আমতলীতে সড়ক দূর্ঘটনায় কিশোর নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা বাস স্ট্যান্ডে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের চাপায় ব্যাটারীচালিত অটো গাড়ীর যাত্রী মোঃ ফয়সাল প্যাদা (১৫) নিহত এবং সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে।
জানাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে সোবাহান বৃহস্পতিবার সকালে ব্যাটারীচালিক অটো গাড়ীতে যাত্রী নিয়ে শাখারিয়া যাচ্ছিল। পথিমধ্যে মহিষকাটা বাস স্ট্যান্ডে চট্ট্রগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬২৯) যাত্রীবাহী অটো গাড়ীকে চাপা দেয়। এতে অটোগাড়ী দুমরে মুচরে কিশোর মোঃ ফয়সাল প্যাদা, সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম তানজিরুল ইসলাম কিশোর ফয়সালকে মৃত্যু ঘোষনা করেন এবং অপর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস চালক আরিফ সওদাগরকে আটক করে বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। বাস চালক আরিফ সওদাগরের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়া এলাকায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবিএম তানজিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পূর্বে কিশোর ফয়সাল মারা গেছে এবং গুরুতর আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে জিপিএ-৫ পেল ১৪১ মোট পরীক্ষার্থীর ১৪ ভাগ জিপিএ-৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলায় এইচএসসি পরীক্ষায় ১৪১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আমতলী সরকারী কলেজে ১০৮ জন এবং বকুলনেছা মহিলা কলেজে ২৪ জন। মোট পরীক্ষার্থীর ১৪ ভাগ জিপিএ-৫ পেয়েছে। ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষার্থী ও অভিভাবকরা। গত সাত বছরের মধ্যে এ বছরই বেশী জিপিএ-৫ পেয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার চারটি কলেজের এ বছর এইচএসসি পরীক্ষায় এক হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৯’শ ৯৬ জন উত্তীর্ণ হয়েছে। ফেল করেছে মাত্র ৩২ জন। জিপিএ- ৫ পেয়েছে ১৪১ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৪ ভাগ জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আমতলী সরকারী কলেজে ১০৮, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজে ২৪, ইউনুস আলী খান কলেজে ৭ এবং উত্তর সোনাখালী কলেজে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত ৭ বছরে আমতলীে উপজেলায় এতো বেশী জিপিএ-৫ পায়নি । এতো ভালো ফলাফলে উচ্ছাসিত পরীক্ষা ও অভিভাবকরা।
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তার বলেন, ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।
আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আহম্মেদ বলেন, ৬’শ ২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫’শ ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।

আমতলীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
৪৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মোঃ মোজাম্মেল গাজীকে (২২) আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টায় পুর্ব চিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে. উপজেলার পশ্চিম চিলা গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে মোঃ মোজাম্মেল গাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১ টার দিকে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই দাদন মিয়া পুর্ব চিলা গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আমতলী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওইদিন বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ৪৯ পিস ইয়াবাসহ মোজাম্মেল নামক এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সুইসাইড নোট লিখে তালতলীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমার মুত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইয়ুমকে ভালোবাসি, আমাদের প্রেম খাটি ছিলো এমন সুইসাইড নোট লিখে রুমা (১৬) নামের দ্বাদশ শ্রেনী কলেজ এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুর ১ টার দিকে তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামে। রুমা তালতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী এবং উপজেলার শিকারীপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার মেয়ে। এ ঘটনার পর থেকে প্রেমিক কাইয়ুম পলাতক রয়েছে।
জানাগেছে, তালতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী রুমা একই গ্রামের হাফিজুর রহমান হাওলাদারের পুত্র কাইয়ুমের সাথে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিল। এ বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ওই ছেলের সাথে সম্পর্ক ভেঙ্গে দিতে চাপ দেয়। কিন্তু ওই ছেলেকে বিয়ে করতে অনড় রুমা। এদিকে তাকে বিয়ে দিতে পরিবারের লোকজন দিনক্ষণ ঠিক করে। শনিবার বিকেলে ছেলে দেখতে যাওয়ার কথা ছিল। পরিবারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রুমা। ওইদিন সকাল ১০ দিকে প্রাইভেট পড়া শেষে সে বাড়ীতে আসেন। ওই সময়ে বাবা ও মা ধান শুকানোর কাজে মাঠে ছিল। ওই সুযোগে একা ঘরে সুইসাইড নোট লিখে রুমা গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। বাবা ও মা মাঠ থেকে ফিরে ঘরে দরজা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ পাচ্ছে না। এমন মুহুর্তে দরজা ভেঙ্গে ঘরে উঠে। পরে তারা ঘরের দোতালায় রুমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ ওই দিন বিকেলে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে ওই শিক্ষার্থী উল্লেখ করেছেন, আমার মুত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইয়ুমকে ভালোবাসি, আমাদের প্রেম খাটি ছিলো। শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইয়ুমের হাত ধরেছি। এছাড়া আমাদের ভিতরে আর কোনো সর্ম্পক হয়নি। ভালো থেকো বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, রুমা একই গ্রামের কাইয়ুম নামের একটি ছেলের সাথে প্রেম করে আসছিল। ওই ছেলের সাথে তাকে বিয়ে না দিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দেয়ার চেষ্টা করে। এতে অভিমান করে রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত রুমার বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, গলায় ওড়না পেছিয়ে ঘরের আড়ার সাথে আত্মহত্যা করেন। কেন করেছে তা জানি না?
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ওই মেয়ের লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।

আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলার টেপুড়া গ্রামের আলম মাতুব্বরের চার বছরের শিশুপুত্র জুনায়েত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে।
জানাগেছে, উপজেলার টেপুড়া গ্রামের আলম মাতুব্বরের শিশুপুত্র জুনায়েত পরিবারের সকালের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। দুই ঘন্টা পরে শিশুটিকে মুমুর্ষ অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন খন্দকার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির মামাতো ভাই রনি খাঁন বলেন, আমার ছোট ভাই জুনায়েত পুকুরে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, হাসপাতালে আনার পুর্বেই শিশুটি মারা গেছে।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জীবন নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তারকে জীবন নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার এমন অভিযোগ করেন। এ ঘটনায় রবিবার বিকেলে আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে।
জানাগেছে, বিএ পাশের জাল সনদ দিয়ে অধ্যক্ষ পদে চাকুরী নেন মোঃ ফোরকান মিয়া। সনদ যাচাই বাছাই শেষে জাল সনদ প্রমানিত হওয়ায় গত বছর ২৬ নভেম্বর তাকে কমিটি বরখাস্ত করেন। পরে কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ ফেরদৌসি আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক রবিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেইম প্লেট সাটানোর জন্য বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার নেইম প্লেট সরানো হয়। এতে ফোরকান মিয়া ক্ষিপ্ত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তারকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় রবিবার দুপুরে আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলেজের সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, মিজানুর রহমান, সৈয়দ অলিউল্লাহ ও শাহিনুর তালুকদার বলেন, বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রকাশ্যে জীবন নাশের হুমকি দিয়েছে। এ ঘটনা বহিস্কৃত অধ্যক্ষের শাস্তি দাবী করছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার বলেন, গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক ফোরকার মিয়ার নেইম প্লেট সরানো হলে তিনি কলেজে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে জীবন নাশের হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় তার বিচার দাবী করছি।
বহিস্কৃত জাল সনদধারী অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া জীবন নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, আমিই কলেজের অধ্যক্ষ।
কলেজের গভানিং বডির সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক বহিস্কৃত জাল সনদধারী অধ্যক্ষ ফোরকানের নেইম প্লেট সরিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেইম প্লেট সাটানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেইম প্লেট সরিয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

তালতলীতে দোলনায় খেলতে গিয়ে গলায় রশি পেচিয়ে শিশুর মৃত্যু!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
দোলনায় খেলতে গিয়ে রশি গলায় পেচিয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্র মোঃ ইছা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে।
জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের আল আমিন হাওলাদারের জমজ দুই শিশুপুত্র ইছা ও মুছা ঘরের পিছনে দোলনায় খেলছিল। এমন মুহুর্তে ছোট ভাই ইছার গলায় দোলনার রশি পেচিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্বার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মার্জিয়া আক্তার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির খালু মোঃ মাহতাব তালুকদার বলেন, জমজ দুই ভাই ঘরের পিছনে দোলনায় খেলতেছিল। ওই দোলনার রশি গলায় পেচিয়ে ছোট ভাই ইছা মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া আক্তার বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। তবে তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে। তিনি আরো বলেন, পরিবারের লোকজন হাসপাতালে এন্টি না করেই শিশুটিকে নিয়ে গেছেন।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমতলীতে যৌতুকের দাবীকে স্ত্রীকে নির্যাতন!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী মহসিন স্ত্রী নাজমা আক্তার সাথীকে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে আহত সাথীকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে শনিবার সন্ধ্যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, ২০২০ সালের ২৭ নবেম্বর উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের সামসুল হক গাজীর বরিশাল মহিলা কলেজে অনার্সে পড়ুয়া কন্যা নাজমা আক্তার সাথীর সাথে সেকান্দারখালী গ্রামের নাশির মুসুল্লীর ছেলে মহসিন মুসুল্লীর বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে দুই ভরি স্বর্নালংকারসহ প্রয়োজনীয় আসবাব পত্র দেয় এমন দাবী শ^শুর সামসুল হক গাজীর। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন অযুহাতে স্ত্রীকে স্বামী ও তার শ^শুড়ী মুনসুরা বেগম নির্যাতন করে আসছে বলে অভিযোগ সাথীর। গত ২০ জানুয়ারী সাথীকে তার বাবার কাছ থেকে স্বামী মহসিন ১০ লক্ষ টাকা যৌতুক এনে দিতে। ওই টাকা দিতে অস্বীকার করে সাথী। এ নিয়ে তাকে ওইদিন বেধরক মারধর করে। স্বামী ও শ^াশুড়ীর মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। কিন্তু তাকে স্বামী মহসিন চিকিৎসা না করে ঘরের মধ্যে আটকে রাখে। গত ১০ দিনে স্বামী ও শ^াশুড়ী তিন দফায় মারধর করেছে বলে অভিযোগ সাথীর। শনিবার সন্ধ্যায় স্ত্রীকে স্বামী ও শ^শুড়ী আবারো মারধর করেন। মেয়ের নির্যাতনের খবর শুনে সাথীর বাবা সামসুল হক গাজী ৯৯৯ ফোন দেয়। ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নির্যাতিত নাজমা আক্তার সাথী বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে অন্তত অর্ধশতাধিক বার শারীরিক নির্যাতন করেছে। ১০ দিন পুর্বে আমাকে বাবার কাছ থেকে ১০ লক্ষ টাকা যৌতুক এনে নিতে বলে। আমি এ টাকা এনে দিতে অস্বীকার করায় গত ১০ দিনে আমাকে তিন বার মারধর করেছে। তিনি আরো বলেন, মারধর করেই খ্যান্ত হয়নি তারা জীবন নাশের হুমকি দিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছে। আমি এ ঘটনার বিচার চাই।
সাথীর বাবা মোঃ সামসুল হক গাজী বলেন, জামাতা মহসিন আমার মেয়ের কাছে ১০ লক্ষ টাকা যৌতুক দাবী করে। আমি গরিব মানুষ যৌতুক দিতে অস্বীকার করায় আমার মেয়েকে অমানষিক নির্যাতন করেছে।
স্বামী মহসিন মুসুল্লী যৌতুক দাবীর কথা অস্বীকার করে বলেন, সামান্য কথা কাটাকাটির মধ্যে দু-একটি চর থাপ্পর মেরেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ সুমন খন্দকার বলেন, সাথীর শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
প্রেমিকা সাদিয়া বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে প্রেমিক মোঃ পারভেজ (২৭) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ প্রেমিক পারভেজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন। প্রেমিক পারভেজ একটি ঔষধ কোম্পানীর আমতলী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার রাতে।
জানাগেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ডালিসাফা গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে মোঃ পারভেজ গত পাঁচ বছর ধরে একই জেলার সাদিয়া নামের একটি মেয়ের সাথে প্রেম করে আসছিল। চাকুরী হলেই বিয়ে করবে বলে সাদিয়া প্রেমিকা পারভেজকে প্রতিশ্রুতি দেয়। কিছু দিন আগে ওই প্রেমিকার এনটিআরসির মাধ্যমে একটি কলেজে চাকুরী হয়। কলেজে চাকুরী হওয়ায় পারভেজ প্রেমিকা সাদিয়াকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সাদিয়া প্রেমিক পারভেজকে বিয়ে করতে রাজি হয়নি। এ নিয়ে দু’জনের মধ্যে বেশ কয়েকদিন ধরে মান অভিমান চলে আসছিল। শনিবার রাতে প্রেমিকার সাথে অভিমান করে পারভেজ আমতলী পৌর শহরের একটি ভাড়া বাসার সিলিং ফ্যানে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারভেজ পপুলার ঔষধ কোম্পানীর আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।
পারভেজের বাবা ফারুক হোসেন কান্নাজনিত কন্ঠে বলেন, সাদিয়া নামের একটি মেয়ের প্রেমে পরে আমার ছেলের জীবন দিতে হলো। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমতলীতে সমান কাজ করেও মজুরী অর্ধেক। নারী-পুরুষ শ্রমিকের মজুরী বৈষম্য!

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
ব্যাডাগো হোমান কাম হইর‌্যাও অর্ধেক মজুরী পাই। একই সোমায়ে কামে আই। সন্ধ্যার পর ব্যাডারা মজুরী পায় ৬’শ টাহা আর মুই পাই ৩’শ টাহা। ব্যাডাগো চাইতে মুই মোডেও কাম কোম হরি না। কি আর হরমু প্যাডের দায়ে অর্ধেক মজুরীতে কাম হরতে অয়। এ কথা বলেছেন আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনখালী গ্রামের ৪৫ বছর বয়সী নারী শ্রমিক মোমেলা বেগম।
জানাগেছে, আমতলী উপজেলায় দুই হাজার পাচ’শ তরমুজ চাষী ৩ হাজার হেক্টর জমিতে তরমুজ জাষ করছেন। তরমুজ চাষীরা তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে। এ সময়ে দিন মজুর শ্রমিকদের চাহিদা অনেক। কিন্তু শ্রমিক সঙ্কট তীব্র। এ তরমুজ চাষে ৯ হাজার শ্রমিকের চাহিদা রয়েছে। শ্রমিক সংঙ্কট কাটাতে এবং স্বল্প মুল্যে শ্রমিক পেতে অসহায় হত-দরিদ্র নারী শ্রমিকদের বেছে নিয়েছেন কৃষকরা। নারী শ্রমিকদের পুরুষ শ্রমিকদের অর্ধেক মজুরী দিচ্ছেন তারা। নারী শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা অবদি প্রচন্ড রোধে পুড়ে কাজ করছে। কিন্তু পুরুষের সমান কাজ করেও নারী শ্রমিকরা অর্ধেক মজুরী পাচ্ছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, চাহিদা শ্রমিকের প্রায় অর্ধেক নারী শ্রমিক কাজ করছে। একজন পুরুষ শ্রমিক দৈনিক ৫’শ থেকে ৬’শ টাকা মজুরীতে কাজ করছেন। একই কাজ করে একজন নারী শ্রমিক মজুরী পাচ্ছেন ২’শ ৫ থেকে ৩’শ ৫০ টাকা। সমান কাজ করে অর্ধেক মজুরী পাওয়ায় নারী শ্রমিকদের বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন নারী শ্রমিকরা। এ বৈষম্য লাঘবের দাবী জানিয়েছেন তারা।
আমতলী উপজেলার রাওঘা, কাঠালিয়া, দক্ষিণ রাওঘা, কুকুয়া, রায়বালা, খাকদান, সোনাখালী ও উত্তর সোনাখালী ও চাউলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখাগেছে, শত শত নারী তরমুজ খেতে কাজ করছে।
নারী শ্রমিক খাদিজা ও রোজিনা বলেন, স্বামীর আয়ে সংসার চালাতে কষ্ট হয়। তাই স্বাবলম্বি হতে নিজেই তরমুজ খেতে কাজ করছি। কিন্তু পুরুষের সমান কাজ করেও দিন শেষে অর্ধেক মজুরী পাচ্ছি। এটা অত্যান্ত কষ্টের। এ মজুরী বৈষম্য নিরসনের দাবী জানান তারা।
উত্তর সোনাখালী গ্রামের নারী শ্রমিক মাজেদা বলেন, একই সময়ে একই কাজ করে অর্ধেক মজুরী পাই। যখন মজুরী নেই তখন অনেক খারাপ লাগে।
কৃষক রাজ্জাক মৃধা বলেন, ৩০ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছি। প্রতিদিন ১৫ জন শ্রমিক কাজ করছে। পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরা কাজ করছে। তিনি আরো বলেন, পুরুষ শ্রমিকদের দৈনিক ৫’শ থেকে ৬ শ টাকা এবং নারী শ্রমিকদের ২’শ ৫০ থেকে ৩’শ ৫০ টাকা মজুরী দেই।
বে-সরকারী উন্নয়ন সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, পুরুষের পাশাপাশি নারীও অর্থনীতির চালিকা শক্তি। তাদের পিছনে রেখে উন্নতির অগ্রযাত্রা ভাবা যায়না। তিনি আরো বলেন, নারী- পুরুষদের মজুরী বৈষম্য থাকলে নারীরা কাজে অনুৎসাহী হবে এবং দেশ অর্থনৈকিবভাবে পিটিয়ে যাবে। তাই মজুরী বৈষম্য নিরসনে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।
আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, নারীদের মজুরী বৈষম্য নিরসনে উদ্যোগ নেয়া হবে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, পুরুষ শ্রমিকদের পাশাপাশি নারী শ্রমিকরা মাঠে কাজ করছেন এটা ভালো লক্ষণ। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি করতে হলে নারী-পুরুষ সমান তালে এগুতে হবে। তবে কোন মতেই মজুরী বৈষম্য করা যাবে না। মজুরী বৈষম্য করতে নারী শ্রমিকরা কাজে আসবে না।