জাপান থেকে সরাসরি মোংলায় ভিড়ল বিদেশি গাড়িবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : 
প্রথম বারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে বিদেশি গাড়িবাহী একটি জাহাজ। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালেশিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি মালয়েশিয়া স্টার বন্দরের ছয় নম্বর জেটিতে ভিড়েছে ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, আজ আসা জাহাজটিতে এক হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি সরাসরি এ বন্দরে ভিড়েছে।

এর আগে জাপান থেকে আমদানি করা গাড়ি চট্টগ্রাম সমুদ্রবন্দরে কিছু পণ্য খালাস করে মোংলা বন্দরে আসত। সে সময় জাহাজগুলোতে ৫০০ থেকে সর্বাধিক ৭০০টি গাড়ি আমদানি হয়েছে। কিন্তু, পদ্মা সেতুর কারণে খরচ কম ও দূরত্ব কমে আসায় আমদানিকারকেরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছেন।

গাড়িবাহী এম ভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাপান থেকে এক হাজার ২৮০টি গাড়ি নিয়ে এ জাহাজটি সরাসরি মোংলা বন্দরে এসেছে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ি নামিয়ে মোংলায় বাকি গাড়ি নিয়ে আসতো জাহাজগুলো। কিন্তু, পদ্মা সেতু চালুর পরে এই প্রথম এত বেশি গাড়ি নিয়ে বন্দরে এসেছে বিদেশি জাহাজটি।’ আজই ওই জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হবে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব কমে যাওয়ায় আমদানি-রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে।’ এ ছাড়া সম্প্রতি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজ আসছে এ বন্দরে। এখানে গাড়ি খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রত ঢাকায় পৌঁছে যাবে মোংলা বন্দরে আমদানি হওয়া গাড়িগুলো।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!

আন্তর্জাতিক ডেস্ক : 
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমেছে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল নাগাদ ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯৪ দশমিক ০২ ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এটি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে, যা গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর প্রায় সর্বনিম্ন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম নেমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৪৮ ডলারে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দুমাস আগেও যেখানে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছিল, এখন এতটা বেশি মাত্রায় কমার পেছনে হয়তো বিনিয়োগকারীদের বিশ্বমন্দার আশঙ্কা কাজ করছে।

তবে যুক্তরাষ্ট্রে জ্বালানির মজুত ভাণ্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়াকেও দরপতনের অন্যতম একটি কারণ বলছেন বিশ্লেষকেরা।

এডওয়ার্ড জোনস ইনভেস্টমেন্টসের বিশ্লেষক ফয়সাল এ হারসি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সম্ভাব্য মন্দার প্রতি বিনিয়োগকারীদের মনযোগ এই দরপতনের সবচেয়ে বড় একটি কারণ এবং এটি চাহিদার ওপর বেশ প্রভাব ফেলতে পারে।

তাইওয়ানে হোটেলে মিলল ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সংস্থার শীর্ষ কর্মকর্তার লাশ

আন্তর্জাতিক ডেস্ক : 
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধানকে আজ শনিবার সকালে একটি হোটেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিএনএ জানিয়েছে, আজ সকালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি হোটেলের কক্ষে সামরিক বাহিনী পরিচালিত ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপ-প্রধান ওউ ইয়াং লি-হসিংকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষ মৃত্যুর কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে সিএনএ।

সিএনএ বলছে—ওউ ইয়াং তাইওয়ানের পিংতুংয়ের দক্ষিণাঞ্চলীয় কাউন্টিতে ব্যবসায়িক সফর করছিলেন। তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র উত্পাদন প্রকল্পের তত্ত্বাবধানের জন্য চলতি বছরের শুরুতে ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপ-প্রধানের দায়িত্ব পেয়েছিলেন।

সামরিক মালিকানাধীন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এ বছর সংস্থার বার্ষিক ক্ষেপণাস্ত্র উত্পাদন ক্ষমতা দ্বিগুণের বেশি, প্রায় পাঁচশ, করার লক্ষ্যে কাজ করছে। এর কারণ হিসেবে রয়টার্স বলছে—চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে দ্বীপরাষ্ট্র তাইওয়ান তার সমর-সক্ষমতা বাড়িয়েছে।

মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : 
করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। এমনকি আক্রান্তও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) মার্কিন স্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন। এই পদক্ষেপের ফলে মাঙ্কিপক্সের বিরুদ্ধে লড়াই করার জন্য অতিরিক্ত তহবিল এবং সরঞ্জাম ব্যবহারের পথ উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই পুরুষ এবং এসব পুরুষ অন্য পুরুষদের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ার বেসেররা বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ‘সংক্রামক এ ভাইরাস মোকাবিলায় আমরা আমাদের পদক্ষেপ পরবর্তী স্তরে নিতে প্রস্তুত। মাঙ্কিপক্সকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আমরা সব আমেরিকান নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’

অন্যদিকে, একই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কি বলেন, ‘মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার ফলে এটি এখন থেকে মাঙ্কিপক্স সংক্রমণের তথ্যের প্রাপ্যতা আরও উন্নত করবে। আর সংক্রামক এ ভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিতে ওই তথ্য আমাদের সহায়তা করবে।’

সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। মাঙ্কিপক্সের মোকাবিলায় একাধিক পদক্ষেপও নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সকল স্তরে যোগাযোগ বাড়ানোর জন্য দুই উচ্চপদস্থ ফেডারেল কর্মকর্তাকে নিয়োগও করেছেন তিনি।

শুধু তাই নয়, মার্কিন সরকার গত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত দেশজুড়ে ১ লাখ ৫৬ হাজার মাঙ্কিপক্স ভ্যাকসিনের ডোজ বিতরণ করেছে। ভ্যাকসিন নির্মাতা বাভারিয়ান নর্ডিক-এর কাছে আরও ২৫ লাখ ডোজ টিকার চাহিদার কথা জানিয়েছে বাইডেন সরকার।

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, ৪ জনের অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক : 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রাঘাতে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর সিএনএনের।

ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউসের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই জন নারী ও দুই জন পুরুষ গুরুতর আহত হন।

যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসের মুখপাত্র ভিটো ম্যাগিওলো জানান, চার জনেরই অবস্থা গুরুতর। তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।

জলবায়ু পরিবর্তনে কি মানুষের বিলুপ্তি ঘটতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক :
অনাবৃষ্টি, সুপেয় পানির সংকট, সমুদ্রের স্তর বেড়ে যাওয়া ও যুদ্ধ-বিগ্রহের মতো নানা সংকটের কারণ জলবায়ু পরিবর্তন। কিন্তু এর শেষ আঘাত কী হতে পারে? বিজ্ঞানীরা বলছেন, এতে মানুষের বিলুপ্তি ঘটতে পারে কিনা, তা নিয়ে গবেষণায় ঘাটতি রয়েছে। যদি পৃথিবী অতিমাত্রায় গরম হয়ে যায়, তাহলে শেষ পরিণতি কী ঘটবে, কীভাবে জলবায়ু পরিবর্তন তার শেষ খেলা খেলবে—এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা বিপজ্জনকভাবে কম।

বিশ্বের শীর্ষ একদল বিজ্ঞানী বলছেন, মানুষের সম্ভাব্য বিলুপ্তি নিয়ে আমাদের অনেক বেশি ভাবতে হবে। এ নিয়ে পর্যাপ্ত গবেষণা থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের মহাবিপর্যয় প্রতিরোধে প্রস্তুতি নেয়ার সময় হয়েছে। বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট ও গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

বিজ্ঞানীরা এমনটি বলছেন না যে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ আঘাতটি আসতে যাচ্ছে। অর্থাৎ মানব জাতির বিলুপ্তি ঘটবে, তা বলা হচ্ছে না। তাদের দাবি, সমস্যাটি হচ্ছে কীভাবে জলবায়ু পরিবর্তন শেষ আঘাত হানবে কিংবা আদৌ এসব কিছু ঘটবে কিনা; তা কেউ জানেন না। কিন্তু বৈশ্বিক উষ্ণতায় মোকাবিলায় সেই হিসাব-নিকাশ করতে হবে।

অতিরিক্ত উষ্ণতায় সামাজিক বিপর্যয়, মানুষ বিলুপ্তি ঘটতে পারে কিংবা না-ও ঘটতে পারে। কিন্তু জলবায়ু পরিবর্তনের শেষ আঘাত কী হতে পারে, তা নিয়ে নিখুঁত গবেষণা করতে হবে। বিজ্ঞানীরা সেই দাবিই করছেন।

জলবায়ু পরিবর্তনের শেষ আঘাত মোকাবিলায় বিশ্বকে এখনই প্রস্তুত হতে হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। বিজ্ঞানীরা বলেন, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে বর্তমান অনিশ্চয়তা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ব্যবস্থা নিয়ে ভাবলে মহাবিপর্যয়ের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। যথাযথ পদক্ষেপ না নিলে এমন কিছু ঘটা অসম্ভবও না।

বিজ্ঞানীদের মতে, ভবিষ্যৎ বিরূপ পরিস্থিতি সম্পর্কে বেখবর থেকে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে চাওয়ার চেয়ে বোকামি আর কিছু হতে পারে না। বৈশ্বিক উষ্ণতায় মহাবিপর্যয় ঘটার যৌক্তিক কারণের অভাব নেই। কিন্তু সেই ঝুঁকি এড়ানোর ব্যবস্থাপনা সম্পর্কে ওয়াকিবহাল না-থেকে চলমান প্রবণতা অব্যাহত থাকলে সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বিশ্বকে।

বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের শেষ-ধাক্কার মোকাবিলায় এখনই প্রস্তুতি নেয়া উচিত। এ ক্ষেত্রে সম্ভাব্য চরম পরিণতির বিভিন্ন দিক বিশ্লেষণ করলে সঠিক পদক্ষেপ নেয়া, প্রতিরোধ সক্ষমতা বাড়ানো ও নীতিমালা গ্রহণ সহজতর হবে।

বিশেষজ্ঞরা বলেন, পরমাণু যুদ্ধের ফলাফল নিয়ে আশির দশকে বেশ কিছু গবেষণা চালানো হয়েছিল। ওই সব গবেষণায় যে ‘পারমাণবিক শীত’ তত্ত্বের কথা বলা হয়েছিল; তা থেকে জনমনে উদ্বেগ ও সেই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চেষ্টা শুরু হয়। পরমাণু যুদ্ধ হলে একটা অস্বাভাবিক শীত ও অন্ধকার নেমে আসতে পারে—সেই সময়টিকে বোঝাতেই ‘পারমাণবিক শীত’ তত্ত্বটি সামনে আনা হয়েছে। কারণ পরমাণু বোমা হামলা হলে ধোঁয়া ও ধুলোয় সূর্যের আলো আবহমণ্ডলে পৌঁছাতে পারবে না।

জলবায়ু পরিবর্তনের চরম বিপর্যয় নিয়ে বিশ্লেষকরা একটি গবেষণা এজেন্ডা প্রস্তাব করেছেন। এতে দুর্ভিক্ষ, চরম শুষ্ক আবহাওয়া, যুদ্ধ ও রোগ—জলবায়ু বিপর্যয়ের এই চার অনুঘটক অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

এ বিষয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জকে (আইপিসিসি) একটি বিশেষ প্রতিবেদন তৈরি করারও আহ্বান জানিয়েছেন বিজ্ঞানীরা।

ইতোমধ্যে আইপিসিসির একটি প্রতিবেদনে প্রাক-শিল্পযুগ স্তরের চেয়ে বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে তার প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। এছাড়া দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়েও এতে উদ্বেগ প্রকাশ করা হয়। আর সাধারণ মানুষের মধ্যে জলবায়ু বিষয়ক উদ্বেগ ও সচেতনতা আগের চেয়ে বেড়েছে বলে দাবি করা হয়েছে।

নিজেদের ওই বিশ্লেষণ নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঝুঁকি গবষেণা বিষয়ক সেন্টার ফর এগজিসটেনশিয়াল রিস্কের গবেষক ড. লুক কেম্প বলেন, জলবায়ু পরিবর্তনে মহাবিপর্যয় ঘটতে পারে—এমনটা বিশ্বাস করার বহু কারণ বা যুক্তি রয়েছে। তিনি আরও বলেন, আগের প্রতিটি বড় ধরনের বিলুপ্তির ঘটনায় জলবায়ু পরিবর্তন ভূমিকা রেখেছে। বহু সাম্রাজ্যের পতন ঘটেছে। আবার এটাই ইতিহাতের নতুন গতিপথও তৈরি করেছে।

কেম্প আরও বলেন, বিপর্যয়ের পথ শুধু বিরূপ আবহাওয়ার মতো ঘটনাগুলো বা উচ্চ-তাপমাত্রার সরাসরি প্রভাবের মধ্যেই সীমিত না, বরং অর্থনৈতিক সংকট, সংঘাত ও নতুন নতুন রোগের প্রাদুর্ভাবের মতো বিভিন্ন ঘটনাগুলোও ব্পির্যয় উসকে দিতে পারে।

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের এই বিশ্লেষণ বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ প্রকাশিত হয়েছে সোমবার (১ আগস্ট)। ইতোমধ্যে কয়েক ডজন বিজ্ঞানী এটি পর্যালোচনা করেছেন। বিশ্লেষণটিতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা তিন ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে তার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে পর্যাপ্ত মাথা ঘামানো হয়নি। সামগ্রিক প্রভাব নিয়ে কেবল কিছু পরিসংখ্যানগত হিসাব-নিকাশ আছে।

কেম্প বলেন, যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাওয়ার দাবি রাখে, তা নিয়ে আমাদের জানাশোনা খুবই নগণ্য।

বিজ্ঞানীরা বলেছেন, কীভাবে ঝুঁকি তৈরি হয়, ছড়িয়ে পড়ে ও বিস্তার লাভ করে; তা বুঝতে একটি পরিপূর্ণ মূল্যায়ন থাকা দরকার। কিন্তু এখন পর্যন্ত সেই চেষ্টাও করা হয়নি। বাস্তব দুনিয়ায় কীভাবে ঝুঁকি তৈরি হয়, তার দৃষ্টান্ত দিয়ে তারা বলেন, ঘুর্ণিঝড় বৈদ্যুতিক অবকাঠামো ধ্বংস করে দেয়। প্রাণঘাতি দাবদাহ জনজীবন বিপন্ন করে তোলে। ঝুঁকি মূল্যায়নে এসব বিষয় থাকা উচিত।

তারা আরও যোগ করেন, বড় ধরনের বৈশ্বিক ঝুঁকি নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার; তা দেখিয়ে দিয়েছে করোনা মহামারি। কারণ আগে কখনো মানুষতে ভাবতেও পারেনি যে কোভিড-১৯ বলে কোনো রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে।

বিশেষ উদ্বেগ হচ্ছে, বিশ্বে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বৈশ্বিক তাপমাত্রার সামান্য উত্থান ঘটলেও জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। যেমন, চিরহরিৎ আমাজন বন থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণে ব্যাপক অনাবৃষ্টি ও দাবানল দেখা দিতে পারে। অর্থাৎ পরিস্থিতি এক অপ্রতিরোধ্য অবস্থায় চলে যেতে পারে।

এছাড়া বরফের আস্তরণ ও সমুদ্রের স্রোত পরস্পরের ওপর প্রভাব ফেলতে পারে। উষ্ণতার কারণে অ্যান্টার্কটিকার বেশ কয়েকটি বরফের আস্তরণ গলতে শুরু করেছে। অর্থাৎ এসব বরফের আস্তরণের পতন আর ঠেকানো যাবে না। এতে আসছে বছরগুলোতে সমুদ্রের স্তর বেড়ে যাবে। আর তা মানুষের জন্য যে ক্ষতিকর পরিণতি বয়ে আনবে, এ নিয়ে উল্লেখযোগ্য গবেষণা হয়নি।

যেমন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের নিম্ন-অক্ষাংশ ঢেকে থাকা স্ট্রাটো কিউমুলাস মেঘের আস্তরণ সরে যেতে পারে। আর তাতে বৈশ্বিক উষ্ণতা আট ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। মাঝ আকাশে স্ট্রাটো কিউমুলাস মেঘ আরও ভারী ও গাঢ় রঙরূপ নিয়ে নিচে নেমে আসে। গাঢ় ধূসর থেকে কালো পর্যন্ত হতে পারে এর রং। মেঘটি দেখতে ঘন কুয়াশার মতো। স্তরে স্তরে সাজান এই মেঘ সারা আকাশ ঢেকে ফেলে।

গবেষকেরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জলবায়ু সংকটের কারণে আরও বড় বড় বিপর্যয় ঘটতে পারে। বিশেষ করে বৈশ্বিক যুদ্ধ, সংক্রামক রোগ ও মহামারি প্রকট রূপ নিতে পারে। দারিদ্র্য বেড়ে যাবে, শস্য উৎপাদন ব্যাহত ও সুপেয় পানির সংকট দেখা দেবে।

সূর্যের আলোর প্রতিফলন কিংবা কার্বন নির্গমনের অধিকার নিয়ে ভূপ্রকৌশল পরিকল্পনা বাস্তবায়নে একদিন যুদ্ধে জড়িয়ে পড়বে পরাশক্তিগুলো। এমন শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। বর্তমানে ঝুঁকিপূর্ণ দেশগুলো এবং ভবিষ্যৎ চরম উষ্ণতার অঞ্চলগুলো পরস্পরের ওপর প্রভাব ফেলছে বলে দাবি করা হচ্ছে।

বিজ্ঞানীদের মতে, আসছে দশকগুলোতে যদি বর্তমান রাজনৈতিক ঠুনকো অবস্থা থেকে বিশ্ব বেরিয়ে আসতে না-পারে, তবে এই অস্থিতিশীলতা আরও ভয়াবহ হয়ে উঠবে। তার পরিণতিও ভুগতে হবে মানব সভ্যতাকে।

সম্ভাব্য জলবায়ু বিপর্যয় নিয়ে শঙ্কিত হওয়ার কারণের অভাব নেই। অতীত ইতিহাস তা-ই বলছে। জলবায়ু পরিবর্তনের কারণে আগের অনেক সমাজের পতন কিংবা রূপান্তর ঘটেছে। অনেক সরকার ও সাম্রাজ্যের পতন হয়েছে। পৃথিবীর ইতিহাসের পাঁচটি বড় বিলুপ্তির ঘটনায় জলবায়ু পরিবর্তন জড়িত।

নতুন বিশ্লেষণ বলছে, যদি কার্বন নিঃসরণ বর্তমান ধারায় অব্যাহত থাকে, তাহলে ২০৭০ সাল নাগাদ ২০০ কোটি মানুষের ওপর চরম উষ্ণতার প্রভাব পড়তে পারে। চরম উষ্ণতা বলতে বার্ষিক গড় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

চীনের ন্যানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষক চি শু বলেন, বর্তমানে চরম উষ্ণতার ক্ষতিকর প্রভাবের শিকার তিন কোটি মানুষ। ২০১৭ সাল নাগাদ এই তাপমাত্রা ও সামাজিক-রাজনৈতিক পরিণতি দুটি পরমাণু শক্তি এবং বিপজ্জনক রোগজীবাণু থাকা সাতটি সর্বোচ্চ নিয়ন্ত্রিত পরীক্ষাগারে সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলবে। কাজেই বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই।

গ্রিন হাউস গ্যাস নির্গমনের বর্তমান প্রবণতা ২১০০ সাল নাগাদ দুই দশমিক এক থেকে তিন দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কিন্তু বর্তমান অঙ্গীকারগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা হলে তা এক দশমিক ৯ থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ পর্যন্ত নেয়া সব দীর্ঘমেয়াদী টার্গেট বাস্তবায়ন হলে বৈশ্বিক উষ্ণতা এক দশমিক সাত থেকে দুই দশমিক ছয় ডিগ্রিতে গিয়ে ঠেকবে।

বিজ্ঞানীরা বলছেন, এখন পর্যন্ত যেসব আশাবাদী ধারণা করা হচ্ছে, তাতেও পৃথিবী ব্যবস্থা এক বিপজ্জনক গতিপথে গিয়ে পড়বে। প্রাক-শিল্প স্তরের ওপর দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা পৃথিবীতে ২৬ লাখ বছরের বেশি স্থায়ী ছিল না।

জার্মানির পটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইম্যাট ইমপ্যাক্ট রিসার্চের অধ্যাপক জোহান রকস্ট্রম বলেন, আমাদের গ্রহের ক্রিয়াকলাপ নিয়ে যত বেশি আমরা গবেষণা করব, ততই জানতে পারবে যে এখানে ভঙ্গুর জীব রয়েছে। কাজেই বিপর্যয় এড়াতে আমাদের পদক্ষেপ নিতে হবে।
 

চীনের ড্রোন তাড়াতে ‘ফ্লেয়ার ছোড়ার দাবি’ তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : 
তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে বুধবার চীনের দুটি ড্রোন প্রবেশ করে দাবি করে ড্রোন তাড়াতে ফ্লেয়ার ছোড়ার তথ্য জানিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী।
স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সামরিক বাহিনী তাদের পশ্চিম উপকূল থেকে চীনের ড্রোন তাড়াতে ফ্লেয়ার ছোড়ার দাবি করেছে।

এ প্রসঙ্গে তাইওয়ান সেনাবাহিনীর মেজর জেনারেল চ্যাং জোন-সুং বলেন, বুধবার গভীর রাতে কিনমেন দ্বীপপুঞ্জের কাছে দুটি চীনা ড্রোন দেখা গিয়েছিল এবং দুইবার এলাকায় প্রবেশ করেছিল। সতর্কতা জারি করতে এবং ড্রোন তাড়াতে আমরা ফ্লেয়ার ছুড়ি। জেনারেলের ধারণা, ড্রোনগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছিল।

সাধারণত যুদ্ধবিমানের ক্যামোফ্লাজ, শত্রুর ছোড়া থার্মাল ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করতে এবং যুদ্ধজাহাজের অবস্থান জানান দিতে ফ্লেয়ার ব্যবহার করা হয়।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাইপেকে সহায়তার আশ্বাস দিয়ে পেলোসি স্বশাসিত দ্বীপটি ছেড়ে যাওয়ার পরই সামরিক মহড়ার ঘোষণা দেয় চীন। তাইওয়ান সীমান্তের কাছে ৬টি স্থানে চীনের সেনারা লাইভ ফায়ারিংসহ সামরিক মহড়া করছেন।

প্রেমিকাকে দেখতে তামিলনাড়ুর ছেলে বরিশালে

আন্তর্জাতিক ডেস্ক : 
ভালোবাসার টানে ভারতের দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু থেকে বরিশালে এসে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন প্রেমিকাকে। শুধু একটি বার দেখা না করে বরিশাল ছাড়তে চাচ্ছেন না প্রেমকান্ত নামের ওই যুবক।

পুলিশ ও সাংবাদিকদের দারস্থ হয়েছেন ওই যুবক। আর এ সময় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ড্যান্স দেখে প্রেমে মজেছে বাংলাদেশের বরগুনার তালতলী উপজেলার এক তরুণী। আর প্রেমকান্তের ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্টেও করতে থাকেন সেই তরুণী

প্রেমকান্ত জানান, এভাবে একপর্যায়ে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও ভাবের আদান-প্রদান শুরু হয় একে অপরের মধ্যে। টানা তিন বছর ধরে প্রেমের সম্পর্কও এগিয়েও চলে তাদের।

প্রেমকান্তের দাবি, প্রেম শুধু মেয়ের সঙ্গেই নয়, সুসম্পর্ক হয়েছে দুই পরিবারের মাঝেই। আর তাই ভিডিও কলে নয় মনস্থির করেন ভালোবাসার মানুষটিকে সরাসরি একনজর দেখবেন প্রেমকান্ত।

প্রেমকান্তের দাবি , একনজর দেখার জন্য সুদূর ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশাল শহরে আসেন। কারণ বরিশালের একটি কলেজে ওই তরুণী পড়াশোনা করেন। বরিশালে আসার পর দেখাও মেলে ওই তরুণীর সঙ্গে, আর এরপরই প্রেমকান্তের প্রেম নতুন এক দিকে মোড় নেয়।

নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাস করা প্রেমকান্ত জানান, ২০১৯ সালে ফেসবুকে যে পরিচয়, এরপর ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে উভয় পরিবারের মাঝেও গড়ে ওঠে সুন্দর একটি সম্পর্ক। করোনার বাঁধা কাটিয়ে প্রেমকান্ত বাংলাদেশ এলে ২৪ জুলাই বরিশালের একটি রেস্টুরেন্টে দুইজনের দেখা হয়।

