রাজাপুরে মা-ছেলেকে পিটিয়ে আহত ও দোকান ভাঙচুরের অভিযোগ

রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের উত্তর মনোহপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্নি বেগম (৪৮) ও তার ছেলে রতন খান (১৫) কে পিটিয়ে আহত ও তাদের মুদি দোকানের সামনের অংশ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালের এ ঘটনায় দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত মৃত কালাম খানের স্ত্রী মুন্নি বেগমকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মুন্নি বেগমের ছেলে রাসেল খান বাদি হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, একই এলাকার প্রতিপক্ষ জুয়েল হাওলাদার, সবুজ তালুকদার, রিপন ও দিনার রোববার সকালে মৃত কালাম খানের স্ত্রী মুন্নি বেগম ও তার ছেলে রতন খানকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গালমন্দের একপর্যায়ে পিটিয়ে আহত করে এবং তাদের মুদি দোকানের সামনের অংশ ভেঙে ফেলে। অভিযুক্ত জুয়েল হাওলাদার অভিযোগের বিষয়ে জানান, তারা বাড়ির রাস্তা আটকিয়ে একটি চাল উঠিয়ে কেরাম বোর্ড বসিয়েছিলো। একাধিক বার বলার পরেও তা সরায়নি। গরুর নারা (খড়) আনতে সমস্যা হওয়ায় চালটি সড়ানো হয়েছে কাউকে মারধর বা কোন ভাঙচুর করা হয়নি। গতদিন কেরাম বোর্ডটিও প্রশাসন ভেঙে ফেলে দিয়েছে। বিষয়ে এএসআই নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *