রাঙ্গাবালীতে প্রথম করোনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনার থাবায় এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির নাম শাহ আলম হাওলাদার (৬৫)। বুধবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহ আলম হাওলাদারের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামে।

জনা গেছে, করোনার লক্ষণ নিয়ে গত সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় শাহ আলম হাওলাদার। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিকে বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজেই শাহ আলম হাওলাদারের মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে আনা হয়েছে।

রাঙ্গাবালী থানা ওসি মো. আলী আহম্মেদ জানান, করোনায় আক্রান্ত হয়ে শাহ আলম হাওলাদার হাসপাতালে মারা যায়। নিয়ম মেনে সতর্কতার সাথে তার দাফন সম্পন্ন করা হবে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির বাড়িতে আমি আমি যাচ্ছি, সতর্কতার সাথে তার দাফন করা হবে।

কলাপাড়ায় বিষপানে কিশোরের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিষপানে রিয়াদ বেপারী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দিনগত রাতে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিয়াদ ওই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নজরুল বেপারীর ছেলে।

জানা যায়, বুধবার দিনগত রাতে বিষপান করে রিয়াদ। পরে তাকে উদ্ধার করে রাতেই পটুয়াখালী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষপানের কারণ তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীতে ১৫ জনের মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন। পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে খলিলুল রহমান(৬৫) ও কাউসার দেওয়ান(৭২) নামের মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে বুধবার পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। চিকিৎসাধীন আছেন ১৮৯ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, বাউফল উপজেলার বাসিন্দা খলিলুর রহমান এবং কাউসার দেওয়ানের নমুনা সংগ্রহ করা হয়। তারা বাড়িতে আইসোলেশনে ছিলেন। নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়েছে। তাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, নতুন আক্রান্তরা সবাই বাড়িতে সঙ্গরোধে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পটুয়াখালীতে শিশুসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় দুই শিশুসহ নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৫০। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। একজনের বাড়ি পটুয়াখালী জেলা শহরে, অপরজনের গলাচিপা উপজেলায়। এ ছাড়া অন্য চারজনের মধ্যে একজন গলাচিপার, একজন বাউফলের এবং দুজন পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা। নতুন শনাক্ত ছয়জনসহ জেলায় কোভিড রোগীর সংখ্যা ২৫০। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনায় সংক্রমিত ব্যক্তিদের পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

সেই পিয়ারা পেলো নতুন ঘর

  কামাল হাসান রনি:
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে বসবাস করেন অন্ধ পিয়ারা বেগম। স্বামী-সন্তান হারা এই পিয়ারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন জরাজীর্ণ এক কুড়ে ঘরে। যে ঘরে সামান্য বৃষ্টিতে থাকার আর কোন উপায় থাকে না। তার স্বপ্ন ছিল ছোট্ট একটি টিনের ঘরের। যে ঘরে নিশ্চিন্তে- নির্বিঘ্নে কাটিয়ে দিতে পারবেন বাকি জীবন। তার সেই ঘরের ছবি ভাইরাল হয় স্থানীয় কমিউনিটি পত্রিকার মাধ্যমে।

পিয়ারা বেগমের সেই মানবিক জীবন দেখে এগিয়ে আসে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব। উদ্যোগ নেয় দ্রুত ঘর নির্মাণের। দীর্ঘদিন এমন ভাঙ্গাচোরা- জরাজীর্ণ ঘরে পিয়ারা বসবাস করে আসলেও চোক পড়েনি কোনো জনপ্রতিনিধির। এবারের বর্ষায় কীভাবে এই ঘরে দীন কাটবে পিয়ারার, এই উৎকণ্ঠায় দিন কাটতো সবার। অবশেষে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ঘরের কাজ। স্বেচ্ছায় শ্রম দিয়ে এই কাজে সহায়তা করেন পাখিমারা খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিনিধি অলোক বিশ্বাস, চিন্ময় সরকার এবং আল-মঞ্জির হাওলাদার।

এছাড়া কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের প্রতিনিধি কামাল হোসেন রনি, জহিরুল ইসলাম মিরণ, ইউসুফ হাওলাদার, শাফিন শাহাদাতসহ অন্যান্যরা ব্যাপক ভুমিকা পালন করেন। কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের এডমিন মুহিব্বুল্লাহ মুহিব জানান, সমাজে এখনো অসংখ্য অসহায় এবং অবহেলিত মানুষ রয়েছেন, যাদের কাছে বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে সরকারি সহায়তা পৌঁছায় না।কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের অন্যতম এডমিন কামাল হাসান রনি জানান, অতীতের মতো মানবিক কাজে যেকোন অবহেলিত, অসহায় মানুষের পাশে দাঁড়াবে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব। এর আগে মহিপুরের লতিফপুর গ্রামে খাদেম আলীর ঘর তৈরি উদ্যোগ নিয়ে আলোচনায় আসে কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব।

বাউফলে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

পটুয়াখালীর বাউফল উপজেলার আলোকি নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (৩০) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।

সোমবার দুপুরে আলোকি নদীর উপজেলার কালাইয়া বন্দরের এমপির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই যুবক গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিখোঁজ মেহেদী হাসান সোমবার সকালে তার চাচা জহিরুল হক হাওলাদারের সাথে একটি পন্যবাহী ট্রলার নিয়ে উপজেলার কালাইয়া বন্দরে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে আলোকি নদীর এমপির ঘাটলা এলাকা দিয়ে গোসল করতে নামে। এ সময় মুহুর্তের মধ্যে সে তলিয়ে যায়। বিকেল ৪টা পর্যন্ত ওই যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি।

কালাইয়া নৌ- পুলিশ ফাড়ির ইনচার্য এস আই সোহাগ ফকির বলেন, বাউফল উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। উদ্ধার কার্য চালাতে বরিশাল থেকে একটি ডুবরি দল কালাইয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

কুয়াকাটায় মাদকসহ যুবক আটক

কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ রাসেল মুন্সি ওরফে তিলতিলা রাসেল (২৪) কে মহিপুর থানা পুলিশ আটক করেছে। রবিবার দুপুর দুইটার দিকে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মিয়াজীর বাড়ির সামনে থেকে আটক করা হয়।

রাসেলের বাবার নাম মোঃ জহিরুল ইসলাম মুন্সী। তার বাড়ি পাঞ্জুপাড়া গ্রামে। আটককৃত রাসেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মহিপুর থানার এসআই মোঃ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে আটক করা হয়। রাসেল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

পটুয়াখালী জেলা শ্রমিকলীগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান শুরু

পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন।
রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী পিডিএস মাঠের চার পাশে পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান। এ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পটুয়াখালী জেলা শ্রমিকলীগের এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।

পটুয়াখালীতে আরও ২০ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৪। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিতদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার ১১ জন, কলাপাড়ার ৪, দুমকির ২, বাউফল, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ১ জন করে রয়েছেন। এঁদের মধ্যে নারী রয়েছেন চারজন। তাঁদের বয়স ২৩ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বাকি ১৬ জন পুরুষ। তাঁদের বয়স ২১ বছর থেকে ৭১ বছর পর্যন্ত।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জেলায় এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২২৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৪২ জন। করোনা সংক্রমিত ব্যক্তিদের পটুয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালের আইসোলশনে ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পটুয়াখালীতে নৌকা ডুবির ঘটনায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর লঞ্চ ঘাট এলাকায় আলগী নদীতে খেয়া নৌকা ডুবির ঘটনার একদিন পর নিখোঁজ স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বিকাল তিনটার দিকে ওই নদীর লঞ্চ ঘাট এলাকার থেকে আসলামের (৩৫) লাশ ও ৪টার দিকে একই নদীর তালতলি এলাকা থেকে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর (২২) ভাসমান লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে নুরাইনপুর লঞ্চঘাট এলাকায় ঢাকা-কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি খেয়া নৌকা ডুবে যায়। এ ঘটনায় আনোয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তি মারা যান এবং আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসী নিখোঁজ হন।