দেখা হওয়ার একদিন পর প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই চয়ন হালদার নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। আর এরপরই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার বন্ধ করে দেয় যোগাযোগ। শেষমেশ প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারও খায় প্রেমকান্ত।

প্রেমকান্তের দাবি, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকা। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতেও থাকতে হয় তাকে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ওই যুবক বৈধভাবে বাংলাদেশে আসে। তাকে নিরাপত্তার স্বার্থে থানায় আনা হলে তিনি পুরো ঘটনা খুলে বলেন। পরে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে গত পরশু দিন সকালে ঢাকার গাড়িতে তুলে দেওয়া হয়। তিনি সেখান থেকে নিজ দায়িত্বে বিমানযোগে ভারতে চলে যাওয়ার কথা জানিয়েছেন।

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : 
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে এক কেজি স্বর্ণ ও বিপুল অবৈধসামগ্রী জব্দ করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা। এসব সামগ্রীর আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের কাছ থেকে বৃহস্পতিবার সকালে স্বর্ণের বার, মোবাইলসহ বিভিন্ন সামগ্রী উদ্বার করা হয়। যাত্রীর ব্যাগেজ থেকে বিদেশি মদ, বিয়ার, সিগারেটসহ বিপুল মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়। উদ্বারকৃত সামগ্রীর মধ্যে স্বর্ণের বার ৬টি, স্বর্ণের চুরি ১২টি, স্বর্ণের লকেট ১২টি ও অত্যাধুনিক ১৯টি আই ফোন রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নেয়ামুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর মিজানুর রহমানকে আটক করে স্বর্ণের বারসহ নানা সামগ্রী জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : 
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর দেশটির চারপাশে সমুদ্রসীমায় নিজেদের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে গোলা ছুড়ে এ সামরিক মহড়া শুরু হয়। বিবিসির এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

বেইজিং বলছে, সামরিক মহড়ার জন্য ব্যস্ত জলপথকে বেছে নিয়েছে তারা।

এর আগে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছিল চীন। তা সত্ত্বেও পেলোসির এ সফরে ফুঁসে ওঠেন চীনা কর্মকর্তারা। তাই, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরই দেশটিকে ঘিরে সমুদ্রসীমায় সামরিক মহড়ার প্রস্তুতি নেয় চীন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। বিভিন্ন সময়ে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটিকে পুনর্দখল করার কথা বলেছে তারা। কিন্তু, তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে আসছে।

তাইওয়ানের চারদিকে মোট ছয়টি জায়গায় তাজা গোলাবারুদ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তিনদিন ধরে সামরিক মহড়া চালাবে চীন।

তাইওয়ানের পক্ষ থেকে গতকাল বুধবার বলা হয়েছে, এরই মধ্যে ২৭টি চীনা যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, অজ্ঞাত বিমান, সম্ভবত ড্রোন দূরবর্তী কিনমেন দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে। আর সেগুলোকে সতর্ক করতে তাইওয়ানও তাদের জেট উড়িয়েছে। এ ছাড়া সতর্ক অবস্থানে রয়েছে সামরিক বাহিনী।

এর আগে চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফরকালে দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি জানান, তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে।

‘তাইওয়ানের একজন ভালো বন্ধু’ হিসেবে নিজেকে সম্মানিত বোধ করছেন জানিয়ে তাইওয়ানের ডেপুটি স্পিকারের উদ্দেশে পেলোসি বলেন, ‘এ সফরের তিনটি উদ্দেশ্য রয়েছে। প্রথমটি হলো নিরাপত্তা, আমাদের জনগণ এবং বিশ্বের জন্য নিরাপত্তা। দ্বিতীয়টি অর্থনীতি, যতটা সম্ভব সমৃদ্ধি ছড়িয়ে দেওয়া এবং তৃতীয়টি অনুশাসন।’

পেলোসির তাইওয়ান সফরের আগে গত বুধবার ক্ষোভ প্রকাশ করে বেইজিং। ওইদিন এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘যারা আগুন নিয়ে খেলে, তাদের ভালো পরিণতি হবে না এবং যারা চীনকে অপমান করে, তাদের শাস্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্র তথাকথিত গণতন্ত্রের আড়ালে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।’