ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি:
‘মুজিববর্ষের অঙ্গীকার: দৃষ্টিনন্দন টেকসই শিক্ষা অবকাঠামো গড়া’ এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি সোমবার দুপুরে ফলক উন্মোচন ও কেক কেটে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

 

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম আগে বিভাগীয় শহর বরিশাল থেকে পরিচালিত হতো। ঝালকাঠিতে দপ্তরটি চালু হওয়ায় কার্যক্রম পরিচালনা সহজতর হওয়াসহ সেবার মান বৃদ্ধি পাবে।

অর্ধ লক্ষ ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে নেছারাবাদে আখেরী মুনাজাত অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের ২দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল শেষে গতকাল ২৪ ফেব্রুয়ারী সোমবার ফজর নামাজের পর তানফীযী বয়ান ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। তানফীযী বয়ান ও মোনাজাত পরিচালনা করেন হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর একমাত্র ছাহেবজাদা, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। প্রায় অর্ধ লক্ষ ধর্মপ্রান মুসলিম, ভক্ত ও আশেকান মোনাজাতে অংশ নেয়।

 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শুহয় মাহফিলের আনুষ্ঠানিকতা প্রথম দিন থেকেই লাখো মুসল্লির সমাগমে মুখরিত থাকে গোটা বাসন্ডা এলাকা। দেশের সকল মহানগর, জেলা ও উপজেলা থেকে হযরত কায়েদ ছাহেব (রহ:) এর ভক্ত আশেকানরা যোগ দিয়েছেন এ মাহফিলে। গত ২ দিনে । মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ সাইয়্যেদ, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর মহাসচিব জনাব আলহাজ¦ হযরত মাওলানা ছাব্বির আহমেদ মুমতাজী, পিএইচপি কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ হাফেজ ক্বারী মোঃ আবু ইউসুফ, হযরত শামসুল হক ফরিদপুরী রহ.-এর সাহেবজাদা হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব এবং হযরত নেছারাবাদী হুজুরের সাহেবজাদা ও বাংলাদেশ ফোরকানিয়া বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আযীযুর রহমান তাকী (ছদর ছাহেব হুজুর)। এছাড়াও দেশের বিভিন্নস্থান থেকে আগত পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।

 

মাহফিলের সভাপতি হযরত নেছারাবাদী হুজুর তার বয়ানে বলেনÑ‘মুসলমানের জীবনের লক্ষ্য একমাত্র আখেরাত, তবে দুনিয়াও পরিত্যাজ্য নয় বরং দুনিয়াকে আখেরাতের পরিপূরক হিসেবে গ্রহণ করতে হবে। বস্তুতঃ কলেমা তাওহীদের শিক্ষা বিচ্যুত হয়ে বিলাস ও দুর্নীতিমত্ততায় নিমজ্জিত হওয়ার ফলেই মুসলমান আজ জীবনযুদ্ধে পরাজিত হচ্ছে, অশান্তি ও বিশৃঙ্খলার আগুনে জ¦লছে।’ হুজুর আরো বলেন‘কলেমা তাওহীদ মুমিনকে আদর্শের নিরীখে ঐক্যবদ্ধ হতে শেখায়, কলেমা তাওহীদ মুমিনকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবজাতির প্রতি সাম্যবাদী হতে শেখায়, কলেমা তাওহীদ মুমিনকে রসূলে পাক স. এর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে ইনসাফ কায়েম করতে শেখায়।

নলছিটিতে আসিফ নামে এক যুবকের লাশ উদ্ধার

নলছিটি প্রতিনিধি:
নলছিটিতে নিখোঁজের চারদিন পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় মোহম্মদ আসিফ হাওলাদার (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানার পুলিশ। ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে স্থানীয়রা নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুকুর পাড় এলাকায় ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। বিষয়টি নলছিটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই ডোবা থেকে মরদেহটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

 

জানা গেছে মৃত যুবক পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের মোহম্মদ শাহীন হাওলাদারের ছেলে মোহম্মদ আসিফ হাওলাদার। নিহতের স্বজনরা জানিয়েছে মৃত আসিফ তার বাবার সাথে ভ্যানগাড়িতে করে ফল বিক্রি করতো। গত মঙ্গলবার রাত থেকে আসিফ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আসিফ নিখোঁজের ব্যপারে তার পরিবার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাখাওয়াত হোসেন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়।

