সেই মিন্নিকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি

নিজস্ব প্রতিবেদক:

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেয়েছেন।

আজ মিন্নী এবং কারাগারে থাকা আল-কাইয়ুম রাব্বি আঁকন ও মোঃ সাগরকে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন আদালত।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, মিন্নি সরকারী মহিলা কলেজ থেকে অসমাপ্ত একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন। এ সময় আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে মিন্নি জামিন আবেদনের উপর ১৬ জানুয়ারী আদালত শুনানির দিন ধার্য করেছে। অপর দিকে শিশু আদালতে বাদীসহ ৪ জনের সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত চলে।

আমতলীতে গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা নিয়ে পালিয়েছে ভুয়া কোম্পানী

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
পন্য বিক্রি ও টাকা জামানত রাখার নামে সাড়ে তিন কোটি টাকা নিয়ে উধাও হয়েছে মোনাবী অল বাংলাদেশ নামের একটি ভুয়া বে-সরকারী কোম্পানী। এতে দুই’শ পাচ জন কমী ও প্রায় এক হাজার গ্রাহক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কে। ক্ষুব্দ গ্রাহকরা অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানাগেছে, মোনাবী অল বাংলাদেশ নামের একটি ভুয়া বেসরকারী কোম্পানীগত বছর সেপ্টেম্বর মাসে আমতলীতে পন্য বিক্রি ও অধিক মুনাফার লোভ দেখিয়েগ্রাহক সংগ্রহ করে। প্রথমে আমতলী পৌর শহরের সাকিব প্লাজার তিন তলায় অফিস নেয়। ওই খানে গত এক বছর ধরে কাযক্রম পরিচালনা করে আসছে তারা।গ্রাহক সংগ্রহের জন্য আমতলী উপজেলায় দুই শত পাচ জন প্রতিনিধি নিয়োগ দেয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামাল হোসেন মুকুল।

 

প্রত্যেক প্রতিনিধির কাছ থেকে জামানত বাবদ সত্তর হাজার টাকা নেয়। প্রতিনিধিদের মাসব্যাপী প্রশিক্ষক দেয় তারা। প্রত্যেক প্রতিনিধি বিশ হাজার টাকা দামের একটি এলইডি টিভি বিক্রি করতে পারলে কোম্পানী কতৃপক্ষ এক হাজার পাচ’শ একচল্লিশ টাকা ফেরত দেয়। টিভি না নিয়ে টাকা জমা দিলেও তাকে ওই পরিমান টাকা ফেরত দেয় কোম্পানীর কতৃপক্ষ। এভাবে যে যতগুলো টিভি বিক্রির নামে টাকা জমা দিতে পারবে তাকে প্রতি টিভি বাবদ এক হাজার পাচ’শ এক চল্লিশ টাকা দেয়া হবে। অধিক মুনাফার আশায় আমতলী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার গ্রাহক এভাবে টাকা জমা দিয়েছেন। পন্য বিক্রি ছাড়াও অনেক গ্রাহক অধিক মুনাফার আশায় টাকা জমা দিয়েছেন।

 

এছাড়াও এক লক্ষ টাকায় মাসে সাত হাজার সাত’শ আট টাকা লাভ দিবে বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এভাবে প্রায় এক হাজার গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে এই প্রতারক চক্র। ওই প্রতারক চক্র গ্রাহকদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান কোম্পানীর স্টোর ইন চাজ জামাল মিয়া।তাদের কাযক্রম নিয়ে দীর্ঘদিন ধরে আমতলীর জনমনে সন্দেহ ছিল। গত তিন মাস আগে সাকিব প্লাজার অফিস ছেড়ে আমতলী হাসপাতাল এলাকায় অফিস ভাড়া নেয়। সোমবার দুই’শ পাচজন প্রতিনিধিদের বেতন দেয়ার কথা ছিল।

 

ওইদিন সকালে ওই প্রতিনিধিরা অফিসে বেতন নিতে আসেন। এ সময় অফিসের মাকেটিং অফিসার আনিস মিয়া, হিসাব রক্ষক আল আমিন, স্টোর ইন চাজ জামাল মিয়া ও প্রশাসনিক কর্মকর্তা দীপক চন্দ্র শীল উপস্থিত ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও চেয়ারম্যান জামাল হোসেন মুকুলের দেখা নেই। এর পরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। চেয়ারম্যানের ফোন বন্ধ পেয়ে অফিসের কমকতারা সকলে সটকে পড়ে। এতে প্রতিনিধিদের সন্দেহ হয়। পরে উপস্থিত গ্রাহক ও প্রতিনিধিরা অফিসের আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ দিকে কোম্পানী টাকা নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে কয়েক শত গ্রাহক অফিসের সামনে জড়ো হয়। অনেক গ্রাহক ও প্রতিনিধি টাকা হারিয়ে অজ্ঞান হয়ে পরে। এ ঘটনার পরপর কোম্পানীর চেয়ারম্যান জামাল হোসেন মুকুলসহ অফিসের সকল কমকতাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

 

গ্রাহক ও প্রতিনিধি নাগিস বেগম বলেন, আমি সরল বিশ্বাসে এ কোম্পানীতে দশ লক্ষ টাকা জমা দিয়েছি। প্রতিমাসে আমাকে সত্তর হাজার সাত শত টাকা মুনাফা দিতো। এভাবে গত তিন মাস পেয়েছি। এখনতো আমার সবই গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমাকে এখন পথে বসতে হবে।
বৈঠাকাটার গ্রামের লিজা বলেন, চাকুরী দিবে বলে আমার কাছ থেকে সত্তর হাজার টাকা নিয়েছে। এখন তারা আমাকে চাকুরী না দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে।
জান্নাতি বলেন, আমি চাকুরী দেয়ার সময় এক লক্ষ টাকা জমা দিয়েছি। এখন পযন্ত বেতন পাইনি। এখনতো পালিয়েই গেল। কি জবাব দিব বাড়ীতে গিয়ে।
প্রতিনিধি মেঘলা বলেন, আমি সকালে অফিসে বেতন নিতে এসে শুনি চেয়ারম্যান জামাল হোসেন বেতন নিয়ে আসবেন। সকাল থেকে দুপুর পযন্ত অপেক্ষা করেছি। পরে এক এক করে অফিসের সবাই পালিয়ে গেছে। আমরা এ ঘটনার বিচার চাই।

আমতলী কাউনিয়া গ্রামের মোঃ জিয়া উদ্দির জুয়েল বলেন, মুনাফা দেয়ার কথা বলে আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে।
মোনাবী অল বাংলাদেশ আমতলী শাখার স্টোর ইন চার্জ জামাল মিয়া বলেন, কোম্পানীর চেয়ারম্যান প্রতারক জামাল হোসেন মুকুল আমতলীর বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে মোনাবী অল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন মুকুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী থানার এসআই মোসাঃ নাসরিন বেগম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। প্রতারক চক্র পালিয়ে গেছে।

আমতলী থানারওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় ভুয়া ডাক্তার আটক, পঞ্চাশ হাজার টাকা জরিমানা

বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে ভুয়া ডাক্তার আটক, পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

আজ রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের মো. শওকত হোসেন নামে একজন ভুয়া ডাক্তার কে আটক করেন র্যাব ৮ পটুয়াখালী। সনদ ছাড়া ডাক্তারি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

র‍্যাব ৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার রইসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার শওকত হোসেন কে আটক করা হয়। পরবর্তীতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সনদ ছাড়া ডাক্তারি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করে।

আরো জানান, যে ডাক্তারি পাশ করেনি তার মাধ্যমে মানুষ কিভাবে চিকিৎসাসেবা পাবে। সে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন- নাক, কান, গলা, গাইনি সমস্যা, নারী পুরুষের যৌন সমস্যা, টিউমার অপারেশন ইত্যাদি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৬ দোকান ভস্মিভূত

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
আমতলী কলেজ সড়কে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক প্রায় এক কোটি ২০ লাখ টাকা ।

স্থানীয় সুত্র জানিয়েছে, রাত আনুমানিক ১২-২০ টার সময় শহিদুল ইসলামের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত এবং দ্রুত খোকন সাহা, বিশ্বজিৎ সাহা, প্রবীর কুমার সরকার,মন্টু মিয়া ও জুয়েল আকনের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ৬টি দোকান ঘর ও দোকানের মালমাল সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা। অগ্নিকান্ডে উদীয়মান ৬ ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: রেজোয়ান জানান,শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ।

আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন ।

আমতলীতে কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

মো: মহসীন মাতুব্বর,আমতলী প্রতিনিধি:

আমতলীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭শ’৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ১৯ টন সার ৬শ’ কেজি ভ’ট্টা, সূর্যমুখী ২৪৮ কেজি, চিনাবাদাম ৪শ’ কেজি, মূগ ১হাজার ১ শ’ ৭৫ কেজি বিতরন করা হয়। আনুষ্ঠানিক ভাবে সার বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের এমপি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি । বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, আমতলী পৗরসভার মেয়র মো. মতিয়ার রহমান. সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জিএম দেলওয়ার হোসেন, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার , ভাইস জেয়ারম্যান মো. মজিবুর রহমান,ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম।

আমতলীতে সরকারী ধান ক্রয়ে অনিয়ম ১৯৫ বস্তা ধান জব্দ, ১ জনের কারাদন্ড

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
আমতলীতে সরকারী ধান ক্রয়ে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন খাদ্য গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ১শ’৯৫ বস্তা ধান জব্দ করেন। এ অনিয়ের সাথে জড়িত থাকার অভিযোগে উপ-খাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনা শ্রম কারাদন্ড ও ধান সরবরাহকারী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, আমতলী উপজেলায় কৃষকের নিকট থেকে সরকারীভাবে এবছর ১ হাজার ৪০ টাকা মন দরে ২ হাজার ৯১ টন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। খাদ্য বিভাগের লোকজন ওই ধান কৃষকের নিকট থেকে না কিনে এক শ্রেণির দালালের মাধ্যমে নি¤œ মানের ধান ক্রয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার সকাল ১০টায় এ খবর পেয়ে টিএন্ডটি সড়কে অবস্থিত খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি অবৈধ ভাবে ধান সরবরাহকারী ফেরদৌস এর নিকট থেকে ১শ’ ৯৫ বস্তা ধান ক্রয়ের সত্যতা পান। ফেরদৌস আমতলীর উত্তর টিয়াখালী গ্রামের ৫ জন কৃষকের কার্ড সংগ্রহ করে ওই কার্ডের অনুকুলে খাদ্য গুদামে ধান সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মেসার্স দীপ্ত এন্টার প্রাইজের মালিক সুনিল সমদ্দার এর আড়ৎ থেকে ধান ক্রয় করে ট্রাক যোগে আমতলী এনে খাদ্য গুদামে সরবরাহ করে। এসময়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন সরবরাহকৃত ১শ’ ৯৫ বস্তা ধান জব্দ করেন। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খাদ্য বিভাগের উপ-খাদ্য কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ধান সরবরাহকারী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) মো. শফিকুল ইসলাম এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিসএলএসডি) রবীন্দ্র নাথ মন্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন।

এ বিষয়ে আমতলী উপজেলা ওসিএলএসডি রবীন্দ্র নাথ মন্ডলকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। (০১৭৩৪৬৭৮০৬৪)
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, জব্দ করা ধান পুলিশের হেফাজতে রয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, কৃষকের নিকট থেকে ধান না কিনে খাদ্য বিভাগের লোকজন দালালের মাধ্যমে নি¤œ মানের ধান ক্রয় করে খাদ্য গুমামে মজুদ করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এবং ঘটনার সত্যতা পেয়ে উপ-খাদ্য কর্মকর্তা অঞ্জনকে ১০ দিনে কারাদন্ড ও ধান সরবরাহকারী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করি। তিনি আরো বলেন, জব্দকৃত ধান পুলিশের হেফাজতে রয়েছে।এ ধান পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

বরগুনায় গাঁজাসহ আটক ৩

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ ০৬/০১/ ২০২০ তারিখে, ছোট-পোটকাখালী ও বরগুনা সদর এলাকায় অভিযান চালিয়ে,আসামী ০১ মোঃ রাসেল চৌকিদার, (পিতাঃ মোঃ নাসির হোসেন চৌকিদার), ০২.মোঃ জসিম উদ্দিন খান শাহিন,

(পিতাঃ মোঃ আব্দুল হাকিম খান,) এবং আমিনুল ইসলাম খোকন,(পিতাঃ মৃত আব্দুল হামিদ,) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
পরে বরগুনা জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু বকর সিদ্দিকী, প্রত্যেক আসামিকে তিন মাস করে কারাদন্ড প্রদান করেন।

তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য উপজেলার টিকাদান (এমডিটি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরন সভা অনুষ্ঠিত ।

তালতলী ২০ শস্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন ( সিডিসি,ডিজিএিসএস ) । তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সালামের সঞ্চালোনায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার তাং, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, প্রেসক্লাবের সদস্য আবু বরক সিদ্দিক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন ।
সভায় তালতলী রিপোটার্স ইউনিটির আহবায়ক মল্লিক মোঃ জামাল,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম,ফরিদা পারভিন,ছোটবগী ইউপি সচিব সের শাহ,নিশানবাড়িয়া ইউপি সদস্য মোঃমহিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য “২০২০ সালের মধ্য জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্য তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামী ৮-১২ জানুয়ারী প্রর্যন্ত কুকুরকে টিকাদান করতে হবে ।

তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

আবু হানিফ নয়ন::বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য উপজেলার টিকাদান (এমডিটি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরন সভা অনুষ্ঠিত ।
তালতলী ২০ শস্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন ( সিডিসি,ডিজিএিসএস ) । তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ সালামের সঞ্চালোনায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার তাং, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা আলম মুন্সী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, প্রেসক্লাবের সদস্য আবু বরক সিদ্দিক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন ।

সভায় তালতলী রিপোটার্স ইউনিটির আহবায়ক মল্লিক মোঃ জামাল,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম,ফরিদা পারভিন,ছোটবগী ইউপি সচিব সের শাহ,নিশানবাড়িয়া ইউপি সদস্য মোঃমহিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য “২০২০ সালের মধ্য জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগান কে বাস্তবায়নের লক্ষ্য তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামী ৮-১২ জানুয়ারী প্রর্যন্ত কুকুরকে টিকাদান করতে হবে ।

তালতলীর সোনাকাটায় ঔষধ ব্যবসায়ী কে অপহরনের অভিযোগ

বরগুনার তালতলী সোনাকাটা ইউনিয়নের বাঁধ ঘাটে পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী সাইফুল ইসলাম শাহজাহান ( ৩৫ ) কে তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছন দিকে  সিঁধ কেটে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। তিনি  গত বৃহস্পতিবার রাত থেকে নিখোজ তার স্বজন ও এলাকাবাসী সূত্রে ঘটনার বর্ননায় জানা গেছে তিনি ঘটনার রাতে তার বড় ভাই স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ফারুক খানের বাড়িতে রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যায় কিন্তু সকালে মামুন নামের স্থানীয় একজন ক্রেতা দোকানে ঔষধ নিতে আসলে দোকানের মালিক শাহজাহান  কে না পেয়ে ডাকাডাকি করে এবং সীঁধ কাটা দেখে কাছাকাছি লোকজন ও তার স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বলেন তাদের কোন শত্রু পক্ষ পূর্ব বিরোধের কারনে তাকে অপহরন করে নিয়ে গেছে এমনি ধারনা করেন। বর্তমানে আত্বীয় স্বজন ও স্থানীয় লোকজনের মনে অতঙ্কবিরাজ করছে।

এ বিষয়ে তালতলী ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ করলে ভারপ্রাপ্তা কর্মকর্তা জনাব শাহিনুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং উক্ত ঘটনার মূল রহস্য খুজে বের করার আশ্বাস দেন।