বরগুনায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর মহিষকাটা নামক স্থানে চাল ভর্তি ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক আবদুল আজিজ (৪০) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কলাপাড়া উপজেলার মোস্তফাপুর অটোরাইস মিল থেকে চাল ভর্তি একটি ট্রাক বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা নামক স্থানে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মোটর সাইকেলকে ট্রাকটিতে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আবদুল আজিজ নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। পরে পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত মোটর সাইকেল চালক আজিজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহত আজিজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনার মানুষের দূর্ভোগ লাঘবে ৫০ কোটি টাকার মেগা প্রকল্প

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার চাওড়া, হলদিয়া, কুকুয়া, সদর ইউনিয়ন ও পৌরসভার উপরদিয়ে প্রবাহিত ৩০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ মিটার প্রস্থ চাওড়া- সুবন্দি বদ্ধ নদী কচুরীপানায় ভরপুর হয়ে গেছে। পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দুষিত হওয়ায় চার ইউনিয়ন ও পৌরসভার লাখো মানুষ দুর্ভোগে পরেছে। এ চাওড়া-সুবন্দি নদীর পানি নিষ্কাশন ও কচুরীপানা অপসারনে পানি উন্নয়ন বোর্ড ৫০ কোটি টাকা ডিপিপি (ডকুমেন্ট অফ প্রজেক্ট প্রফর্মা) জমা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে। এ প্রকল্প বাস্তবায়ন হলে আমতলী উপজেলার লক্ষাধীক মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান এলাকাবাসী।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, ১৯৮২ সালে আমতলীর চাওড়া ও পায়রা নদীর ভয়াবহ ভাঙ্গনের হাত থেকে আমতলী শহরকে রক্ষায় সংযোগস্থল চৌরাস্তায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে। কালের বিবর্তনে চাওড়া নদী মরা নদীতে পরিনত হয়। ত্রিভুজ আকৃতির ৩০ কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ মিটার প্রস্থ এ নদীটি উপজেলার হলদিয়া, কুকুয়া, চাওড়া, আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার ২৫টি গ্রামের উপর দিয়ে প্রবাহিত। নদীর ভৌগলিক অবস্থানের কারনে সুবন্দি অংশে রামনাবাঁধ নদী, ঘুঘুমারী অংশে টিয়াখালী ও আমতলীর অংশে পায়রা নদীর সাথে সংযোগ রয়েছে। প্রাকৃতিক জলোচ্ছাস ও লবনাক্ততার হাত থেকে মানুষ ও সম্পদ রক্ষায় ২০০৯ সালে বামনাবাঁধ নদীর একাংশ সুবন্দি নামক স্থানে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ করে।

চাওড়া ও সবন্দি নদীর পানি প্রবাহ নিশ্চিত করার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০১৫ সালে দু’ব্যান্ডের স্লুইজ নির্মাণ করেছে। এদিকে ১৯৬৭ সালে জুলেখা খালে পাঁচ কপাট ও উত্তর টিয়াখালী খালে পাঁচ কপাট এবং ঘুঘুমারিতে এক কপাটের স্লুইজ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। সুবন্দির তিনটি জলকপাট থেকে পানি নিস্কাসনের কারনে নদীর ১০ কিলোমিটার পর্যন্ত পানি’র স্বাভাবিক প্রবাহ রয়েছে। জুলেখা, উত্তর টিয়াখালী ও ঘুঘুমারি খালের জল কপাট বন্ধ করে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করে আসছে। এছাড়াও জুলেখার স্লুইজ খালের লক্ষী নামক স্থানে তিনটি বাঁধ, উত্তর টিয়াখালী স্লুইজের আউরা বৈরাগী নামক স্থানে বাঁধসহ খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করে পানি প্রবাহ বন্ধ করে রেখেছে।

অপরদিকে নদীর সংলগ্ন লক্ষী, নাচনাপাড়া, আমতলী খালসহ ১০টি খাল প্রভাবশালীরা অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষ এবং খাল দখল করে স্থায়ী বাড়ী ঘর নির্মাণ করছে। এতে নদীর পশ্চিম, দক্ষিণ ও পুর্ব দিকের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়াতে ১৫ কিলোমিটারের কচুরীপানা আটকে জন দুভোর্গ চরম আকার ধারন করেছে। নদীর দু’পাড়ের মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। কচুরীপানার কারনে পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ দুষিত হয়ে মারাত্ত্বক আকার ধারন করেছে। ওই খালের পানি ব্যবহার অযোগ্য হয়ে পরেছে। এ খালের দু’পাড়ের প্রায় লক্ষাধীক মানুষের জনদুর্ভোগে পরিনত হয়েছে।

ফলে খালের পানি প্রবাহ নিশ্চিতকরন ও অবৈধ দখল খাল মুক্ত করার দাবীতে সোচ্চার হয়ে উঠেছে ৪ ইউনিয়ন ও একটি পৌরসভার লাখো মানুষ। এ চাওড়া নদীর পানি নিষ্কাশন ও কচুরীপানা অপসারনে পানি উন্নয়ন বোর্ড ৫০ কোটি টাকা ডিপিপি অনুমোদনের জন্য পানি সম্পদ মন্ত্রনালয় জমা দিয়েছে। এ প্রকল্পের মধ্যে লোচা খালে ৫ ব্যান্ডের স্লুইজ, সোনাগজা ৩ ব্যান্ডের স্লুইজ, সেনের হাট ২ ব্যান্ডের স্লুইজ ও পূর্বচিলা ২ ব্যান্ডের স্লুইজ নির্মাণ, ছুরিকাটা মহাসড়, হলদিয়া বাজার সংলগ্ন , বলইবুনিয়া খালের গোড়ায় , লক্ষিরখালের গোড়ায় , চন্দ্রাপাতাকাটা ও কাউনিয়া বাঁধসহ ১০ টি স্থানে কালভার্ট নির্মাণ, পশ্চিম ঘটখালী ও কৃষ্ণনগর ২ টি আইটলেট নির্মাণ,৪০ কিলোমিটার খাল খনন এবং কচুরীপানা উত্তোলনের মেগা প্রকল্প হাতে নিয়েছে।

দক্ষিণ রাওঘা গ্রামের মোঃ বশির উদ্দিন বাদল মৃধা বলেন,মানুষের দুর্ভোগ লাঘবে জরুরী ভিত্তিতে কচুরীপানা অপসারন করা দরকার। তিনি আরও বলেন স্থানীয় প্রভাবশালীরা খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। এ বন্ধ খালগুলোর বাঁধ কেটে পানি প্রবাহ নিশ্চিত করার দাবী জানাই।
চাওড়া কাউনিয়া গ্রামের জিয়া উদ্দিন জুয়েল জানান, খালের কচুরীপানা জমে পানি নষ্ট হয়ে গেছে। এ পানি ব্যবহার করা যাচ্ছে না। দুর্গন্ধে পরিবেশ দুষিত হচ্ছে। অতিদ্রুত কচুরীপানা অপসারনের দাবী জানাই।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহ আলম বলেন, সুবন্দি খালের সমস্যা লাঘবে ৪টি স্লুইজ, ১০ টি কালভার্ট, ২টি আউটলেট নির্মাণ, ৪০ কিলোমিটার খাল খনন ও কচুরীপানা অপসারনে প্রকল্প দেয়া হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, চাওড়া সুবন্দি খালের পানি প্রবাহের জন্য যে প্রকল্প দেয়া হয়েছে তা যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরও বলেন,খালের শাখা প্রশাখার বাঁধগুলো কেঁটে স্লুইজ ও কালভার্ট নির্মাণ করে নৌ পরিবহন চলাচল নিশ্চিত করতে হবে।
আমতলী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেন বলেন, চাওড়া সুবন্ধি খালের পানি প্রবাহ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্প দিয়েছে তা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাই।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন, সুবন্ধি খালের পানি প্রবাহ নিশ্চিত ও কচুরীপানা অপসারনে ৫০ কোটি টাকা ডিপিপি তৈরি করে অনুমোদনের জন্য পানি সম্পদ মন্ত্রনালয় জমা দিয়েছি। তিনি আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে সুবন্ধির খালের পাড়ের লাখো মানুষ উপকৃত হবে।

বরিশাল সিটি মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এপর্যন্ত মেয়র পদে ৮ জন,১৩৪ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীরা বলছেন, তারা মনোনয়ন ফরম আগেভাগে সংগ্রহ করেছেন। আজ জমা দিচ্ছেন।
আঞ্চলিক নির্বাচন ও রিটানিং অফিসার বললেন, ২৮ জুন মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। আজকেরও প্রার্থীরা আসছেন মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।
আঞ্চলিক নির্বাচন ও রিটানিং অফিসার মো. মুজিবুর রহমান জানান
আজ সিপিবি, বাসদ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী কাল শেষ দিনে আওয়ামীলীগ ও বিএনপি মেয়র প্রার্থীরা মনোয়নপত্র জমা দিবেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন খুলনা ও গাজিপুরের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা চাই বরিশালের জন সাধারন নিবেঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন্য নির্বাচন কমিশন ও সরকারের সহযোগীতা কামনা করেন।
এছাড়া তিনি আরো বলেনআমি নির্বাচিত হলে আমি দূর্নীতি করিনা কাউকে দূর্নীতি করতে দেব না।
এছাড়া সিটি কর্পোরেশন থেকে অসহায় সাধারন শিক্ষার্থীদের জন্য শিক্ষার কাজ চালিয়ে যেতে পারে তার ব্যাবস্থা করা হবে।

বাসদ মনোনিত প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী বলেন সিটি কর্পোরেশন হচ্ছে জন সাধারনের সেবা প্রতিষ্ঠান এখানে জনগনের অধিকার আগে দেখা হবে। নির্বাচন প্রসঙ্গে মনিষা বলেন আমরা বরিশালে প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন দেখতে চাইনা।
তারপরও জনগনের ভোটাধিকার হরন করা হয় তা বরিশালের ভোটাররা মেনে নেবে না।
এছাড়া কারো ভোটের অধিকার কেড়ে নেওয়া হলে দেশে রাজনৈতিক সংকটের সৃষ্টি হবে।

বরিশালে ইয়াবা সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ বরিশার মেট্টো ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল গোমস্তা (২০) নামের এক জনকে আটক করা হয়েছে। আজ বিকেল ৪ টার দিকে কোতয়ালী মডেল থানা এলাকার জিয়া সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটকৃত রুবেল গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামের মোঃ সহিদ গোমস্তা ছেলে। এ ঘটনায় মাদক আইনে রুবেলের বিরুদ্ধে এসআই হেলালুজ্জামান বাদী মামলা দায়ের করেছে। ডিবির প্রেরিত মেইলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

বরিশালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ  কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ষষ্ঠ সেমিস্টারের অটোক্যাড-২ বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ ছাত্রকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে হাতে লেখা হুবহু বোর্ডের প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম, আবু নাঈম, আমিনুল ইসলাম, সাব্বির হোসেন সোহেল ও তারেক রহমান। তারা সবাই বরিশালের কাশিপুরস্থ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থী ছিলেন।

বিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) এ.আর মুকুলের নেতৃত্বে পুলিশের দুটি দল মঙ্গলবার রাতভর ও বুধবার বরিশালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এদিকে বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে মর্মে একটি অজ্ঞাত ফোনকল আসে।

এর সূত্র ধরেই আমরা তদন্তে নামি এবং স্বল্পতম সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত হাতে লেখা প্রশ্নপত্র যাচাইয়ের জন্য করিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়। শিক্ষার্থীদের কাছ থেকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের ষষ্ঠ সেমিস্টারের অটোক্যাড-২ বিষয়ের পরীক্ষার উদ্ধারকৃত প্রশ্নপত্রের সঙ্গে শিক্ষাবোর্ড প্রদত্ত প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেলে বুধবারের নির্ধারিত অটোক্যাড-২ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

বিমানবন্দর থানায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এসময় উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান ছাড়াও সহকারী পুলিশ কমিশনার মোঃ সাখাওয়াত হোসেন, বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) এ.আর মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে গ্রেফতারকৃত শিক্ষার্থীরা জানায়, তারা এই প্রশ্নপত্র মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পটুয়াখালীর বাউফল থানার রামনগর গ্রামের ফারুক মীরের ছেলে জাহিদ ইসলামের (২০) কাছ থেকে সংগ্রহ করে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক জাহিদ ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রণ (অপরাধ) আইনে পলাতক অভিযুক্তসহ ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রেফতারকৃত ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝালকাঠিতে ৫ বছরের শিশুকে জবাই করে হত্যা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন গ্রামে হাসান হাওলাদার নামে ৫ বছরের এক ঘুমন্ত শিশুকে নিজঘরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুরাদ হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত হাসান ওই গ্রামের মৃত আনোয়ার আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, রাতে হাসানকে ভাত খাইয়ে ঘুম পড়িয়ে হাসানের মা পাশের এক বাড়িতে ঝিয়ের কাজ করতে যান।

এ সুযোগে ঘুমন্ত হাসানকে ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করা হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের মৃত: আব্দুস সত্তারের ছেলে মুরাদ হোসেনকে আটক করেছে।

বেশ কয়েক বছর আগে মুরাদের বিরুদ্ধে নিহত হাসানের মা রাজিয়া বেগম বাদী হয়ে ধর্ষণ চেষ্টা মামলা করেছিল। নিহত হাসানের মা রাজিয়া বেগম এলাকায় ভিক্ষাসহ ঝিয়ের কাজ করেন।