বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের মানবেতর জীবন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহের অর্নাস-মাষ্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা বেতন বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।করোনার তান্ডবে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকগণ জীবন জীবিকার কঠিন সমীকরণে। উল্লেখ্য যে,১৯৯৫,২০১০ এবং ২০১৮ তে জনবল কাঠামো সংশোধন করা হলেও এসব শিক্ষকের দাবি উপেক্ষা করা হয়েছে।তারপরেও দীর্ঘ আটাশ বৎসর হলো শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে নামমাত্র বেতনে কিংবা বেতনহীন অবস্হায় লক্ষ লক্ষ শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে আসছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক এই সকল শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন। বিধি মোতাবেক একজন শিক্ষকের নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং নিয়োগ ও মৌখিক পরীক্ষায় সফলতার সঙ্গে যোগ্যতার প্রমাণ রাখতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও ডিজি মহোদয়ের প্রতিনিধির মাধ্যমে শিক্ষক নিয়োগ চূড়ান্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা ও সরকারি নীতিমালা মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শতভাগ বেতন -ভাতা ও সুযোগ সুবিধা প্রদানের নির্দেশনা থাকলেও সারাদেশে মোট বেসরকারি কলেজের ৯০% কলেজ কর্তৃপক্ষ তা আমলে নিতে চায় না।

জানা গেছে শিক্ষকদের বেতন ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে দিয়ে থাকে যা একজন সাধারণ মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা অসম্ভব। শুধু তাই নয় অধিকাংশ কলেজেই মাসের পর মাস সামান্য টাকাটাও ফান্ডে টাকা না থাকার অযুহাতে বন্ধ রাখা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তাহলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মধ্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ছয় মাস শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে,তাহলে শিক্ষার্থীদের টিউশন ফি আদায় করা অসম্ভব। তাছাড়া দেশের অধিকাংশ কলেজে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের থেকে আদায় করা টিউশন ফির সিংহভাগই চলে যায় অধ্যক্ষ এবং গভর্নিং বডির প্রভাবশালীদের পকেটে,প্রতিনিয়ত চলতে থাকে নামে বেনামে ভাউচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার মহোৎসব। কোন শিক্ষক বেতনের কথা বললেই শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ এনে চলতে থাকে হয়রানি করার অপচেষ্টা।

এমতাবস্থায় মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন চায় প্রায় ৫০০০ ননএমপিও অনার্স মাস্টার্স শিক্ষকগণ। কারণ এমপিওভুক্ত না করে কলেজ কর্তৃপক্ষের হাতে আবারো ছেড়ে দিলে এই স্তরের শিক্ষকগণের আর বেঁচে থাকার কোন সুযোগ থাকবেনা। সারা দেশে ৩৫০ টি এমপিওভুক্ত ডিগ্রি কলেজে কর্মরত প্রায় ৫০০০ ননএমপিও অনার্স মাস্টার্স শিক্ষক রয়েছেন।যাদের এমপিওভুক্ত করতে সরকারের বার্ষিক ১৪৮ কোটি টাকা লাগবে।১৯৯২ সাল থেকে অদ্যাবধি শুধুমাত্র জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত না করার কারণে এসকল শিক্ষক এমপিওভূক্তি হতে পারছেন না। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মান উন্নয়নের প্রধান অন্তরায়। একই বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে ইন্টারমিডিয়েট ও ডিগ্রী (পাশ) শিক্ষকেরা এমপিওভূক্ত হতে পারেন এবং মাদ্রাসা পর্যায়ে ফাজেল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) শ্রেণির শিক্ষকেরা এমপিওভুক্ত হতে পারেন।

অথচ শিক্ষানীতি ২০১০ -এর উচ্চশিক্ষা র কৌশলে বলা আছে যে,যেসব কলেজে ৩ বছর মেয়াদি স্নাতক (পাশ) কোর্স আছে,সেখানে পর্যায়ক্রমে চার বছর মেয়াদি স্নাতক সম্মান কোর্স চালু করা হবে এবং চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিকে প্রান্তিক ডিগ্রি হিসেবে গণ্য করা হবে। কাজেই অর্নাস-মাষ্টার্স শ্রেণির শিক্ষকদের এমপিওভূক্ত না করার কোন যৌক্তিকতা থাকতে পারেনা। তাদের এই দুর্ভোগের কারণে শুধুমাত্র শিক্ষক বঞ্চিত হচ্ছে তা নয়, সুষ্ঠু পাঠদানের অভাবে শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে এবং মান হারাচ্ছে উচ্চশিক্ষার। যার দায়ভার রাষ্ট্র ও জাতীয় বিশ্ববিদ্যালয় কোন ভাবেই এড়াতে পারেনা।

এসকল শিক্ষককে জনবলকাঠামোতে অন্তর্ভুক্ত করে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক দুইজন মহাপরিচালক আর্থিক সংশ্লেষ সহ মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের দুইটি নিদের্শনা আজ পর্যন্ত বাস্তবায়ন করেনি মন্ত্রণালয় ।তবে আশার বাণী হলো যে,”এমপিও নীতিমালা ও জনবল কাঠামো /২০১৮ “পর্যালোচনা ও সংশোধন কমিটির সম্মানিত সদস্যগণ ননএমপিও অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকগণকে জনবলে অন্তর্ভুক্ত করে এমপিও দেয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন বলে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মাধ্যমে জানা গেছে।

চলমান করোনা পরিস্থিতিতে উচ্চ শিক্ষাদানে নিয়োজিত এই সকল শিক্ষকের হৃদয়ের বোবা কান্না উপলব্ধি করে তাদের কে দ্রুত জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করে এমপিওভূক্তকরণ এবং বিশেষ আর্থিক প্রণোদনার মাধ্যমে সহায়তা করা সময়ের দাবি।নিগৃহীত শিক্ষকগণ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী,শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের নীতি নির্ধারকগণের দিকে চেয়ে আছেন জনবলে অন্তর্ভুক্ত করে সরকারি অনুদানের(এমপিও) ঘোষণা ও এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত আর্থিক প্রণোদনা পাবার আশায়। লেখক:হারুন অর রশিদ যুগ্ম আহবায়ক, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি।

করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে আরো ১ ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী শহরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, মৃত বারেক গাজী ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন।

পারিবারিকভাবে তাকে বাড়ীতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল।

অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। শহরের আদালত পাড়ার বাসিন্দা ছিলেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী পক্ষে ২৮০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পক্ষে বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে কর্মহিন ২৮০টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) প্র‌তিমন্ত্রীর প‌ক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু‌ষের কা‌ছে ত্রাণ সামগ্রী পৌ‌ছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ব‌রিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ সহ নেতাকর্মীবৃন্দ।

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্ব-নওমালা গ্রামে মরিয়ম নামের ওই শিশুর মৃত্যু হয়। মরিয়ম ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের সামনের পুকুরে পড়ে যায় সে।
খোঁজাখুঁজির একপর্যায়ে লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তের দিনে করোনা জয়

বাউফল: গতকাল বুধবার (৬মে) তৃতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তের দিনেই করোনা জয় করে বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া গ্রামের ৫জন বাসিন্দা। বৃহস্পতিবার (৭মে) সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে তাঁদের আনুষ্ঠানিক ভাবে করোনা মুক্ত ঘোষণা করা হয়। এসময় করোনা জয়ী পাঁচব্যক্তিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ। মোবাইল কনফারেন্সে এ শুভেচ্ছা জানান তিনি।

এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান, সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পি.কে সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাউফল সার্কেল) ফারুক হোসেন, থানা কর্মকর্তা মোস্তাফিজুর রহমন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। করোনা যুদ্ধে জয়ী হওয়া পাঁচ ব্যক্তিরা হলেন- মোসা. হনুফা বেগম (৪০), মোসা. ফারজানা (১৪), মোসা. হাওয়া বেগম (৫০), মো. সিদ্দিকুর রহমান (২২) ও মোসা. আজিমন বিবি (৮০)। স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ বলেন, গত মাসের ২০তারিখ তাঁরা ঢাকা থেকে আসার পর সাবেক চীফ হুইপ মহোদয়ের নির্দেশনায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করি।

এরপর করোনা শনাক্ত হওয়ার পর প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখি। আজ তাঁরা করোনা মুক্ত। এটা আমাদের জন্য অনেক আনন্দের। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা পি.কে সাহা বলেন, তাঁদের প্রথম নমুনা পরিক্ষায় করোনা পজেটিভ আসে। পরের দু’বারের নমুনা পরিক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় তাঁরা পুরোপুরি সু্স্থ্য। তারা এখন বাড়ি ফিরে যাবে। তবে তাদের আরো ১৪দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ বলেন,’ এই বিজয়ের আমাদের স্বাস্থ্য বিভাগের।

তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তাঁরা সুস্থ্য। তিনি আরো বলেন , করোনা আক্রান্ত হলে আতংকিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য বিধি মেনে চললেই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন। উল্লেখ্য, গত মাসের ২০ তারিখ (সোমবার) ঢাকার নারায়ণগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স যোগে এলাকায় আসেন। এই খবর জানার পর স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।

ওইদিনই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে ২৪তারিখ তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে ওই প্রতিষ্ঠানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয় তাদের। পরবর্তী দুই টেষ্টে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

রাঙ্গাবালীতে দুস্থদের পাশে দাড়ালেন কবি নজরুল কলেজ ছাত্রলীগ নেতা সোহেল

মনজু সরদার,রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে বহু সংখ্যক মানুষের লকডাউনে পড়া যে সব লোক কাজকর্ম করতে পারেনা তাদের মাঝে খাদ্য ও পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতারন করলেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের সন্তান, কবি নজরুল সরকারি কলেজের যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সোহেল। মঙ্গলবার( ৫মে) বিকাল ৩:৩০ মিঃ সাজিদুল ইসলাম সোহেল তার নিজ উদ্যোগে ৫০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে আলু পিয়াজ বুট মুড়ি চিনি চিড়া খাদ্য ও ইফতারি সামগ্রী বিতরণ করেন।

এ বিষয় জানতে চাইলে সাজিদুল ইসলাম সোহেল বরিশাল অবজারভার কে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি,আল-নাহিয়ান খাঁন জয় ভাই ও বিপ্লবী সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার সাধ্য অনুযায়ী অসহায়, দুস্থ মানুষের জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে মানুষকে এই দূর্যোগকালে ঘরে থাকতে উদ্ভূদ্ধ করেছি।

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে চা বিক্রেতার মৃত্যু

পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে এক চা বিক্রেতার (৪৮) মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মারা যান তিনি। শহরের মাছপট্টি এলাকার বাসিন্দা তিনি।

স্থানীয় বাসিন্দা মো. মিলন মিয়া বলেন, ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। তার ছেলেমেয়ে ডাক্তার দেখাতে বললেও তিনি যাননি। আজ সন্ধ্যার দিকে হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী হাসপাতাল নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, সন্ধ্যা ৭টায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। যেহেতু তার উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. আবদুল মতিন বলেন, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বলা যাবে না। কোভিড-১৯ প্রোটোকল মেনে তাকে দাফন করা হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালীতে পুলিশ সদস্যসহ দুজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৯

পটুয়াখালী জেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯।

ওই পুলিশ সদস্যের বয়স ৩২ বছর। ঠিকানা দেওয়া পটুয়াখালী পুলিশ লাইনস। আরেকজনের (২৬) বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সম্প্রতি তিনি বিদেশ থেকে এসেছেন।

ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল সোমবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট ২৯ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুমকি উপজেলায় ছয়জন, রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনায় তিনজন, সদর উপজেলায় দুজন, বাউফলে ১০ জন, গলাচিপায় দুজন, কলাপাড়ায় একজন এবং একজন পুলিশ সদস্যের ঠিকানা দেওয়া পটুয়াখালী পুলিশ লাইনস। পটুয়াখালীতে করোনাভাইরাসে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় মোট ৮০৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৯৩ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। প্রতিবেদনে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

বাউফলে উপ-সচিবের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে করোনার প্রাদুর্ভাব ও নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় কর্মহীন জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী ফাজিল মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ওই চাল বিতরণ কার্যক্রম পরিদর্শণ করেন বরিশাল বিভাগীয় উপ- ভূমি সংস্কার কমিশনার (উপ-সচিব) তরফদার মো. আক্তার জামিল।

চাল বিতরণ কালে ডিএলআরসি আক্তার জামিল বলেন,’ ত্রাণের চাল বিতরণ কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। সরকারি যে নির্দেশনা আছে সেই মোতাবেক চাল বিতরণ করতে হবে। পরিষদ সূত্র জানায়, মে মাসের বরাদ্ধকৃত ৩০.১২০ মে.টন চাল ইউনিয়নের সরকারি তালিকাভূক্ত ৭৫৩জন জেলের মাঝে ৪০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বালি, উপজেলা সমাজসেবা অফিসার ও নাজিরপুর ইউনিয়ন ট্যাগ অফিসার মো. মনিরুজ্জামান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম ফারুক, বাউফল প্রেস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন।

বাউফলে সবজি চারা বিতরণ

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রান্তিক কৃষকের মাঝে  সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে ওই বীজ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় উপ-ভূমি সংস্থার কমিশনার তরফদার মো. আক্তার জামিল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, এসিল্যান্ড অনিসুর রহমান বালি, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান হিমু।
কৃষি অফিস জানায়,’ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা সোতাবেক বসতবাড়িতে প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার লক্ষ্যে  বাউফলে ৫শ কৃষকের মাঝে লাউ, করলা, ঢেঁড়স, বরবটি বীজ ও পিয়াজের চারা বিতরণের উদ্দ্যোগ নেওয়া হয়েছে।