রাঙ্গাবালীতে ত্রানের চাল উদ্ধার, আটক ১

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা পরিস্থিতিতে দুস্থ-অসহায়দের খাদ্য সহায়তার ৮ বস্তাভর্তি ২৪০ কেজি ত্রাণের চালসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের জুগির হাওলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম আইয়ুব আলী ব্যাপারী (৬০), পেশায় মুরগি ব্যবসায়ী। সে জুগির হাওলা গ্রামের আলী আকবরের ছেলে। রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী ইউনিয়নের জুগির হাওলা গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর বাড়িতে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ত্রাণের ৩০ কেজি ওজনের ৮ বস্তা (২৪০ কেজি) চাল উদ্ধার করা হয়। একইসঙ্গে আয়ুব আলীকে আটক করা হয়। এসময় একই এলাকায় বাদশা পাহলানের ঘরে ৫ বস্তা চাল পাওয়া গেলে তাকে না পেয়ে স্হানীয়দের জিম্মায় চাল রেখে দেয়া হয়।  পুলিশ হেফাজতে থাকাকালীন আইয়ুব আলী বলেন, ‘জুগির হাওলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ তালকুদার তাকে এ চাল দিয়েছেন।’

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ‘আইয়ুব আলীর ঘরের ভেতরের একটি বক্সের মধ্যে থেকে সরকারি বস্তায় ভরা চালগুলো পাওয়া যায়। এসময় আইয়ুবকে আটক করা হয়। ইউপি সদস্যসহ আইয়ুবের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘আটক ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, এটা ত্রাণের জিআর চাল।

মাসুদ মেম্বার তাকে এ চাল দিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই চাল মেম্বারের কাছে বা ওনার (আইয়ুব) কাছে থাকার কথা নয়। এখন তাদের কাছে গেলো কিভাবে? কার মাধ্যমে গেলো? সেই বিষয়ে তদন্ত করা হবে।

পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একজন কর্মকর্তা জানান জিআরের (জেনারেল রিলিফ)  চাল গোডাউন থেকে বিতরনের আগ পর্যন্ত চেয়ারম্যানের জিম্মায় ইউনিয়নের পরিষদের গোডাউনে থাকার কথা কিন্তু সেই চাল কিভাবে মেম্বার বা সাধারণ মানুষের বাসায় পাওয়ার কারনে সাধারণত প্রশ্ন জাগে কিভাবে চাল বাহিরে গেল? সদর ইউনিয়নের এক ইউপি সদস্য জানান হ্যালো চেয়ারম্যান কর্মসুচীর মাধ্যমে দুএকজন দুস্হদের মাধ্যমে ত্রানের চাল বিতরন করে বেশীভাগ চাল চেয়ারম্যান তার বিশেষ সম্পর্কযুক্ত দুই তিনজন সদস্য মিলে আত্মসাৎ করেছেন।

এব্যাপারে রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান মামুনের ব্যবহৃত সেল ফোন০১৭১২৭০০১১২ নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেনি।

বরিশালের করোনা ইউনিটে একদিনে দু’জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে একদিনে দু’জনের মৃত্যু হলো।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া ওই পুরুষের বয়স ৭২ বছর। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, গত ৫ দিন ধরে ওই ব্যক্তি জ্বর, সর্দি-কশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই রোগীর মুত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।

এদিকে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে করোনা ইউনিটে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, পটুয়াখালী থেকে ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বরিশাল মেডিকেলে আনা হয়। এরপর তাকে প্রথমে মেডিসিন (মহিলা) ইউনিটে এবং সেখান থেকে বৃহস্পতিবার করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ওই রোগী দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে আক্রন্ত ছিলেন। মেডিকেলে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে শ্বাসকষ্টে নারীর মৃত্যু

পটুয়াখালীতে শ্বাসকষ্ট নিয়ে রশিদা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রশিদা বেগমকে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তিনি পটুয়াখালীর বদরপুর মাছখালী এলাকার বাসিন্দা কামাল গাজীর স্ত্রী।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রাশিদা বেগমকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছিল। বুধবার (১৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এখনও তার ফলাফল আসেনি। এর মধ্যে আজ সকালে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া রোগীর মতোই রাশিদা বেগমকে দাফন করা হয়েছে। তার স্বজনদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পটুয়াখালীতে করোনা মোকাবিলায় মাঠ পর্যায়ে কাজ করছে র‌্যাব

পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীতে করোনা সংক্রমন বিস্তার রোধে সরকারের স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব রক্ষার কাজে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে নিউমার্কেট সহ বিভিন্ন হাটবাজারে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

 

এ সময় নিউমার্কেট অপ্রয়োজনীয় নিষিদ্ধ দোকান খোলা রাখার দায়ে ২০১৮ সালের সংক্রমন প্রতিরোধ আইনে অর্থ দন্ড করা হয়। এ ছাড়া নিউমার্কেট সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বাসানো হয়েছে। রইছ উদ্দিন বলেন, আমরা সচেনতা মূল্যক স্টিকার লাগিয়েছি এবং বিভিন্ন দোকানে সামাজিক দুরত্ব চিহ্নের কাজ করেছি। করোনা মোকাবিলায় র‌্যাব-৮ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

ঘরে ত্রাণের চাল, জেলে মেম্বার

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে সরকারী ত্রাণের চাল অবৈধভাবে নিজ ঘরে রাখার দায়ে লিপি বেগম নামের এক মহিলা মেম্বারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ওই মেম্বার উপজেলার কেশাবপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার।

বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বালি। এসময় মেম্বারের ঘর থেকে চার বস্তা ত্রাণের, এক বস্তা ভিজিডি ও তিন’টি খালি বস্তা উদ্ধার করা হয়।
অভিযোগ পাওয়া গেছে, ওই মেম্বার বাড়িতে বসে ত্রাণের চাল বিক্রি করতেন। এছাড়াও কেশাবপুর ইউনিয়নে সরকারি ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হয়, ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা প্রকৃত অসহায় মানুষে মাঝে ত্রাণ বিতরণ না করে নিজ দলীয় এবং স্বচ্ছল ও চাকরিজীবি মানুষে মাঝে চাল বিতরণ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বলেন,‘ জিআর বরাদ্ধের তিন মে.টন চাল জনসমাগম এড়িয়ে বিতরণ করার জন্য নয়টি ওর্য়াডে ভাগ করে দেওয়া হয়েছে। মহিলা মেম্বার তাঁর ভাগের সাড়ে সাত বস্তা চালের কিছু বিতরণ করেছেন বাকি চাল তাঁর ঘরে ছিলো। ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে একটি মহল।

বাউফলে মৃত্যূ নিয়ে আতংক

পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তির মৃত্যূ নিয়ে আতংকের সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তির নাম মো. নাসির মোল্লা (৪০)। গতকাল সোমবার রাতে উপজেলার আদাবাড়ীয় ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থানরত অবস্থায় মারা যান তিনি। স্থানীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, চলতি বছরের মার্চের শেষের দিকে ঢাকাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরতর আহত হন নাসির। ঝলসে যায় দেহের অনেকাংশ। চিকিৎসা নেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থ অবস্থায় গত সপ্তাহে শশুর বাড়িতে আসেন সে। সোমবার রাতে মৃত্যূবরণ করেন তিনি। সূত্র আরো জানায়, বুক পুড়ে যাওয়ায় নাসিরের শ্বাসকষ্টের সমস্যা ছিলো।
অপরদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে এমন কথাও শোনা যায় বিভিন্ন মাধ্যমে। মৃত নাসির মোল্লার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউপির পশ্চিম পাতাবুনিয়া গ্রামে। সে ঢাকার একটি মালিকানা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত না তাই তার সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রাথমিকভাবে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ আসলে ওই এলাকাটি লকডাউন করা হবে।

দেশে প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে পটুয়াখালীতে প্রবেশ করা মানুষের জন্য ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট চালু করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাটে এমভি এ আর খান লঞ্চে দেশের প্রথম ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যে সব ব্যক্তি এই জেলায় প্রবেশ করবে তাদেরকে এই লঞ্চে ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এমভি এ আর খান লঞ্চে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে একজন চিকিৎসক, পর্যাপ্ত ওষুধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ সময় পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্র্তা লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ, পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গাবালীর মৌডুবীতে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজ সেবক শিপন

মনজু সরদার, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে নিজ অর্থায়নে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইলিয়াস মাহমুদ শিপন ।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ১২০০ পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক শিপন।

