ইজতেমা শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক:

মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম আসর। আখেরি মোনাজত শেষ হওয়ার পর বাড়ির পথে রওনা হয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১ টা ০৮ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। যা চলে ১১ টা ৪৬ মিনিট পর্যন্ত।

এবারের ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের।

এদিকে মোনাজাত শেষ হওয়ার পরপরই বাড়ির পথ ধরেছেন অনেকে। কেউ কেউ আবার অপেক্ষায় আছেন জোহর নামাজের, ইজতেমা ময়দানে নামাজ আদায় করে বাড়ির উদ্দেশে রওনা হবেন তারা।

এদিকে সড়কে ইজতেমা ফেরত মুসল্লিদের বাড়ি ফেরার ঢল নামায় সড়কে চলছে না যানবাহন। এর ম্যধই মুসল্লিদের বহন করা কিছু যানবাহন টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের উঠতে চেয়েও পারছে না।

রাজশাহী থেকে মুসল্লিদের নিয়ে এসেছিলেন ঈগল পরিবহনের বাসচালক হাসান। তিনি বলেন, গত দুইদিন আগে এখানে আসেছি। দুইদিন রাস্তা ভালোই ছিলো কিন্তু আজ সকাল থেকে রাস্তা দিয়ে গাড়ি চলে না, শুধু মানুষ চলছে। গাড়ি রাস্তায় তুলতেই পারছি না। মানুষ কিছুটা কমলে রওনা হবো ভাবছি।
মোনাজাত শেষ করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে আশুলিয়া যাচ্ছেন আলিফ। চলতি পথে আলিফের সঙ্গে কথা হলে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছি। এখন বাড়ি ফিরছি। সড়কে গাড়ি নেই মানুষও প্রচুর। হেঁটেই যেতে হবে মনে হচ্ছে।

সড়কের বর্তমান পরিস্থিতি জানতে আশুলিয়া পুলিশ বক্সের ট্রাফিক ইনর্চাজ মশিউর রহমান বলেন, মানুষের চাপে সড়কে যানবাহন চলাচল করতে পারছে না। তবে কোনো ধরনের সমস্যার কথা শুনছি না।

মুসল্লিরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারেন তা তারা তদারকি করছেন বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

এরপর শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। পরে বাংলায় বয়ান তরজমা করেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।

আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়েরের অনুসারী মুরুব্বিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারীরা।

ব্যতিক্রমী আয়োজনে ১৯২০ শিশুর মুখে বঙ্গবন্ধুর ভাষণ

অনলাইন ডেস্ক:

নানা আয়োজনের মধ্যে দিয়ে খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রতাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। এবারের স্বদেশ প্রতাবর্তন দিবসে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। এই ভাষণ দিয়েছেন ১৯২০ জন শিশু শিক্ষার্থী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এই ভাষণের আয়োজন করে জেলা প্রশাসন। ভাষণ শেষে শপথ গ্রহণ করেন শিশু শিক্ষার্থীরা। এই ভাষণে অংশ নিতে পেরে গর্বিত ক্ষুদে শিক্ষার্থীরা।

khulna02.jpg

খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মুইদ উদ্দিনসহ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনশনেও মন গলেনি প্রেমিকের, ধর্ষণ মামলা প্রেমিকার

অনলাইন ডেস্ক:

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে গিয়েও প্রেমিক ও তার পরিবারের মন গলাতে পারেননি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক কলেজছাত্রী। দিনভর অনশনের পর গত বুধবার (৮ জানুয়ারি) রাতে প্রেমিক খাইরুল ইসলাম ও তার মা দেলখোস বেগমের নামে মামলা করেছেন তিনি।

প্রেমিকের নামে মামলা হয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে। ছেলের সহযোগী হিসেবে মাকেও আসামি করা হয়েছে। অভিযোগ পেয়ে রাতেই মা দেলখোস বেগমকে গ্রেফতার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। তিনি উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফরাদপুর গ্রামের মৃত এমদাদুল হকের স্ত্রী। নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে আসামি দেলখোস বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিয়ের দাবিতে বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রেমিক খাইরুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন প্রেমিকা। ভুক্তভোগী ওই প্রেমিকা উপজেলার কৃষ্ণবাটি কালিদিঘি গ্রামের বাসিন্দা। তারা দুজনই রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। প্রেমিকা অনশনে বসায় পলাতম প্রেমিক খাইরুল ইসলাম। মামলা দায়েরের পর তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

মামলার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি দেলখোস বেগমকে গ্রেফতার করা হয়। অপর আসামি পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও মেডিকেল পরীক্ষার জন্য ওই কলেজছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে ওই কলেজছাত্রী জানিয়েছিলেন, চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক খাইরুল তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই খাইরুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। বছর দেড়েক আগে তিনি খাইরুলের বাড়িতে গিয়ে তার মা দেলখোস বেগম এবং মামা আব্দুল কাদিরকে বিষয়টি জানান। ওই সময় তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ।

রাজধানীতে ৩০ লাখ জাল টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডিতে নকল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কারাখানাটিতে এখনো অভিযান চলছে।

বিস্তারিত আসছে…

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) ও পাঁকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)।

আহত সাকির ও দেলবরকে রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮বিএসএফ চাঁদনীচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান এবং সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন।

৫৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়।

বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে ন্যাড়া করে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক:

নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরী বিয়েতে রাজি না হওয়ায় শিকল দিয়ে বেঁধে রেখে মাথা ন্যাড়া করে দিয়েছেন মা। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেছে।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কিশোরীর মা ও ফুফুকে গ্রেফতার করে পুলিশ। রোববার (০৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করলে ফুফাতো বোনের বাড়িতে আত্মগোপন করে কিশোরী। ৩১ ডিসেম্বর কিশোরীকে জোর করে ফুফাতো বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন মা। শনিবার বিকেলে বিয়েতে রাজি না হওয়ায় শয়নকক্ষের খাটের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মেয়েকে ন্যাড়া করে দেয়া হয়।

প্রতিবেশীরা জানায়, কিশোরীর বাবা টেম্পোচালক। মা-বাবার অবাধ্য ছিল কিশোরী। পরিবারের সম্মানহানি করে আসছিল সে। কখনো জান্নাতি, কখনো লতা নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অসামাজিক কার্যকলাপ করে বেড়াত। তাই পরিবারের মান-সম্মান রক্ষায় তাকে বিয়ে দিতে উদ্যোগ নেয় পরিবার। কিন্তু কথা না শোনায় তাকে ন্যাড়া করে দেয়া হয়। যাতে লোকলজ্জায় বাড়ির বাইরে বের হতে না পারে। মেয়ের ভবিষ্যত ভালো করতে গিয়ে মা ও ফুফুকে জেলে যেতে হলো।

তবে নির্যাতনের শিকার কিশোরীর ভাষ্য, আমি পড়ালেখা করতে চাই। কিন্তুু আমার পরিবার সেটি চায় না। এ কারণে আমাকে জোর করে বিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল তারা। বিয়েতে রাজি না হওয়ায় আমাকে ন্যাড়া করে দেয়া হয়।

খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক বলেন, কিশোরীর মাথা ন্যাড়া করে দেয়া অন্যায় হয়েছে। তবে ওই কিশোরীর স্বভাব-চরিত্র ভালো নয় বলে জেনেছি। বিভিন্ন জায়গায় যাতায়াত করত কিশোরী।

এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে কিশোরীর মা ও ফুফুকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিবাহিত নারীকে নিয়ে পালাল যুবক, থানায় হাজির মা

অনলাইন ডেস্ক:

কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ওমর ফারুক (৩৬) নামক এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মোরশিদা বেগম নামের এক নারী। অভিযুক্ত ফারুক উপজেলার গোবিন্দপুর ইউপির দক্ষিণ চাঁদপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

অভিযোগকারী মোরশিদা বেগম জানান, আমার মেয়ের স্বামী প্রবাসে থাকার সুযোগে এক সন্তানের জনক ফারুক তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ফারুকের প্রলোভনে গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সে নগদ ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়ি লাকসাম উপজেলার কোমড্ডা গ্রাম থেকে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে ফারুকের নিকট এ বিষয়ে জানতে চাইলে সে আমাদেরকে হত্যার হুমকি দেয়। কোন উপায়ন্তর না দেখে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। মেয়েকে উদ্ধারে আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
ওই নারীর অভিযোগের বিষয়ে চেষ্টা করেও অভিযুক্ত ফারুকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লাকসাম থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তাদের সন্ধান নিশ্চিতের চেষ্টা চলছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

উত্তরের জেলা দিনাজপুরে দিন দিন কমছে তাপমাত্রা। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গিয়ে দু’দিন পর জেলায় সূর্যের দেখা মিলেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, শনিবার ভোরে দিনাজপুরে তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সূর্যের দেখা মেলায় সকাল ৯টায় তাপমাত্রা বেড়ে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ জেলায় শুক্রবার (২৭ ডিসেম্বর) ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার থেকে দিনাজপুরে সূর্যের দেখা মেলেনি। শনিবার সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দু-এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

ভেন্টিলেটর ভেঙে গৃহবধূকে ধর্ষণ

লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে এক গৃহবধূকে (২০) ধর্ষণের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু ঘটনার তিনদিন পার হয়ে গেলেও শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্তরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. তছলিমের ছেলে রাতুল রায়হান নিহাদ ও হযরত আলীর ছেলে সোহাগ।

মামলা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় বাবার বাড়িতে ওই গৃহবধূ একা ছিলেন। পরদিন ভোরে ভেন্টিলেটর ভেঙে ওই দুই যুবক বাসায় ঢুকে। এ সময় টের পেয়ে চিৎকার দেয়ার চেষ্টা করলে তারা গৃহবধূর মুখ চেপে ধরে।

একপর্যায়ে তারা ওই গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গৃহবধূ তার স্বামী ও ভাবিকে ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেয়। ২৫ ডিসেম্বর দুপুরে গৃহবধূ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। গৃহবধূ বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গৃহবধূর স্বামী বলেন, রাগ করে গত দেড় মাস আগে আমার স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। আমাদের পাঁচ বছরের একটি মেয়ে আছে। ২৪ ডিসেম্বর ঘুরতে যাবো বলে আমি মেয়েকে নিয়ে এসেছি।

কিন্তু আমার স্ত্রী আসেনি। ওই রাতে আমার স্ত্রী একাই বাসায় ঘুমিয়ে ছিল। ঘটনার সময় ভেন্টিলেটর ভেঙে সোহাগ ও নিহাদ বাসায় ঢুকে। এ সময় চিৎকার দিতে গেলে তারা আমার স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর থেকে তাদের আর এলাকায় দেখা যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, আসামিরা মাদকসেবী বলে জানতে পেরেছি। চুরি করতে গিয়ে গৃহবধূকে একা পেয়ে তারা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেফতার আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনের মরদেহ এবং ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩জন মাঝিমাল্লাসহ এফভি রাঙ্গাচোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।