তালতলীতে অভিযানে নিষিদ্ধ পিরনহা মাছ জব্দ

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া মাছ বাজারে অভিযান চালিয়ে রাক্ষুসে মাছ পিরানহা আটক করেছে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম। আজ বুধবার সকাল ১০ টার দিকে তিনি নিষিদ্ধ পিরানহা মাছগুলো আটক করে মাটিতে পুতে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কড়ইবাড়িয়া মাছ বাজারে এক শ্রেণীর অসৎ মাছ ব্যবসায়ীরা গ্রামের সহজ সরল মানুষদের ধোকা দিয়ে তাদের কাছে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছকে রূপচাঁদা মাছ বলে বিক্রি করে আসছিলো। সংবাদ পেয়ে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওই বাজারে অভিযান চালিয়ে দশ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেন। আটককৃত মাছ কেরোসিন ছিটিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এ অভিযানের সময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, কড়াইবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, কড়ইবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করে মাটিতে পুতে ফেলেছি। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

তালতলীতে পূর্নাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত

বরগুনার তালতলীতে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে একযোগে উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ। একই সাথে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরের লক্ষে নেওয়া হয়েছে গণস্বাক্ষর। যা পাঠিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে তালতলীবাসীর ব্যানারে সদর রোডসহ উপজেলা বিভিন্নস্থানের ছোটবড় ১৩টি বাজারে ৭টি ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার ও হাজার হাজার ভূক্তভোগী সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভিজে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) থেকে বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তার নির্বাচনী ওয়াদা হিসেবে ২০১২ সালের ৫ জানুয়ারী তৎকালীন অবিভক্ত আমতলী উপজেলার দক্ষিণের তিনটি (বড়বগী, কড়াইবাড়িয়া ও পঁচাকোড়ালিয়া) ইউনিয়নকে ভেঙ্গে সাতটি ইউনিয়নের সৃষ্টি করে তালতলীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা ঘোষনার পর থেকে গত আট বছরে বিভিন্ন সরকারী দপ্তরের কার্যক্রম শুরু হলেও পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম ও চিকিৎসাসেবা থেকে এ উপজেলার প্রায় আড়াই লক্ষ মানুষ বঞ্চিত রয়েছে।

এ উপজেলায় নামে মাত্র একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও নেই পর্যাপ্ত চিকিৎসক, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। চাহিদামত ঔষধপত্র সরবরাহ না থাকায় ও জনবল নিয়োগ না দেয়ায় খোলা হচ্ছেনা আউটডোর ও ইনডোর। শুক্রবার ব্যতীত সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে হাসপাতালের কার্যক্রম। এতে এ উপজেলার প্রায় আড়াই লক্ষ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছে।

প্রসূতি মা, শিশু, বৃদ্ধ ও অসহায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা নিতে হলে ২৪ কিলোমিটার দূরত্বে পূর্বের উপজেলা আমতলী হাসপাতালে যেতে হয়। এতে চরম ভোগান্তিতে পরে ভূক্তভোগীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে বলেন, নামে মাত্র একটি ২০শয্যা একটি হাসপাতাল ভবন থাকলেও নেই এর কোন কার্যক্রম। নেই পর্যাপ্ত চিকিৎসক, জনবল, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী। পর্যাপ্ত ঔষধপত্র সরবরাহ না থাকায় খোলা হচ্ছেনা হাসপাতালটির আউটডোর ও ইনডোর। বক্তারা আরো বলেন, তালতলীর আড়াই লক্ষ মানুষ তথা প্রসূতি মা, শিশু, বৃদ্ধ ও অসহায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে তালতলী উপজেলায় একটি পূর্নাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্সের দাবী জানান।

পিরোজপুরে ৩ ক্লিনিককে ৫৫ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব।এ সময় ৩টি ক্লিনিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী জানান, মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের আঃ রাজ্জাক ক্লিনিকে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করায় এবং অপারেশন থিয়েটারের পরিবেশ ও নার্সদের স্বচ্ছতা না থাকায় ১০ হাজার টাকার জরিমানা এবং ওই ক্লিনেকের ভুয়া চিকিৎসক আমির হোসেন ভুইঁয়াকে ( সুজন) ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ওই ভুয়া চিকিৎসক মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিক ও সৌদি প্রবাসী হাসপাতালেও ভুয়া পরিচয় দিয়ে অপারেশন করতেন।

তিনি আরও জানান, মহিমা ক্লিনিকের মালিক নিজেও ওই ভুয়া চিকিৎসকের সাথে রোগীদের অপারেশন কাজে জড়িত থাকায় মোস্তফা কামাল নামে ওই মালিককে ৩ মাসের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সুজন নামের ওই একই ভুয়া চিকিৎসক পৌর শহরের সৌদি প্রবাসী হাসপাতালেও ভুয়া পরিচয়ে অপারেশন করায় হাসাপাতালটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বরগুনায় ১০ দফা দাবিতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

বরগুনায় কিন্ডারগার্টেন স্কুলের জন্য সহজ শর্তে ঋণ ও শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদানসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রেসক্লাব চত্তরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এ মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ফরিদ উদ্দিন ফোরকান, জেলা কমিটির আহবায়ক ইলিয়াস আহমেদ, পাথরঘাটা উপজেলা কমিটির সভাপতি মোঃ সুমন মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে মহামারী করোনা ভাইরাসে জনজীবন বিপর্যস্ত। এমন কোন খাত নেই যেখানে করোনার কারণে ক্ষতির শিকার হচ্ছে না। করোনার ভয়াবহ পরিস্থিতিতে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য কিন্ডার গার্টেনের শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হয়ে আজ অনেকে মানবতর জীবনযাপন করছে।

মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

পাথরঘাটায় ৯ দিন ঘুরে নমুনা দিতে না পারা সেই সাংবাদিক করোনা পজিটিভ

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নয় দিন ঘুরেও নমুনা দিতে না পারা স্থানীয় সাংবাদিক এ এস এম জসিমের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সালামাতুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে অসুস্থ শরীর নিয়ে বারবার হাসপাতালের বারান্দায় ঘুরে ঘুরে কোনো সমাধান না পাওয়ার বিষয়টি দৈনিক আমাদের সময়ে প্রকাশের পর গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে।

সাংবাদিক জসিম দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পাথরঘাটা সংবাদদাতা ও স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজের বার্তা সম্পাদক। জসিম বলেন, ‘গত মাসের ২৫ তারিখ থেকে আজ-কাল বলে ঘুরিয়ে, গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সময়ে আমাকে আবার যেতে বলে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারি পরিবহন সংকটের কারণে দুদিন ধরে করোনা পরীক্ষার কার্যক্রম বন্ধ।

পরে অনেক অনুরোধ করে নমুনা সংগ্রহ করে নিজ উদ্যোগে বরগুনা জেলা হাসপাতালে পৌঁছে দেওয়ার চুক্তি করি। রাজি হয়েও একপর্যায়ে তাতে অপারগতা প্রকাশ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তাহ। পরে শুক্রবারও তিনি আমাকে যেতে বলেন, গিয়েও নমুনা দিতে পারিনি। তাই ব্যর্থ হয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছি।’

এ নিয়ে বৃহস্পতি ও শুক্রবার দৈনিক আমাদের সময়ে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা গোলাম চৌধুরীর মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ জসিমকে ডেকে শনিবার সকালে নমুনা সংগ্রহ করে বরগুনা পাঠায়। সেখান থেকে দক্ষিণ অঞ্চলের একমাত্র পরীক্ষাগার বরিশাল পাঠানো হয়।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সালামাতুল্লাহ খান মুঠোফোনে বলেন ‘কিছুক্ষণ আগে সাংবাদিক জসিমের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসে পৌঁছেছে।’

এ বিষয়ে সাংবাদিক জসিম বলেন, ‘রাত ১০টার দিকে হাসপাতাল থেকে দায়িত্বরত এক চিকিৎসক ফোন করে ২১ দিন ঘরে অবস্থান করতে বলে। কিন্তু আমি যখন উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় ৯/১০ দিন ঘুরলাম তখন তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।’

পাথরঘাটা প্রেসক্লাবে সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে ক্লান্ত শরীরে হাসপাতালের বারান্দায় ঘুরে ঘুরে পরীক্ষা করাতে না পেরে জসিম হতাশায় ভেঙে পড়লে বিষয়টি স্থানীয় সাংবাদিকরা গুরুত্ব সহকারে দেখে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দেয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

বরগুনায় ২৪ ঘন্টায় ৮ জনের করোনা শনাক্ত

বরগুনায় ২৪ ঘণ্টায় ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। শনাক্তদের মধ্যে বরগুনা সদরে ৪ জন, বেতাগীতে দুজন, আমতলীতে একজন ও বামনায় একজন আছেন।

জেলা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ৩০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪৭ জন, আমতলীতে ৪৪ জন, বামনায় ৩৩ জন, বেতাগীতে ৩৪ জন, পাথরঘাটায় ২৬ জন ও তালতলীতে ১৬ জন আছেন। এর মধ্যে ১৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ৫ জন।

বরগুনায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৫২

বরগুনায় নতুন করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৫২ জন। এদের মধ্য সুস্থ হয়েছেন ১৩৭ জন। চিকিৎসাধীন আছেন ১১৫ জন। মারা গেছেন ৩ জন।

নতুন ৬ জন আক্রান্তের মধ্য বরগুনায় করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমে অংশ গ্রহণকারী নৌ- কন্টিনজেন্টের ২ সদস্য এবং পুলিশের একজন পিএস আই, একজন এএস আই রয়েছেন।

অপর দুজনের একজনের বাড়ি বরগুনার গৌরিচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামে। অপর জনের বাড়ী তালতলী উপজেলা সদরে।

আমতলীতে করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

আমতলীর নাচনা পাড়া গ্রামের কুদ্দুস মোল্লা (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক করোনার উপসর্গ নিয়ে বুধবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে মহিষ ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।

জানা গেছে, কুদ্দুস মোল্লার কয়েকদিন ধরে জ্বর, কাশি এবং শ্বাস কষ্ট থাকায় বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে তার ডায়রিয়া দেখা দেয় সাথে প্রচন্ড আকারে শ্বাস কষ্ট বেড়ে যায়।

এ অবস্থায় স্বজনরা তাকে আমতলী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা ওমডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার সময় মৃত্যু বরন করেন। বিষয়টি আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. মংকর প্রসাদ অধিকারী নিশ্চিত করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাধ অধিকারী বলেন, আমতলী হাসপাতালে যখন নিয়ে আসে রোগীর অবস্থা খুব খারাপ ছিল। অক্সিজেনের মাত্রা ছিল ৩০। তার শরীরে করোনার উপসর্গ ছিল।

তাই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তিনি আরো বলেন তার শরীরে করোনার উপসর্গ থাকায় স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করা হবে।

বরগুনায় বিয়ের দাবীতে প্রেমিকার অনশন

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামে বিডিআর সদস্য মো. রাজিব হোসেন খান(২৪) এর বাড়ীতে বিয়ের দাবিতে অনশন করেছে প্রেমিকা। প্রায় ২২ ঘন্টা পরে বামনা থানা পুলিশের মাধ্যমে উভয় পক্ষের সমঝোতায় ওই প্রেমিকাকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। তবে এ ঘটনায় প্রেমিকার মা বামনা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গতকাল সোমবার(২৯ জুন) সন্ধ্যা ৬টায় ওই নারী তার প্রেমিক বিডিআর সদস্য রাজিব হোসেন এর বাড়ীতে গিয়ে বিয়ের দাবী করেন এবং সেখানেই সারারাত না খেয়ে অনশন শুরু করেন। প্রেমিকা বাড়ীতে আসার সাথে সাথে ওই বিডিআর সদস্য বাড়ী থেকে পালিয়ে যায়। আজ মঙ্গলবার(৩০ জুন) দুপুরে পুলিশ সে বাড়ীতে গিয়ে ওই নারীকে বামনায় থানায় নিয়ে আসেন। সেখানে বিভিন্ন প্রকার জিজ্ঞাসাবাদ শেষে ২২ ঘন্টা পরে পুলিশ কৌশলে তাকে তার পরিবারের কাছে তুলে দেয়।

বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ীতে অনশন করা ওই নারী বলেন, আমার সাথে দ্বির্ঘদিন রাজিব প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। আমার অন্য এক ছেলের সাথে বিবাহ হলেও সে সেখান থেকে আমাকে চলে আসতে বলে। আমি সেখানে একদিনও ঘর সংসার করিনি। পরে আমার পরিবার আবার আমাকে দ্বিতীয় বিয়ে দেয়। সেখানেও রাজিব আমার বিষয়ে বিভিন্ন প্রকার কথা বলে আমার সংসার ভেঙ্গে দেয়। মাত্র ১৬দিন আমি শেষের স্বামীর ঘর করতে পারি। এর পর থেকে সে আমার সাথে ফোনে ও সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। আমি রাজি হই। তবে আজ নয় কাল বলে সে আমাকে ঘুরাতে থাকে। পরে যখন আমি জানতে পারি রাজিব গোপনে একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তথন আমি প্রেমের দাবী নিয়ে তার বাড়িতে এসে উঠি। ওর কারনে আমার দুটো সংসার ভেঙ্গে গেছে। অথচ এখন সে আমাকে বিয়ে করতে চায়না। আমি এর বিচার চাই। আমি তার সংসার করতে চাই।

বিডিআর সদস্য রাজিব হোসেন খানের বাবা মজিবর খান বলেন, মেয়েটির কয়েকবার বিয়ে হয়েছে। আমার ছেলে যেহেতু একটি ভালো চাকরী করে তাই তাকে ফাঁসাতে চায় এ মেয়েটি। আমরা কিছুতেই এ মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিবোনা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, মেয়েটি ছেলে বাড়ীতে এলে ছেলের পক্ষের লোকজন পুলিশকে ম্যানেজ করে ওই মেয়েটিকে তার ন্যায্য দাবি থেকে সরে আসতে বাধ্য করেছে।

বামনা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস আলী তালুকদার বলেন, মেয়ের মা গত সোমবার রাতে একটি অভিযোগ দিয়েছে। যেহেতু মেয়েটির প্রেমিক বর্তমানে পলাতক তাই তাকে খুজে পেলে আইনানুগ ব্যবস্থা নিবো। আপাদত মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বরগুনায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজন স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনেশিয়ান পদে কর্মরত আছেন। আক্রান্ত সাংবাদিক যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া বাকি ছয়জনের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছে।

এদিকে শনিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭৮ জন। আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৮৪ জন, আমতলী উপজেলার ২৭ জন, বামনা উপজেলার ২৪ জন, বেতাগী উপজেলার ২১ জন, পাথরঘাটা উপজেলার ১৬ জন এবং তালতলী উপজেলার নয়জন রোগী রয়েছেন। তাদের মধ্যে ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের মধ্যে ১০৯ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এবং দুইজন মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও আটজন পুরুষ। আক্রান্তদের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী, একজন পুলিশ ও একজন সাংবাদিক রয়েছেন। তাদের মধ্যে দুইজন হাসপাতালে এবং আটজন হোম আইসোলেশনে আছেন। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৭৮ জন। তাদের মধ্যে ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন প্রায় সবাই শারীরিকভাবে ভালো আছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট দুই হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

অপরদিকে, গত ২৪ ঘন্টায় বরগুনায় পাঁচজন রোগী করোনামুক্ত হয়েছেন। তারা হলেন, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা এ এন এম হাসান (৩৭), বরগুনা সদর উপজেলার মো. আল-আমিন (৩৮), বেতাগী উপজেলার জাহিদুল ইসলাম (৩৩), তালতলী উপজেলার সুলতান খন্দকার (৫২) ও মাসুদ খন্তকার (৪৭)। বুধবার সকালে তাদের করোনামুক্তির ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে বুধবার সকাল পর্যন্ত বরগুনায় মোট ১০৯ জন রোগী চিকিৎসা শেষে সম্পুর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তাদের মধ্যে বরগুনা সদর উপজেলার ৫৬ জন, বামনা উপজেলার ১৫ জন, আমতলী উপজেলার ১৮ জন, পাথরঘাটা উপজেলার নয়জন, বেতাগী উপজেলার সাতজন এবং তালতলী উপজেলার পাঁচজন রোগী রয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ৫৭৯ জন। তাদের মধ্যে ৫৬২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকী ১৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া, বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৭৮ জন। তাদের মধ্যে এক হাজার ৮৬৮ জন কোয়ারেন্টাইন শেষ করে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বাকী ২১০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাছাড়া, ১৪ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং ৫৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।