলে একজন গেজেটেড মুক্তিযোদ্ধার নাম এসেছে রাজাকারের তালিকায়।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের অভিযোগ, এমপি রিমনের বাবা খলিলুর রহমান ছিলেন বরগুনার প্রথম সারির রাজাকার। মুক্তিযোদ্ধাদের বাড়িতে অগ্নিসংযোগ এবং মুক্তিকামী মানুষকে হত্যা করেছেন তিনি। কিন্তু খলিলুর রহমান ওরফে খলিল চেয়ারম্যানের নাম সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় না থাকায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা।

একই সঙ্গে খলিলুর রহমান ওরফে খলিল চেয়ারম্যানের নামের সঙ্গে মিল থাকায় মো. খলিলুর রহমান (মানিক) নামের একজন গেজেটেড মুক্তিযোদ্ধার নাম এসেছে রাজাকারের তালিকায়। বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এতে ক্ষুব্ধ গেজেটেড মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমানের (মানিক) পরিবারের সদস্যরা।

সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় দেখা যায়, বরগুনার পাথরঘাটার রাজাকারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন গেজেটেড মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য খলিলুর রহমানের (মানিক) নাম। তার বাবার নাম হাজি আ. ছাদের। অথচ রাজাকারের তালিকায় নেই বরগুনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বাবা মো. খলিলুর রহমানের নাম। এই খলিলুর রহমান ওরফে খলিল চেয়ারম্যানের বাবার নাম লোহা মিয়া।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মরহুম মো. খলিলুর রহমানের (মানিক) প্রবাসী ছেলে মো. বেলাল হোসাইন বলেন, আমার বাবা গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। দুই বছর হলো তিনি মারা গেছেন। বাবা মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন। এছাড়া আমরা শহীদ পরিবারের সদস্য। আমার চাচা মো. মোতালেব কেরানীকে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানি হানাদাররা। অথচ এখন আমার বাবাকে রাজাকার বানানো হলো। শহীদ পরিবারের গেজেটেড মুক্তিযোদ্ধা কীভাবে ‘রাজাকার’ হলো জানতে চাই আমরা। এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি রাজাকারের তালিকা থেকে আমার বাবার নাম বাদ দেয়ার অনুরোধ জানাই।

বেলাল হোসাইন আরও বলেন, আমার বাবার নামের সঙ্গে মিল আছে এরকম একজন ‘রাজাকার’ আছে আমাদের গ্রামে। সেই ‘রাজাকারের’ নাম বাদ দিতে কিংবা ভুলবশত আমার মুক্তিযোদ্ধা বাবার নাম ‘রাজাকারের’ তালিকায় আনা হয়েছে। আমার মুক্তিযোদ্ধা বাবার নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মোতালেব মৃধা বলেন, বরগুনায় রাজাকারের তালিকায় এক নম্বরে এমপি রিমনের বাবা মো. খলিলুর রহমানের নাম থাকার কথা ছিল। কিন্তু দেখে আশ্চর্য হলাম রাজাকারের তালিকায় তার নাম নেই। অথচ গেজেটেড মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের (মানিক) নাম রাজাকারের তালিকায়। খলিলুর রহমান মানিক গেজেটেড মুক্তিযোদ্ধা, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এমপি রিমনের বাবা খলিলুর রহমান রাজাকার, এতেও সন্দেহ নেই।

তিনি আরও বলেন, এমপি রিমনের বাবা মরহুম মো. খলিলুর রহমান ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর। খলিলুর রহমান বরগুনা সাব-ডিভিশনের শান্তি কমিটির সভাপতি ছিলেন। রিমন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার রাজাকার বাবার নামে রাস্তা নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু আমরা তা প্রতিহত করেছি। অথচ সেই কুখ্যাত রাজাকারের নাম তালিকায় নেই। এতে আমরা হতাশ হয়েছি।

দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ও মুক্তিযুদ্ধ চলাকালীন একটি ইউনিটের কমান্ডার আবদুল হালিম ওরফে কমরেড হালিম বলেন, এমপি রিমনের বাবা মো. খলিলুর রহমান ছিলেন কুখ্যাত রাজাকার। খলিলুর রহমানের বাবার নাম লোহা মিয়া। এলাকায় রাজাকার খলিলুর রহমান, খলিল চেয়ারম্যান নামে এখনো পরিচিত। খলিল চেয়ারম্যান ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছেন। এখানের সব মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী রাজাকার খলিলকে ভালো করেই চেনেন।

তিনি আরও বলেন, এমপি রিমনের বাবা খলিল চেয়ারম্যানের নাম রাজাকার তালিকার শুরুতে থাকার কথা। খলিল চেয়ারম্যান পাথরঘাটার শান্তি কমিটির সভাপতি ছিলেন। তিনি বরগুনা সাব-ডিভিশনের শান্তি কমিটির সভাপতিও ছিলেন। অথচ খলিল চেয়ারম্যানের নামই নেই রাজাকারের তালিকায়। সেখানে একই নামের একজন মুক্তিযোদ্ধার নাম এসেছে। এটা গভীর একটি ষড়যন্ত্র। অবিলম্বে রাজাকারের তালিকা থেকে গেজেটেড মুক্তিযোদ্ধার নাম বাদ দিতে হবে।

এ বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন জাগো নিউজকে বলেন, সদ্য প্রকাশিত রাজাকারের তালিকার বেশকিছু অসংগতি আমারও দৃষ্টিগোচর হয়েছে। রাজাকারের তালিকায় খলিলুর রহমানের (মানিক) নাম আসা অত্যন্ত দুঃখজনক। একই তালিকায় নাম এসেছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মজিবুল হক নয়া ভাইয়ের এবং আমার প্রতিবেশী মুক্তিকামী ব্যক্তিত্ব আমির হামজার, যা অত্যন্ত বেদনাদায়ক।

তালিকা প্রকাশে আমার বিন্দুমাত্র হস্তক্ষেপ নেই উল্লেখ করে এমপি রিমন বলেন, প্রকাশিত রাজাকারের তালিকায় যে অসংগতি দেখা গেছে তা সংশোধন হবে।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, রাজাকারের তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধার নাম আসার বিষয়টি আমি জেনেছি। এটি সংশোধনের জন্য ওই মুক্তিযোদ্ধার পরিবারের কেউ আবেদন করলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

আবু হানিফ নয়ন, তালতলী:
বাংলাদেশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত একটি স্বাধীন ভূমি । এই অর্জন যেমন বাঙ্গালীদের জাতীয় জীবনে নতুন দিক উন্মোচন করেছে তেমনী আমাদের যুগিয়েছে অবারিত অনুপ্রেরনা । একটু একটু করে বেড়ে ওঠা এই ছোট্ট দেশটি এগিয়ে যাবে আরো অনেক দূর এই প্রত্যাশাই হোক বিজয় দিবসের মূল মন্ত্র ।
বরগুনার তালতলীতে উপজেলা প্রশাসন কর্তৃক বিজয় দিবস উদযাপন । তালতলী সরকারী মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা ও দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীগ সভাপতি জননেতা রেজবী উল কবির জমাদ্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনাব শাহিনুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা তালতলী থানা জেলা আলীগের সম্পাদক জনাব ফজলুল হক জমাদ্দার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনিন উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সংসদ, সুশীল সমাজ,তালতলী প্রেসক্লাবের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ যোগ দেয়। নেতৃবৃন্দ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা মূখী আলোচনা তুলে ধরেন। আজ ১৬ ই ডিসেম্বর দিন ব্যাপি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান মালা উপস্থাপিত হবে।

আমতলীতে মহান বিজয় দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ, মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সকাল সাড়ে ৮ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। এরপূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলাত,আমতলী থানা, আমতলী পৌরসভা, আওয়ামীলীগ, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন, যুবলীগ, বিএনপি, আমতলী সরকারী কলেজ, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী বন্দর ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।