ঝালকাঠির পোনাবালীয়া বসতঘরে হামলা : আহত ১২

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির পোনাবালীয়া ইউনিয়নের আফসার স্কুল সংলগ্ন নুরে আলম মল্লিকের বসত ঘরে হামলা চালিয়েছে একই এলাকার সোহেল ফরাজী ও তার সাংঙ্গপাংগরা। জানাগেছে ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের দপ্তরী সোহেল নুরে আলম মল্লিকের ৭ম শ্রেনীতে পড়–য়া মেয়েকে প্রায়ই উত্তক্ত করতো। সোহেলের কারনেই কিছুদিন পুর্বে মেয়েটিকে তার পরিবার বিয়ে দিয়ে দেয়। আর সেই ক্ষোভে সোহেল গত ১৫ দিন পুর্বে নুরে আলমকে লাঞ্চিত করে। বিষয়টি নুরে আলম মল্লিক এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিকট নালিশ করেন এবং সালিশির ব্যবস্থা করেন। এতে সোহেল আরো ক্ষিপ্ত হয়। এবং সে সালিশ বৈঠকেও যায়নি। ১৯ এপ্রিল রাতে সোহেল তার পিতা মতলেব ফরাজী এবং তার দলবল নিয়ে নুরে আলমের বসত গৃহে ঢুকে আকষ্মিক হামলা চালায়। এসময় পরিবাবেব ৮ সদস্যকে বেধরক পিটিয়ে ঘড়ের আসবাব ভাংচুর করেছে। এতে আহত হয়েছে নুরে আলম মল্লিক, তার স্ত্রী সাবিনা বেগম, মেয়ে বিথী এবং দ্বিতীয়া, ছোট বাচ্চা সাইম, শশুর ইউনুস খান, শ্যালক শামীম খান ও পারভেজ। এসময় রাসেল খান ও শাকিল হামলাকারীদের থামাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেছে। ঘটনার দিন রাতেই আহতরা সদর থানায় এসে পুলিশ বিয়য়টি জানিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যান। আহতরা প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত নুরে আলম মল্লিককে চিকিৎসক হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *