রাজাপুরে ভুল চিকিৎসায় গৃহিনীর পঙ্গুত্ববরনের অভিযোগ

রাজাপুর প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর সোহাগ ক্লিনিকের ডাক্তার পরিচয়দানকারী স্যাকমো আজম খানের বিরুদ্ধে ভুল চিকিৎসা দিয়ে শাহিনুর বেগম (৩৯) নামে এক গৃহিনী রোগীকে পঙ্গুত্ববরনের অভিযোগ পাওয়া গেছে। শাহিনুর বেগম বর্তমানে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। তিনি উপজেলার পুখরিজানা গ্রামের ভাড়ায় অটোচালক আফজাল মোল্লার স্ত্রী।
আজম খান ঝালকাঠি সদর উপজেলার গাবখান উপ স্বাস্থ্য কেন্দ্রের স্যাকমো হিসেবে কর্মরত। তিনি রাজাপুর সোহাগ ক্লিনিকে চেম্বর করেন।
মঙ্গলবার দুপুরে চিকিৎনাধীন গৃহিনী শাহিনুর বেগম অভিযোগ করে জানান, হাটু ও পায়ের পাতায় অসহ্য ব্যাথায় আক্রান্ত হলে প্রায় ৮ মাস আগে রাজাপুর সোহাগ ক্লিনিকের ডাক্তার পরিচয়দানকারী স্যাকমো আজম খানের কাছে চিকিৎসা নিতে গেলে স্টেরয়েড নামক ৪ টি ইনজেতশন দেন ২ সপ্তাহে। এরপর তার দু পা ফুলে উঠে এবং বেশি অসুস্থ্য হয়ে পড়েন। পরে বরিশালের ডাক্তার ফেরদৌস রায়হানকে দেখালে তিনি বলেন স্টেরয়েড ইনজেশন দেয়ার ফলে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরবর্তীতে নিরুপায় হয়ে শাহিনুর বেগম ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাসিক সার্জারি ইনিস্টিটিউটে। সেখানের চিকিৎসকও জানান স্টেরয়েড ইনজেশন দেয়ায় দু পায়ের টেন্ডোএ্যাকাইলিজ নামক রগ ২টি ছিড়ে গেছে। এর চিকিৎসা করাতে ৭/৮ লাখ টাকা প্রয়োজন। এরপর দরিদ্র শাহিনুর বেগম টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে চলে আসেন। গত কয়েকদিন আগে দু পায়ে ফুলে গিয়ে প্রচন্ড যন্ত্রনা দেখা দিলে ১ ফেব্রুয়ারি রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন।
অভিযোগের বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার গাবখান উপ স্বাস্থ্য কেন্দ্রের স্যাকমো আজম খান জানান, কয়েক মাস আগের বিষয় তো কাগজপত্র না দেখে বলতে পারবো না। আর কোন ঔষধেরই এতো দিন এ্যাকশন থাকার কথা না। তাছাড়া এ বিষয়টি কেহ আগে জানায়নি। যে কারনে না জেনে বা কাগজপত্র না দেখে কোন মন্তব্য করা ঠিক হবে না।
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের টিএইচও ডা. আবুল খায়ের রাসেল জানান, শাহিনুর বেগমের বাম পা অপারেশন করে পুজ বের করা হয়েছে। স্টেরয়েড ইনজেশন দেয়ায় দু পায়ের টেন্ডোএ্যাকাইলিজ নামক রগ ২টি ছিড়ে গেছে। তিনি জানান, স্যাকমো আজম খান কোন ডাক্তার নন এবং স্টেরয়েড ইনজেশন লিখতে পারেন না। কিন্তু তিনি কিভাবে স্টেরয়েড ইনজেশন প্রয়োগ করলেন তা বোধগম্য নয়। শাহিনুর বেগম এ ভুল চিকিৎসায় পঙ্গুত্ববরন করেছেন। তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে তুলতে কমপক্ষে ৭/৮ লাখ টাকার প্রয়োজন।

ঝালকাঠিতে ইয়াবাসহ সাবেক সেনা সদস্য আটক

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মিলন খান (৪২)কে ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)রাত ৮ টার সময় সদর উপজেলার গাভারামচন্দপুর ইউনিয়নের বেরমহল এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মিলন খান বরিশাল উজিরপুর উপজেলার বৈরকাঠি
এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে ২শত পিস ইয়াবা সহ গ্রেপ্তার করি । তিনি সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ছিলেন এছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি সহ একাধিক মামলা রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

রাজাপুরে মা-ছেলেকে পিটিয়ে আহত ও দোকান ভাঙচুরের অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের উত্তর মনোহপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্নি বেগম (৪৮) ও তার ছেলে রতন খান (১৫) কে পিটিয়ে আহত ও তাদের মুদি দোকানের সামনের অংশ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালের এ ঘটনায় দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত মৃত কালাম খানের স্ত্রী মুন্নি বেগমকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মুন্নি বেগমের ছেলে রাসেল খান বাদি হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, একই এলাকার প্রতিপক্ষ জুয়েল হাওলাদার, সবুজ তালুকদার, রিপন ও দিনার রোববার সকালে মৃত কালাম খানের স্ত্রী মুন্নি বেগম ও তার ছেলে রতন খানকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গালমন্দের একপর্যায়ে পিটিয়ে আহত করে এবং তাদের মুদি দোকানের সামনের অংশ ভেঙে ফেলে। অভিযুক্ত জুয়েল হাওলাদার অভিযোগের বিষয়ে জানান, তারা বাড়ির রাস্তা আটকিয়ে একটি চাল উঠিয়ে কেরাম বোর্ড বসিয়েছিলো। একাধিক বার বলার পরেও তা সরায়নি। গরুর নারা (খড়) আনতে সমস্যা হওয়ায় চালটি সড়ানো হয়েছে কাউকে মারধর বা কোন ভাঙচুর করা হয়নি। গতদিন কেরাম বোর্ডটিও প্রশাসন ভেঙে ফেলে দিয়েছে। বিষয়ে এএসআই নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠিতে করোনায় নতুন আক্রান্ত ৫৬ শতাংশের হার ৪৭%


আরিফুর রহমান, ঝালকাঠি।।

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।এ নিয়ে জেলায় মোট ৪৯৪৮ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) ঝালকাঠির সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ঝালকাঠি সদরে ২৮ জন, নলছিটিতে ৬ জন, রাজাপুরে ১৫ জন এবং কাঁঠালিয়া উপজেলার ৫ জন রয়েছেন।আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৭৩ জন মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন ডা: শিহাব উদ্দিন বলেন,গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহে ৫৬ আক্রান্ত হয়েছেন। জেলায় ২৬৭ জন হোম আইসোলেশনে আছেন এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে ৬ জন ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । করোনা থেকে বাচঁতে আমাদের ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

ঝালকাঠিতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় নামের এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরো তিন ব্যক্তি আহত হয়েছেন।

নিহত রাব্বি হোসেন (১৫) উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিকশাচালক বশির হোসেনের ছেলে এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত  রাব্বি সকালে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। খুলনাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এর চার আরোহী মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্কুলছাত্র রাব্বিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত ইমরান ও রাজিব নামের দু’জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ এবং রনি নামের একজনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ট্রাক এর চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কোন্দলের জের ধরে গৃহবধূকে মারধর

নিজস্ব প্রতিবেদকঃ  ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা ইউনিয়নে লালবুনিয়া গ্রামের হাওলাদার বাড়ি দুই  গৃহবধূকে মারধর করার ঘটনা ঘটেছে। জানা যায় যে, একই পরিবারের দুই মেয়ে বিবাহ করে প্রবাসি দুই ভাই  মাফুজুর রহমান বাবুল ও জাকির হাওলাদার।পারিবারিক বিভিন্ন কোন্দলের জেরে গৃহবধু পপি আক্তারকে মারধর করে বন্দী করে রাখে শ্বশুর বাড়ির লোকজন ও তার স্বামী মাহফুজুর রহমান বাবুল। এই খবর শুনতে পেয়ে বাবার বাড়ি থেকে শশুর বাড়ি ঘটনাস্থলে বোনকে উদ্ধার করতে   ছুটে যান জাকির হাওলাদারের স্ত্রী হেপি বেগম। এক পর্যায়ে তার সাথে শ্বশুরবাড়ির লোকদের সাথে কথায় বাকবিতণ্ডা হলে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে। এবং পপি আক্তারের ৪ বছরের শিশুকে এবং নগদ টাকা ও স্বর্ণের চেইন রেখে দিয়ে তাদের বের করে দেয়। আহত হেপি আক্তার এর অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ)’ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহীদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের টাউনহলস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশনার সনাক সভাপতি, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আতিকুর রহমান (জাগো নিউজ), সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন (বাংলা নিউজ২৪.কম), নির্বাহী সদস্য শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার) ও আরিফ সরদার (আমার সংবাদ)।

নব নির্বাচিত কমিটির সভাপতি আল-আমিন তালুকদার জানান, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ এবং পেশাগত মানোন্নয়নে ভূমিকা রাখবে এ কমিটি।

লঞ্চে আগুন : নিহতদের স্মরণে দোয়া ও উদ্ধার কাজে মানববিক যোদ্ধাদের শুভেচ্ছা

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত ও আহত লঞ্চযাত্রীদের উদ্ধার কাজে মানবিক যোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয়েছে ।

রোববার (৯ জানুয়ারি) বিকালে জাতীয় দৈনিক আমাদের বার্তা পত্রিকার আয়োজনে লঞ্চ টার্মিনালে দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদের বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক পলাশ রায়ের সভাপতিত্বে কাউন্সিলর হুমাউন কবির সাগর, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান,যুবলীগ নেতা মো. ছবির হোসেন, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক অলোক সাহা, স্থানীয় উদ্ধারকর্মী মো. হানিফ হোসেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধি মাহবুব আলম সৈকত, মন্টু হাওলাদার, ট্রলার চালক মো. সাইফুল ইসলাম, রাজু হোসেন, আলিম হোসেন বক্তব্য রাখেন ।

আলোচনা সভা শেষে নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়

ঝালকাঠিতে ১ কেজি গাঁজা সহ ২ যুবক গ্রেফতার

আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠিতে ১ কেজি গাঁজা সহ ২ যুবককে আটক করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৮ টায় ঝালকাঠির সদর উপজেলার রমজানকাঠি এলাকা হইতে তাদের আটক করা হয়।

আটককৃত সুমন খান(৪০) রমজানকাঠি এলকার হাজী আমির খানের ছেলে ও সম্রাট সিকদার(২৮) উধচড়া এলকার মৃত নাসির সিকদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে তাদের ১কেজি গাঁজ সহ গ্রেপ্তার করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ইলিশ রক্ষায় সরকারের পাশাপাশি সকলের আগ্রহ থাকতে হবে : আমির হোসেন আমু

আরিফুর রহমান, ঝালকাঠি।।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেন, ইলিশ জাতীয় সম্পদ, এটি রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের আগ্রহ থাকতে হবে। ইলিশ রক্ষা হলে জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানসহ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ হবে। শুধু প্রজনন মৌসুমেই নয়, কারেন্টজাল ও জাটকা নিধন কাজে জড়িতদের বিরুদ্ধে যেকোন সময় অভিযান করার পরামর্শ দেন

তিনি আরও বলেন, বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছে। শুক্রবার সকাল ১১টায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। ঘর থেকে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পড়তে হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য, প্রেক্ষাপট, বাস্তবায়ন, কমিটির কার্যপরিধি, ইলিশ সম্পদের গুরুত্ব সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান।