সহিংসতা ঠেকাতে শ্রীলংকায় ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ

আন্তর্জাতিক প্রতিবেদন:

শ্রীলঙ্কায় দেখা মাত্র গুলি করার নির্দেশ জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেনাবাহিনী ক্ষমতা দিয়েই কড়া হাতে বিক্ষোভ দমনে এই নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা ঠেকাতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দেয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে।

সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পূর্ব উপকূলের ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন খবর পেয়েই সেখানে শুরু হয়েছে বিক্ষোভ। কয়েক হাজার আন্দোলনকারী নৌঘাঁটি ঘিরে ফেলেছেন বলে ওই দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে।

এই পরিস্থিতিতে ‘দেখা মাত্র গুলির’ সরকারি ফরমান প্রাণহানি বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বস্তুত, গত ৪৮ ঘণ্টার পরিস্থিতি দেখে শ্রীলঙ্কায় ফের গৃহযুদ্ধের আশঙ্কা দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সরকারের সমর্থক এবং বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সোমবার পাঁচ জনের মৃত্যু হয় শ্রীলঙ্কায়। আহত হন কমপক্ষে ২০০ জন। নিহতদের মধ্যে রয়েছেন এক জন পার্লামেন্ট সদস্যও। বিক্ষোভের মুখে সোমবারই পদত্যাগ পত্র জমা দনে মাহিন্দা রাজাপাকসে।

গাঁজা চাষ ও সেবন উন্মুক্তর দাবীতে শোভাযাত্রা

অনলাইন ডেস্ক:

প্রতিবছরের মতো এ বছরও লাতিন আমেরিকার দেশে দেশে উদযাপিত হয়েছে ‘গ্লোবাল মারিজুয়ানা মার্চ’। ব্রাজিল ও মেক্সিকোর সড়কে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। গান-বাজনার তালে তালে গাঁজা চাষ ও সেবন উন্মুক্ত করে দেয়ার দাবি জানিয়েছে তারা।

১৯৯৯ সাল থেকে মে মাসের প্রথম শনিবার বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে লাতিন আমেরিকা অঞ্চলে উদযাপিত হয়ে আসছে ‘গ্লোবাল মারিজুয়ানা মার্চ’।

গাঁজা নিয়ে সারা দুনিয়াই দুই ভাগে বিভক্ত। একদল লোক এর বৈধতা দানের পক্ষে। অন্যরা গাঁজার ব্যবহার নিষিদ্ধ কিংবা সীমিত রাখার পক্ষে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী বলছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গাঁজা নিয়ে লুকোচুরি কিছুটা কমে এসেছে।

গাঁজা সেবনকারী ড্যামিয়ান আলবা ক্যাস্ট্রো বলেন, একসময় জায়ান্ট রোল করতে হতো লুকিয়ে। কিন্তু যতই সময় যাচ্ছে ততই বিষয়টি স্বাভাবিক হচ্ছে। এখানে আপনি পার্থক্য দেখতেই পাচ্ছেন। এভাবে প্রকাশ্যে কাউকে এর আগে গাঁজা সেবন করতে দেখেছেন?

ব্রাজিল ও মেক্সিকোয় বর্ণিল গ্লোবাল মারিজুয়ানা মার্চে অংশ নেয় হাজার হাজার গাঁজা সেবনকারী। চিকিৎসার পাশাপাশি চিত্ত বিনোদনের জন্যও নেশাজাতীয় এ ভেষজ চাষ ও সেবনের বৈধতার দাবি করে তারা।

সঙ্গীতশিল্পী ও গাঁজা সেবনকারী ইউরিয়েল জেরোন জানান, আমাদের একটি সার্কেল আছে। যারা দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করছে। এখানে বিভিন্ন শ্রেণির পেশার লোক আছে। কর্তৃপক্ষকে অবশ্যই বুঝতে হবে যে, আমরা অপরাধী নই। অধিকারের জন্য লড়াই করছি আমরা। গাঁজা চাষের অনুমোদন চাই।

গত বছর কেবল চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ করে একটি বিল অনুমোদন করে মেক্সিকোর পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেস। বিনোদনের জন্য এখনও মেলেনি অনুমোদন।

গাঁজা ব্যবহারকারীদের সহায়তা সমিতির প্রধান মার্গারেট সান্তোস দে ব্রিটো বলেন, মারিজুয়ানা প্ল্যান্টের অনেক সুবিধা রয়েছে। আমরা চিকিৎসায় গাঁজার ব্যবহার আরও বাড়াতে চাই। একারণে ব্রাজিলে গাঁজা চাষের অনুমোদনের জন্য লড়ছি আমরা।

ব্রাজিলে ২০০৬ সালে অল্প পরিমাণে গাঁজা সেবন বৈধ করা হয়েছিল। কিন্তু দেশটিতে এখনও বেচাকেনা বেআইনি।

বোরখা ছাড়া বাইরে বের হতে পারবে না নারীরা!

আন্তর্জাতিক প্রতিবেদন:

আফগানিস্তানে বোরকা ছাড়া নারীদের বাইরে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির তালেবান সরকার। শনিবার তালেবানের প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা এক ডিক্রিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। রাজধানী কাবুলসহ আফগানিস্তানের প্রত্যেক প্রদেশে এই ডিক্রি পৌঁছে দেওয়া হয়েছে।

তালেবান প্রধানের জারি করা ডিক্রিতে বলা হয়, ‘তালেবান মনে করে, আফগানিস্তানের নারীদের পর্দা রক্ষার জন্য আদর্শ হলো নীল রঙের বোরকা। এই ডিক্রি কার্যকর হওয়ার পর যদি কোনো নারী তার মুখ ও সর্বাঙ্গ না ঢেকে বাড়ির বাইরে বের হন এবং যদি তার প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে ওই নারীর পিতা, স্বামী বা ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান আফগানিস্তানের অধিকাংশ নারীই ধর্মীয় কারণে মাথায় স্কার্ফ বা হিজাব পরেন, তবে মুখঢাকা বোরকা ব্যবহার করেন না। কয়েক দশক পর আবারও আফগান নারীদের স্বাধীনতা খর্ব হতে যাচ্ছে।

ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার ২০ বছর পর ২০২১ সালের আগস্টে ফের জাতীয় ক্ষমতায় আসীন হয় তালেবান এবং একে একে নিজেদের পুরনো সব নীতি ফিরিয়ে আনতে শুরু করে। এসব নীতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হলো নারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বন্ধ করা।

ঘুষ গ্রহণে এশিয়ায় শীর্ষে ভারতীয়রা

অনলাইন প্রতিবেদক:

২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর এশিয়ার ১৭টি দেশের পর্যন্ত মোট ২০ হাজার মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন৷ সমীক্ষায় দেখা গেছে, সরকারের দুর্নীতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত এশিয়ার মানুষ৷

মোট ৩৮ শতাংশ সমীক্ষার অংশগ্রহণকারী মনে করেন, গত এক বছরে তাদের দেশে দুর্নীতি বেড়েছে৷ ২৮ শতাংশের মত, যেমন ছিল তেমনই রয়েছে দুর্নীতির হার৷ ৩২ শতাংশ মনে করেন কমেছে দুর্নীতি৷

মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল, মালয়শিয়া, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ান থেকে মানুষ এই সমীক্ষায় অংশ নেন৷ এই সমীক্ষায় নেই পাকিস্তানসহ আরো কয়েকটি দেশের তথ্য৷

ইন্দোনেশিয়া থেকে সমীক্ষায় যারা অংশ নেন, তার মোট ৯২ শতাংশ মনে করেন দেশের সরকারই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত৷ এই সংখ্যা ভারতের জন্য ৮৯ শতাংশ, বাংলাদেশের জন্য ৭২ শতাংশ৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশের মত, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সংসদ সদস্যরাই।

দুর্নীতি দমনে সরকারের ভূমিকা নিয়ে খুশি বাংলাদেশ থেকে অংশ নেওয়াদের মধ্যে ৮৭ শতাংশ মানুষ৷ মাত্র ১১ শতাংশ মনে করেন, সরকার তার কাজে বিফল৷ ভারতীয়দের মধ্যে ৬৩ শতাংশ মনে করেন সরকার দুর্নীতি দমনে সফল৷ ৩৪ শতাংশ এর বিরোধী৷ মিয়ানমারের নাগরিকদের মধ্যে থেকে সমীক্ষায় অংশ নেন যারা, তাদের ৯৩ শতাংশই সরকারের কাজে খুশি৷ মাত্র সাত শতাংশের মত, দুর্নীতিদমনে যথেষ্ট সচেষ্ট নয় সরকার৷

সমীক্ষা বলছে, প্রায় ৮৪ কোটি মানুষ গত বছরে কোনো না কোনো সরকারি কাজের ক্ষেত্রে ঘুষ দিয়েছেন৷ ঘুষ দেবার হারে এই প্রতিবেদন অনুযায়ী, সবার আগে ভারত৷ মোট ৩৯ শতাংশের মত, গত এক বছরে ঘুষ দিয়েছেন তারা৷ বাংলাদেশি সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৪ শতাংশ জানিয়েছেন তাদের ঘুষ দেবার কথা৷

ভারতের অংশগ্রহণকারীদের ১১ শতাংশ মানুষ কখনো না কখনো কোনো কাজ করাতে যৌন সুবিধা দেওয়া বা নেওয়ার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন৷ পাশাপাশি, চেনাশোনা বা পরিবারের লোকদের সুবিধা পাইয়ে দেওয়ার তালিকাতেও ভারত সবার ওপরে (৪৬ শতাংশের মত)৷ ১৮ শতাংশ মনে করেন, দেশে ভোটও কেনাবেচা হয়৷ ৫১ শতাংশের মধ্যে সরকারের প্রতি অনাস্থা রয়েছে৷

সমীক্ষার বাংলাদেশি অংশগ্রহণকারীদের ৮২ শতাংশের মত, সাধারণ নাগরিকের প্রতিবাদ দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ আট শতাংশের মত, নির্বাচনে ভোট কেনাবেচা হয় বাংলাদেশে৷ সমীক্ষা বলছে, এশিয়ার সব দেশেই, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে ঘুষ দেবার হার আড়াই গুণ বেশি৷

সূত্র: ডয়চে ভেলে

এটিভি বাংলা/সামিয়া

এবার বাংলায় তথ্যসেবা পাওয়া যাবে মসজিদে নববীতে

ডেস্ক রিপোর্ট:

মদিনার মসজিদে নববীতে বিদেশি দর্শনার্থীদের বিভিন্ন নির্দেশনা ও তাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য একটি পরিষেবা কার্যক্রম চালু করেছে সৌদি সরকার। ভাষা ও অনুবাদের সহায়তাকারী সংস্থা (অ্যাসিস্টিং এজেন্সি ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন) অনারব দর্শনার্থীদের এ পরিষেবা প্রদান করবে। খবর সৌদি গেজেটের।

এজেন্সিটি বলছে, আরবি ভাষা না জানা বিদেশি দর্শনার্থীদের জন্য এ অনুবাদ পরিষেবা দারুণ উপকারে আসবে। এ সেবার আওতায় মসজিদে নববীর বিভিন্ন স্থানে উপস্থিত দোভাষীদের মাধ্যমে তাদের দরকারি সব পরামর্শ দেওয়া হবে।

সংস্থাটি জানায়, দর্শনার্থীদের সঙ্গে মোট দশটি বিদেশি ভাষায় যোগাযোগ করবেন তারা। ভাষাগুলোর মধ্যে অন্যতম হলো— ইংরেজি, উর্দু, ফার্সি, চাইনিজ, বাংলা, রুশ এবং তুর্কি ইত্যাদি।

পবিত্র রমজান মাসজুড়ে এই যোগাযোগ পরিষেবা থেকে প্রতিদিন হাজারও মানুষ উপকৃত হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্য সংকটে পরবে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ

আন্তর্জাতিক প্রতিবেদক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের ৫ ভাগের এক ভাগ জনসংখ্যা দরিদ্র হতে পারে। এমনটাই আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চেক প্রজাতন্ত্রের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন গুতেরেস।

তিনি বলেন, যুদ্ধের কারণে ইউক্রেনে মানবিক সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য দেশেও। গত কয়েক দশকে এত বড় পরিসরের মানবিক সংকট দেখা যায় নি বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বে মোট উৎপাদিত গম এবং যবের ৩০ শতাংশ, ভুট্টার ৫ ভাগের এক ভাগ এবং সূর্যমুখী তেলের অর্ধেকই উৎপাদন হয় রাশিয়া এবং ইউক্রেনে। যার বড় একটি অংশের ক্রেতা ৪৫টি স্বল্পোন্নত দেশ।

ইউক্রেনে সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। যে কারণে স্বল্পোন্নত দেশগুলোতে শস্য রপ্তানি বন্ধ রয়েছে। এর ফলে ১ দশমিক ৭ বিলিয়ন মানুষ দরিদ্র এবং ক্ষুধার্ত হতে পারে বলে শঙ্কার কথা জানান গুতেরেস। এ সংকট কাটাতে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার করার আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

দ্রুত যুদ্ধ না থামলে আগামীদিনে তা আরও চরম আকার ধারণ করবে। আশঙ্কা প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার কথায়, ‘‌ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ। যা আমরা প্রতিনিয়ত চাক্ষুষ করছি।’‌ এরপরই তিনি যোগ করেন, ‘‌যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়ছে৷ খাদ্য এবং জ্বালানির ঘাটতি আর অর্থনৈতিক সংকটে ভুগছেন বিশ্বের অন্তত ১৭০ কোটি মানুষ। যাদের এক পঞ্চমাংশই এখন দারিদ্র্যে দিন কাটাচ্ছেন৷ খিদের জ্বালায় কাতর।’‌

গুতেরেস বলেন, এই মুহূর্তে বিশ্বের অন্তত ৪৫টি দেশ ইউক্রেন যুদ্ধের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত। কারণ ওই ৪৫টি দেশ তাদের গমের চাহিদার অর্ধেকই রাশিয়া এবং ইউক্রেন থেকে আমদানি করে৷

গুতেরেসের মতে, খাদ্য এবং জ্বালানির সংকট অনেক দরিদ্র দেশকে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তাই দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, ‘‌যুদ্ধ এখনই বন্ধ না হলে পরিস্থিতি এমন হতে পারে যে এই বিশ্ব যা হয়ত তা সামাল দিতে পারবে না৷’‌

এদিকে আইএমএফও মনে করছে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ফলে চলতি বছরেও আর্থিক বিকাশ হতে পারে ধীরগতিতে। আইএমএফের মতে, সারা বছরে বিকাশ কমতে পারে ০.‌৩৫ শতাংশ।

এমনিতেই করোনার জেরে গত দু’‌বছরে বিশ্ব জুড়ে নানা পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটেছে। আর এখন যুদ্ধের ফলে ফের সরবরাহে বাঁধা সৃষ্টি হয়েছে। জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে ব্যাপকহারে। আইএমএফ, বিশ্ব ব্যাংক, জাতিসংঘ তাই একযোগে যুদ্ধ বন্ধের দাবি তুলেছে।

ইমরান আউট, শাহবাজ ইন

আন্তর্জাতিক প্রতিবেদক:

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা ৭০ বছর বয়সী শাহবাজ শরিফ। তিনি হচ্ছেন দেশটির ২৩তম প্রধানমন্ত্রী।
আজ সোমবার বিকেলে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন তিনি ১৭৪ জন আইনপ্রণেতার ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ইমরানের দল পিটিআইয়ের এমপিরা এ অধিবেশন বর্জন করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বর্জন করায় শাহবাজ শরিফ তার জোটের ১৭৪ জন আইনপ্রণেতার রায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। শাহবাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআই’র শাহ মাহমুদ কোরেশি। কিন্তু ইমরানের দল পদত্যাগ করায় শাহবাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই।

এর আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইমরান খানের দল পিটিআই’র সদস্যরা। সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মাত্র কয়েক মিনিট আগে তারা এ ঘোষণা দেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলে দেশটির জাতীয় পরিষদ ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের জাতীয় পরিষদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পিটিআই’র কেন্দ্রীয় তথ্য সম্পাদক ফারুখ হাবিব এক টুইটে বৈঠক এবং পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘আমদানি করা সরকার অস্বীকার করে আমাদের দল জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।’

মূলত ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক প্রতিবেদক:

ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। ২০১১ সালে লিবিয়ার পরে এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো।
ইউক্রেনে রুশ সেনারা আক্রমণ করে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টের জন্য রাশিয়াকে কাউন্সিল থেকে স্থগিতের পক্ষে ভোট দেয় সাধারণ পরিষদ।

বৃহস্পতিবার সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে রাশিয়াকে বহিষ্কারের পক্ষে ভোট পড়েছে ৯৩টি এবং বিপক্ষে ২৪টি। ভোটদানে বিরত থেকেছে ৫৮টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ মার্কিন প্রবর্তিত প্রস্তাবে ইউক্রেনে চলমান মানবাধিকার ও মানবিক সংকটের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইউক্রেনের বুচা শহরে নিরীহ নাগরিকদের মেরে রাস্তায় ফেলে রাখার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পরই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বের করে দেওয়ার প্রস্তুতি শুরু করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো৷ যুদ্ধপরাধের জন্য রাশিয়ার সেনাবাহিনীর বিচার চেয়েও ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সের্গি কিসলিতসিয়া রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ নিপীড়নের অভিযোগ আনেন। একই সঙ্গে তিনি বুচা শহরে বেসামরিকদের হত্যার অভিযোগও তোলেন রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনে রাশিয়ার সেনাদের দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সের্গি কিসলিতসিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৩টি দেশ, ২৪টি ভোট দিয়েছে এই প্রস্তাবের বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল ৫৮ দেশ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি অনলাইনের খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত গেন্নাডি কুজমিন এ ভোট আয়োজনের নিন্দা করেন। চীন, সিরিয়া, উত্তর কোরিয়া ও বেলারুশসহ ২৪টি দেশ ছিল রাশিয়ার পক্ষে। আর ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, মিসর ও দক্ষিণ আফ্রিকার মতো ৫৮টি দেশ।

বরখাস্তের পক্ষে ভোট দেওয়া কয়েকটি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, যুক্তরাজ্য ও ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, মানবাধিকার রক্ষার জন্য জাতিসংঘের সংস্থায় যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই। যারা রাশিয়াকে বরখাস্ত সমর্থন করেছেন এবং ইতিহাসের সঠিক পক্ষের পাশে অবস্থান নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।

সৌদি আরবে সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশির

প্রবাস প্রতিবেদন:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ এপ্রিল) খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদির বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা যায়, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করতেছিল। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান।

তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৬

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
স্থানীয় সময় রবিবার ভোরে এ ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, স্যাক্রাম্যান্টো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। রোববার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অদূরের কোনো এক জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে আর লোকজন ভয়ে রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। ঘটনাস্থলে হতাহত ব্যক্তিদের উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

স্যাক্রাম্যান্টো পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি বজায় থাকবে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হবে, যাতে কোনো আলামত নষ্ট না হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানকার রেস্তোরাঁ, বার এবং অন্যান্য জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।