ফেসবুকের কল্যানে ৪৭ বছর সন্তান ফিরে পেল পিতা

নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজ হয়েছিলেন যুবক বয়সে। করতেন ব্যবসা বাণিজ্য। একদিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হয়নি তার। এর মাঝে কেটে গেছে ৪৭টি বছর। এত দিন তিনি কাটিয়ে দিয়েছেন মাজারে-মাজারে।

পরিবারের লোকজন হন্য হয়ে খোঁজছিলেন। তারা অনেকটা আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ভাগ্য বলে কথা! ফেসবুকের বদৌলতে তিনি ৭৮ বছর বয়সে ফিরে এলেন আপনজনের কাছে। ছেলে-সন্তানরা ফিরে পেয়েছে তাদের হারানো বাবাকে।
তিনি মো. হাবিবুর রহমান (৭৮)। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজগ্রামে। বর্তমানে তার পরিবারের লোকজন বিয়ানীবাজারের পৌর এলাকার কসবা গ্রামে বসবাস করেন।

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান রড সিমেন্টের ব্যবসা করতেন। ১৯৭২ সালের প্রথম দিকে তিনি বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হন ব্যবসায়িক কাজে। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজার পর তার সন্ধান না পেয়ে হতাশায় কেটেছেন প্রায় অর্ধশত বছর। হাবিবুর রহমানের ৪ ছেলের মধ্যে ২ জন থাকেন লন্ডনে। ছেলেরা বাবাকে ফিরে পাবার আশায় বিভিন্নভাবে খুঁজছিলেন। অবশেষে ফেসবুকে এক ভিডিও ভাইরালের মাধ্যমে শুক্রবার বিকেলে হাবিবুর রহমানকে ফিরে পেয়ে আবেগ-আপ্লুত তার সন্তানরা।

জানা গেছে, প্রায় ২৫ বছর থেকে হাবিবুর রহমান মৌলভীবাজারের শাহাবুদ্দিন মাজার এলাকায় বসবাস করতেন। মানষিকভাবে তিনি অনেকটা ভারসাম্যহীন ছিলেন। আর ১২ বছর থেকে মৌলভীবাজারের শাহাবুদ্দিন মাজারের পাশের রায়েশ্রী গ্রামের রাজিয়া বেগম নামের (৫০) এক মহিলা বৃদ্ধ হাবিবুর রহমানকে দেখাশোনা করতেন। রাজিয়া জানান, তিনি ওই লোকের খেদমত করতেন সবসময়।

২২ দিন আগে বৃদ্ধ হাবিবুর রহমানের হাত ভেঙ্গে যায়। প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান রাজিয়া বেগম। পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

১২ বছর থেকে যে মানুষের খেদমত করে আসছেন রাজিয়া, তার এই বয়সে হাসপাতালে কিভাবে ফেলে যাবেন, কিংবা একা একা কিভাবে দেখাশুনা করবেন ভেবে পাচ্ছিলেন না। পাশের বেডের রোগীর স্বজনদের সাথে গল্প করছিলেন রাজিয়া, এই বৃদ্ধের বিগত দিনের জীবন নিয়ে। তাদের বাড়িও ছিল বিয়ানীবাজার উপজেলায়। ওই ব্যক্তি হাবিবুর রহমানের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন।

ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হতে থাকে। ভিডিওতে দেয়া হাবিবুর রহমানের ছবি এবং জীবনের অনেক গল্পের মিল দেখে আমেরিকা থেকে বিয়ানীবাজারের এক ব্যক্তি ওই ভিডিও হাবিবুর রহমানের পরিবারের কাছে পাঠান বৃহস্পতিবার রাতে।

হাবিবুর রহমানের ছবি এবং ভিডিওর মিল দেখে তার ছেলেরা শুক্রবার দিনে চলে আসেন সিলেট ওসমানী হাসপাতালে। তার ২ ছেলে শাহাব উদ্দিন ও জালাল উদ্দিন কথাবার্তা বলে চিনতে পারেন তাদের হারানো বাবাকে। হাবিবুর রহমান তিনিও তার বাড়ির ঠিকানা বলেন তখন।

বাবাকে পেয়ে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। তারা ওসমানী হাসপাতাল থেকে বাবাকে নিয়ে আসেন নগরীর আল-হারামাইন হাসপাতালে। ভর্তি করানো হয় ৬১২ নাম্বার কক্ষে। সাথে নিয়ে আসা হয় বাবাকে খেদমত করা রাজিয়া বেগমকেও। তাকেও হাবিবুর রহমানের সন্তানরা চিকিৎসা করাচ্ছেন। বাবার সাথে আদর যত্ন করছেন রাজিয়া বেগমকেও।

হাবিবুর রহমানের নাতি কেফায়েত হোসেন দাদাকে পেয়ে অত্যন্ত খুশি। তিনি জানান, ছোট কাল থেকে দাদার গল্প শুনছিলেন বাবা চাচাদের কাছ থেকে। মনে আশা ছিল দাদাকে একদিন ফিরে পাবে তারা।

দাদকে ফিরে পেয়ে তিনি ধন্যবাদ জানান, ওই মহিলা রাজিয়া বেগমকে। তিনি কৃতজ্ঞতা জানান যে ব্যক্তি ফেসবুকে ওই ভিডিও আপলোড করেছেন তার প্রতি।

শুঁটকি পল্লিতে হাহাকার

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় বুলবুল ও প্রচণ্ড শীতের সঙ্গে বৃষ্টির কারণে সাগরে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেনা জেলেরা। এর ফলে লোকসানের আশঙ্কায় হাতাশা বিরাজ করছে জেলে, বহরদর ও শুঁটকি ব্যবসায়ীদের মধ্যে।

জানা যায়, এ বছর জেলেদের জালে যে মাছ ধরা পড়ছে তা অন্য বছরের তুলনায় অনেক কম। সব মিলিয়ে জেলে পল্লিতে নেই খুশির আমেজ। তবে শুঁটকি মৌসুমে আগামী দুইমাস আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারবে বলে আশা করছে বনবিভাগ ও শুঁটকি ব্যবসায়ীরা।

বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবনের দুবলার চরসহ কয়েকটি চরে প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রায় ছয় মাসব্যাপী চলে শুঁটকি আহরণ মৌসুম। পূর্ব সুন্দরবন বিভাগ থেকে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে পাস-পারমিট নিতে ডিপো মালিক, বহরদারসহ কয়েক হাজার জেলে শুঁটকি মাছের জন্য সমুদ্রে যান। সমুদ্র থেকে লইট্যা, ছুরি, চ্যালা, ভেটকি, কোরাল, চিংড়ি, রূপচাঁদা, কঙ্কন, মেদসহ বিভিন্ন প্রকার মাছ সমুদ্র থেকে আহরণ করে মাচায় শুকিয়ে শুঁটকি তৈরি করেন। এর সঙ্গে থাকেন কিছু অভিজাত শুঁটকি ব্যবসারীরা। যারা কোনো প্রকার জীবনের ঝুঁকি ছাড়া শুধু টাকা বিনিয়োগের মাধ্যমে শুঁটকির ব্যবসা করে থাকেন। লাভের পরিমাণও তাদের অনেক।

এ বছর সুন্দরবনের পাঁচটি চরে ৫৩টি ডিপো মালিক, ১০৪০টি জেলে ঘরে ২০ হাজারের অধিক জেলে শুঁটকির জন্য মাছ আহরণ করছে। কিন্তু গত বছরের ১০ অক্টোবর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শুঁটকি নষ্ট হওয়া এবং ডিসেম্বরের শেষের দিকে শৈত্যপ্রবাহের কারণে প্রচণ্ড ঠাণ্ডার সঙ্গে বৃষ্টি হওয়ায় ‘মরার উপর খাড়ার ঘা’র মতো ঘটনা ঘটেছে শুঁটকি পল্লিতে। এ অবস্থায় জেলেরা যেমন লোকসানে পড়েছে তেমনি সরকারেরও কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, গত বছর ১৫ জানুয়ারি পর্যন্ত শুঁটকি পল্লি থেকে রাজস্বের পরিমাণ ছিল এক কোটি ৪১ লাখ। সেখানে এ বছর একই সময়ে সেই রাজস্ব মাত্র এক কোটি তিন লাখ টাকা। গেল বছর পুরো মৌসুমে আমাদের রাজস্ব আদায় ছিল দুই কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৮১৯ টাকা। গত বছরের তুলনায় এ বছর আয় অনেক কম হবে।

নজরুল ইসলাম, রুহুল হাওলাদার, সুরোত আলীসহ কয়েকজন জেলে বলেন, মৌসুমের শুরুতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কিছু শুঁটকি নষ্ট হয়েছে। বুলবুলের পর সাগরে মাছও কমে গেছে। প্রচণ্ড শীতের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি থাকে এ সময় তেমন পাছ পাওয়া যায় না। যে মাছ পাচ্ছি তার আকৃতিও ছোট।

তারা আরও বলেন, পরিবার-পরিজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ছয় মাসের জন্য সাগরে আসি শুধু আর্থিকভাবে স্বচ্ছল থাকার জন্য। এবার মাছের যে অবস্থা ছয় মাস কাজ করে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। দুবলার চরের জেলেদের জন্য এর থেকে কষ্টের কিছু নেই।

দুবলার চরের ব্যবসায়ী পঙ্কজ রায় ও আছাদ ছকাতি বলেন, সমুদ্রে মাছ ধরার জন্য একটি ট্রলার পাঠাতে অনেক খরচ হয়। এর সঙ্গে দক্ষ জেলেদের বেতনও রয়েছে। সব মিলিয়ে এ ব্যবসা টিকিয়ে রাখতে অনেক খরচ করতে হয় আমাদের। কিন্তু এ বছর মাছের যে অবস্থা তাতে খরচাপাতি দিয়ে আমাদের তেমন কিছু থাকবে না বরং লোকসান গুণতে হবে।

দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতিবছর শুঁটকি মৌসুমে জেলেদের একটি লক্ষ্যমাত্রা থাকে। এ বছর জেলেদের লক্ষ্যমাত্রা কোনোভাবেই পূরণ হবে না। তবে মৌসুমের বাকি দিনগুলোতে যদি আবহাওয়া ভালো থাকে এবং মাছ বেশি পাওয়া যায় তাহলে কিছু ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বুলবুল ও শীতের কারণে মাছ অনেক কম। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই মাসে জেলেরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।

না ফেরার দেশে বগুড়া-১ আসনের এমপি মান্নান

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সকাল ৮টা ১৫ মিনিটে এমপি আব্দুল মান্নানের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

এদিকে আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান মতি জানান, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নানকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফসাপোর্টে নেওয়া হয়।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। ময়মনসিংহে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন তিনি। ৮০’র দশকে ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আব্দুল মান্নান।

আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন তিনি।

প্রয়াত মান্নানের স্ত্রী সাহাদারা মান্নানও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি বর্তমানে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আব্দুল মান্নানের বড় ছেলে সাখাওয়াত হোসেন সজল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পে কর্মরত।

বাসরঘরের ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

রাত পোহালেই বিয়ে, প্রস্তুতিও প্রায় শেষ। এমনই সময় বাড়িতে খবর এলো সড়ক দুর্ঘটনায় বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে।

তন্ময় বিশ্বাস সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের আত্মীয় শিপন বলেন, শুক্রবার জেলা সদরের হাট বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল তন্ময়ের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। রাতে সে ঝিনাইদহ শহরে বাসরঘরের ফুল কিনতে যায়। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল থেমে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময় বিশ্বাস। সে সময় হয়তো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মরদেহটি সদর হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের সিংগাইরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীর হাত-পা বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তারা হলেন- লেবু (৪০), মতিয়ার (৪০), জহিরুল জহুু (২৬) এবং মাজেদ (৩৮)।

নির্যাতনের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।

Manikganj-(1)

মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে ৭ জন লোক সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূর স্বামীর হাত-পা বেঁধে ফেলে। পরে তারা গৃহবধূকে পাশের কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘণ্টা দেড়েক পর তারা ওই গৃহবধূর স্বামীর ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষিত ওই নারীকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সাত্তার মিয়া জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজহারী’র মাহফিলে জনসমুদ্র

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে বর্তমান সময়ের আলোচিত মুফাসসির ও জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল বুধবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসা মাহফিলের আয়োজন করে। সকাল থেকে মাদরাসা সংলগ্ন মাঠে বিভিন্ন এলাকা থেকে সব বয়সী নারী-পুরুষ ভীড় জমায়। বাদ আসর লক্ষাধিক জনতার সমাগমে মাহফিল স্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। মাগরিবের পর মহাগ্রন্থ আল-কুরআন থেকে তাফসীর পেশ করেন ড. মাওলানা মিজানুর রহমান আল-আজহারী। মাহফিলে সমাজ-রাষ্ট্রে শান্তি ও সমৃদ্ধির জন্য কুরআন-হাদিসের আলোকে ১০ বিষয়ের উপর বিশদ আলোচনা করেন।

পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সেক্রেটারী কামরুজ্জমান মাসুমের পরিচালনায় মাহফিলে বয়ান করেন ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ, ছাগলনাইয়ার মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া, আবদুল আজিজ মাক্কি, উত্তর কাশিমপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম।

ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে ব্যাঙ্গ করা যাবেনা। বর্ণ, আকার ও নাম নিয়ে কথা বলা যাবেনা। কখনো একে অপরের দোষ খোঁজা যাবেনা। ব্যাঙ্গ, কটাক্ষ করা যাবেনা। অন্যকে ঠাট্টা করো না। কিছু লোক আছে সারাদিন অন্যকে নিয়ে সমালোচনা করে। নিজের দোষ খুঁজতে হবে। যে নিজে নিজের সমালোচনা এবং নিজের সমস্যা সমাধান করতে পারে সেই বুদ্ধিমান। যারা নিচুমনের মানুষ তারাই অন্যের দোষ নিয়ে সমালোচনা করে। যারা মাঝারি ধরনের মানুষ তারা এলাকায় বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে। বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে সমাজটাকে পাল্টে দিতে চায়। যুগ-জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরন। এক মানুষই জীবতকালে বাঁচায় কাফেলা। ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে। আগে নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে।

তিনি আরো বলেন, মুনাফিকরা আন্দাজ-অনুমান নির্ভর কথা বলে। আন্দাজ-অনুমান সত্যের বিকল্প হতে পারে না। পজেটিভ কথা বলতে হবে। গুজবে কান দেয়া যাবেনা। গীবত করা যাবেনা। কোন মুমিন গীবত করতে পারেনা। ভাতৃত্ব তিন ধরনের। একটা মায়ের পেটের ভাই, আরেকটি দ্বীনি ভাই। অপরটি মানবতার দিক থেকে ভাই। সেই হিসেবে নাস্তিক, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টানরা আমাদের ভাই। আমরা সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। ইসলাম, ধর্ম, জাতীয়তাবাদ, বর্ণ, ভাষা পৃথক করেছি। শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গের প্রার্থক্য। ইসলামে কোন দাস প্রথা নেই। প্রেসিডেন্ট, শিক্ষক, রিক্সাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা কোন প্রার্থক্য নেই। আল্লাহর সামনে সকল বিশ্বের মানুষ এক। বিভেদের প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। আমরা কোন দল করি, কোন পীরের মুরিদ। সবার আগে পরিচয় আমরা মুসলিম। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে।

সকল হিংসা-বিদ্বেষ আর বিভেদ ভুলে ঐক্য তৈরি করার আহবান জানিয়ে আজহারী বলেন, বাংলাদেশকে জঙ্গী, মাদক, যৌতুক, সুদমুক্ত করার জন্য যুবকরাই যথেষ্ট। নামাজ, রোজা, লজ্জাস্থান হেফাজত ও স্বামীর আনুগত্য করার জন্য নারীদের প্রতি আহবান জানান তিনি।

মাহফিলের আয়োজক কমিটির আহবায়ক কামরুজ্জামান মাসুম জানান, দুই লক্ষাধিক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে তাফসিরুল কুরআন মাহফিল শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে।

মাহফিলে আমন্ত্রীত অতিথি হিসেবে অংশ নেন ফেনী মডেল থানার ওসি মো: আলমগীর হোসেন, ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল হক লিটন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম, লক্ষীয়ারা ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি ইসমাইল হোসেন খোকন, সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন, ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

নোয়াখালীতে ১৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা জসিম উদ্দিন, মহিন উদ্দিন, ইব্রাহিম খলিল, আলাউদ্দিন, রুবেল হোসেন, জামাল উদ্দিন, দিদার হোসেন, আক্তার হোসেন, আব্দুল আলী, সফিক উল্লাহ, কবির উদ্দিন, আলী আহম্মদ, হানিফ, আব্দুল খালেক ও রহিম উদ্দিন।
ডিবি পুলিশ নোয়াখালীর উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের রহিমের চা দোকানের পেছনে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত অভিযান চালানো হয়। এ সময় নগদ ২৬০০ টাকাসহ ১৫ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আবরার মৃত্যুর ঘটনায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক:

কিশোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনার মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাময়িকীটির সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে নাইমুল আবরার নিহত হওয়ায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম এ প্রতিবেদন দাখিল করেন।

এরপর প্রতিবেদন আমলে নিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ এ তথ্য নিশ্চিত করেন।

ঢাবি ছাত্রী ধর্ষণের স্বীকারোক্তি দিচ্ছেন মজনু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ধর্ষক মজনু ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামড়ায় বেলা আড়াইটার দিকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মজনুর জবানবন্দি রেকর্ড করছেন।

চট্টগ্রামের পাহাড়তলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আমবাগান এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ভূ-সম্পত্তি বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান বিকেল ৫টা পর্যন্ত চালানো হবে।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত আমবাগান এলাকায় প্রায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাড়ে তিন একর জায়গা উদ্ধারের কাজ চলছে।