 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহত পরিবারের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেনি তবে তারা চাইলেই মামলা নেবে পুলিশ । এ ঘটনায় পুলিশ ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে জানা গেছে ।

পোনাবালিয়ায় শেষ হলো শিব চতুর্দ্দশীর মেলা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিয্যবাহী শিবমন্দিরে গতকাল শনিবার পূন্যার্থীদের শিব দর্শন, মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পূণ্যস্নান এবং ভৈরব ত্র্যম্বকেশ্বরের পূজার মধ্যদিয়ে শেষ হলো শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা। শুক্রবার থেকেই হাজারো ভক্তদের পদচারনায় মুখরিত ছিলো মন্দির প্রাঙ্গন ও তার আশপাশের এলাকা। শনিবার মেলা পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬:১০ মিনিট থেকে শনিবার সন্ধ্যাা ৭:০৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পূন্যার্থীরা শিব দর্শন করেছেন। এই মন্দিরটির ইতিহাস খুজে যা পাওয়া যায় তা হলো, তৎকালীণ রাজা দক্ষ মহাশয় যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবের স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ ৫১ খন্ড করেদেয়। আর খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে তার মধ্যে সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া গ্রাম একটি স্থান। এখানে দেবী সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে অন্যান্য স্থানের মত এ স্থানটিও তীর্থ স্থানে পরিণত হয়। এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন ছিলো লক্ষ্যনীয়।এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং করা হয়।

নলছিটিতে আসিফ নামে এক যুবককে লাশ উদ্ধার

আরিফুর রহমান আরিফ:: নলছিটিতে নিখোঁজের চারদিন পর ডোবার পানিতে ভাসমান অবস্থায় মোহম্মদ আসিফ হাওলাদার (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানার পুলিশ।
২২ ফেব্রুয়ারি শনিবার দুপুরের দিকে স্থানীয়রা নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুকুর পাড় এলাকায় ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। বিষয়টি নলছিটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই ডোবা থেকে মরদেহটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
জানা গেছে মৃত যুবক পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের মোহম্মদ শাহীন হাওলাদারের ছেলে মোহম্মদ আসিফ হাওলাদার। নিহতের স্বজনরা জানিয়েছে মৃত আসিফ তার বাবার সাথে ভ্যানগাড়িতে করে ফল বিক্রি করতো।
গত মঙ্গলবার রাত থেকে আসিফ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। আসিফ নিখোঁজের ব্যপারে তার পরিবার নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ সাখাওয়াত হোসেন পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। নিহত পরিবারের পক্ষ থেকে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেনি তবে তারা চাইলেই মামলা নেবে পুলিশ ।
এ ঘটনায় পুলিশ ২ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে জানা গেছে ।

আখেরী মুনাজাত সোমবার ঝালকাঠি নেছারাবাদের মাহফিল শুরু

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির ঐতিহ্যবাহী দ্বীনী মারকায নেছারাবাদ দরবার শরীফে আজ ২২ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। প্রথম দিনেই লাখো মুসল্লির সমাগমে মুখরিত গোটা বাসন্ডা এলাকা। ইতিমধ্যে দেশের সকল জেলা ও উপজেলা থেকে হযরত কায়েদ ছাহেব (রহ:) এর ভক্ত আশেকানরা যোগ দিয়েছেন এ মাহফিলে। মেহমানদের থাকা খাওয়াসহ সব ধরনের সুযোগ সুবিধা দিবেন মাহফিল এন্তেজামিয়া কমিটি। ২৪ ফেব্রুয়ারী সোমবার ফজরের নামাজের পর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এদিন সমাপনী বয়ান শেষে মোনাজাত পরিচালনা করবেন, হযরত কায়েদ ছাহেব হুজুর (রহ:) ছাহেবজাদা, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবদী হুজুর। মাহফিলে বরাবরের মত এবারও দেশবরেণ্য শিক্ষাবিদ-মুহাক্কেক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এছাড়াও ভারত থেকে ওলামায়ে কেরাম তাশরীফ রাখবেন। মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, ১ সপ্তাহ আগেই মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৫টি প্যান্ডেল। আগত মেহমানদের সেবায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। আগন্তুকদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যাবস্তা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইলসেবা নির্বিঘœ করার জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষের সহায়তায় বসানো হয়েছে একটি শক্তিশালী টাওয়ার। মাহফিলকে সফল করতে গত বৃহস্পতিবার এনএস কামিল মাদরাসা সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মাহফিল পরিচালনা কমিটি। এতে বক্তব্য দেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও এনএস কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. আবু তাহের খান, এনএস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি আবু জাফর ও সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান। মাহফিলের সকল প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ঝালকাঠি সরকারি কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

আরিফুর রহমান আরিফ:: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠি সরকারি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২০ পালিত হয়েছে।রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কলেজে একুশের অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯ টায় প্রভাতফেরি বের করে। প্রভাত ফেরীতে প্রশাসন, অনার্স বিভাগসমূহ, কলেজের , বিএনসিসি , রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন । সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আফতাব উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. আবদুস সালাম, যুগ্ম সম্পাদক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রুবেল প্রমুখ।

ঝালকাঠির পোনাবালীয়ার শিববাড়ীতে কাল শুরু হচ্ছে শিব চতুর্দ্দশীর মেলা

আরিফুর রহমান আরিফ ॥ ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিয্যবাহী শিবমন্দিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী শিব চতুদ্দর্শী মেলা। জানাগেছে, এখানে ৩শ’ বছর আগে থেকে ঐতিহাসিক এ মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ জায়গাটি সনাতন ধর্মালম্বীদের ৩নং আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত। আগামীকাল থেকে ২৩ ফেব্রুয়ারী রোববার পর্যন্ত হাজারো ভক্তদের পদচারনায় মুখরিত থাকবে মন্দির প্রাঙ্গন ও তার আশপাশের এলাকা। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬:১০ মিনিট থেকে শনিবার সন্ধ্যাা ৭:০৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পূন্যার্থীরা শিব দর্শন করবেন। একইসাথে মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পূণ্যস্নান এবং বিভিন্ন ধরনের পূজাঅর্চনা অনুষ্ঠিত হবে। সর্বশেষে ত্র্যম্বকেশ্বর ভৈরবের পূজার মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে সকল ধর্মের দর্শনার্থীদের জন্য মেলা চলবে রোববার সন্ধ্যা পর্যন্ত। এই মন্দিরটির ইতিহাস খুজে যা পাওয়া যায় তা হলো, তৎকালীণ রাজা দক্ষ মহাশয় যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবের স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ ৫১ খন্ড করেদেয়। আর খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে তার মধ্যে সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া গ্রাম একটি স্থান। এখানে দেবী সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে অন্যান্য স্থানের মত এ স্থানটিও তীর্থ স্থানে পরিণত হয়। এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ খালিলুর রহমান। এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

সিরিজ বোমা হামলা : ঝালকাঠিতে দুই জনের যাবজ্জীবন

দেশব্যাপী (২০০৫ সালের ১৭ আগস্ট) সিরিজ বোমা হামলা ঘটনায় ঝালকাঠির দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ।

ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরবেলা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের বিকনা এলাকার ইউনুছ মল্লিকের ছেলে জিয়াউর রহমান ও রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু জনান, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো ঝালকাঠি শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেফতার দেখানো হয় এবং বরিশাল কোতয়ালী থানার বোমা বিস্ফোরণের একটি মামলার আসামি আবু সোলায়মান সুজনের জবানবন্দিতে জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়।

ঝালকাঠির মতুয়া সম্প্রদায়ের হরিযাত্রা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে সনাতন ধর্মালম্বীদের মতুয়া সম্প্রদায়ের (হরিভক্ত) বাৎসরিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও মতুয়া সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ৪ দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে ঝালকাঠি কেন্দ্রীয় শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অনুষ্ঠান উদ্ধোধন করবেন ধর্মগুরু শ্রী নির্মল চাঁদ ঠাকুর। ১৬ ফেব্রুয়ারি রোববার বিকেলে হরিযাত্রা (শোভাযাত্রা) বের করা হয়। ওরাকান্দি থেকে আগত মতুয়া দল ও ঝালকাঠির হরি ভক্তদের অংশগ্রহনে হরিযাত্রাটি মন্দির সংলগ্ন পুরাতন কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। হরিযাত্রার উদ্ধোধন করবেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান (শিশু) অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। পরে সন্ধ্যায় খুলনার বটিয়াঘাটা বিনাপানি নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনালম্বনে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিঃ দিলীপ কুমার হালদার এবং সাধারণ সম্পাদক শ্রী বীরেন মন্ডল জানান, সকল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রতিদিনই প্রসাদ বিতরণ এবং ১৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ডংকা কির্ত্তন ও ঠাকুরের ভোগ অন্তে মহোৎসব অনুষ্ঠিত হবে।