আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর বিভিন্ন দেশের সিনিয়র নেতৃবৃন্দরা । নেতৃবৃন্দরা এক শোকবার্তায় বলেন – আ খ ম জাহাঙ্গীর হোসাইন দেশের গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন। দলের দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় তার ভুমিকার কথা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে । জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হবে। নেতৃবৃন্দরা , আ খ ম জাহাঙ্গীর হোসাইনের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক জানিয়েছেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অনিল দাশগুপ্ত (জার্মানী ) , উপদেষ্টা জনাব এম এ গনি ( যুক্তরাজ্য ) , সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন (ইতালী ) , উপদেষ্টা আব্দুল্লাহ আল বাকী ( ফ্রান্স ), সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া ( ইতালী ) ; নেদারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মাঈদ ফারুক ; বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু ; ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন ; সুইডেন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির ; ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা ; তুরস্ক আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স ; ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির ; অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি জান্নাতুল ফরহাদ ; সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম ; আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খন্দকার রানা ; পুর্তগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উল্লাহ ; স্পেন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ; স্পেন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাকিল খান পান্না । অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক রানা বখতিয়ার , সিনিয়র সহ. সভাপতি মজনু আজাদ ; অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোঃ আলী ; অস্ট্রিয়া যুবলীগের সভাপতি বাবু মিয়া ইয়াসীম । বেলজিয়াম আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির হোসেন পলিন , যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস ছালাম ; ডেনমার্ক আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ ; সহ.সভাপতি আ ন ম খালেক আরিফ , সহ. সভাপতি মোঃ সহিদ , সহ. সভাপতি জাহিদ চৌধুরী বাবু ; সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সামি দাস । ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ. সভাপতি আবুল কাশেম , সহ. সভাপতি এ এস এ শহীদ তাহের ভার , সহ. সভাপতি সুনাম উদ্দিন খালেক ; সামাজিক উপদেস্তা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু । ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন ; সিনিয়র সহ. সভাপতি পলাশ কামালী ।জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবউদ্দিন মোহাম্মদ ; সিনিয়র নেতা হাফিজুর রহমান আলম ; সাবেক সাধারন সম্পাদক মাবু আবু জাফর । বার্লিন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুল হক খান ; সভাপতি মাসুদ রহমান– সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল ; হাম্বুর্গ আওয়ামীলীগের সভাপতি অ্যাপোলো এলাহী । আয়ারল্যান্ড আওয়ামীলীগের সিনিয়র সহ. সভাপতি ফয়জুল্লাহ শিকদার ; প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান ; ডাবলিন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ; সাধারণ সম্পাদক অলক সরকার । ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রব মিন্টু । নরওয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কাল । সুইডেন আওয়ামী লীগের সিনিয়র সহ. সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ লিটন , সহ. সভাপতি আবেদ খান ; সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাসুম বারী ; সহ প্রচার সম্পাদক আফসার আহম্মেদ ; সুইডেন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান । স্পেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক , জহিরুল আলম নয়নসহ প্রমুখ নেতৃবৃন্দ .

সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের ইন্তেকাল

সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, পটুয়াখালী ৩ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন। তিনি সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায়বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অবস্থায় আজ বিকাল ৪ টা ২০ মিনিটে মৃত্যুবরন করেন।
১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্রি সম্পন্ন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে পটুয়াখালী-৩ থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তিনি তিনবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম হাসিনা মন্ত্রীসভার বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ১৯৯৮ সালে। ২০০৬-২০০৮ বাংলাদেশের রাজনৈতিক সংকটকে সমর্থন ও আওয়ামী লীগে দলীয় সংস্কার চাওয়ায় তিনি ২০০৮ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। ফলে এ আসনের মনোনয়ন পায় গোলাম মাওলা রনি। ২০১৩ সালে আওয়ামী লীগের সকল কমিটি থেকে জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে তিনি আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে নিজের ভুল স্বীকার ও ক্ষমা চান, শেখ হাসিনা তাকে ক্ষমা করে দেন এবং ২০১৪ সাধারণ নির্বাচনে পুনরায় মনোনয়ন পান। তিনি ৫ জানুয়ারি ২০১৪ নির্বাচনে পটুয়াখালী-৩ থে‌কে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।

‘দেশে লকডাউনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি’

দেশের করোনা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আছে, লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা আমাদের নিয়ন্ত্রণে আছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো আছে, পোশাক খাত চালু আছে এবং নিরাপত্তা ব্যবস্থা সুন্দর আছে।’

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে লকডাউনের মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। তাছাড়া আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা বেডের সংখ্যা বাড়াবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে আমাদের একটা কারখানা বন্ধ থাকায় ভারত থেকে আমদানি করতে হচ্ছে। কারখানাটি চালু হলে আর আমদানি করার প্রয়োজন হবে না।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ১৬ বীর ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

৩০ ডিসেম্বর সারাদেশে বিএনপির বিক্ষোভ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২১ ডিসেম্বর) ১২টায় গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির নেওয়া এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সেই কলঙ্কময় কালো দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গেই স্মরণ করে। ২০১৮ সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর দেশে জেলা ও মহানগর পর্যায়ে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় সমাবেশ অনুষ্ঠান করবে।

গত ১৯ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের একটি পরিকল্পনা সরকার প্রকাশ করলেও তা জনগণের কাছে স্পষ্ট নয়। ভ্যাকসিন সংগ্রহ ও তার সংরক্ষণ, পরিবহন এবং বিতরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা জরুরি। সংগ্রহকৃত ভ্যাকসিন সুনির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ, দেশের প্রতিটি জেলা-উপজেলায় বিতরণ এবং নীতিমালা সঠিকভাবে পালন করে ভ্যাকসিন প্রয়োগ পর্যন্ত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নিয়ে একটি রোডম্যাপ তৈরি ও তা জনগণকে স্পষ্টভাবে জানানো দরকার বলে মনে করে বিএনপি।

স্থায়ী কমিটির সভায় সীমান্ত হত্যা বন্ধ ও পৌরসভার অনুষ্ঠিত নির্বাচনগুলোতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারা ও নির্বাচন কমিশনের ব্যর্থতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

গত ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার ভার্চুয়াল বৈঠকে যে কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে তা বিস্তারিতভাবে জনগণের কাছে প্রকাশ না করায় স্থায়ী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয় বলে জানান বিএনপি মহাসচিব।

ভ্রান্তনীতি ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির কারণে বাংলাদেশ একটি শিক্ষা প্রতিবন্ধী জাতি হিসেবে পরিণত হতে চলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বৈর্শ্বিক সূচকে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম এবং দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকে হতাশা এবং সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়।

জানুয়ারিতে আসছে করোনার ভ্যাকসিন: খাদ্যমন্ত্রী

আগামী জানুয়ারিতে দেশে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ধাপে ডাক্তার-নার্স, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ আমরা সবাই সচেতন আছি এবং সচেতনতা বাড়িয়ে করোনা মোকাবিলা করছি। সেই ধারাবাহিকতায় দেশে জানুয়ারিতে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী দেশে করোনা ভ্যাকসিন আনার ঘোষণা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় করোনা ভ্যাকসিন সঠিকভাবে ব্যবহার করার জন্য নীতিমালা তৈরি করা হয়েছে। মানুষের দেহে ভ্যাকসিন পুশ করার জন্য দেশের প্রতিটি উপজেলায়ও প্রশিক্ষিত লোক প্রস্তুত রয়েছে।

এর আগে মন্ত্রী নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ইসিকে নিয়ে ৪২ জনের বিবৃতির খসড়া বিএনপি’র তৈরি’

নির্বাচন কমিশনকে নিয়ে ৪২ জনের বিবৃতির খসড়া বিএনপি’র তৈরি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি-প্রগতিশীল ন্যাপ (ভাসানী) আয়োজিত মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে তিনি একথা বলেন।

বক্তব্যের শুরুতেই আব্দুল হামিদ খান ভাসানীকে আওয়ামী মুসলিম লীগের (পরবর্তীতে আওয়ামী লীগ) প্রতিষ্ঠাতা হিসেবে গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেন নাই, আজীবন দেশ ও মানুষের সেবায় রাজনীতির মহান ব্রত পালন করেছেন।’

মন্ত্রী এ সময় বলেন, ‘গতকাল দেখলাম যে দেশের ৪২জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের ব্যাপারে একটা বিবৃতি দিয়েছেন। এই বিশিষ্ট ব্যক্তিদের তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তারা সবাই বিএনপি ঘরানার হিসেবে পরিচিত। তাদের কেউ কেউ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদেও আছেন এবং তারা প্রতিনিয়ত নানাভাবে সরকারের বিরুদ্ধে বলে আসছেন। ব্যতিক্রমটা হচ্ছে গতকাল ৪২ জন একসাথে হয়েছেন। অবশ্য বিবৃতিটা বিএনপি অফিস থেকে ড্রাফট করে দেয়া হয়েছে। সুতরাং তারা বিএনপিরই প্রতিধ্বনি করেছেন।’

নির্বাচন কমিশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি নিয়ে আলোচনা হতেই পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কিন্তু যে ভাষায় তারা বিবৃতি দিয়েছেন এবং মানুষের দৃষ্টি অন্যদিকে নেবার চেষ্টা চালিয়েছেন, সেটি বুদ্ধিজীবীদের বুদ্ধিদীপ্ত মনে হয়নি বরং বিএনপির ড্রাফট করা বিবৃতিই দিয়েছেন তারা।’

আজকে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা একটি বহুমাত্রিক সমাজে বসবাস করি, এখানে বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু বিতর্ক-সমালোচনা এমন হওয়া উচিত যা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেন ড. হাছান। তিনি বলেন, ‘অবশ্যই দায়িত্বে থাকলে সমালোচনা হবে। সরকার যেহেতু দায়িত্বে, সেখানে সরকারের সমালোচনা হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু যেভাবে অন্ধের মতো সমালোচনা বিএনপি করছে, সেটা যদি বেশি বেশি শিক্ষিত মানুষগুলোও করেন, তাহলে মানুষ মনে করতে পারে এই শিক্ষিত মানুষগুলো হঠাৎ অশিক্ষিতের মতো কথা কেন বলছেন! সেই প্রশ্ন মানুষের মনে থেকে যায়।’

বিএনপি’র শনিবারের সংবাদ সম্মেলন সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোটা শুনলাম এবং এপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ বিএনপিকে অনুরোধ জানাবো যে, আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার না করে নিজের ঘরটা একটু সামলান। যারা নিজের নেতাদের সম্মান করতে পারেনা, নিজের ঘরটাই সামলাতে পারেনা, তারা দেশ সামলাবে কিভাবে!’

প্রগতিশীল ন্যাপ (ভাসানী)’র কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ গণ আজাদী লীগের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ সরওয়ার হোসাইন বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তা হিসেবে প্রগতিশীল ন্যাপ (ভাসানী) এর কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আলী কিসমত, মোহাম্মদ বাবুল আহম্মেদ, মনিরুল হাসান মনির, মোসুমী রহমান মিনু, সাইফুল ইসলাম লিটন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুব লীগ কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য দেন।

খালেদা জিয়াকে মাইনাসের চিন্তা তখনো ছিল না, এখনো নেই: হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দলে (বিএনপিতে) কিছু টাউট-বাটপার আছে, এরা ছড়ায় যে, উনিতো সংস্কারপন্থী। আরে সংস্কারতো ভালো জিনিস।

রাজা রাম মোহন রায় সংস্কার করেছেন। গান্ধী সংস্কার করেছেন। নেলসন মেন্ডেলা সংস্কার করেছেন। তবে খালেদা জিয়াকে মাইনাস করার চিন্তা তখনও ছিল না, এখনও নেই। আমি বিএনপির একজন অনুগত সৈনিক।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানী বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, (১/১১ পর) খালেদা জিয়া কারামুক্ত হওয়ার পর তার সঙ্গে আমি দেখা করি। তাকে জানিয়েছি জেলখানা থেকে পাঠানো প্রত্যেকটা নির্দেশ আমি পালন করেছি। তিনি আমার সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন। ২০১৬ সালে আমাকে ভাইস চেয়ারম্যান পদে বহাল রেখেছেন। ২০০৮ সালের নির্বাচন, ২০১০ সালে আমার এলাকায় উপ-নির্বাচন, ২০১৮ সালে সংসদ নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া একটি সংস্কার প্রস্তাব এনেছিলেন। দলীয় সংস্কারের জন্যে, সেখানে বিএনপির ১০৫ জন এমপি লিখিতভাবে তাকে সমর্থন করেছেন। সেখান থেকে আমিসহ মাত্র পাঁচজনকে ২০০৮ সালে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার কার্যক্রম পরীক্ষা করেইতো খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেন বা ভাইস চেয়ারম্যান পদে রাখেন।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর সিলেটের এমসি কলেজে পাক বাহিনীর সঙ্গে দিনব্যাপী মরণপণ যুদ্ধে অংশগ্রহণ করে বিকেলে সিলেট শহর দখল করেছি। আমার অধিনস্ত ১৪ জন সৈনিক সেখানে শহীদ হয়েছে। এ ১৪ তারিখেই আমার দল আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মুক্তিযুদ্ধের কোনো সম্মান এখানে নেই। কীভাবে দেশটা স্বাধীন হলো অনেকেরতো ৫০ বছর বয়সই হয়নি। তারা জানে না, হোয়াট উই হ্যাব ডান ফর দিস কান্ট্রি? উই হ্যাব ক্রিয়েটেড দিস কান্ট্রি। কোনো বক্তৃতায় এ দেশ স্বাধীন হয়নি, বুকের রক্ত দিয়ে স্বাধীন করেছি। কি কারণ দর্শাও আমাকে দেখায়? জিয়াউর রহমান বেহেশতে থাকলে উনিও লজ্জা পাবেন। যে মেজর হাফিজকে বিএনপি শোকজ করেছে।

তিনি আরও বলেন, দুর্নীতির কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নেই। এ সরকার অনেক চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে তো কোনো দুর্নীতি পায়নি। ঢাকা শহরে আমার একটা বাড়ি নেই। এ বাড়ি আমার বাবার। ১৯৬৫ সালে পাকিস্তান আমলে সংসদ সদস্য থাকাকালে এটা পেয়েছিলেন, পারিবারিক ভাগাভাগিতে আমি এটা পেয়েছি।  বিএনপিতে এমন নেতা আছেন যার ১০০ মতো বাড়ি আছে ঢাকা শহরে। দুর্নীতির অভিযোগতো আমার বিরুদ্ধে নেই। কেন এ অভিযোগ আনলো বুঝতে পারছি না।

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ বলেন, আমাদের দল বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। বিগত চার বছর দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। ২০১৮ সালের নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটির কোনো সভা হয়নি। বক্তব্য রাখার কোনো সুযোগই পাইনি। আজ নেতাদের উদ্দেশ্যে বিএনপির একজন নগন্য কর্মী হিসেবে কয়েকটি সুপারিশ পেশ করতে চাই। ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই দলের জাতীয় কাউন্সিল আহ্বান করা হোক। দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। দলের স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্যের নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে কাউন্সিল সভায় রিপোর্ট পেশ করা হোক। ভবিষ্যতে সব নির্বাচনে দল থেকে একজনকে প্রার্থী এবং একজনকে বিকল্প প্রার্থী রূপে মনোনয়ন দেওয়া হোক। এতে মনোনয়ন বাণিজ্যের সুযোগ কমে যাবে।

তিনি বলেন, দলের জাতীয় স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং সহযোগী সংগঠনের  কমিটিগুলো কাউন্সিলরদের ভোটের মাধ্যমে গঠন করা হোক। সম্প্রতি আমার নির্বাচনী এলাকায় ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় নেতারা ঢাকায় বসে গঠন করেছেন, আহ্বায়ককেই আমি চিনি না। ছাত্রলীগের কর্মীরাও এ কমিটিতে স্থান পেয়েছে। আমার সুপারিশকে বিবেচনা করা হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে চিঠি দিয়ে কোনো উত্তর পাইনি।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের কোনো সদস্যের প্রতি কখনোই কটুক্তি করিনি, ভবিষ্যতেও করবো না। রাজনীতি ছেড়ে দিলেও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ হৃদয়ে লালন করবো। আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমার বিনীত অনুরোধ আমার বক্তব্য স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হোক। বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাকে যদি দোষী সাবস্ত্য করা হয় আমি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি।

নৌকার বিজয় হয় বলেই পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামো বাস্তবায়ন হয় -অ্যাড তালুকদার মোঃ ইউনুস

ডেস্ক রিপোর্ট ॥
বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, বার বার জনগণের প্রতীক, স্বাধীনতা প্রতীক ও বিজয়ের প্রতীক নৌকা মার্কার বিজয়ের ফলে দেশের পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নৌকা মার্কা আজ সারাবিশ্বকে উজ্জীবিত করেছে। তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করার পাশাপাশি বাকেরগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ ডিসেম্বর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রাথীর্ মোঃ লোকমান হোসেন ডাকুয়া কে নৌকা মার্কায় বিপুল ভোট দিয়ে বিজয়ের মাসে নৌকা বিজয়ী করার আহ্বান জানান।
শনিবার ( ১৯ ডিসেম্বর) বাকেরগঞ্জ ৬ নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকার আব্দুল মজিদ তালুকদার বাড়ীতে আয়োজিত বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ লোকমান হোসেন ডাকুয়া নৌকা মার্কা সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল ছেবেদ সরদারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপস্থিত সকলের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ লোকমান হোসেন ডাকুয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার সদর রোড এলাকায় নৌকা মার্কা সমর্থনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

নারীদের বাদ দিয়ে আমাদের সরকারের লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হবো: জাহিদ ফারুক শামীম

শামীম আহমেদ ॥
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পৌছানোর লক্ষ্য স্থির করা হয়েছে। সেই লক্ষে পৌছানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। উচ্চ মধ্যম ও সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে পৌছাতে হলে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী, নারীদের বাদ দিয়ে আমাদের সরকারের লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হবো।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ ও তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তাকিয়ে যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের বিরোধী দলীয় নেত্রী, আমাদের স্পিকার, শিক্ষামন্ত্রী নারী। এজন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, ৫০ জন সংরক্ষিতসহ ৭২ সংসদ সদস্য রয়েছেন নারী। তবে কোন কিছু রাতারাতি হবে না, সময় সাপেক্ষে সবকিছুই হবে। দশ বছর আগেও নারীরা পিছিয়ে ছিলেন, কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে নারীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন, যাতে করে ৩৩% এর নির্ধারিত কোটাগুলো পূরণ সম্ভব হয়। আজ সেনাবাহিনী, নৌ-বাহিনী, এয়ারফোর্স, পুলিশে নারীরা রয়েছেন। একটি জেলায় উপজেলা পর্যায়ে আজ নারীরা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। টাঙ্গাইলে গিয়ে দেখি ৫ জেলায় ৫ জনেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। যা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ের সব জায়গাতেই নারী শিক্ষক। অনেক বিদ্যালয়ে তো পুরুষ শিক্ষকতো পাওয়াই যায় না।

তিনি বলেন, সার্বিক উন্নয়নে ছোট-খাটো বিষয় নিয়ে চিন্তা করলে হবে না। বড় চিন্তা করতে হবে। পুরুষদের সাথে নারীদেরও একইতালে কাজ করে যেতে হবে। আজকাল বিভিন্ন সন্ত্রাসীরা রাতারাতি রাজনৈতিক নেতা বনে যায়। এজন্য নারী-পুরুষ সবাই মিলে যদি ওই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে পারি, তাহলে নারীদের স্বার্থ সুরক্ষিত হবে। কারণ সন্ত্রাস থাকলে নারীরা সামনে এগুতে পারবে না। আমরা যদি দেশের উন্নয়ন চাই ভালো মানুষ নিয়ে একসাথে কাজ করতে হবে। আমাদের ধর্ষণ-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, জোড়ালো বক্তব্য রাখতে হবে।

তিনি বলেন, সংসদ শেষ হওয়ার পরে দেখি, নারী সাংসদরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে দাড়িয়ে যায়। তা কিন্তু আমরা পুরুষ সদস্যরা পারি না। এতে নারী সাংসদরা আরো উৎসাহিত হন এবং তারাও সাধারণদের উৎসাহিত করতে পারেন। পৃথিবীর অন্যান্য দেশের থেকে আমরা বাংলাদেশ অনেক এগিয়ে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিন এশিয়ায় আমরা প্রথম আছি এবং পৃথিবীর বুকে পঞ্চম স্থানে আছি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে। তাই এটা বলা যাবে না পিছিয়ে আছেন। আপনারা নারীরা ভালোভাবেই অগ্রসর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে।বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌছাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, অধ্যাপিকা শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ভারত একমত: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সব বিষয়ে ভারত অত্যন্ত সহানুভূতিশীল। দুই দেশের সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একমত হয়েছেন। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে অঙ্গীকার করেছেন তিনি। সীমান্তে বিএসএফ মারণাস্ত্র ব্যবহার করবে না বলেও তিনি অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে শেখ হাসিনা ও দিল্লি থেকে নরেন্দ্র মোদি বৈঠকে অংশ নেন।

ওই বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী এক ঘণ্টা ১৫ মিনিট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে অত্যন্ত খোলা মনে কথা বলেছেন। এতে আমরাই বেশি বলেছি। বিজয় দিবসসহ অন্য দিবসগুলো একত্রে উদযাপন করার বিষয়ে আলোচনা হয়েছে। এটাই আমাদের কূটনৈতির সাফল্য। আমাদের বিজয়কে ভারত তাদের নিজেদের বিজয় মনে করছে। বিজয়ের এদিনে এটাই আমাদের অনেক বড় অর্জন।
ভার্চুয়াল বৈঠকের আগে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমইও) স্বাক্ষর হওয়ার কথা বলেন। ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী চুক্তিগুলোতে সই করেন।

বাংলাদেশ-ভারতের মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা হলো দুই দেশের সিইও ফোরামের টার্ম অব রেফারেন্স, কৃষি খাতে সহযোগিতা, হাইড্রোকার্বন বিষয়ে রূপরেখা, হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা, বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও নয়াদিল্লি জাদুঘরের মধ্যে সহযোগিতা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু ও বরিশালের স্যুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক।