জানুয়ারিতে আসছে করোনার ভ্যাকসিন: খাদ্যমন্ত্রী

আগামী জানুয়ারিতে দেশে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রথম ধাপে করোনা মোকাবিলায় সফল হয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় ধাপে ডাক্তার-নার্স, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ আমরা সবাই সচেতন আছি এবং সচেতনতা বাড়িয়ে করোনা মোকাবিলা করছি। সেই ধারাবাহিকতায় দেশে জানুয়ারিতে করোনার ভ্যাকসিন আনা হচ্ছে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী দেশে করোনা ভ্যাকসিন আনার ঘোষণা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে প্রতিটি উপজেলায় করোনা ভ্যাকসিন সঠিকভাবে ব্যবহার করার জন্য নীতিমালা তৈরি করা হয়েছে। মানুষের দেহে ভ্যাকসিন পুশ করার জন্য দেশের প্রতিটি উপজেলায়ও প্রশিক্ষিত লোক প্রস্তুত রয়েছে।

এর আগে মন্ত্রী নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সরবরাহের উদ্বোধন করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *