তিন শতাধিত কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিলেন কেএস জাহিদ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কেএস জাহিদ। জানাগেছে, চলমান লকডাউনের কারনে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এলাকার মানুষে খোঁজ নিয়ে বৃহস্পতিবার এ ইফতার সামগ্রী প্রদান করেছেন। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল ৫ কেজি, তৈল ১ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, মুশুরি ডাল ১ কেজি, ছোলা বুট ১ কেজি, খেজুর ১ কেজি ও সাবান ১ টা। এর সাথে এলাকার মসজিদ ও মাদ্রাসায় নিয়মিত ভাবে সহযোগীতা করে যাচ্ছেন কেএস জাহিদ। এছাড়া হিন্দু পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এর বাহিরে দুই শতাধিক পরিবারকে নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছেন বলে স্থানীয় সুত্রে জানাগেছে । করোনা ভাইরাসের সময় চিকিৎসক ও পুলিশ সদস্য যাতে সুরক্ষিত হয়ে কর্তব্য পালন করতে পারে এজন্য তাদেরকে পিপিই, গ্লাভস, মাক্স ও হ্যান্ড সেনিটাইজান প্রদান করেছেন ব্যবসায়ী ও সমাজ সেবক কেএস জাহিদ। এব্যাপারে ব্যবসায়ী ও সমাজ সেবক কেএস জাহিদ বলেন,‘ করোনা সংকটে বিত্তবানদের এগিয়ে আসা উচিত সাধারন মানুষের সহযোগীতায়। বিবেকের তারনায় ব্যক্তিগত উদ্যোগে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্দ্যোগে পৌর এলাকায় খাদ্য সামগ্রী বিতরন

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন কর্তৃক পৌর এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।২১ ও ২২ এপ্রিল পৌর এলাকায় উক্ত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।সংগঠনের আহবায়ক এড মোঃ কাওসার হোসাইনের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরন পরিচালনা করে সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক শিক্ষক মিলন কান্তি দাস,যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ পলাশ ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে নানাধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।করোনা ভাইরাসের ফলে সৃষ্ট মহামারিতেও সংগঠনটি সাধ্যমত বিভিন্ন এলাকায় ত্রান কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করেছে।এবিষয়ে সংগঠন সংশ্লিষ্টরা বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের মানবিক কার্যক্রম চলমান রয়েছে,পরবর্তিতে পরিস্থিতি বিবেচনায় আমরা মানবিক ও সামাজিক কর্মকান্ড আরো বিস্তৃত করব।

ঝালকাঠিতে দেড় শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করলেন অ্যাডভোকেট রিজভী

করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। ফলে অসহায় হয়ে পড়েছেন কর্মমহীন মধ্যবিত্ত মানুষ। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেক কষ্ট করতে হয়েছে ।

এসব মধ্যবিত্ত পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক, আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ন্যাশনাল টিউব-এর পরিচালক অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল)দেড় শতাধিক পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্যদ্রব্যে চাল পঁচিশ কেজি, মুশুড়ি ডাল দুই কেজি,আলু পাঁচ কেজি,পিঁয়াজ পাঁচ কেজি, তেল দুই লিটার, চিনি তিন কেজি, চিঁড়া এক কেজি, মুড়ি এক কেজি,লবন এক কেজি, মুরগী দুইটি, মাছ একটি,ডিম দুই ডজন, মিষ্টি কুমাড় একটি,লাউ একটি বিতরণ করা হয়।

মধ্যবিত্ত মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে তাকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অ্যাডভোকেট এস. এম. রুহুল আমীন রিজভী বলেন, লকডাউন এর কারণে আমি ঢাকাতে আটকে আছি, কিন্তু আমার মন ঝালকাঠি পড়ে আছে। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপির নির্দেশে করোনা ভাইরাসে মধ্যবিত্ত মানুষের আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে সহযোগিতা করছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারের মানুষের পাশে সরকার সবসময় আছে। এসব মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।

রাজাপুরে কালবৈশাখি ঝড়ে মাদ্রাসা বিধ্বস্তসহ গাছপালা ও শতাধিক কাচা ঘরবাড়ির ক্ষতি

ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ আংগারিয়া দারুলহুদা দাখিল মাদ্রাসার টিন কাঠের ৬টি শ্রেনী কক্ষ কালবৈশাখি ঝড়ে ভেঙ্গে চুরে লন্ড-ভন্ড হয়ে গেছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেন্টেন্ডেন্ট মাও. আ: খালেক জানান, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে সুনামের সাথে লেখাপড়ার কাজ চলে আসছে।

বর্তমানে ১৬ জন শিক্ষক ও ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। বর্তমান করোনা সমস্যার জন্য মাদ্রাসাটি বন্ধ রয়েছে। কয়েক দিন ধরেই কাল বৈশাখি ঝড়ে আঘাত হানতে থাকে এতে তীব্র ঝড়ো বাতাসে টিন কাঠ দিয়ে নির্মিত মাদ্রাসার ৬টি শ্রেনী কক্ষ ভেঙ্গেচুরে তছনছ হয়ে গেছে। বর্তমান বন্ধের মধ্যে সংস্কার করা না হলে মাদ্রাসা চালু হওয়ার পরে ওই ভাঙ্গা কক্ষে পাঠদান সম্ভব হবেনা। ৬টি কক্ষ সংস্কারে তিন লক্ষাধিক টাকার প্রয়োজন বলেন মাও. আঃ খালেক।

এছাড়াও কয়েক দিনের কাল বৈশাখি ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানের স্কুল, মাদ্রাস ও কলেজসহ শতাধিক কাচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছপালা ও ফসলেরও ক্ষতি হয়েছে ব্যাপক। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার তালূকদার বলেন, অফিস বন্ধের কারনে তিনি বাড়িতে আছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তাহাকে অবহিত করেনি। তাকে জানানো হলে সংস্কারের জন্য যথযথো কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

ঝালকাঠিতে নতুন করে আরও ১ যুবকসহ মোট আক্রান্ত ৬, ২০ বাড়ি লকডাউন

ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে নতুন করে আরও এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ২০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার বিকেলে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ওই যুবক জেলার নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি সাম্প্রতি নরায়নগঞ্জ থেকে বাড়িতে এসেছেন। তাকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ৪০৯ কোয়ারেন্টিনে রয়েছে এবং জেলা এ পর্যন্ত ২০২ জনের জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছে এর মধ্যে ১৮৮ জনের ফলাফল এসেছে।

গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রন্ত হয়। এর পরে এক পুলিশের এসআই ও ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রন্ত হয়।

ঝালকাঠির পোনাবালীয়া বসতঘরে হামলা : আহত ১২

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের আফসার স্কুল সংলগ্ন নুরে আলম মল্লিকের বসত ঘরে হামলা চালিয়েছে একই এলাকার সোহেল ফরাজী ও তার সাংঙ্গপাংগরা। জানাগেছে ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের দপ্তরী সোহেল নুরে আলম মল্লিকের ৭ম শ্রেনীতে পড়–য়া মেয়েকে প্রায়ই উত্তক্ত করতো। সোহেলের কারনেই কিছুদিন পুর্বে মেয়েটিকে তার পরিবার বিয়ে দিয়ে দেয়। আর সেই ক্ষোভে সোহেল গত ১৫ দিন পুর্বে নুরে আলমকে লাঞ্চিত করে। বিষয়টি নুরে আলম মল্লিক এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিকট নালিশ করেন এবং সালিশির ব্যবস্থা করেন। এতে সোহেল আরো ক্ষিপ্ত হয়। এবং সে সালিশ বৈঠকেও যায়নি। ১৯ এপ্রিল রাতে সোহেল তার পিতা মতলেব ফরাজী এবং তার দলবল নিয়ে নুরে আলমের বসত গৃহে ঢুকে আকষ্মিক হামলা চালায়। এসময় পরিবাবেব ৮ সদস্যকে বেধরক পিটিয়ে ঘড়ের আসবাব ভাংচুর করেছে। এতে আহত হয়েছে নুরে আলম মল্লিক, তার স্ত্রী সাবিনা বেগম, মেয়ে বিথী এবং দ্বিতীয়া, ছোট বাচ্চা সাইম, শশুর ইউনুস খান, শ্যালক শামীম খান ও পারভেজ। এসময় রাসেল খান ও শাকিল হামলাকারীদের থামাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেছে। ঘটনার দিন রাতেই আহতরা সদর থানায় এসে পুলিশ বিয়য়টি জানিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যান। আহতরা প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত নুরে আলম মল্লিককে চিকিৎসক হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত পরিবার।

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঝালকাঠির নলছিটি শহরে করোনা উপসর্গ নিয়ে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই কিশোরী নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল জানান, ওই কিশোরীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল।

হৃদক্রিয়া বন্ধ হয়ে মেয়েটি মারা গেছে বলে আমারা প্রাথমিক ধারণা করছি। তবে বর্তমান পরিস্থিতিতে সে করোনায় আক্রান্ত হয়েছিল কি না তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই বিষয়টি নিশ্চিত হতে পারব।

ছাত্রীটির স্কুল শিক্ষক মিলনকান্তি দাস জানান, ১৬ বছরের ওই কিশোরী বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

তার মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে তিনি আরও বলেন, নলছিটি পৌর শ্মশানে ছাত্রীটির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ঝালকাঠির অশোক কুমার সাহা আর নেই

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জয়ন্ত কুমার সাহার বড় ভাই শহরের পূর্ব চাঁদকাঠী নিবাসী অশোক কুমার সাহা রবিবার সকাল ছয়টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তিনি ঝালকাঠির বিশিষ্ট ব্যবসায়ী মৃত. হরেন্দ্র নাথ (ঈশান) সাহার বড় ছেলে এবং সাংবাদিক অলোক সাহার জ্যাঠা শ্বশুর । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দুপুরে তাকে ঝালকাঠি পৌর মহা শ্মশানে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন।

ঝালকাঠিতে পুলিশের এক এসআই নতুন করে করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৫

ঝালকাঠি:
ঝালকাঠিতে নতুন করে পুলিশের এক এসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় এক ইউপি সদস্য এবং এক শিশু ও এক নারীসহ একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। রোববার দুপুরে ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে ৩৭৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আক্রান্ত ওই পুলিশের এসআই কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বিকনা গ্রামে আসেন। পরে স্বাস্থ্য বিভাগ নমুন সংগ্রহ করলে তার করোনা সনাক্ত হয়। বর্তমানে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলেও তা না মেনে বিভিন্ন অযুহাতে লোকজন বাহিরে ঘোরঘুরি করতে দেখা গেছে।

ঝালকাঠির এনডিসি আহম্মেদ হাসান জানান, প্রশাসনের পক্ষ থেকে দোকান খোলা রাখা ও বাহিরে ঘোরাঘুরির দায়ে গত ২৪ ঘণ্টায় মোট ২৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

 

রাজাপুরে ভিক্ষুক অন্ধ মা ও পঙ্গু বাবার সংসারে ৪ সন্তারের অনাহারি জীবন!

ঝালকাঠি:
পঙ্গু স্বামী মোঃ রুস্তুম আলী খানকে ঘরে রেখে জন্মান্ধ স্ত্রী হোসনেয়ারা বেগম বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তির আয় দিয়ে বেশ ভালই চলছিলো ৪ শিশু সন্তানসহ মোট ৬ সদস্যের পরিবারটি। কিন্তু করোনা ভাইরাসে বাহিরে বের হতে না পেরে গৃহবন্ধী হয়ে পড়েন একমাত্র আয়ের উৎস ভিক্ষাবৃত্তি করা অন্ধ মা হোসনেয়ারা বেগম।

ফলে বেশকিছু দিন ধরে ঘরে খাবার না থাকায় চরম সংকটে পড়ে না খেয়েই দিনাতিপাত করছেলন ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার এই নিত্যন্ত অসহায় পরিবারটি। ক্ষুধার যন্ত্রনা সহ্য করতে না পেরে পঙ্গু স্বামী ও ৪ শিশু সন্তান অন্ধ হোসনেয়ারাকে ভিক্ষার জন্য বাহিরে বের হতে কাকুতি মিনতি শুরু করেন কিন্তু বাহিরে তেমন লোকজন নেই এবং আইনশৃঙ্খলার ভয়ে বাহিরে বের হতে যাচ্ছেন না তিনি।

এছাড়া তার কোলের শিশুটিকে নিয়ে ক্ষুদার্ত পেটে বেশি সময় হাটতেও পারেন না তিনি। রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিকদের কাছে এভাবেই অসহ্য যন্ত্রনাময় জীবনযাপনের বর্ণণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জন্মান্ধ ভিক্ষক মা হোসনেয়ারা বেগম। শিশু সন্তান ফয়সাল ও ফাহিম বলছে, মা; বাবাতো হাটতে পারে না। তুমি ভিক্ষা করতে যাবা না? আমরা কি খাবো? ঘরে তো কিছু নেই। পঙ্গু স্বামী মোঃ রুস্তুম আলী খান পঙ্গু অবস্থায়ই নৌকায় মাঝিগীরি করে যতদূর পারেন আয় করেন। কিন্তু বর্তমানে তাও বন্ধ। এজন্য তার অন্ধ স্ত্রী হোসনেয়ারাকে ভিক্ষা করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন শিশুদের আর্তনাত সহ্য করতে না পেরে।

হোসনেয়ারা বেগম বলেন, আমি জন্ম থেকেই দুটি চোখে দেখতে পাই না। বিয়ের আগেই গাছ থেকে পড়ে গিয়ে তার স্বামীর একটি পা ভেঙ্গে যায়। সেই থেকে সে ছোট একটি নৌকায় করে ভান্ডারিয়া থেকে গালুয়া বাজারের বিভিন্ন দোকানির মালামাল এনে দেয়ার কাজ করে আসছিলেন।

বিয়ের পরে সেই রোজকার দিয়ে সংসার চললেও সন্তান হওয়ার পরে সংসারে অভাব দেখা দেয়। স্বামীর ঘরের জমিটুকু ছাড়া অন্য কোন জমাজমি বা অন্য কোন আয়ের উৎস নাই। তাই সন্তানের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে হোসনেয়ারা ভিক্ষার ঝুলি হাতে নিলেন। এক এক করে পাঁচটি ছেলে সন্তান জন্ম নিলেও কয়েকমাস আগে নিজ ঘরের পাশের পুকুরে পড়ে একটি সন্তান মারা যায়। বর্তমানে তাদের ফয়সাল (৯), ফাহিম (৬), ফাইজুল (৫) ও পাঁচ মাস বয়সের রোহানসহ মোট চার ছেলে রয়েছে।

করোনা সমস্যার কারনে স্বামীর রোজগার বন্ধ এবং অপরদিকে কোলের শিশু সন্তান ও করোনা সমস্যার কারনে হোসনেয়ারাও ভিক্ষা করতে যেতে পারছে না। আশপাশের মানুষের কিছু সাহায্য দিয়ে বিগত দিন সংসার চলছিলো। বর্তমানে ঘরের খাবার ফুরিয়ে যাওয়ায় এখন স্বামী রুস্তুম তাকে ভিক্ষা করতে যেতে বলে। নানা সংকট ও ভয়ে সে যেতে না চাইলে রুস্তুম নিজের পেটের ক্ষুধা ও সন্তানের খাবারের জন্য এক পর্যায় তাকে গাল মন্দ করতে বাধ্য হন।

হত দরিদ্রের সংসার হলেও বিগত দিনে তাদের মধ্যে ভালোবাসার কোন কমতি ছিলো না। কেঁদে কেঁদে হোসনেয়ার আরো বলেন, স্বামীর জালায় রাগ করে বাবার বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু মায়ের সংসারও চলছে ভিক্ষা করে অপরদিকে কোলের পাঁচ মাস বয়সের ছোট ছেলে রোহান আমার জন্য কাঁদবে।

তাই যেতে পারিনি। শনিবার বিকালে খবর পেয়ে মাইটিভির ঝালকাঠি প্রতিনিধি বরকত হোসেন মৃধাসহ রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা কিছু চাল-ডালসহ খাদ্য সামগ্রী দেন এবং রোববার সকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহয়োগীতা করেছে।

এ বিষয়ে গালুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর মতিউর রহমান জানান, করেনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ বা সরকারি কোন সহায়তা পায়নি ওই পরিবারটি। আর যে অল্প বরাদ্দ দেয়া হয় তা কাদের দেয়া হবে তা নির্ধারণ করে দেয়া হয়, সে তালিকায় তার নাম পড়ে না। তিনিও সহলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। এ অসহায় পরিবারটিকে সহযোগীতা করতে কল করুন ০১৭৩৫২৩০৫১৯ (হোসনেয়ারা), ০১৭১৮৫৫১৬৮১ (বিকাশ/পার্সোনাল)।