সিরিজ বোমা হামলা : ঝালকাঠিতে দুই জনের যাবজ্জীবন

দেশব্যাপী (২০০৫ সালের ১৭ আগস্ট) সিরিজ বোমা হামলা ঘটনায় ঝালকাঠির দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ।

ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরবেলা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ঝালকাঠি শহরের বিকনা এলাকার ইউনুছ মল্লিকের ছেলে জিয়াউর রহমান ও রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু জনান, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের অন্যান্য স্থানের মতো ঝালকাঠি শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

মামলায় আহত অবস্থায় আটক ফরিদ হোসেনকে গ্রেফতার দেখানো হয় এবং বরিশাল কোতয়ালী থানার বোমা বিস্ফোরণের একটি মামলার আসামি আবু সোলায়মান সুজনের জবানবন্দিতে জিয়াউর রহমানের নাম প্রকাশ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *