ঝালকাঠিতে ‘গরীবের বন্ধু’ সংগঠনের ভিন্নধর্মী আয়োজনে বর্ষপুর্তি পালন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘গরীবের বন্ধু’ প্রতিষ্ঠার এক বছর পার করলো। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারী ৫০ জন ছিন্নমুল শিশুদের নিয়ে ক্রীড়ানুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। পরবর্তিতে অসহায়দের মাঝে ঈদবস্ত্র ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনটির প্রথম বর্ষপুর্তি উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করলো এবারও। ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে সরকারি শিশু পরিবারের এতিম সদস্যদের সাথে ভালোবাসা বিনিময় ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়। সেই সাথে কেক কেটে বর্ষপুর্তি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আককাস সিকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যাবসায়ী আনোয়ার হোসেন খান, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সহ সভাপতি আতিকুর রহমান এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা দিবস তালুকদার। জেলা প্রশাসক বলেন, গরীবের বন্ধু নামটি শুনতেই মধুর লাগে, আমি এ সংগঠনের সাফল্য কামনা করি। আজকের ভিন্নধর্মী এ আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে ‘গরীবের বন্ধু’ সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খান, সহ সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক ইফতেসাম রিম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ আহম্মেদসহ সদস্য জাহিদুল ইসলাম জিতু, রিয়াদ তালুকদার এবং রাদিম হোসেন উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে দরজার হ্যাসবল ভেঙ্গে চুরি, থানায় অভিযোগ দায়ের

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরের বিশ্বরোড সংলগ্ন কলেজ মোড়স্থ হক মহলে বাসার দড়জার হ্যাসবল ভেঙ্গে চুরির ঘটনায় সাথী আক্তার নামের এক গৃহিনী সদর থানায় অভিযোগ দায়ের করেছে।

সাথীর অভিযোগ সূত্রে জানাযায়, গত ১১ ফেব্রুয়ারী বিকেলে বাসায় তালা দিয়ে সদর উপজেলাধীন শিরযুগ গ্রামে আমার বাবার বাড়িতে যাই। পরের দিন ১২ ফেব্রুয়ারী সকাল আনুমানি সাড়ে সাতটার সময় আমার দেবর সুমন তার মুঠোফোন থেকে আমাকে ফোন করে জানায় যে, আমার বাসার সামনের দড়জার হ্যাসবল ভাঙ্গা দরজা খোলা অবস্থায় আছে। আমি সুমনের ফোন পেয়ে দ্রুত আমার বাবার বাড়ি থেকে বিশ্বরোড সংলগ্ন কলেজ মোড়স্থ বাসার সামনে আসি। তখন আমি দেখতে পাই আমার বাসার সামনের দড়জায় কোন তালা নেই তালা লাগানোর জন্য ব্যবহারিত হ্যাসবল ভাঙ্গা। পরে আমার শশুর ও দুই দেবরকে নিয়ে বাসার ভিতরে ঢুকে দেখতি পাই য, আমার বাসায় ভিতরে সকল মালামল এলোমেলো বিছানো অবস্থায় আছে। আমার বাসার ভিতরে থাকা আলমিরা খোলা এবং আলমিড়ার ভিতরে গোপন ড্রয়ারটাও খোলা দেখে আলমিড়ার কাছে গিয়ে দেখতে পাই ড্রয়ারের ভিতরে রাখা ১২ হাজার টাকা ও প্রায় ২লক্ষ টাকা মূল্যের ৪ ভরি সোনা কিছুই নেই।

ঝালকাঠিতে মতুয়া সম্মেলণ উপলেক্ষ হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের (হরিভক্ত) বাৎসরিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া সম্মেলন আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ৪ দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে ঝালকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অনুষ্ঠান উদ্ধোধন করবেন ধর্মগুরু শ্রী নির্মল চাঁদ ঠাকুর। অনুষ্ঠানের প্রথম দিনে মঙ্গলঘট স্থাপন ও ভোর আরতী দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা এবং হরিচাঁদ ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলী নিবেদন ও হরিলীলামৃত পাঠ করা হবে। এ ছাড়াও সন্ধ্যায় রয়েছে সংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতী ও ডংকা কীর্ত্তণ। আগামীকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার ধর্মীয় পূজা অর্চণার পাশাপাশি সন্ধ্যায় রয়েছে বাগেরহাট জেলার প্রখ্যাত শিল্পী তিমির সরকারের কবিগান। ১৬ ফেব্রুয়ারি রোববার বর্নাঢ্য একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। ওরাকান্দি থেকে আগত মতুয়া দল ও ঝালকাঠির হরি ভক্তদের অংশগ্রহনে শোভাযাত্রাটি মন্দির সংলগ্ন পুরাতন কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করবে এবং সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা বিনাপানি নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনালম্বনে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিঃ দিলীপ কুমার হালদার এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন মন্ডল জানান, সকল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিদিনই প্রসাদ বিতরণ এবং ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ডংকা কির্ত্তন ও ঠাকুরের ভোগ অন্তে মহোৎসব অনুষ্ঠিত হবে।

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধিঃ ‘‘তরুনদের হাতে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সমাজের সামগ্রীক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ এ্যাকশন সোসাইটির আয়োজন এ কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। সংগঠনের সভাপতি সাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন.ডি.সি আহাম্মেদ হাসান, সংগঠনের সহ-সভাপতি আবির হোসেন রানা ও গোলাম রাব্বি খান, সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম ও যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াসিন তালুকদার আকাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা, প্রচার সম্পাদক রবিন চন্দ্র, দপ্তর সম্পাদক ফেরদৌস কবির অভিক ,ক্রীড়া সম্পাদক রাহাত মুন্সি, তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকুর রহমান আতিক, ত্রান ও দূর্যোগ সম্পাদক মোঃ আতিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোঃ হিজবুল্লাহ, সদস্য, মুন আক্তার, নিঝুম, সিয়াম, রায়হান প্রমুখ।

ঝালকাঠির দৃষ্টি প্রতিবন্ধী দুজন হতে চান শিক্ষক

আরিফুর রহমান আরিফ :: দৃষ্টি প্রতিবন্ধী মো. জাকির হোসেন ও মো. ফোরকান খান ঝালকাঠি সরকারী কলেজের ইতিহাস বিভাগে অনার্সের শিক্ষার্থী। তাদের দুজনেরই ইচ্ছা শিক্ষক হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিবেন। আদর্শ ব্যক্তিত্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

তারা দুজনেই শ্রুতি পাঠক (পাশে বসে একজনে পাঠ করলে শুনে মুখস্ত করা) ও শ্রুতি লেখক (পরীক্ষার সময় অনুজ সহপাঠীকে প্রশ্নোত্তর বলে দিলে সে লিখে) এর মাধ্যমে নিজেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রত্যয়ে এগিয়ে নিচ্ছে।

মো. জাকির হোসেন বরিশাল সিটি করপোরেশন এলাকার দিয়াপাড়া ওয়ার্ডের মৃত. আব্দুল মান্নানের ছেলে। সে ঝালকাঠি সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

জাকির জানায়, আড়াই বছর বয়সের সময় তার পিতা মারা যান। তিন বছর বয়সের সময় টাইফয়েড জ্বরে চোখে ঝাপসা দেখতে শুরু করেন। স্থানীয়ভাবে চিকিৎসা করালে কোনো ফল আসেনি। টাকার অভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি তার। যার ফলে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন জাকির।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপে অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়াশোনা করে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল (সাগরদি) নুরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৭৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়। শেষে রূপাতলী জাগুয়া কলেজে এইচএসসিতে ভর্তি হয়। সেখান থেকে জিপিএ ২.৬৭ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হয়ে ঝালকাঠি সরকারী কলেজে ইসলামের ইতিহাসে অনার্সে ভর্তি হন। এখনও প্রতাপে অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে বসবাস করছেন জাকির।

বড় ভাই আব্দুল হাকিম সিকদারের দেয়া খরচেই জাকির এসএসসি পাস করেন। এরপর প্রতিবন্ধী ভাতা ও সমাজসেবা অধিদপ্তর থেকে শিক্ষাবৃত্তির টাকা দিয়ে তার সাবির্ক খরচ চলছে। সে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে আগ্রহী। এক প্রশ্নের জবাবে জাকির জানায়, শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে পারলে আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করব। শিক্ষকরা সমাজের আদর্শ ব্যক্তিত্ব। সেই আদর্শ ব্যক্তিত্ব হয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করতে চায় জাকির।

অপরদিকে মো. ফোরকান খান সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আতাকাঠি গ্রামের আরব আলী খানের ছেলে। সে ঝালকাঠি সরকারী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

ফোরকান জানায়, সাড়ে ৩ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা করালে কোনো কিছু হয়নি। টাকার অভাবে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হয়নি। যার ফলে চিরতরে অন্ধত্বকে বরণ করতে হয়েছে তার।

ফোরকান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপে অবস্থিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আজাহার আলীর তত্ত্বাবধানে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৬১ পেয়ে উত্তীর্ণ হয়ে বরগুনা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। সেখান থেকে জিপিএ ৩.২৫ পেয়ে এইচএসসি শেষ করেন। পড়ে ভর্তি হন ঝালকাঠি সরকারী কলেজে ইসলামের ইতিহাস বিভাগে। ৪ ভাই ও ১ বোনের মধ্যে ফোরকান সবার ছোট। বোন বিবাহিত আর বাকি ৩ ভাই ট্রলার চালক। পিতা ও ভাইদের উপার্জনের টাকায় পড়াশোনা করছেন তিনি। বর্তমানে প্রতিবন্ধী ভাতা ও সমাজসেবা অধিদপ্তর থেকে শিক্ষাবৃত্তির টাকা দিয়ে খরচ চলছে। সে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে আগ্রহী।

এক প্রশ্নের জবাবে ফোরকান জানায়, প্রতাপ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আজাহার আলীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করতে প্রত্যয় ব্যক্ত করেন। কারণ হিসেবে ফোরকান জানায়, দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকে সমাজের বোঝা হিসেবে ভাবে। আজাহার আলী স্যারের মতোই দৃষ্টিহীন মানুষকে শিক্ষিত করে সমাজের বোঝা থেকে সম্পদে রূপান্তর করতে চান তিনি। আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করার আশা পোষণ করেন। আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার ইচ্ছা জাকিরের।

তারা জানায়, বিশেষ কৌশলের মাধ্যমে বই চিহ্নিত করা, খাতায় লেখাসহ পড়াশোনার যাবতীয় কাজ করে থাকে তারা। দৃষ্টিশক্তি সম্পন্ন একজনকে পড়তে বললে তার কণ্ঠ শুনে মুখস্ত করি। পরীক্ষার সময় জুনিয়র ছোট ভাইয়ের (অনুজ সহপাঠি) সহায়তায় পরীক্ষায় অংশ নেই। সে প্রশ্ন পড়ে শোনালে আমরা উত্তর বলে দেই, আর সে লিখতে থাকে।

ঝালকাঠি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দিন জানান, ঝালকাঠি সরকারী কলেজে ৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থী আছে। ২ জন শারিরীক এবং ২ জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। প্রত্যেকেরই পড়াশোনায় প্রবল আগ্রহ আছে। আমরাও সাধ্যমতো তাদের সার্বিক সহযোগিতা করছি। পরীক্ষার সময় শ্রুতি লেখকের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষা গ্রহণ করা হয়।

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ আটক আটক ২

ঝালকাঠি প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি মিনিপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, ঝালকাঠি জেলা জজ আদালতের গাড়ী চালক সুলতান আহম্মেদের ছেলে ইমরান খান রুবেল (২৬)। এবং পুর্ব চাদকাঠি এলাকার নান্নু মিয়ার ছেলে জহির উদ্দিন প্রেম (২০)। আটককৃত রুবেল ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ঝন্টুর জামাতা।

ঝালকাঠির পিপি হায়দার হত্যা : ৫ জেএমবির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার পিপি (সরকারি কৌশলী) হায়দার হোসেন হত্যা মামলায় বিচারিক আদালতের পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামি নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

আসামিরা হলেন-মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। তাদের মধ্যে বিল্লাল হোসেন পলাতক।

আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার (৯ ফেব্রুয়ারি) এই রায় দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ সোমবার বিষয়টি জানান।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান, এস এম মাহাবুবুল ইসলাম ও মো. কামাল। পলাতকসহ দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মো. আসাদুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস, সৈয়দা শবনম মুশতারী ও তরিকুল ইসলাম।

২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন হায়দার হোসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরদিন ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ছেলে মো. তারেক ইবনে হায়দার।

এ মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম। রায়ের ওই পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। হাইকোর্টে রায়ের পরই ওই বছরই আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তিন আসামি আপিল ও এক আসামি জেল আপিল করেন। ডেথ রেফারেন্স মঞ্জুর করে আসামিদের আপিল খারিজ করে রায় দেন হাইকোর্ট।

বশির আহমেদ আরও বলেন, দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট ওই পাঁচ জেএমবি সদস্যর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

এদিকে উচ্চ আদালত ফাঁসির আদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে নিহত পিপির পরিবার। নিহতের একমাত্র পুত্র তারেক ইবনে হায়দার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘আলহামদুলিল্লাহ।’তিনি আদালত ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এখন ফাঁসির আদেশ কার্যকর দেখার অপেক্ষায় আছে পরিবার।

নকলের দায়ে নলছিটিতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করারঅপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার পরীক্ষা শুরুর পর সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন ও নলছিটি বালিকা মাধ্যমিকবিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এ দিন এসএসসিতে (ভোকেশনাল) গণিত ও দাখিলে আরবী ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বহিষ্কৃতরা হলো- সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মোল্লা (২৯৩৭৭০), ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ গাজী (২৯৩৩৪৪), তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের
শিক্ষার্থী মো. নাইম (২৯৩৫২৪), পশ্চিম কয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম (২০০১৫৭) ও নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম (১৯৯৯৪১)। বহিষ্কারের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ঝালকাঠি সরকারি কলেজে দশ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

আরিফুর রহমান আরিফ:: ঝালকাঠি সরকারি কলেজের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ৫ তলা ভিত বিশিষ্ট নির্মিত একাডেমিক কাম পরীক্ষার হল এর উদ্বোধন করা হয়েছে।ভবনটি ১১,২১,৪৩,৯০৪.৫০৬ টাকা ব্যয়ে নির্মান করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

তিনি বলেন, ঝালকাঠিবাসীর জন্য একটি আনন্দময় দিন সর্ব প্রথম এই বিভাগে ১০ তলা ভবনের কাজ শুরু হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।জাতির শিক্ষিত সংখ্যা যত বেশি হবে তত তাড়াতাড়ি সে জাতি উন্নতি লাভ করতে পারবে। সেই দিকে লক্ষ্য রেখে দেশ স্বাধীন হওয়ার পরপর জাতির জনক বঙ্গবন্ধু সেই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করন করেছিলেন, প্রায় ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।আমাদের দেশ গরিব দেশ বলা হতো কিন্তু আজকে এই দেশ গরিব নয়। আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষার্থীদের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়।বিভিন্নরকমের বৃত্তি উপবৃত্তি দেওয়া হয়। বঙ্গবন্ধুর শতবর্ষ জন্ম বার্ষিকীর একটি দিনে কলেজের ১০ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। বর্তমানে কলেজটিতে ৮ টি বিষয় অর্নাস এবং ২ টিকে বিষয়ে মাস্টার্স চালু রয়েছে। আজকে অনেক শিক্ষার্থী এ কলেজে পড়াশোনার সুযোগ পাচ্ছে। বাকী যে বিষয় গুলো এখনো চালু হয় নায় সেগুলো আগামীতে চালু করা হবে।

অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ-আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃসিদ্দিকুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত

ঝালকাঠি প্রতিনিধি॥ ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক্-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই শ্লোগান নিয়ে ঝালকাঠিতে পালিত হলো ইশারা ভাষা দিবস। শুক্রবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবন্ধীসহ বিভিন্ন মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু এবং প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন উজ্জ্বল। সভায় বাক্-শ্রবণ প্রতিবন্ধীর অধিকার নিশ্চিতসহ তাদের সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।