ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পথ প্রচার

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পথ প্রচার করা হয়েছে।

সোমবার (১ জুন) সদর উপজেলার বিভিন্ন স্থানে পথ প্রচার করা হয়। পথ প্রচারে করোনায় সারা বিশ্ব আজ বিপর্যস্ত,মনে রাখবেন অসাবধানতায় যে কেউ যে কোন সময় করোনায় আক্রান্ত হতে পারে, সামাজিক দূরত্ব বজায় রাখুন,পরস্পরের মধ্যে কমপক্ষে (৩) ফুট দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সব স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলুন, বারবার সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোবেন, অপরিচ্ছন্ন হাত দিয়ে নাক, মুখ, ও চোখ ছোঁবেন না,নিয়মিত কুসুম গরম পানি, আদা চা এবং গরম স্যুপ পান করুন, লবন মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে দিনে ৩-৪ বার গড়গড়া করুন, নাকে, মখে গরম পানির ভাপ নিন, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা হলে বাড়িতে আলাদা থেকে চিকিৎসা নিন, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ও সর্দি -কাশির জন্য এন্টিহিস্টাম যেমন ফেক্সোফেনডিন ক্লোরফেনিরামিন ইত্যাদি খেতে পারেন,প্রয়োজনে করোনা বিষয়ে হটলাইন গুলোতে ফোন করুন, ১৬২৬৩, ৩৩৩,১০৬৫৫,০১৯৪৪৩৩৩২২২ অথবা নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা হাসপাতালে যোগাযোগ করুন,মনে রাখবেন আপনার সুরক্ষা আপনার হাতে প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *