আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জীবন নাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরী

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তারকে জীবন নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার এমন অভিযোগ করেন। এ ঘটনায় রবিবার বিকেলে আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে।
জানাগেছে, বিএ পাশের জাল সনদ দিয়ে অধ্যক্ষ পদে চাকুরী নেন মোঃ ফোরকান মিয়া। সনদ যাচাই বাছাই শেষে জাল সনদ প্রমানিত হওয়ায় গত বছর ২৬ নভেম্বর তাকে কমিটি বরখাস্ত করেন। পরে কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ ফেরদৌসি আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক রবিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেইম প্লেট সাটানোর জন্য বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়ার নেইম প্লেট সরানো হয়। এতে ফোরকান মিয়া ক্ষিপ্ত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তারকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় রবিবার দুপুরে আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলেজের সহকারী অধ্যাপক প্রনব কুমার সরকার, মিজানুর রহমান, সৈয়দ অলিউল্লাহ ও শাহিনুর তালুকদার বলেন, বহিস্কৃত অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রকাশ্যে জীবন নাশের হুমকি দিয়েছে। এ ঘটনা বহিস্কৃত অধ্যক্ষের শাস্তি দাবী করছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার বলেন, গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক ফোরকার মিয়ার নেইম প্লেট সরানো হলে তিনি কলেজে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে জীবন নাশের হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় তার বিচার দাবী করছি।
বহিস্কৃত জাল সনদধারী অধ্যক্ষ মোঃ ফোরকান মিয়া জীবন নাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, আমিই কলেজের অধ্যক্ষ।
কলেজের গভানিং বডির সভাপতি বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, গভানিং বডির সিদ্ধান্ত মোতাবেক বহিস্কৃত জাল সনদধারী অধ্যক্ষ ফোরকানের নেইম প্লেট সরিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেইম প্লেট সাটানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেইম প্লেট সরিয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *