বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের গতিপথ সম্পর্কে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার (৯ মে) রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (৯ মে) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১) এ তথ্য জানিয়েছে।

আবাহওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে প্রথমে ১১ মে পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড়ের গতিপথের মানচিত্রে দেখা যায়, আজ বুধবার (১০ মে) আন্দামান সাগরে অবস্থান করা নিম্নচাপটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ১৪ মে বাংলাদেশের সেন্টমার্টিনের পাশ দিয়ে মিয়ানমার উপকূলে আঘাত হানবে। তবে ঘূর্ণিঝড়টির গতিপথ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সব সময় ঘূর্ণিঝড়ের গতিপথের পূর্বাভাস ঠিক নাও হতে পারে। কারণ এর গতিপথ ক্রমশ বদলায়।

আজ বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী চারদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল। বর্তমানে এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। তাই আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মে মাসে একাধিক লঘুচাপ এবং সেখান থেকে নিম্নচাপ হতে পারে। সেই সঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগে চারটি ধাপ পার হতে হয়-লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ। পঞ্চম বা শেষ ধাপে গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

জানা যায়. গভীর নিম্নচাপটি বুধবার (১০ মে) ভোর ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে বৃহস্পতিবার (১১ মে) পর্যন্ত উত্তর-উত্তর-পশ্চিম দিকে এবং পরে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপকেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক ড. মো. ছাদেকুল আলম বলেন, যদি এটি প্রথম দিকে উত্তর-পশ্চিম দিকে যায়, তবে বাংলাদেশ-মিয়ানমার উপকূলে আসবে। আর যদি আরও উত্তর দিকে যাওয়ার পর গতিমুখ পরিবর্তন করে, তবে বাংলাদেশে উপকূলে আসবে। এক্ষেত্রে মোখা আগামী রবিবার উপকূলে আঘাত হানতে পারে।

বৃষ্টি বাধায় বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক :
লক্ষ্যটা ২৪৭। বাংলাদেশে খেলা হলে এই লক্ষ্যকে যথেষ্ঠ বলে মনে হলেও ইংল্যান্ডের কন্ডিশনে নয়। তবে, সেই লক্ষ্যকেই যথেষ্ঠ বানিয়ে আয়ারল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছে এদেশের বোলাররা। একে একে তুলে নেয় প্রতিপক্ষের তিন উইকেট। এরপর বৃষ্টির হানায় বন্ধ রয়েছে খেলা। বৃষ্টির আগ পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান

আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় আয়ারল্যান্ডের দুই ওপেনার স্টিফেন দোহানি ও পল স্টার্লিং। তবে দলীয় ২২ রানের মাথায় শরিফুলের বলে গালিতে ক্যাচ দেন স্টালিং।

স্টার্লিয়ের বিদায়ের পর দ্রুত ফিরে যান বালবার্নি। দলীয় ২৭ রানের মাথায় হাসানে ইন সুইংয়ে বোল্ড হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে আইরিশরা। এরপর ডোহেনিকে তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। দ্রুত উইকেট পাওয়ায় এবার আইরিশদের চেপে ধরার চেষ্টায় শরিফুল-হাসানরা। বৃষ্টি আইনে অবশ্য এখন ২৬ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড। এই সময়ে তাদের থাকার দরকার ছিল ৯১ রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।

আইরিশদের মাঝারি লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
ইংলিশ কন্ডিশন বরাবরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। এবারের আয়ারল্যান্ড সিরিজও তার ব্যাতিক্রম নয়। প্রস্তুতির ঘাটতি নিয়ে যে মাঠে নেমেছে বাংলাদেশ, তার প্রমাণ মিলেছে প্রথম ওয়ানডেতেই। তামিম-সাকিবদের ব্যাটিং ব্যর্থতার দিনে আয়ারল্যান্ডকে মাঝারি সংগ্রহ ছুড়ে দিল বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে আইরিশদের হয়ে আক্রমণে আসেন জশ লিটল। তার ওভারে চতুর্থ ডেলিভারিতে অফস্ট্যাম্প করিডোরে করা ইয়র্কার বল সরাসরি লিটনের প্যাডে আঘাত করে। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। মাত্র এক বল খেলে রানের খাতা না খুলেই ফিরতে হয় লিটনকে।

তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। দলীয় ১৫ রানের মাথায় অ্যাডাইর এর বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ১৪ রান। অধিনায়ক তামিমের বিদায়ের পর সাকিবকে নিয়ে জুটি গড়েন শান্ত। পাওয়ার প্লের ১০ ওভারে স্কোরবোর্ডে ৫০ রান তোলে বাংলাদেশ।

একটা সময় মনে হচ্ছিল এই দুইজনের ব্যাটে ভালো সংগ্রহ দাঁড় করাবে বাংলাদেশ। তবে সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। দলীয় ৫২ রানের মাথায় গ্রাহাম হিউমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

সাকিবের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে ৫০ রানের জুটি গড়েন শান্ত। ভালোই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে ফের ছন্দপতন। এবার ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন নাজমুল শান্ত। দলীয় ১০২ রানে ক্যাম্ফারের বলে ডিপে অ্যাডাইর এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। সুযোগ ছিল ফিফটি তুলে নেওয়ার । তবে ৬৬ বলে ৪৪ রান করেন ফেরেন শান্ত।

শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে জুটি গড়েন হৃদয়। তবে, চতুর্থ উইকেটের পর দ্রুতই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এবার আউট হন হৃদয়। দলীয় ১২২ রানে গ্রাহাম হিউমের ফুল লেন্থ ডেলিভারিতে উইকেটের পেছনে ট্রাকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ৩১ বলে ২৭ করে সাজঘরে ফেরেন ডানহাতি হৃদয়।

এরপর মিরাজকে নিয়ে ফের জুটি গড়েন মুশফিক। এই দুইজনের ৬৫ রানের জুটিতে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরলেও ফের ছন্দপতন। দলীয় ১৮৭ রানে ৩৪ বলে ২৭ রান করে সেট হয়ে ফেরেন মিরাজ। মিরাজের বিদায়ের পর ক্যারিয়ারের ৪৪তম ওয়ানডে ফিফটি তুলে নেন মুশফিক। তবে, ফিফটি তুলে নেওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। দলীয় ২২০ রানে আউট হন এই ব্যাটার। আউটের আগে খেলেন ৭০ বলে ৬১ রানের ইনিংস।

তার বিদায়ের পর শেষদিকে হাসান-শরিফুলদের ব্যাটে স্কোরবোর্ডে ২৪৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন জশ লিটল আর দুটি উইকেট নেন গ্রাহাম হিউম।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৫০ ওভারে ২৪৬/৯ ( তামিম ১৪, লিটন ০, শান্ত ৪৪, সাকিব ২০, হৃদয় ২৭, মুশফিক ৬১, মিরাজ ২৭, তাইজুল ১৪, হাসান ৪*, শরিফুল ১৬, এবাদত ১*; লিটল ১০-০-৬১-৩, অ্যাডাইর ১০-১-৪৪-২, হিউম ১০-০-৩২-২, ম্যাকব্রাইন ৫-০-২১-০, ক্যাম্ফার ৮-০-৫০-১, ডকরেল ৭-০-৩২-১)

নিম্নচাপ কখন ঘূর্ণিঝড় মোখায় রূপ নেবে

ডেস্ক রিপোর্ট :
চলতি সপ্তাহেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তার পরই তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ‘মোখা’ তৈরি হলে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই নিয়ে আলোচনা চলছে। ‘মোখা’র জন্ম হলে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা নিম্নচাপ আগামীকাল (বুধবার) শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমডির বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ এলাকাটি আজ সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। ৯ মে সন্ধ্যার মধ্যে একই অঞ্চলে তা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এরপর ১০ মে এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে পারে বলে আইএমডির আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ১০ মে। পরে আগামী ১২ মে সকালের দিকে উত্তর-উত্তরপূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে মোখা।

‘ধারাবাহিকভাবে গতিপথ বদলও হতে পারে এই ঘূর্ণিঝড়ের। তবে ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।’

এর আগে, সোমবার ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলার পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে লোকজনের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়কে ভয় পাওয়ার দরকার নেই। ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হলে আমরা উপকূলীয় এলাকা থেকে মানুষকে উদ্ধার করব। কারণ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ এবং তারপর মিয়ানমারের দিকে চলে যাবে।

খুবই শক্তিশালী হবে ঘূর্ণিঝড় ‘মোখা’

ডেস্ক রিপোর্ট :
গরম প্রচণ্ড বাড়লে, তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরের বুকে। এবছর প্রচণ্ড গরমের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর নাম ‘মোখা’।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ দুইটি আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, খুবই শক্তিশালীহবে ঘূর্ণিঝড় মোখা। এটি বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনা রয়েছে।

তিনি লিখেছেন, আজ ৮ মে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে- সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে ১৪ মে রাত ১২টার পরে থেকে এবং আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে- ঘূর্ণিঝড় মোখা সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে ১৪ মে সকাল ৬টার পর থেকে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই পিএইচডি গবেষক আরো লিখেন, ঘূর্ণিঝড় আম্পান (২০২০ সলের ২০ মে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল- যার বাতসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার) স্থল ভাগে আঘাত করার দিন যত বেশি কাছাকাছি এসেছিল ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ তত বেশি সঠিক প্রমাণিত হয়েছিল।

তিনি লিখেন, ‘দুইটি মডেলই নির্দেশ করতেছে খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূলে আঘাতের সম্ভাবনার কথা।’ তবে ঠিক কত শক্তিশালী হবে তা তিনি প্রকাশ করতে চান না।

এদিকে, ভারতীয় গণমাধ্যম বলছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়নি এখনও। সাগরে এখনও ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এর প্রভাবে তুমুল বৃষ্টি হবে। সেখানকার মানুষকে সতর্ক করা হয়েছে।

‘জওয়ান’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক :
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে  ‘জওয়ান’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেললেন শাহরুখ খান। এর আগে ২রা জুন ‘জওয়ান’ ছবির মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল। তবে শাহরুখ শনিবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন ৭ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। পাশাপাশি শেয়ার করলেন একটি  পোস্টারও।  ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা

এতে শাহরুখ জানিয়েছেন, হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকদিন আগেও শোনা গিয়েছিল ছবির ট্রেলার তৈরি এবং নির্ধারিত দিনেই (২রা জুন) ছবির মুক্তির জন্য তৈরি রয়েছেন নির্মাতারা। তবে মাঝে এমনটাই শোনা যায় যে, ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। ভিএফএক্সের কাজে সময় লাগবে, তাই পিছাতে পারে ছবির মুক্তি। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হল ‘জওয়ান’ মুক্তির তারিখ।

জওয়ান ২০২৩ এর একটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। যা রচনা ও পরিচালনা করেছেন অ্যাটলি। এতে শাহরুখ খান একটি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন এবং সাথে বিজয় সেতুপতি ও নয়নতারা প্রধান ভূমিকায় রয়েছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং ঔরঙ্গাবাদে চিত্রগ্রহণের মাধ্যমে ছবিটির কাজ শুরু হয়।

পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কমার আভাস

ডেস্ক রিপোর্ট :
দেশে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একইসঙ্গে বৃষ্টির আশাও দেখছে তারা। আজ সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তরটি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পূর্বাভাস বলছে, দেশে অস্থায়ীভাবে আংশিক শেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ‘তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আরও বলা হয়, রাজশাহী নেত্রকোনা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিযে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যান্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। আবহাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা সম্পর্কে বলা হয়েছে, বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

‘এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান’ : শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক :
১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়েছিল পাকিস্তান। এরপর অনেকটা সময় কেটে গেলেও আর বিশ্বকাপ জেতা হয়নি পাকিস্তানের। তবে ২০২৩ সালে এসে অপেক্ষার হবে অবসান! দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলবে পাকিস্তান। এমনটাই বিশ্বাস পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির।

গতকাল শনিবার (৬ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাতৎকারে শাহিন আফ্রিদি জানিয়েছে, সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ঘরে তুলবে পাকিস্তান।

শাহিন আফ্রিদি বলেন, ‘আশা করছি এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতব। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচগুলোতেই আমাদের বিশ্বকাপ প্রস্তুতি নিতে হবে’।

পাশাপাশি বিশ্বকাপও যেহেতু প্রতিবেশি দেশ ভারতে, তাই কন্ডিশনের ফায়দা নিয়ে ভালো করতে মরিয়া আফ্রিদি। তিনি আরও বলেন, ‘ভারতের কন্ডিশন খুব একটা অসুবিধা হবে না আমাদের জন্য। প্রায় আমাদের কন্ডিশনের মতোই। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই’।

যদিও এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হওয়ায় খেলতে অপারগতা জানিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতে মাটিতে বিশ্বকাপ খেলার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। আর দুদেশের এমন ইস্যুতে নড়েচড়ে বসেছে আইসিসিও। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

থ্যালাসেমিয়া দেশের সার্বিক সুস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ

ডেস্ক রিপোর্ট :
থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, যা দেশের সার্বিক সুস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ রোগ বিষয়ে আগে থেকে সচেতনতামূলক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ‘বাহকে-বাহকে বিয়ে হলে দম্পতির সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে বিধায় বিয়ের আগে এই রোগের জীন বাহক কিনা, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।’

আগামীকাল সোমবার (৮ মে) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ দিবস উপলক্ষে আজ রোববার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত দুরারোগ্য ব্যাধি। এ রোগ প্রতিরোধে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশে এই রোগের জীন বাহকের সংখ্যা প্রায় দেড় কোটি। বাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা দেশের সার্বিক সুস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বাহকে-বাহকে বিয়ে হলে দম্পতির সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে বিধায় বিবাহের পূর্বে এই রোগের জীন বাহক কিনা, তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।’

শেখ হাসিনা বলেন, ‘দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া এবং এর বাহকে-বাহকে বিয়ে প্রতিরোধের জন্য দেশের প্রতিটি বাড়ি ও মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারের পাশাপাশি আমি সকল পেশাজীবী ব্যক্তি ও সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম, অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যখাতে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব, ইনশাল্লাহ।’

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জনসাধারণকে সুলভে মানসম্মত স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার কল্যাণ (এইচএনপি) সেবা প্রদানের মাধ্যমে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।’ সরকার প্রধান বলেন, ‘আমরা একটি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছি। সারা দেশে হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধিসহ চিকিৎসক, নার্স, সাপোর্ট স্টাফের সংখ্যাও বৃদ্ধি করেছি। গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে।  কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ফ্রি স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সেবা প্রদান করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে চিকিৎসাসেবা চালু করা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে গত ১৪ বছরে স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। মানুষের গড় আয়ু বৃদ্ধিসহ মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু ও অনূর্ধ্ব-৫ বছর বয়সী শিশু মৃত্যু হার, অপুষ্টি, খর্বতা, কম-ওজন ইত্যাদি হ্রাসে ক্রমাগত উন্নতি হচ্ছে। সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এমডিজি লক্ষ্য অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (এসডিজি) অর্জনে আমরা কাজ করে যাচ্ছি। চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কমসূচি (৪র্থ এইচপিএনএসপি) এর মোট ২৯টি অপারেশনাল প্ল্যানের আওতায় ২০১৭-২০২২ মেয়াদে সেক্টর ওয়াইড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর জন্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নতুন রোগ নিয়ন্ত্রণ, উন্নত ও দক্ষ ঔষধখাত এবং চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদানসহ দক্ষ মানবসম্পদ উন্নয়ন করা হচ্ছে।’