দেশে সাধারণ ছুটি ঘোষণা ও আয়ের পথ বন্ধ থাকায় এসব পরিবারের মাঝে চাল, ডাল, আলু,তৈল ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। গতকাল রবিবার ও আজ সোমবার ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কয়েকজন অসহায়দের সাথে প্রতিবেদক এর কথা হলে তারা বলেন, এই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার প্রভাবের কারনে আমাদের সব ধরনের কাজ কর্ম বন্ধ রয়েছেন এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়ে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন তিনি এবং খাদ্য সামগ্রী দিয়ে আমাদের সহযোগীতা করেছেন।

আমরা দোয়া করি আল্লাহ তাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস মাহমুদ শিপন বলেন, প্রাণঘাতী করোনার দুর্যোগ মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য। আমি সমাজের সকল বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং তিনি আরও বলেন আমার এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে৷

৯৯৯’এ কল: খাদ্যদ্রব্য নিয়ে হাজির পুলিশ

বাউফল প্রতিবেদক:
বাবা দিনমজুর। ছেলে মেধাবী ছাত্র। এসএসসি ও এইচএসিতে জিপিএ-৫ পেয়ে পড়াশুনা করছে কুমিল্লার এক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। মরণঘাতি ভাইরাস নোবেল করোনা (কোভিড-১৯) এর প্রভাবে ঘর থেকে বের হতে পারছেন না বাবা। আয়-রোজগার বন্ধ। দেখা দিয়েছে খাদ্য সংকট। ছেলে ৯৯৯’এ কল করে স্থানীয় থানা পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। পুরো বিষয়টি জানান ওসিকে। আর ফোন পেয়ে ওসি খবর পেয়ে খাদ্য দ্রস্য নিয়ে হাজির হয় সেই বাড়িতে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাশেম মিয়া (ছদ্মনাম) এর ছেলে কুমিল্লাতে পড়াশুনা করেন আর মেয়ে জেএসসিতে জিপিএ৫ পেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শির্ক্ষার্থী। করোর প্রভাবে খাদ্য সংকটে পড়েছেন পরিবারটি। বিষয়টি ৯৯৯’এ কল করার মাধ্যমে আমি জানতে পেরে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। ’

তিনি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান/মেম্বার তাদের কোন ত্রাণের নাম দেয়নি, যেহেতু ছেলে বড় প্রতিষ্ঠানে পড়ে তাই ভাবছে তাদের অনেক কিছু আছে। মুলত এমন পরিবার গুলোই বিপদে আছে।’

অসহায় দুস্থ পরিবারের পাশে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব

কামাল হাসান রনি:
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের দিনমজুর,খেটেখাওয়া,অসহায়,  দুস্থ , সুবিধাবঞ্চিত পরিবারগুলো এক সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে।

কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর শহরে এবং ইউনিয়নগুলোতে অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সৃষ্টি এই গ্রুপের সদস্য কলাপাড়া উপজেলার  স্থানীয় যারা পোস্ট গ্রাজুয়েশন শেষ করে দেশের বিভিন্নপ্রান্তে চাকুরী করছেন এবং শিক্ষার্থীরা যারা মাত্র পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন।কলাপাড়ার পোস্ট গ্রাজুয়েট যারা তাদের সমন্বয়ে একটি সৃজনশীল উদ্যমী মানুষের মিলন মেলা।
কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাবের রোকনুজ্জামান পান্নু,কামাল হাসান রনি,শাফিন শাহাদাত, এবিএম কাওসার, মোস্তাফিজুর রহমান ,এম এ ইউসুফ আজকে কলাপাড়া পৌর শহরের চাকামইয়া ইউনিয়ন, নীলগঞ্জ ইউনিয়ন এবং ধুলাসার ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল,ডাল,তেল,আলু,পেয়াজ, সাবান বিতরণ করেন।

এসব অসহায় পরিবারের মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিধি অনুযায়ী সতর্কতামূলক নির্দেশ মানার জন্য অনুরোধ করেন এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সৃষ্ট এই গ্রুপের  প্রধান এডমিন মহিবুল্লাহ মুহিব যিনি বাংলাভিশনে কর্মরত রয়েছেন তিনি জানান যে সমস্ত মানুষ গুলো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদেরকে একটি প্লাটফর্মে এনে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন করার ইচ্ছে প্রকাশ করেন,যেখানে সকল সদস্যরা আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকবে।

কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব এর অন্যতম এডমিন নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন,কলাপাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা এবং এর সমাধান কল্পে সকল পোস্ট গ্রাজুয়েটদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।সবার সহযোগিতা কামনা করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে গণজমায়েত এড়িয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে নিশ্চিত করেন।