ঝালকাঠিতে কোভিড-১৯ প্রতিরোধে রেসপন্স টীম গঠন

নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠিতে কোভিড-১৯ প্রতিরোধে রেসপন্স টীম গঠন করেছে মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখা। রেসপন্স টীমের সদস্যরা হলেন- গোপাল চন্দ্র দে,সৈয়দা মাহফুজা মিষ্টি, গোলাম সাইদ খান, সাকিব নির্ঝর মো: মুহিত খান ,আবিয়ান হাসান, মো:জুবায়ের হোসেন খাঁন,তৌফিক রহমান হৃদয় ,আফরোজা জামান নাফিসা ,মোঃ উজ্জল রহমান ,মোঃ মেরাজ,আল নাহিয়ান রাকিব ,মারিয়া ইসলাম রিমি, মো:আকাশ,আরিফুর রহমান প্রমূখ। ৮ই জুন সকালে ৭১’র চেতনার রেসপন্সটীমের তালিকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। ৭১’চেতনা ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র দে বলেন, করোনাকালে সেবার হাত বাড়িয়ে দিতে আমরা এই রেসপন্সটীম গঠন করেছি। ইতিমধ্যে আমরা সকল সদস্যদেও সাথে অনলাইন মিটিং করেছি এবং বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছি। সংঠনটির ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি জানান, জনসাধারন ও জেলা প্রশাসনের যে কোন কাজে সহযোগীতা করতেই রেসপনটীম গঠন করা হয়েছে। আমরা বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছি এবং তা দ্রুত বাস্তায়নের কাজ চলছে। ৭১’র চেতনার কেন্দ্রীয় সাধারন সম্পাদক শবনাম জেবীন বলেন: দেশের এই ক্রান্তিকালে ৭১’চেতনার সদস্যরা যে কোন কাজে সরকারকে সহযোগীতা করতে প্রস্তুত।ঝালকাঠিসহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে রেসপন্সটীম গঠন করা হয়েছে।অন্যান্য জেলাগুলোতেও রেসপন্সটীম গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজাপুরে শিবির নেতা কর্তৃক ঢাবি শিক্ষার্থীকে হয়রানীর অভিযোগ থানায় জিডি

ঝালকাঠি প্রতিনিধিঃ রাজাপুরের বামুনখান গ্রামের বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইসমাইল হোসাইন ও তার বাবা ফারুক হোসেনকে নানাভাবে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগ একই গ্রামের বাসিন্দা রাজাপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জামায়েত নেতা মো. সাইদুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে ইসমাইল হোসাইন গত শনিবার রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি এবং সোমবার ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
রাজাপুর থানায় দায়ের করা ২২৮ নং (৬/৬/২০২০) জিডি এবং সোমবার ঝালকাঠি প্রেস ক্লাবে ইসমাইল হোসাইনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য থেকে জানা যায়, রাজাপুর উপজেলার বামুন খান গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে মো. ইসমাইল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করে। করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সম্প্রতি সে বাড়িতে আসে। গত ২০ মে বাড়ির সামনে চায়ের দোকানে বসে তুচ্ছ ঘটনা নিয়ে রাজাপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং উপজেলা জামায়েতের আমির মাওলানা আবুবকরের জামাতা সাইদুল ইসলামের দুই মামাত ভাই ওয়াহিদুজ্জামান এবং কামরুজ্জামানের সাথে ইসমাইল হোসাইনের হাতাহাতি এবং তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে গত ২৫ মে সাইদুল ইসলাম, তার দুই মামাত ভাই ওয়াহিদুজ্জামান ও কামরুজ্জামান মিলে ইসমাইলকে লাঠি দিয়ে ব্যপক মারধর করে। মারধরের ঘটনায় উভয় পক্ষ রাজাপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করলে থানার ওসি এসআই খোকনকে তদন্তের দায়িত্ব দেন। এসআই খোকনের মধ্যস্ততায় উভয় পক্ষ তিনশত টাকার স্টাম্পে স্বাক্ষর করে দুইজন ইউপি সদস্যসহ পাঁচজন গন্যমান্য ব্যাক্তিকে সালিশ মনোনীত করেন। সালিশদাররা । শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শাহজাহান খান এবং ২নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামানসহ পাঁচজন সালিশদার তাদের রোয়েদাদে উল্লেখ করেন বারবার ইসমাইলের ওপর আক্রমন করা হয়েছে। তারপরও উভয় পক্ষ একই এলাকার আত্মীয় স্বজন হওয়ায় থানার দরখাস্ত উঠিয়ে আনবে এবং উভয় পক্ষ একে অপরের বাড়িতে দাওয়াত খেয়ে মিলেমিশে বসবাস করবে। সালিশদারদের সিদ্ধান্ত অনুযায়ী ওয়াহিদুজ্জামান ও কামরজ্জামান পরিবার পরিজন নিয়ে ইসমাইলদের বাড়িতে ৩০ মে মধ্যহ্নভোজে অংশ নেয়। উভয় পক্ষ শন্তিপিূর্ন সহবস্থান মেনে নিলেও জামায়েতে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইসমাইল হোসাইনকে সন্ত্রাসী এবং শিবির ক্যাডার উল্লেখ করে ফেস বুকে আপত্তিকর পোস্ট দেয় এবং ১০ থেকে ১২ টি অনলাইন পোর্টালে মিথ্যা আজগুবি এবং মানহানীকর সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদ দেখতে পেয়ে ইসমাইল ও তার বাবা ফারুক হোসেনকে সাইদুল ইসলামের কাছে মিথ্যা সংবাদ প্রকাশের কারণ জিজ্ঞেস করলে সাইদুল তাদেরকে জীবননাশের হুমকি দিয়ে বলে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমি আমি ঠেকো, একাধিক মামলা মোকদ্দমা করে জীবন অন্ধকার বানিয়ে দেব, চাকরী করে খাওয়া লাগবে না। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, ইসমাইল হোসেন ডিজিটিাল নিরাপত্তা আইনে সাইদুল ইসলামের বিরুদ্ধে একটি দরখাস্ত এবং একটি সাধারণ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইসমাইল হোসেন বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে সার্জেন্ট জহিরুল হক হল শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য কোনকালে শিবিরের
বা অন্য রাজনীতির সাথে জড়িত ছিলাম না। অথচ আমার এলাকার বাসিন্দা রাজাপুর উপজেলা শিবিরের দুইবারের সাবেক সভাপতি, বর্তমানে ইউনিয়ন জামায়াত নেতা এবং উপজেলা জামায়েতের আমিরের মেয়ে জামাই সাইদুল আমাকে শিবির বানানোর ষড়যন্ত্র করছে। আমি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দিয়েছি। থানা মামলা না নিলে আদালত খুললে আমি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবো। অভিযোগের বিষয়ে সাইদুল ইসলাম বলেন, আমি ২০০৯ সাল পর্যন্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম। এখন আমি ছাত্রলীগ করি। আমি যেহেতু দৈনিক সংগ্রামসহ বিভিন্ন অনলাইনে সাংবাদিকতা করি তাই এলাকার এক বাড়িতে ইসমাইল হামলা করলে বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে আমি সংবাদ প্রকাশ করেছি। ইসমাইলের সাথে আমার ব্যাক্তিগত কোন দ্বন্দ নাই।

নলছিটিতে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেলেন হাসান

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে আছমা বেগম (২৮) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হাসান (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ গৃহবধূর স্বামী লিটন তালুকদার ।

অভিযুক্ত হাসান খান কুলকাঠি ইউনিয়নের বারই করন গ্রামের নুর-আলম খানের ছেলে। হাসানের এর আগে কোহিনুর নামের স্ত্রী ও এক ছেলে আছে।

স্বামী লিটন তালুকদার জানান, দীর্ঘদিন ধরে হাসান খানের সঙ্গে তিন সন্তানের জননী আছমা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি আছমা বেগমের নানা বাড়ি মুলাদীতে পালিয়ে ছিলেন।

আটদিন পালিয়ে থাকার পর স্থানীয় সালিসদারদের মাধ্যমে তিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আছমা বেগমকে ঘরে তুলে নেন । কিন্তু তারপরও পরকীয়ার টানে ফের আছমা বেগমকে নিয়ে লাপাত্তা হয়েছেন হাসান খান। এসময় স্বর্ন তিনভড়ী, নগদ অর্থ ত্রিশ হাজার, মোবাইল ফোন দুইটি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে লিটন তালুকদার আরও বলেন, হাসান আমার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পালিয়েছে। আমি আমার সন্তানদের ফেরত চাই।এর মধ্যে ছোট বাচ্চাটার বয়স ৯ মাস।

যদি কেউ আমার সন্তানের সন্ধান দিতে পারেন তাহলে ০১৬২৭৮৫৯৯৪২ এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরস্কৃত করা হবে ।

ঝালকাঠিতে প্রাইভেট পড়াতে গিয়ে ধরা খেলেন শিক্ষক

ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের একই জায়গায় জড়ো করে প্রাইভেট পড়ানোর অপরাধে মিন্টুর রতন রায় (৪৯) নামে এক শিক্ষককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।গোপন সংবাদের ভিক্তিতে শনিবার (৬জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলা সদরের টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সরোজমিনে সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সোহাগ হাওলাদার ঐ শিক্ষককে ১০ হাজর টাকা জরিমানা করেন। এছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক ভবিষ্যতে এমন কাজে লিপ্ত হবে না এই মর্মে মুচলেকা দেয়। দন্ডপ্রাপ্ত মিন্টু রতন রায় পার্শ্ববর্তী পিরোজপুর জেলার স্বরুপকাঠি এলাকার মৃত সতীশ চন্দ্র রায় এর পুত্র ও রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

বর্তমানে সে রাজাপুর উপজেলা সদরের টিএন্ডটি রোডের ভাড়া বাসায় থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য করে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন কাজে লিপ্ত হওয়ায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাঠালিয়ায় আম্পান ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে বসতঘর পুনঃনির্মান করেদিলো সেনাবাহিনী

আরিফুর রহমান আরিফ ॥ ঝালকাঠির কাঠালিয়ায় ঘুর্নিঝড় আম্পান ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে বসতঘড় পুনঃনির্মান করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার দক্ষিণ আউরা গ্রামে ঝড়ের রাতে গাছ পরে দুমরে মুচরে গেছে এমন ৫টি বসতঘর পুনঃনির্মান করে দিয়েছে সেনা সদস্যরা। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ ৫ টি পরিবারের মাঝে বসবাসের জন্য পুনঃনির্মানকরা ঘর বুঝিয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস এর ২২ ইঞ্জিনিয়ার ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরওয়ার ই আলম পি.এস.সি। এসময় ক্যাপ্টেন সাতিল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আযাহারআলী সহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী কর্তৃক বসতঘর পুনঃনির্মান করে দেয়ায় খুশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। উপকারভুগি মহিউদ্দিন খান (৭২) বলেন, ঝড়ের রাতে ঘরের উপর পরা গাছ সেনা সদস্যরা এসে কেটে সরিয়ে দেয় এবং আমার ভেঙে যাওয়া ঘরটি সম্পুর্ন মেরামত করে দেয়। যা আমার পক্ষে সম্ভব ছিলোনা। হৃদয়দাস বলেন, সেনাবাহিনী যদি আমাদের ঘরটি তুলে না দিতো তাহলে আমাদের এখন খোলা আকাশের নিচে থাকতে হতো। আরেক উপকারভুগী নির্মল মিস্ত্রি বলেন, ঘুর্নিঝড় আমফানের রাতে গাছ পরে আমার বসতঘরটি সম্পুর্ন মাটিতে মিশে যায়, সেনাবাহিনীর সদস্যরা এসে আমার ঘরের উপর পরা বিশালাকৃতির গাছটি কেটে সরিয়ে দিয়েছে এবং আমার বসতঘরটি সম্পুর্ন মেরামত করে দিয়েছে। যা আমার পক্ষে সম্ভব হতোনা, আমার সেই সামর্থও নেই। লেঃ কর্ণেল সরওয়ার ই আলম পি.এস.সি বলেন, আমরা অতিদরিদ্র ৫টি পরিবারকে বসতঘর নির্মান করে দিয়েছি, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় সাধারন জনগনের পাশে থাকে। সাইক্লোন আমফান পরবর্তীতে খুবই অল্প সময়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৫ টি হতদরিদ্র পরিবারকে বসতঘর নির্মান করে দিয়েছে আমাদের সৈনিকরা।

রাজাপুরে পা পিছলে নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্র। তার নাম মো. রাকিব হাওলাদার (২২)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাটসংলগ্ন বিষখালীতে এ ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রি আবদুল রাজ্জাক হাওলাদারের ছেলে এবং বরিশাল হাতেম আলী কলেজের ভূগোল বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় বরিশাল থেকে আসা ডুবুরির একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী আবদুল মতিন জানান, ঘটনার দিন বুধবার রাতে বাদুরতলা লঞ্চঘাটের সঙ্গে নদীতে নোঙর করা বালুর একটি জাহাজে রাকিব তার স্থানীয় বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঢেউ আসে এবং জাহাজটি দুলতে থাকে। রাকিবসহ অন্যরা ভয় পেয়ে তাড়াহুড়ো করে জাহাজ থেকে লাফিয়ে পন্টুনে ওঠার সময় রাকিব পা পিছলে নদীতে পড়ে যায়। রাকিব বাঁচার জন্য হাত উঁচিয়ে সাহায্য চায়। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের জন্য হাত বাড়ানোর আগেই আরেকটি ঢেউ এসে তাকে তলিয়ে দেয়।

পরে রাতেই উপস্থিত স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি।

উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. জলিল সিকদার জানান, নদীতে প্রায় সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে খুব স্রোত থাকায় রাকিব দূরে কোথাও ভেসে যেতে পারে বলেও তিনি জানান।

রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ডুবুরির একটি দল বিষখালী নদীতে অভিযান চালিয়েও নিখোঁজ কলেজছাত্র রাকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।

মিলন কান্তি দাসের ৫২ তম জন্মদিন আজ

আরিফুর রহমান আরিফ:

নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ`র সিনিয়র সহকারী শিক্ষক,লছিটি প্রেসক্লাব`র যুগ্ম সাধারণ সম্পাদক,নলছিটি সিটিজেন ফাউন্ডেশন`র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাসের ৫২ তম জন্মদিন আজ। তিনি ১৯৬৮ সালের ৪ জুন নলছিটি পৌরসভায় জন্মগ্রহণ করেন।

তিনি জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার নলছিটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন । তার জন্মদিনে নলছিটির প্রেসক্লাবের নেতৃবৃন্দ, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন এর আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত সহ সিটিজেন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

ঝালকাঠিতে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫২

ঝালকাঠিতে কোভিড–১৯ রোগী শনাক্তের সংখ্যা অর্ধশত হলো। রোববার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫২ জন।

জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মোট শনাক্তদের মধ্যে ঝালকাঠি সদরে ১৯ জন, নলছিটি উপজেলায় ১৬ জন, রাজাপুর উপজেলায় ১০ জন ও কাঁঠালিয়া উপজেলায় ৭ জন। এ পর্যন্ত দুজন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ জন।

সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, অফিস–আদালত খুলে দেওয়ায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়বে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শদেন।

ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পথ প্রচার

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পথ প্রচার করা হয়েছে।

সোমবার (১ জুন) সদর উপজেলার বিভিন্ন স্থানে পথ প্রচার করা হয়। পথ প্রচারে করোনায় সারা বিশ্ব আজ বিপর্যস্ত,মনে রাখবেন অসাবধানতায় যে কেউ যে কোন সময় করোনায় আক্রান্ত হতে পারে, সামাজিক দূরত্ব বজায় রাখুন,পরস্পরের মধ্যে কমপক্ষে (৩) ফুট দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সব স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলুন, বারবার সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোবেন, অপরিচ্ছন্ন হাত দিয়ে নাক, মুখ, ও চোখ ছোঁবেন না,নিয়মিত কুসুম গরম পানি, আদা চা এবং গরম স্যুপ পান করুন, লবন মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে দিনে ৩-৪ বার গড়গড়া করুন, নাকে, মখে গরম পানির ভাপ নিন, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা হলে বাড়িতে আলাদা থেকে চিকিৎসা নিন, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ও সর্দি -কাশির জন্য এন্টিহিস্টাম যেমন ফেক্সোফেনডিন ক্লোরফেনিরামিন ইত্যাদি খেতে পারেন,প্রয়োজনে করোনা বিষয়ে হটলাইন গুলোতে ফোন করুন, ১৬২৬৩, ৩৩৩,১০৬৫৫,০১৯৪৪৩৩৩২২২ অথবা নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা হাসপাতালে যোগাযোগ করুন,মনে রাখবেন আপনার সুরক্ষা আপনার হাতে প্রচার করা হয়।

ঝালকাঠিতে নবজাতকের লাশ উদ্ধার

আরিফুর রহমান আরিফ :

ঝালকাঠিতে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১ জুন) দুপুরে বিকনা এলাকার শেরে বাংলা এ কে এম ফজলুল হক ক্লাব সংলগ্ন বাদামতলা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী নবজাতক ওই শিশুটির লাশ ভাসতে দেখতে পান। পরে তাঁরা সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।নবজাত শিশুটি কার তা এখনো জানতে পারেনি পুলিশ।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।